সুন্দর একটি ছোট্ট বাদামি রঙের বিড়ালের ফটোগ্রাফি।

in hive-120823 •  2 months ago 

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেক দিন পরে একটি ছোট্ট হালকা বাদামি রঙের বিড়ালের ফটোগ্রাফি নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। আসলে আজ কয়েক দিন ধরে নিজের মন ভালো নেই। কোনো জায়গায় গিয়ে নিজের মনটা এক জায়গায় করতে পারি না। যাই হোক এখনো অবশ্যই মনটা ভালো নেই । তবে কালকে অনেক দিন পরে এই ছোট্ট বাদামি রঙের বিড়ালটি দেখে মনটা অনেকটা ভালো হয়ে যায়।

1000052861.jpg

আসলে কাল কেও প্রতি দিনের মতো কাজ থেকে চলে যাই রুমে। অবশ্যই কাজের জায়গায় খুব বেশি কাজ নেই এখন বর্তমানে। এখানে যে একটু ভালো ভাবে সময় দেবো সেটাও পারি না নিজের পরিবারের জন্য। যাই হোক কাজ শেষ করে রুমে চলে যাই। কাজের জামা গুলো খুলে অল্প একটু সময় বসে ছিলাম। কারণ সারাদিন পরিশ্রম করার পরে তাড়াহুড়ো করে গোসল করলে ঠান্ডা লাগে।

1000052687.jpg

1000052686.jpg

যাইহোক বসে থেকে মোবাইল চার্জে দেওয়া ছিলো এটা প্রতি দিন এর অভ্যাস। কাজ শেষ রুমে যাওয়া শেষ মোবাইল চার্জ দেওয়া শুরু। আমি যখন দরজার সামনে বসে ছিলাম। হঠাৎ করে খেয়াল করলাম একটি ছোট্ট বিড়াল আমাদের একটি কাঠের উপরে শুয়ে আছে। অবশ্যই যখন রুমে যায় তখন দেখতে পাইনি। তার পাশা পাশি অনেক দিন বিড়াল এই ভাবে আমি দেখি না। জানি না সবাই কোথায় চলে গিয়েছে। আমাদের এখানে কিন্তু অনেক বিড়াল আছে।

1000052690.jpg

1000052689.jpg

তার ঘুমানো দেখে ভাবলাম মোবাইলটা নিয়ে কয়েকটি ছবি ধারণ করি। এবং আমি এই ছোট্ট ছোট্ট বিড়ালদের সাথে সময় কাটাতে সত্যি অনেক বেশি পছন্দ করি। যাই হোক তার ঘুম পাড়া দেখে তার কয়েকটি ছবি ধারণ করছিলাম। কিন্তু হঠাৎ করে আরেকটি ভাই এসে দেখতে পেলো আমি ছবি ধারণ করছি। সে আমাকে জোরে ডাক দেওয়ার জন্য বিড়ালটি ঘুম থেকে উঠে যায়। ওঠে কিছু সময় বসে থাকে সেখানে মাঝে মধ্যে শুয়ে পড়ছে আবার আমার দিকে হালকা হালকা তাকাচ্ছে।

1000052691.jpg

1000052692.jpg

তার এই দৃষ্টি ভঙ্গি তাকানো আমার কাছে অনেক ভালো লাগছিল তখন। এবং আমি সাথে সাথে সেই ভাই টিকে বললাম কি সমস্যা। কারণ বেড়াল টি ঘুম পড়েছিল সে আমাদের কথা শুনে উঠে গিয়েছে। আমার তখন রাগ হয়ে যায়। আমি তখন বললাম এতো জোরে কথা না বললেও তো হতো। তখন ভাইটি বলল আমি বুঝে উঠতে পারিনি তুমি এই ভাবে বিড়াল জেগে যাবে বলে রাগ করবে।

1000052696.jpg

1000052695.jpg

যাই হোক ভাইটি বলল তুমি ছবি ধারণ করো আমি চলে যাচ্ছি। পরবর্তীতে সেই ভাইকে বললাম সে ঘুমাচ্ছে এটা দেখতেই আমার কাছে ভালো লাগছিল। যাহোক আরো বিশেষ করে তারাও একটু ঘুমাতে চাই। আমরা যেমন ঘুমাতে চাই তারাও তো ঘুমাতে চাই। তাদেরও তো একটি জীবন আছে। তারা সারা দিন কতো ছোটা ছুটি করে। যাইহোক এই বিড়ালের ছবি ধারণ করে আমার অনেক ভালো লেগেছিল এবং সত্যিই ছবি‌ গুলো আমার কাছে অনেক সুন্দর লেগেছে আশা করবো আপনাদের কাছেও ভালো লাগবে।

1000045708.png

1000046882.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...

আপনার তোলা বিড়ালের ছবিগুলো দেখে আমার মামার বাড়ির বিড়াল গুলোর কথা মনে পড়ে গেল। আমার মামার বাড়িতে প্রচুর বিড়াল রয়েছে ।আমার মামা মাছের আরতে থাকেন আরত থেকে আসার সঙ্গে সঙ্গে বিড়াল গুলো যে কিভাবে বুঝতে পেরে যায় মামা আসছে ছুটতে ছুটতে দেখি রাস্তায় চলে যাই। যতক্ষণ না ওদের মাছ দেয় ততক্ষণ ওরা থামেনা।

আসলে পশু প্রাণী আমাদের মানুষের চেয়ে অনেক বেশি মায়া শীল। একটি মানুষের কাছ থেকে তারা ভালোবাসা পাইলে তাদের কাছে সব সময় থেকে যায়। এবং যেহেতু আপনার মামা তাদের প্রতিদিন খাদ্য খেতে দেয় তাই তারা ছুটে চলে আসে বারবার। এবং আপনার মামার প্রতি তাদের ভালোবাসা আছে। এটা জানতে পেরে খুবই ভালো লাগলো আমার ধারণা করা ফটোগ্রাফি দেখে আপনার মামার বাড়ির কথা মনে পড়ে গিয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

বিড়ালদের এই শান্ত এবং নির্ভেজাল মূহূর্ত আমাদের জীবনের ব্যস্ততার মাঝে একটা ছোট্ট প্রশান্তি নিয়ে আসে। তাদের ঘুমানো, আমাদের দিকে তাকানো—এই ছোট ছোট দৃশ্যগুলো অনেক বড় অর্থ বহন করে। ছবিগুলো বেশ সুন্দর হয়েছে। আপনার অনুভূতি শেয়ার করার জন্য ধন্যবাদ! আশা করি আপনার মন শীঘ্রই ভালো হয়ে যাবে। ভালো থাকবেন!

অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য। আসলে ভাই ছোটবেলা থেকে বিড়াল অনেক পছন্দ করি এবং তাদের সাথে সময় কাটাতে আমি সত্যিই অনেক বেশি পছন্দ করি।