Assalamualaikum
Everyone. l am @anowarhoussain
From #Bangladesh October, 16 -10 -2023
- A beautiful day.
- October, 16-10 -2023
- Monday,,
THE DAIRY GAME
Assalamu Alaikum my dear friends, how are you all? I hope you are all doing well by the grace of God. And living a very beautiful life. Alhamdulillah I am very well. Today I am going to participate in a contest organized by "Incredible India". The topic of today's contest is Incredible India monthly contest October. My memorable day through the diary game. This is a very nice competition. First of all I want to thank @meraindia for organizing such a nice competition. So let's start today's competition.
আমি প্রতিদিন খুব সকাল ভরে ঘুম থেকে উঠতে পছন্দ করি।আজও তার ব্যতিক্রম হয়নি। আজকে আমি খুব সকাল ভোর 5:25 মিনিটে ঘুম থেকে উঠলাম। এরপর আমি ফ্রেশ হওয়ার জন্য প্রথমেই দাঁত ব্রাশ করে নিলাম। এরপর আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে। অজু করে আমার রুমে চলে এলাম। আমার রুমে এসে আমি টুপি পাঞ্জাবি পড়ে ফজরের নামাজ পড়তে মসজিদে চলে গেলাম এবং নামাজ শেষ করে। বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম।
নামাজ শেষ করে বাড়ি ফিরতে হঠাৎই খেয়াল করলাম।সূর্যটা পূর্ব আকাশ থেকে উদয় হচ্ছে। আমি তখন সেখানে দাঁড়িয়ে সূর্য ওঠার মুহূর্তটা উপভোগ করলাম। এবং একটি ফটোগ্রাফিক করে বাড়ি ফিরে এলাম। বাড়ি এসে আমি সোজা আমার রুমে চলে এলাম। আমার রুমে এসে আমি এক থেকে দুই ঘন্টা পড়াশোনা করলাম। এরপর আমি সকালের খাবার খেয়ে 10:৪০ মিনিটে।
সকালের খাবার খাওয়া শেষ করে আমি গোসল করে নিলাম।গোসল শেষ করে সোজা আমার রুমে এসে বসলাম। কিছুক্ষণ পরে মসজিদে যোহরের আযান দিলো। আমি যোহরের নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেলাম। এবং নামাজ শেষ করে আমি সোজা বাড়ি ফিরে এলাম। দুপুর 1: 45 মিনিটে। কারণ যোহরের আযান দেয় 1:00 টায়।আর নামাজ শুরু হয় 1:30 মিনিটে। তাই বাড়ি ফিরতে ফিরতে আমার প্রায় 1: 45 মিনিট বেজে গেল।
বাড়ি ফিরতে হঠাৎই আম্মু বললো।তোর কাকুর ডেঙ্গু জ্বর ধরা পড়েছে। সে কুষ্টিয়া সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে। তোমার কাকুর জন্য কিছু গাছ থেকে ডাব পেড়ে আন। আমি তো ডাব গাছে উঠতে পারি না। তখন আমি আমাদের বাড়ির পাশ থেকে একটি ছেলেকে ডেকে এনে ডাব গাছে উঠিয়ে দিলাম। সে গাছ থেকে অনেক বড় বড় কিছু ডাব পারলো। ডাব এমনিতেই অনেক পুষ্টিকর একটি ফল। আর তাছাড়া ডাব দেখলে আমার মাথা ঠিক থাকে না। আমি তো নিজেই দুইটা খেয়ে নিলাম। আর কাকুর জন্য চারটি পাঠিয়ে দিলাম একজনের কাছে।
এরপর আমি ফুটবল খেলার জন্য।ফুটবল মাঠের উদ্দেশ্যে রওনা হলাম। কারণ প্রতিদিন বিকেলে আমাদের বাড়ির পাশে একটি মাঠ রয়েছে সেখানে অনেক ছেলেরা ফুটবল খেলে। আমিও সময় পেলে সেখানে কিছু সময় ফুটবল খেলতে প্রচন্ড পছন্দ করি। কারণ খেলাধুলার মাধ্যমে শারীরিক ব্যায়াম হয়ে যায়। এবং শরীর ভালো থাকে। আমাদের প্রত্যেকেরই উচিত প্রতিদিন বিকেলে। কিছু সময় হাঁটাহাঁটি বা খেলাধুলা করা। যা আমাদের শরীর সুস্থ রাখতে সহযোগিতা করবো। আমি 1 ঘন্টা মত ফুটবল খেললাম।
এরপর হঠাৎই মসজিদে আসরের আযান দিলো। আমি আসরের নামাজ পড়তে মসজিদে চলে এলাম। নামাজ শেষ করে আমি এদিক ওদিক কিছু সময় হাঁটাহাঁটি করলাম। এরপর সন্ধ্যা হয়ে গেল। এবং মসজিদে মাগরিবের আযান দিলো। আমি তখন মসজিদে গিয়ে মাগরিবের নামাজ পড়লাম। এরপর সোজা বাড়ি ফিরে এলাম।বাড়ি এসে আমি সোজা আমার রুমে চলে গেলাম। আমার রুমে এসে আমার ল্যাপটপটি অন করে।স্টিমিট প্ল্যাটফর্মে একটি পোস্ট করলাম। এবং কিছু কমেন্ট করলাম।
এরপর কাজ শেষ করে রাতে খাবার খেয়ে নিলাম।রাতের খাবার খাওয়া শেষ করে সোজা আমার রুমে এসে বিছানা পত্রগুলো গুছিয়ে। যতটা সম্ভব তাড়াহুড়ো করে ঘুমিয়ে পড়লাম। এভাবেই আমি আমার আজকের দিনটি সম্পূর্ণ করলাম। আমি আশা করি আমার আজকের কাটানো মুহূর্ত গুলো আপনাদের কাছে ভালো লাগবে। সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন। আমি খুব শীঘ্রই আমার পরবর্তী পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ।
I am inviting three of my friends on my behalf.@josepha,@famillycooking1,@rubina203,
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গ্রামের জীবনটা আসলেই চমৎকার। ইচ্ছে করলেই মাঠে চলে যাওয়া যায়। গাছ থেকে বিভিন্ন ধরনের ফলমুল পারা যায়। এই ধরনের ছোট ছোট জিনিসগুলো খুব ভালো লাগে আমার। আপনি আপনার সারা দিনের কার্যাবলী খুব চমৎকার ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য এবং খুব সুন্দর ভাবে আপনার একটি দিনের কার্যক্রম তুলে ধরার জন্য ভালো থাকেন সুস্থ থাকুন শুভ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমে ই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই জন্য যে আপনি আমাদের সাথে এতো সুন্দর একটি দিনের কার্যক্রম আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার দিন লিপি টি পড়ে সময় চোখে পড়ল ডাব যা আত্যান্ত উপকারী মানবদেহের জন্য। বিকেলে মাঠে খেলাধুলা করছেন তা ও স্বাস্থ্যের জন্য ভালো। আপনার দিন টি খুব সুন্দর ভাবে কাটছে তা আপনার উপস্থাপন দেখে অনুধাবন করতে পেরেছি। ধন্যবাদ আপনাকে। আপনার পরবর্তী পোস্টের অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit