3D ইলিউশনস (৫.০)

in hive-120823 •  3 days ago 

নমস্কার বন্ধুরা! আশা করি সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে ভিন্ন ধরনের একটি 3d পেন্সিল স্কেচ নিয়ে হাজির হয়েছি৷ চলুন আর বেশি দেরি না করে শুরু করে দেই আমি কিভাবে স্কেচটা সম্পূর্ণ করলাম...

1000009879.jpg
ছবিটা দেখে মনে হচ্ছে না? খাতার উপর একটা দেয়াল দাড়িয়ে আছে!

বর্তমানে সকালে আগের তুলনায় অনেকটা সকাল সকাল ঘুম থেকে ওঠা হচ্ছে। আজকে সকালে উঠে ফ্রেশ হয়ে যখন আঁকাতে বসবো তখন বাড়িতে খবর এলো আমাদের বাড়িরর পাশের এক দাদু মারা গেছেন। তাই আমাদের শ্মশান ঘাটে যেতে হবে। এজন্য অল্প কিছু খেয়ে দাদার সাথে চলে গেলাম শ্মশান ঘাটে। সেখানে গ্রামের অনেক মানুষ এসেছিলো।

তারপর শ্মশান ঘাটের সকল কাজ শেষ করে বাড়ি ফিরতে ফিরতে বিকাল হয়ে গিয়েছিল। বাড়ি এসে স্নান করে খাওয়া দাওয়া শেষ করে একটা ঘুম দিলাম। সন্ধ্যার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাতা কলম নিয়ে বসে গেলাম আজকের স্কেচটা আঁকাতে। আজকেও আমি আপনাদের মাঝে 3d স্কেচের আরো একটা পর্ব নিয়ে হাজির হয়েছি।

অনেক কথা হলো এখন চলুন আজকে আমার 3d স্কেচটা কিভাবে আঁকলাম তার প্রতিটা ধাপ সহ আপনাদের মাঝে তুলে ধরি........

উপকরণ

1000009808.jpg

একটি ড্রইং খাতা, পেন্সিল, রাবার, পেন্সিল কাটার,কাটা কম্পাস, স্কেল। একটি 2b পেন্সিল, একটি 6b পেন্সিল। কারণ একটি দিয়ে ড্রইং এর বেজ তৈরি করেছি এবং আরেকটি দিয়ে স্কেচ করি। আজকে একটি মার্কার কলম ও ব্যবহার করেছি। কারণ 3d স্কেচ করার জন্য মার্কার কলম অত্যাবশ্যক।

১ম ধাপ

1000009845.jpg

প্রথমে খাতার চারপাশে আজকে একটু বেশি জায়গা রেখে স্কেল ব্যবহার করে দাগ কেনে নিলাম। করণ এই দাগের ভিতরেই আজকের স্কেচটা সম্পূর্ণ করবো।

২য় ধাপ

1000009872.png

খাতার মাঝ বরাবর স্কেলের একটা সঠিক মাপ অনুযায়ী দাগ টেনে নিলাম। তারপর একই মাপ অনুযায়ী একটা ক্রস শেপ এর মতো তৈরি করে নিলাম।

৩য় ধাপ

1000009873.png

তারপর ক্রস শেপের মাথা গুলে স্কেলের সাহায্যে দাগ দিয়ে সংযোগ করে দিলাম।

৪র্থ ধাপ

1000009874.png

ক্রস শেপের বাইরের পাশ দিয়ে নির্দিষ্ট মাপ অনুযায়ী সব পাশে ছোট ছোট করে দাগ কেনে নিলাম।

৫ম ধাপ

1000009875.png

আগে যে দাগ গুলো দিয়েছিলাম সেই দাগ গুলো অন্য দাগের সাথে মিশাতে স্কেলের সাহায্য নিলাম। এগুলো না দিলে 3d ঠিক মতে বেঝা যাবে না।

৬ষ্ঠ ধাপ

1000009876.png

আগের দাগ গুলো মিশানোর পর কিছু দাগ দেওয়া বাদ গিয়েছিল। এজন্য পরবর্তীতে সে দাগ গুলোও দিয়ে দিলাম।

৭ম ধাপ

1000009877.png

এবার স্কেচ ও কালার করার পালা। প্রথমে কালার করতে হবে। এজন্য যে যে ঘর গুলো আগে কালার করব সে ঘর গুলো আগে মার্কিং করে নিলাম এবং পরে সে গুলো কালার করে নিলাম।

৮ম ধাপ

1000009878.png

কালার করার পর এবার স্কেচ শেষ করতে হবে। কালার করার পর বাকি যে ঘর গুলো বাদ ছিল সেই ঘর গুলো একে একে স্কেচ করে নিলাম এবং স্কেচ এর পর স্কেচটা তুলা দিয়ে মিশিয়ে নিলাম।

ফাইনাল লুক

1000009869.jpg

অবশেষে আমার আঁকানোর সব কিছু শেষ। দীর্ঘ কয়েক ঘন্টা আঁকানোর পর একটাই আমার ফাইনাল লুক।

আশা করি আপনাদের আমার আঁকানো 3d স্কেচটা ভালো লাগবে। আপনারা আমাকে সাপোর্ট করলে ভবিষ্যতে আরো নিত্য নতুন স্কেচ নিয়ে হাজির হবো। আপনারা শুধু আমার পাশে থাকবেন এবং আশীর্বাদ করবেন। ভালো থাকবেন সবাই।

'সমাপ্ত'

"ধন্যবাদ সবাইকে"

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...

আজকে আপনি যখন অঙ্কন করতে বসেছেন তখন আপনাদের বাড়িতে খবর এলো একজন দাদু মারা গেছে উনাকে নিয়ে শ্মশানে যেতে হবে তাই আপনি একা বন্ধ করে সবার সাথে চলে গেলেন তার পরেও এসে আপনি আপনার থ্রিডি স্ক্রিপশন আরেকটা পর্ব আমাদের সাথে শেয়ার করেছেন এটা সত্যিই অসাধারণ ধন্যবাদ ভালো থাকবেন।