Contest of January by @sduttaskitchen| My locality in five pictures.

in hive-120823 •  10 months ago 

সর্ব প্রথম আমি আমাদের এডমিন দিদি কে অসংখ্য ধন্যবাদ জানাই, তিনি আমাদের মাঝে সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছে এবং এই প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত, তবে এই প্রতিযোগিতায় যে প্রশ্ন গুলো দিয়েছে যদি আমি আমার নিজের জন্মভূমিতে থাকতে পারতাম তাহলে হয়তোবা অনুভূতি টি আরো ভালো ভাবে শেয়ার করতে পারতাম তবে আমি যেহেতু বাহিরে আছি এবং একটি জায়গায় আছি সেই জায়গার কিছু ছবি নিয়ে এবং সেই জায়গার কিছু স্মৃতি নিয়ে আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলে এসেছি।

1000020592.jpgedit PicsArt

আমি চেষ্টা করব এই প্রতিযোগিতায় যে সকল প্রশ্ন রাখা হয়েছে তার সঠিক ভাবে ব্যাখ্যা করে আপনাদের মাঝে উত্তর দেওয়ার জন্য, তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের প্রতিযোগিতার মূল বিষয়।

Why is your locality precious to you?

1000018759.jpg

অবশ্যই নিজের এলাকা নিজের কাছে সব সময় ভালো লাগে কারণ এই নিজের এলাকায় আমি জন্মগ্রহণ করেছি এবং এটি আমাদের জন্মভূমি তাই আমাদের কাছে সব সময় প্রিয় হবে এটাই স্বাভাবিক কারণ ছোট্ট থেকে আমরা এখানে বড় হয়েছি, এবং যতদিন আমরা বাঁচবো ততোদিন আমাদের এলাকা আমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে এবং যে কোনো জায়গায় গেলে সেই জায়গা থেকে অবশ্যই কোনো না কোনো স্মৃতি আমরা খুঁজে পাবো যার জন্য আরো বেশি আমাদের এলাকা আমার কাছে অনেক ভালো লাগে।

এখন বর্তমানে আমি যে এলাকায় বাস করি সে এলাকায় আমার থাকতে হবে দীর্ঘদিন ধরে এবং আমি সব সময় চেষ্টা করি অন্য মানুষকে আপন করে নেওয়ার জন্য এবং যেহেতু এখানে এখন বর্তমানে আমার কাজ করতে হবে তাদের সাথে সব সময় ভালো ব্যবহার করে তাদের কে মূল্যায়ন করে আমাকে চলতে হবে এবং বিশেষ করে এটি আমার একটি প্রয়োজনীয় জায়গায় যার জন্য এই জায়গাটি আমার কাছে অনেক মূল্যবান।

Share at least five original photos of different places in your locality and introduce them to us.

আমি যেখানে বস বাস করি এই জায়গার নাম নিলয় এবং আমি যে বিল্ডিং এ কাজ করি সেই বিল্ডিং এর ওপর থেকে অনেক সুন্দর সুন্দর স্থান দেখা যায় আমি যে এলাকায় বাস করি এর একটি জেলা আছে এই জেলার শেষ প্রান্তে আমরা এখন বর্তমানে বসবাস করি এই জেলার নাম K a l এবং এই নিলয় শেষ প্রান্ত এখানে আমার প্রথম ছবি আপনারা দেখতে পারছেন একটি সুন্দর রাস্তার দৃশ্য অনেক উপর থেকে এই দৃশ্য দেখতে অনেক ভালো লাগে এবং এটি আমার কাছে অনেক সৌন্দর্যময় দৃশ্য তাই আপনাদের মাঝে প্রথম ছবি হিসেবে গ্রহণযোগ্য করেছি আমি।

1000020557.jpg আমার প্রথম ছবি।

আমার দ্বিতীয় ছবি আমরা যেখানে বসবাস করি তার একটু সামনে এই সুন্দর পরিবেশ যে কোন মানুষের দেখলে ভালো লাগবে এখানে অনেক মানুষ ঘোরাফেরা করতে আসে সময় পেলে এটি একটি পার্ক হিসাবে পরিচিত আছে পার্কের নাম ইশিলা আমি এই পার্কের ভেতরে একদিন গিয়েছিলাম এবং অন্য সাইটে পুরো মেন রাস্তা ছিলো যার জন্য আমি যেতে পারিনি তার অল্প কিছু অংশ আমি ধারণ করতে পেরেছিলাম তাই আপনাদের মাঝে রইল।

1000018761.jpg আমার দ্বিতীয় ছবি।

আমার তৃতীয় ছবি আমার বিল্ডিং এর পুরোপুরি সামনে থাকে এই জায়গা টি আমি ফাঁকে মাঝে এই জায়গায় যেতে পারি কারণ এখানে আমাদের সেফটি মিটিং হয়ে থাকে এখানে সুন্দর পরিবেশ টাকে বিকালে ঘোরাফেরা করলে মনটা অনেক ভালো হয়ে যায় যখন সময় পাই তখন এই জায়গায় যেতাম এই ছবিটি আজকে ধারণ করেছিলাম সকাল বেলা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব বলে।

1000020555.jpg আমার তৃতীয় ছবি।

আমার চতুর্থ ছবি আমি যেহেতু সারাদিন পরিশ্রম করি আমি কোথাও যেতে পারি না তাই আমার আশে পাশের ছবি গুলো আমি আপনাদের মাঝে শেয়ার করেছি এবং পরিচয় করিয়ে দিচ্ছি এটি নিলয়ের মধ্যে এখানে একটি রাস্তার টোল আছে মানুষ যখন যাতায়াত করে তখন টোল দিয়ে যেতে হয় এবং বেনাটোল দিয়ে কোন গাড়ি যেতে পারে না।

1000020560.jpg আমার চতুর্থ ছবি।

আমার পঞ্চম ছবি এখানে ছোট ছোট বাচ্চাদের একটি স্কুল আছে কিন্তু এই ছবিটি আমি কোলের কাছ থেকে তুলতে পারিনি আমার বিল্ডিংয়ের উপর থেকে আমি তুলেছিলাম যতটুকু দেখতে পারছেন এটি একটি স্কুল এবং প্রায় সকালে আমি স্কুলের ছোট ছোট বাচ্চাদের দেখতে পাই তার পাশে ছোট্ট একটি স্কুল মাঠ আছে এখানে অনেক ছেলে মেয়েরা খেলাধুলা করে যেটা দেখে শৈশবের কথা মনে পড়ে যায়।

1000020558.jpg আমার পঞ্চম ছবি।

Do you believe a place becomes close to our heart when we stay there for years? Describe your answer.

1000020583.jpg
1000020584.jpg

অবশ্যই আমি বিশ্বাস করি একটি এলাকায় আমরা যখন বছরের পর বছর থাকি তখন সেই জায়গা আমাদের হৃদয়ের কাছে চলে যায় কারণ যখন আমরা এই জায়গা ছেড়ে অন্য কোন জায়গায় চলে যাবো তখন নতুন জায়গায় গিয়ে কিছু ভালো লাগবে না কারণ একটি জায়গায় থাকতে থাকতে অনেক মানুষের সাথে আমাদের পরিচিত হয়ে যায় এবং সেই জায়গার পথ গুলো বা সেই জায়গার আশে পাশে গুলো আমাদের খুব পরিচিত হয়ে যায় সেই জায়গায় থেকে যায় অনেক স্মৃতি যে স্মৃতি গুলো মনে পড়ে যায় আমাদের বারবার তাই যে কোনো একটি জায়গায় থাকতে থাকতে সেই জায়গার মায়ায় পড়ে যাওয়া স্বাভাবিক।

আমি আমার বন্ধুদের উদ্দেশ্যে কিছু কথা বলছি।

জানি না এই প্রতিযোগিতার উত্তরে আমি কতোটা আপনাদের পরিচিত করতে পেরেছি তবে আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি আশা করব আপনাদের কাছে ভালো লাগবে এবং সাথে সাথে আমি আমার কিছু বন্ধুদের কে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। @nahidhasan23 @shohana1 @aviral123 @tigerix

DeviceName
AndroidVivY77 /v2169 vivo
Camerafocal length:26mm(equivalent to 35mm focal length film)
LocationMalaysia 🇱🇷🇱🇷🇱🇷
Short by@bayezid123

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন

@baizid123

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আর এই প্রতিযোগিতার প্রত্যেকটি প্রশ্নের উত্তর আপনি খুব ভালোভাবেই দিয়েছেন।

বিশেষ করে আপনি যে ছবিগুলো মালয়েশিয়া থেকে শেয়ার করছেন তা আসলেই অসাধারণ মালয়েশিয়া বলে কথা। প্রত্যেকটি ছবির সাথে লেখার সামঞ্জস্য রয়েছে এজন্য আরো বেশি ভালো লাগছে।

আপনার তো তৃতীয় নম্বর ছবি রাস্তার টোল পয়েন্টা রয়েছে উপর থেকে উঠানো ছবিটা খুব সুন্দর লাগছে।

বাহিরে যেতে পারিনি তবে আমি যেখানে কাজ করি তার ওপর থেকে তার চারি সাইট থেকে ছবি ধারণ করে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম এবং আমার ছবি গুলো আপনার কাছে ভালো লেগেছে এটা জানতে পেরে সত্যি আমি অনেক আনন্দিত, ধন্যবাদ আপনাকেও সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য। এ প্রতিযোগিতা প্রত্যেকটি প্রশ্ন খুব সুন্দরভাবে উত্তর দিয়েছেন এবং পাঁচটি ছবির সাথে ছবিগুলোর ব্যাখ্যা দিয়েছেন। দ্বিতীয় নাম্বার ছবিটা আমার কাছে খুব ভালো লেগেছে একদম নিঝুম একটা রাস্তা মনে হয়। থ্যাংক ইউ প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য আপনার জন্য সাফল্য কামনা করি।

নিজের জন্মভূমিকে সবাই ভালোবাসে। কিন্তু কর্মজীবনের জন্য আপনারা বর্তমান সময়ে মালয়েশিয়া শহরে রয়েছেন। যে জায়গার বিভিন্ন ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করেছেন। আসলে কোথাও বের হতে না পারলেও। আপনি যে ফটোগ্রাফি শেয়ার করেছেন সে জায়গা গুলো ঘুরতে অনেক বেশি ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে চমৎকার ভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেয়ার জন্য। ভালো থাকবেন।

ধন্যবাদ প্রতিযোগিতায় নিজের অংশগ্রহণ নিশ্চিত করার জন্যে। আপনি প্রশ্নের উত্তর গুলো খুব সুন্দর ভাবে দিয়েছেন।

আপনার ৫ টি ছবির জায়গা গুলো দেখেই মন ভরে গেল। ছবিতেই এত সুন্দর না জানি বাস্তবে আরো কত সুন্দর।

আপনার জন্য শুভকামনা ভাই।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি এবং আমার ছবি কয়টি আপনার কাছে ভালো লেগেছে এটা জানতে পেরে আমি খুবই আনন্দিত এবং সত্যি ভাই বাস্তব দেখতে অনেক সুন্দর দেখায় এবং আমার পোস্টটি ভালো লেগেছে আপনার কাছে এবং মন্তব্য শেয়ার করেছেন এটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

মাঝে মাঝে খুব মন চায় বাহিরে গিয়ে এসব যায়গা ঘুরে আসি,কিন্তু হয় না। দোয়া করবেন যেন কখনো যেতে পারি।