নৌকা ভ্রমণ
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ ।সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন ।আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমিও ভাল আছি। আজকে আমি নৌকা ভ্রমণে গিয়েছিলাম সেই সম্পর্কেই কিছু কথাবার্তা লিখব। আল্লাহ তাআলা আমাকে ভালোভাবে লিখার তৌফিক দান করুন।
তো কালকে অনেক বৃষ্টি পড়েছে। আজকে সকাল বেলায়ও অনেক বৃষ্টি পড়ছে। ফজরের নামাজের পর কিছুক্ষণ বৃষ্টি পড়ছে। তারপর থেমে গেছে, তারপর থেকে আর বৃষ্টি হয় নাই। তো দুপুরবেলা খাবার খেয়ে আমি আবার পাঁচজন ছাত্রকে প্রাইভেট পড়াই। তাদেরকে যখন প্রাইভেট পড়াইতে ছিলাম তখন আব্দুল্লাহদের নৌকা দেখলাম খালের পারে বাধা। আব্দুল্লাহকে বললাম যে আজকে আসেন নৌকা ভ্রমন করে আসি। আব্দুল্লাহ বলল যে আসরের নামাজ পড়ে যাব। আব্দুল্লাহ হলো আমার মক্তবের ছাত্র এবং সে আমার কাছে প্রাইভেট পড়ে।
তো আসরের নামাজ পড়লাম ।আসরের নামাজ পড়ে আব্দুল্লাহকে বললাম চলেন আমরা নৌকা দিয়ে একটু চকে ঘুরে আসি। তারপর আব্দুল্লাহ আর আমি নৌকায় চড়ে চড়ে গেলাম। অনেক ভালো লাগলো আশেপাশে অনেক মানুষকে দেখলাম তারাও নৌকা নিয়ে আসছি ।কেউ ছবি তুলতেছে ,আবার কিছু মানুষ তারা মাছ ধরতেছে। অনেকেই জাল তুলতেছে তো আমি তাদের কাছে গেলাম যারা মাছ ধরতেছে। আমার মাছ ধরা অনেক ভালো লাগে। আমি যখন বাড়িতে যাই তখন আমিও অনেক মাছ ধরি। মাছ ধরা আমার একটা নেশা বললেই চলে।
মাছ ধরা দেখতে গেলাম ।সেখানে দেখতে পেলাম যে, তিনি টেংরা মাছ, পুটি মাছ ,শোল মাছ, বাইল্লা মাছ এগুলো তারা ধরছে ।কিছুদিন আগে বিল প্রায় শুকিয়ে গিয়েছিল এখন দুই দিনের বৃষ্টিতে আবার পানি পরিপূর্ণ হয়ে গেছে এর জন্য মাছও অনেক বেশি ।সকালবেলায় দেখা যায় একেকজন বড় বড় ডিশ নিয়ে বাজারে মাছ নিয়ে যায় । বেশিরভাগ পুটি মাছ থাকে আর বাইলা মাছ থাকে চিংড়ি খুবই অল্প পাওয়া যায়।
আমার পছন্দের মাছের মধ্যে হল, আমরা যেহেতু গ্রামের মানুষ আমাদের ওই দিকে তেমন নদী নাই। নাই বললেই চলে সাধারণত আমাদের এদিকে যে, মাছটা বেশি পাওয়া যায় সেটা হল রুই ,কাতলা, তেলাপিয়া, আর বর্তমানে চাষের মাছ মানুষ বেশি খায় ।যখন আমি বাড়িতে যাই তখন আমি বিল থেকে অনেক মাছ ধরি বিশেষ করে ছোট ছোট মাছ রান্না করলে অনেক ভালো লাগে।
তো বিলের মধ্যে অনেকক্ষণ ঘোরাফেরা করলাম নৌকা নিয়ে। আব্দুল্লাহ অনেকগুলো ছবি তুলল আমিও অল্প কিছু ছবি তুললাম ।তারপর কিছু শাপলা ফুল তুলে নিয়ে আসলাম ।অনেক শাপলা ফুল ফুটেছে। এদিকে শাপলা ফুলের যে ঢাটা থাকে সেগুলো রান্না করে খায় ।আমাদের এদিকে আবার এগুলো রান্না করে খায় না।
অনেক সময় এভাবে আমরা শাপলা ফুল তুললাম। তারপর অনেকগুলো ছবি তুললাম অনেক দূর পর্যন্ত গিয়েছিলাম ।এরই মাঝে দেখতে পাই যে সূর্য ডুবে যাচ্ছে ।মাগরিবের নামাজের সময় হয়ে যাচ্ছে। তারপর আব্দুল্লাহকে বললাম চলেন মাগরিবের নামাজের সময় হয়ে যাচ্ছে চলেন মসজিদে চলে যাই। তারপর আব্দুল্লাহ আর আমি দুজনেই নৌকা দিয়ে চলে আসলাম ।আসার দশ মিনিট পর এই মাগরিবের নামাজের সময় হয়ে যায় মাগরিবের আজান দেই এবং মাগরিবের নামাজ পড়ে রুমে চলে আসি ।তো আলহামদুলিল্লাহ অনেকদিন পর নৌকা ভ্রমণ করলাম অনেক ভালো লাগলো সবাই দোয়া করবেন যেন সুস্থ থাকতে পারি। আসসালামুয়ালাইকুম।
নদীতে পাবিলে নৌকা নিয়ে ভ্রমণ করার আনন্দ ভিন্নরকম, বিশেষ করে রাতে যদি চাঁদের আলো থাকে তাহলে নৌকা ভ্রমণের আন্দোলনটা অনেক বেশি হয়, বৃষ্টির দিনে নৌকা ভ্রমণ এবং আপনার দিনের কার্যক্রম দেখে খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ সুন্দর পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই সাবধানে চালান নৌকা ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে কেননা কিছুদিন আগেও নৌকার মাঝে পালিয়েছে আর সেই সুযোগে আপনি আজকে নৌকা বাইছেন। যাইহোক একটু মজা করলাম।
নৌকা চালানোর সুন্দর কিছু মুহূর্ত আমাদের কাছে উপস্থাপনা করার জন্য অসংখ্য ধন্যবাদ বিশেষ করে আমার কাছে বেশি ভালো লাগছে আকাশের এই সিনারি গুলো আকাশ যে কত রং ধারণ করতে পারে সেটা আমাদের কল্পনার বাইরে। ছবিগুলো উঠানো অসাধারণ হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নদীতে নৌকা ভ্রমণের মজাই অন্যরকম। আমি কিছুদিন পর পর নৌকা ভ্রমণ করি।সকলে মিলে নৌকা ভ্রমণের মধ্যে একটা অন্যরকম আনন্দ রয়েছে। আমরা যখন নদীতে যাই তখন আমাদের মনটা অন্যরকম হয়ে যায়।আপনার নৌকা ভ্রমণ আমার কাছে খুবই ভালো লেগেছে। সুন্দর লেখাটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit