"নমস্কার বন্ধুরা!"
আশা করি সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আমি আবারও নতুন একটি গল্প নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন আর বেশি দেরি না করে শুরু করে দেই......
![]() |
---|
সুমনের ইলিশ মাছের ডিম খুব পছন্দের একটি খবার। সুমন অনেক বছর পর তার মামার বাড়িতে বেড়াতে এসেছে। একদিন দুপুর বেলায় সুমন আর তার মামা একসাথে বসে দুপুরে খাবার খাচ্ছিল। আর সুমনের মা তাদের জন্য রান্না করছিল। সুমনের দিদা খেয়াল করে দেখলো সুমন একের পর এক ইলিশ মাছের ডিম খেয়েই চলেছে। আর তা মা একের পর এক ভেজেই চলেছে। কারণ তার মা জানে তার ছেলে ইলিশ মাছের ডিম খেতে খুব পছন্দ করে।
সুমনের দিদা সুমনকে বলে তোর মাও তো ইলিশ মাছের ডিম ভাজি খুব পছন্দ করে, তোর মার জন্য ও একটু রাখ। সুমন তার দিদার কথা শুনে প্রথমে একটু সক খায়। সে জানতো তার মা ইলিশ মাছের ডিম খেতে পছন্দ করতো না। কারণ বাড়িতে ইলিশ মাছ আনলে তার মা সবসময় সব ডিম তাকেই দিত। সুমনের দিদা তাকে বললো সে যে কথাটা জানে সেটা সম্পূর্ণ মিথ্যা।
![]() |
---|
তার দিদা তাকে বলে তার মা সবদিনই ইলিশ মাছের ডিম খেতে পছন্দ করতো। সুমন কথা গুলো শুনে কিছুই বুঝে উঠতে পারি নি যে এটা কিভাবে সম্ভব। কারণ সুমন আগে অনেক বার তার মাকে জোর করার পরেও সে কখনোই ইলিশের ডিম খাই নি। তখন সুমনের মামা তাকে বললো,তুমি হয়তো একটু বেশিই ইলিশের ডিম খেতে পছন্দ করো, এজন্য তোমার মা সবটা তোমাকেই দিত নিজে না খেয়ে।
হঠাৎ সুমনের বুক ফেটে কান্না আসে৷ করণ সে কখনো জানার চেষ্টাই করি নি যে তার মা কি পছন্দ করে। সুমনের বাবা নেই। সে যখন খুব ছোট ছিল তখন একটা গাড়ি এক্সিডেন্টে মারা গিয়েছিল৷ ছোট বেলা থেকে সুমনের মাই তাকে বড় করেছে। সুমনের কখন কি লাগবে, তার কখন কোন জিনিসের প্রয়োজন হবে সে সবটাই তার মার জানা৷
![]() |
---|
সুমনের মা তাকে তার বাবার শূন্যস্থান কখনোই টের পেতে দেয়নি। সুমনের কোন সময় কোন খাবার খেতে পছন্দ করে সেটাও তার মা জানতো। কিন্তু সুমন এটাই জানে না যে তার মায়ের পছন্দ কি? তার মা কি কি খেতে পছন্দ করে? এই কথা গুলো ভেবে হঠাৎ করেই সুমনের খুব অনুশোচনা হতে লাগলো তার এই কাজ গুলোর জন্য! সুমন তখনই ঠিক করে নিলো,এখন থেকে সেও তার মায়ের সবকিছুর খেয়াল রাখা শুরু করবে।
যেমনটা তার মা তার খেয়াল রাখে তেমন করেই খেয়াল রাখবে। তবে সে এটাও জানে যে মা যেমন করে তার খেয়াল রাখে সে ঠিক তেমন করে মায়ের খেয়াল রাখতে পারবে না। কিন্তু সে চেষ্টা করবে। সে এখন থেকে চেষ্টা করবে তার মাকে ভালো রাখার।
আমাদের সকলের মা গুলো মনে হয় এমনই। তারা নিঃসন্দেহে আমাদের সবকিছুর দিকেই খেয়াল রাখে। একজন মা একটা পরিবারের সবারই খেয়াল রাখে, কিন্তু একটা সত্যি কথা হলো আমরা সবাই মিলেও একজন মায়ের খেয়াল রাখতে পারি না। আমাদের সকলেরই উচিত আমাদের মায়েদেরও ইচ্ছা অনিচ্ছার দিকে খেয়াল রাখা। ভালো থাকুক পৃথিবীর সকল মায়েরা.......
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একটা মা কিন্তু একটা সন্তানকে খুব সুন্দর ভাবে অনায়াসে বাবা ছাড়া বড় করতে পারে কিন্তু একজন বাবা একজন সন্তানকে বড় করতে পারে তবে সবার ক্ষেত্রে সেটা হয়ে ওঠেনা সুমনের মা তাকে ছোটবেলা থেকে অনেক আদর যত্ন নিয়ে বড় করেছে। সুমন ইলিশ মাছ এর ডিম খেতে পছন্দ করে বলে তার মা ইলিশ মাছের ডিম খাওয়া বন্ধ করে দিয়েছে আসলে মায়ের ভালোবাসা এমনই হয়ে থাকে সন্তান যদি কোন জিনিস খেতে পছন্দ করে সেই জিনিস মা আর খেতে চায় না কারণ মা মনে করে তার সন্তান যদি এই খাবারটা খায় এটাই তার জন্য শান্তির একটা জায়গা অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মায়ের ভালোবাসা চেয়ে নিঃস্বার্থ আর কিছু হতে পারে না। গল্পটি পড়ে সত্যিই মন ছুয়ে গেল। আমরা প্রায়ই মায়ের ভালবাসাকেই এতটাই স্বাভাবিকভাবে নেই যে, কখনো ভাবি না তিনি কি পছন্দ করেন কি চান। সুমনের উপলব্ধিটা আমাদের সবার জন্য একটি বড় শিক্ষা। আমাদের সবার উচিত মায়ের খেয়াল রাখা, যেমনটা তিনি আমাদের রাখেন সবসময়। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি গল্প আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য। ভালো থাকবেন সব সময়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার এই লেখাটা পড়তে গিয়ে আমারও আমার আম্মুর কথা মনে পড়ে গেল খুব মিস করছিলাম তাকে, এই পৃথিবীতে একমাত্র মাই হচ্ছে যে তার সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, পৃথিবীতে সব সম্পর্কের মধ্যে কম বেশি স্বার্থ থাকে কিন্তু মায়ের ভালোবাসা কখনো স্বার্থ খুঁজে পাওয়া যায় না।।
খুবই ভালো লাগলো আপনার এই গল্পটি পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতিটি মায়ের ভালোবাসা অসম্ভব সুন্দর আর প্রতিটি মা চায় তার সন্তানের জন্য ভালো কিছু হোক ৷ সুমনের প্রতি তার মায়ের যে ভালেবাসা দেখলাম এগুলাই হলো মায়ের নিঃস্বার্থ ভালোবাসা ৷
পৃথিবীর সব মায়েরাই অনেক দিন বেঁচে থাকুক ৷ ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit