source
প্রিয়,
পাঠকগণ,
আশাকরি আপনারা সকলে ভীষন ভালো আছেন এবং আপনাদের সকলের আজকের দিনটা খুব ভালো কেটেছে।
আজকে আমি আমাদের কমিউনিটিতে আয়োজিত ডিসেম্বর মাসের শেষ প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে চলেছি, আমার লেখা এই পোস্টের মাধ্যমে।
আমার লেখা শুরু করার আগে আমি কমিউনিটির অ্যাডমিন সুনীতা ম্যামকে অনেক ধন্যবাদ জানাই, প্রতিমাসে এতো সুন্দর সুন্দর বিষয়ের উপর প্রতিযোগীতার আয়োজন করার জন্য।
এইবারের বিষয়টি ক্রিসমাসের সাথে সম্পর্কিত, তাই প্রথমেই সকলকে জানাই ক্রিসমাসের অনেক শুভেচ্ছা। তার পাশাপাশি নতুন বছরের জন্যেও অনেক শুভকামনা রইল।
|
---|
আমরা সকলেই জানি ক্রিসমাস মূলত খ্রীস্টানদের অনুষ্ঠান। কিন্তু ভারতবর্ষ এমন একটি দেশ যেখানে ধর্ম, বর্ন নির্বিশেষে সকল মানুষ সব ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করে। আর বাঙালীদের নিয়ে আলাদা করে বলার কিছুই নেই। কারন কথাতেই আছে বাঙালীর বারো মাসে তেরো পার্বন।
|
---|
প্রতিযোগিতায় প্রথমেই জানতে চাওয়া হয়েছ আমি কার সান্তা হতে চাই। আমার কাছে একটাই উত্তর - আমার ছেলের কাছ আমি ওর সান্তা হতে চাই।
|
---|
না, এই প্ল্যাটফর্মে আমার ছেলে নেই। ও এখনও অনেকটাই ছোটো। এক কথায় বলতে পারি আমার জীবনে বেঁচে থাকার, ভালো থাকার, লড়াই করার, হাসার, কাঁদার, আনন্দের সব কিছুর একটাই কারন, সেটা হলো আমার ছেলে।
আমি অতীতে এমন একটা সময় বা পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছিলাম যে, আমার ছেলে না থাকলে হয়তো আমি আর কখনোই ঘুরে দাঁড়াতে পারতাম না।
|
---|
আমার ছেলের জন্য আমি সান্তা হতে চাই কারন, ও ছাড়া আমার জীবনে আর কেউ নেই, যার জন্য আমার কিছু করতে ইচ্ছা করে। হ্যাঁ বাবা - মা অবশ্যই আছে, কিন্তু সান্তা হয়ে যদি কাউকে গিফ্ট দিতে হয়, তাহলে অবশ্যই সেটা আমার ছেলে।
আমার ছেলেকে গিফ্ট দেওয়ার কারন আমি ছাড়া ওকে গিফ্ট দেওয়ার তেমন কেউ নেই। বা বলতে পারেন ওর আবদার করার কেউ নেই। আমার বাবা-মায়ের কাছে ও কোনদিন কিছু চাইবে না। কারন ছোটো থেকে আমি ওকে এটাই শিখিয়েছি।
সাধ আর সাধ্যের মধ্যে পার্থক্য আমার ছেলে জানে। আমার বাবার সাধ আছে অনেক, কিন্তু সাধ্য কতটুকু তা আমি জানি। তাই ছোটো থেকে ওকে শিখিয়েছি, দাদুর কাছে কিছু না চাইতে,কারন ওর আবদার মেটাতে না পারলে সবথেকে বেশি কষ্ট আমার বাবাই পাবে, আমি জানি।
ওনরা দুজন আমার ছেলের জন্য অনেক করেন। ওনরা না থাকলে এতোদিনে আমি ও আমার ছেলে হারিয়ে যেতাম।
source
|
---|
আমি আমার ছেলের জন্য যে গিফ্ট পছন্দ করেছি, সেটা হলো "সময়"। আমি জানি আপনারা অবাক হলেন। কিন্তু বিশ্বাস করুন আমি সত্যিই আমার ছেলেকে সময় দিতে চাই। কারন আমার প্রতি ওর এই একটাই অভিযোগ। আমি ওকে সময় দিতে পারি না।
সৌভাগ্যবশত এইবার ক্রিসমাস পড়েছে। অন্যবার অফিস থাকার কারনে আমি আমাকে অফিসে চলে যেতে হয়। কিন্তু এইবার অনেক আগে থেকেই আমি ঠিক করেছিলাম আমার ছেলের সাথে সারাদিন কাটাবো।
আসলে ছেলেকে ভালোভাবে মানুষ করতে হলে আমার চাকরি করতেই হবে, আর চাকরি করতে গিয়ে আমি আমার ছেলেকে সময় দিতে পারি না। সেটা আমি বুঝি। আর আমার জন্য সবথেকে গর্বের বিষয় কি বলুন তো, এটা আমার মতো আমার ছেলেও বোঝে।
এইবারের বড়দিন আমি আমার ছেলের সাথে অনেক সময় কাটাবো। ওর পছন্দের কেক ওকে এনে দেবো। সম্ভব হলে ওকে নিয়ে ঘুরতেও যাবো। আশাকরি দিনটা আমাদের ভালো কাটবে।
|
---|
২৫ শে ডিসেম্বর ভগবান যীশু খ্রীষ্টের জন্মদিন। গোটা পৃথিবী দিনটিকে শুভদিন মেনে উদযাপন করে। আসলে যে কোনো অনুষ্ঠানে প্রিয়জনকে উপহার দেওয়ার রীতি সব ধর্মের মধ্যেই রয়েছে।
তবে বড়দিন আপনজনকে উপহার দেওয়ার পিছনে রয়েছে একটি প্রচলিত কাহিনীও শোনা যায় যীশু খ্রীষ্ট যখন তার মা মেরীর কোলে আসেন তখন তাকে তিনজন জ্ঞানী ব্যক্তি এসে তিনটি উপহার দেন।
সেই তিনটি উপহার হলো- সোনা, ধূপের গুঁড়া ও গন্ধযুক্ত তেল। এগুলো আসলে রাজত্ব, দৈবত্য ও মৃত্যু এই তিনটি জিনিসকে নির্দেশ করে।
আর সেই পুরোনো কথা মনে রাখতেই আজও এই রীতির প্রচলন রয়েছে। যদিও সেই পৌরাণিক কাহিনী মনে রেখে আজকাল আর কেউ উপহার আদানপ্রদান করে না।আজ কাল উপহার প্রদান এক ধরনের লৌকিকতার জায়গায় পৌছে গেছে।
তবে আমার আর আমার ছেলের মধ্যে লৌকিকতার কোনো জায়গা নেই। এই পৃথিবীতে মা আর সন্তানের সম্পর্কই একমাত্র যা টিকিয়ে রাখতে কোনো রীতি,কোনো লৌকিকতার প্রয়োজন হয় না।
|
---|
সবশেষে আমি এটাই বলতে চাই, উপহারের মাধুর্য্য কখনোই অর্থ দিয়ে বিচার করা উচিৎ নয়। আর অন্যের থেকে পাওয়া ভালোবাসার উপহার নিয়ে সমালোচনা করাও উচিত নয়। কারন উপহারের থেকেও উপহার দেওয়া ব্যক্তির মূল্য আমার কাছে সব সময় আগে।
আমি নিজে এই শিক্ষা পেয়ে বড়ো হয়েছি। আর নিজের সন্তানকেও এই শিক্ষায় বড় করার চেষ্টা করছি। আপনারা আর্শীবাদ করবেন আমি যেন আমার সন্তানকে অর্থশালী হওয়ার শিক্ষা না দিয়ে মানবিক হওয়ার শিক্ষা দিতে পারি।
প্রতিযোগীতার নিয়ম অনুযায়ী আমি আমন্ত্রণ জানাতে চাই - @piudey , @farhan456 এবং @ripon0630 কে, আশাকরি আপনারা এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করে আপনাদের মনের কথাঋসকলের সাথে ভাগ করে নেবেন।
সকলে ভালো থাকবেন। সুস্থ থাকবেন। শুভ রাত্রি।
"
Curated By - @deepak94
Curation Team - Team Newcomer ."
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you @steemcurator09 & @deepak94 sir for supporting my post 🙏
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি আপনার সন্তানের জন্য মূল্যবান সময় বেছে নিয়েছেন এটা খুবই ভালো লাগলো। কারণ বর্তমান সময়ে সবাই ব্যস্ত কেউ কাউকে সময় দিতে পারে না তাই সময়ের মূল্য আপনি এখানে তুলে ধরেছেন এই দিনের উপহার হিসেবে।
খুবই ভালো লাগলো এখানে অংশগ্রহণ করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার লেখা পড়ে এতো সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
"Happy Christmas"
প্রথমেই শুভেচ্ছা জানাই এই বিশেষ দিনটির জন্য। প্রত্যেকটা মানুষের ভিতর তার ধর্মীয় অনুভূতি খুব বেশি সক্রিয়। আর আমাদের উচিত নিজ ধর্মের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মের প্রতিও আনুগত্য প্রকাশ করা। এবং আমি এই বিষয়টি আপনার লেখাতে খুঁজে পেয়েছি। আপনার সৃজনশীল লেখাটি খুবই সুন্দর হয়েছে। আমি একাধিকবার অধ্যয়ন করেছি।
আপনার জন্য অনেক শুভকামনা দিদি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Merri Christmas...
অবশ্যই সব ধর্মের প্রতি আমাদের আনুগত্য প্রকাশ করা উচিত। অনেক ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Hello friends,
We are glad to see your participation in our community and the contest, we would also like to appreciate your engagement.
আপনার লেখার মাধ্যমে আপনার ভাবনা গুলো আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য অনেক ধন্যবাদ। প্রতিযোগীতার জন্য অনেক শুভেচ্ছা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ আপনাকে আমার লেখা মূল্যায়নের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মাতা পিতার কাছে সন্তান অমুল্য ধন। তারা তাদের সব জন্য সব কিছুর ত্যাগ স্বীকার করে। আপনি আপনার সন্তানের জন্য সান্তা চেয়েছেন। সব মা এটা করে থাকে। আমি আমার মা'র জন্য সান্তা চেয়েছি। শুভ কামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit