source
প্রিয়,
পাঠকগণ,
কেমন আছেন আপনারা সকলে?
আশা করছি সকলের ভালো আছেন,সুস্থ আছেন, এবং আজকের দিনের মত, গত কয়েকদিনও আপনাদের নিশ্চয়ই ভালো কেটেছে।
আমি দুঃখিত গত কয়েকদিন আমি আপনাদের সাথে কোন পোস্ট শেয়ার করতে পারিনি, সেই কারণে আপনারা কেমন আছেন সেই খবর জানার কোন উপায় আমার কাছে ছিল না।
ব্যক্তিগত জীবন নিয়ে আমি এতটাই চিন্তায় ছিলাম, যে কাজের দিকে ভালো করে মন দিতে পারিনি।
জানেন, জীবনে কখনো কখনো এরকম পরিস্থিতি আসে যখন মনে হয় আমার থেকে খারাপ পরিস্থিতিতে বোধহয় কেউ কোনদিন ছিল না। তখন নিজের পরিস্থিতির কথা কাউকে যেমন মন খুলে বোঝানো সম্ভব হয় না, তেমনি যখন অন্য কেউ এসে আপনাকে কিছু বোঝাতে চাইবে,সেটাও কিন্তু বিরক্তির কারণ হয়ে ওঠে।
গত কয়েকদিন আমার সাথেও ঠিক এরকমই ঘটনা ঘটছে। যেখানে সবাই আমাকে সহানুভূতি দেখানোর চেষ্টা করছে, কিন্তু তাদের মধ্যে থেকেও কিছু মানুষ মনে মনে বেশ খুশি হয়েছে বলে আমার বিশ্বাস।
যারা মুখে আমাকে সহানুভূতি দেখাচ্ছে, অথচ মনের ভেতরে কোথাও যেন একটা বিজয়ের উল্লাস কাজ করছে। সবটা বুঝলেও হয়তো তাদের মুখের উপরে আমি কিছু বলতে পারিনি। সেখানে কোথাও একটা বাধা হয়ে দাঁড়ায় আমার নিজস্ব শিক্ষা।
যেখানে আমি তাদের জায়গায় নিজেকে নামিয়ে আনতে পারিনি, তাই যথাযথ উত্তর তাদেরকে দিতে পারিনি।
যাই হোক আমি আগেও হয়তো বহুবার আপনাদের বলেছি, যে আমি বিশ্বাস করি খারাপ সময় সকলের জীবনে আসে। কিন্তু সেটা সব সময়ের জন্য স্থায়ী হয় না।
তবে হ্যাঁ, কারোর ক্ষেত্রে সেই খারাপ সময়ের পরিধিটা একটু বেশি হয়, আবার কারো কারো ক্ষেত্রে একটু কম। আর জীবনের বাস্তবতার কাছে আমি এরকম পরিস্থিতির শিকার আগেও বহুবার হয়েছি এবং ভবিষ্যতেও যে হব, সে বিষয়ে আমার কোন সন্দেহ নেই।
তাই এইরকম কঠিন পরিস্থিতি এলে আমি হয়তো চুপ হয়ে যাই, মনটা খারাপ হয়ে যায়, কিন্তু ভয়ে পিছিয়ে যাই না। কারণ আমি মনে করি যিনি আমার জীবনে এই খারাপ সময় দিয়েছেন, তিনিই একসময় এই খারাপ সময়ে বদলে, ভালো সময় নিয়ে আসবেন।
ততদিন পর্যন্ত আমাকে যে যে পরিস্থিতি মুখোমুখি হতে হবে, সেই পরিস্থিতি গুলো যাতে আমি শক্ত হয়ে মোকাবিলা করতে পারি, শুধু সেইটুকু শক্তি দানের প্রার্থনা আমি ঈশ্বরের কাছে করি।
source
জীবনে যখন যখন ভেবেছি হার মেনে নেব, ঠিক তখনই তখনই এরকম অনেক পরিস্থিতির সম্মুখীন হয়েছি, যেখানে আমি স্পষ্ট বুঝতে পেরেছি, আমার থেকেও জীবনের অনেক বেশি কঠিন লড়াই অনেক লড়ে চলেছে।
তাদেরকে দেখে আবার উঠে দাঁড়িয়েছি। শক্ত হয়ে নিজেকে সামলে আবার লড়াই শুরু করেছি এবং দেখতে দেখতে সেই খারাপ সময়টা কাটিয়েও উঠেছি বহুবার।
তাই গত কয়েক মাস ধরে যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমি চলছি, আশা করছি সেই পরিস্থিতিও খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠবো।
তবে হ্যাঁ মাঝখান থেকে হয়তো আমার কাজের জায়গাটায় সঠিক ভাবে নিজের সময় দিতে পারছি না। যেটা আমার নিজের জন্যেও ভীষণ লজ্জাজনক। সুনিতাদির কাছেও আমি ক্ষমাপ্রার্থী।
আমাকে বিশ্বাস করেই তিনি এই প্লাটফর্মে নিয়ে এসেছিলেন এবং তিনি জানেন আমি জীবনের কি কি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে চলেছি। তাই যখন পরিস্থিতি একটু স্বাভাবিক হবে, আমি নিশ্চয়ই নিজের সম্পূর্ণটুকু দিয়ে আবার সঠিকভাবে কাজ করব, এই কথাটা আমি দিতে পারি।
শেষ করার আগে একটা কথা আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি খারাপ সময় এলে কখনো ভেঙে পড়বেন না। কারণ খারাপ সময় কখনো স্থায়ী হয় না।
সকলে পাশে থাকবেন, ভালো থাকবেন। শুভরাত্রি।
একদম সঠিক বলেছেন এমন মুহূর্ত জীবনে চলে আসে তখন আর কিছু করার কোন শক্তি থাকে না কিন্তু এদিক-ওদিক তাকালেই দেখা যায় আমাদের থেকেও খারাপ অবস্থা থেকেও অবস্থান করছে এবং সেখান থেকেও ভালো কিছু করছে। আর এটা তো আসলে মানতেই হবে কোন কিছুই চিরস্থায়ী নয়।
খুবই সুন্দর হয়েছে আপনার লেখাটি যেখানে রয়েছে জীবনের উত্থান পতনের বিষয়। সেই সাথে রয়েছে চিরন্তন সত্য কিছু বাস্তবিক অভিজ্ঞতা জীবনের।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্যের জন্য।ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার এই কথাটি সঠিক। আসলে মানুষের জীবনে এরকম সময় যখন তখন এসে যায়, এতে কিছু করার থাকে, ধৈর্য ধারন করা ছারা আর কোন উপায় থাকে না। এই করুন অবস্থায় আশে পাশে দেখে নিবেন তাদের অবস্থা আরো করুণ। তখন একটু হলেও হালকা লাগবে।
আপনি সুন্দর ভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন আপনার লেখাটি। ভালো থাকবেন সুস্থ থাকবেন। গুড বায়
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি পড়ে এত সুন্দর করে মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
We support quality posts anywhere and any tags.
Curated by : @sduttaskitchen
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you @sduttaskitchen and TEAM 4 CURATORS for supporting my post.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit