বিসমিল্লাহির রহমানির রহিম,,, আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন,,, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন,,, আমি আজ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ,,, আমাদের কমিউনিটির @meraindia আইডি দ্বারা,,, প্রতিযোগিতার আয়োজন রাখা হয়েছে সেখানে অংশগ্রহণ করার জন্য।
এখানে সুন্দর কিছু প্রশ্ন রাখা হয়েছে,,, আমি চেষ্টা করব এই প্রশ্নের উত্তর গুলো সুন্দর ভাবে দেওয়ার জন্য,,, এবং এই প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী আমি আমার তিন জন বন্ধুকে আমন্ত্রিত জানাতে চাই,,, @whalewinners @ah-agim @abduhawab আমি আশা করি আমার বন্ধুরা,,, এখানে অংশগ্রহণ করে নিজের মতামত শেয়ার করবে।
তাহলে বন্ধুরা দেরি না করে আমরা মূল কথায় চলে যায়।
✅Do you believe the proverb behind every successful man; there is a woman? Explain!
আমার যদি এই প্রশ্নের উত্তর দিতে হয় তাহলে আমি বলব আমি বিশ্বাস করি ,,, কিন্তু বেশির ভাগ সফল পুরুষের পেছনে নারীর অবদান থাকে না,,, কোনো কোনো পুরুষ আজ সফলতা অর্জন করতে পেরেছে নিজের যোগ্যতায় ও পরিশ্রম করে,,, কোনো কোনো পুরুষ নিজের পরিবার থেকে সহযোগিতা পেয়ে সফলতা অর্জন করেছে,,, কিন্তু এটা আমার স্বীকার করা লাগবে,,, আছে অনেক পুরুষের সফলতার পেছনে নারীর হাত।
কারণ পৃথিবীতে আমরা মানুষ যেমন সমান না আমাদের চিন্তা ধারাও সমান না,,, সব নারী তার হাজবেন্ডের সফলতা দেখতে চাই,,, কিন্তু কিছু কিছু নারী নিজের বিলাস বহুল জীবনটা বেশি পছন্দ করে,,, আবার কিছু কিছু নারী তার হাজবেন্ডের সুখ দুঃখ গুলো নিজের করে নিয়ে সফলতা অর্জন করে,,,, একটি পুরুষের সফলতার পেছনে আমরা যদি দেখতে যাই,,, তাহলে নারীর অবদান সেখানে কম বেশি আমরা দেখতে পাই।
কিন্তু সেই নারীটি হতে পারে আমাদের মা হতে পারে বোন হতে পারে স্ত্রী,,, এবং অনেক পুরুষ সফলতা অর্জন করে নিজের যোগ্যতায় ও পরিশ্রম করে,,,, এবং সবার সহযোগিতা নিয়েও সফলতা অর্জন করতে পারে,,,, সম্পূর্ণ ভাবে বিশ্বাস করি না যে একটি নারীর অবদান থাকে,,, এক জন পুরুষের সফলতার পেছনে।
✅How can we remain balanced in our relationship?
একটি সুন্দর সম্পর্কের জন্য ভারসাম্য বজায় রাখা খুব জরুরি,,,যদি সম্পর্কের মধ্যে এক জন বেশি দায়িত্ব নেই বা সব সময় সমাধান করার চেষ্টা করে , তাহলে সম্পর্ক দুর্বল হয়ে যেতে পারে তাই দুজনের সমান ভাবে চেষ্টা করা উচিত,,, সম্পর্কের মধ্যেও ভারসাম্য বজায় রাখতে হলে ভালো ভাবে কথা বুঝতে হবে,,, এবং সেই কথা গুলো মূল্যায়ন করে চলতে হবে,,, এবং যা কিছু হবে সরাসরি বলে নিজেদের মধ্যে সমাধান করে নিতে হবে,,, একটা সম্পর্কের মধ্যেও ভারসাম্য বজায় রাখতে হলে প্রশংসা ও কৃতজ্ঞতা জানানো অনেক প্রয়োজন,,, ছোট ছোট বিষয়ে প্রশংসা করতে হবে নিজেদের মধ্যে,,, এবং ছোট ছোট বিষয়ে কৃতজ্ঞতা জানাতে পারলে ভারসাম্য বজায় থাকবে।
এবং নিজেদের মধ্যে যদি কোন ছোট ছোট বিষয়ে ঝামেলা হয়ে থাকে তাহলে মিটিয়ে নেওয়া,,, কারণ একটি সম্পর্কের মধ্যে যখন সমস্যা তৈরি হয় তখন ছোট থেকে তৈরি হয়,,, এই সমস্যা গুলো যখন পড়ে থাকবে আমাদের জীবনে একটি সময় বড় হয়ে আসবে,,, তাই সমস্যা গুলো ছোট থাকতে সংশোধন করে নিতে পারলে ভারসাম্য বজায় থাকবে,,,এবং সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে হলে নিজেদের নতুন কিছু শিখতে হবে,,, এবং দুটি মানুষ এক সাথে হয়ে যদি নতুন নতুন কিছু শিখতে পারে তাহলে জীবনে এগিয়ে যেতে পারবে,,, এবং তাদের সম্পর্কের মধ্যে ভারসাম্য বজায় থাকবে।
✅Do you think in the modern era, men and women should get equal respect, opportunity and recognition everywhere? Share your viewpoint.
আধুনিক যুগে সমাজ অনেক এগিয়ে গিয়েছে কিন্তু এখনো নারী পুরুষের মধ্যে সমান সুযোগ সম্মান ও স্বীকৃতি সব ক্ষেত্রে হয় নাই,,,তবে আমার মনে হয় সবার জন্য সমান অধিকার নিশ্চিত করা খুবই জরুরি,,, কারণ সমাজের উন্নতি তখন সম্ভব যখন নারী পুরুষ এক সঙ্গে এগিয়ে যাবে,,, সমাজে প্রত্যেক মানুষের সম্মান অধিকার রয়েছে সে নারী হোক বা পুরুষ,,, অনেক ক্ষেত্রে নারীরা কেবল তাদের লিঙ্গের কারণে অবহেলিত হয় কম গুরুত্ব পাচ্ছে এটি পরিবর্তন করা দরকার।
নারী ও পুরুষের মধ্যে যে অহংকার আছে এটা না দেখে তার যোগ্যতা দেখা উচিত,,, কারণ একটি মেয়ে ও মেধাবী ও একটি ছেলে ও মেধাবী,,, তাই তাদেরকে সমান ভাবে মাথা উঁচু করে বাঁচার অধিকার দেওয়া উচিত,,, এবং যে সকল দেশে নারী ও পুরুষ সমান অধিকার আছে তাদের দেশ অনেক উন্নত,,, কারণ একটি দেশে যখন সব মানুষ পরিশ্রম এবং যোগ্যতা নিয়ে বেঁচে থাকে,,, তখন আর্থিক অবস্থার দিক থেকে উন্নত থাকে।
তবে আমাদের সমাজে এমনও জায়গা আছে যেখানে লিঙ্গের কারণে,,, একটি নারীর যোগ্যতা থাকতেও মূল্য বা স্বীকৃতি পায় না,,, আসলে এই লিঙ্গ না দেখে তার যোগ্যতা দেখে তার সেই সম্মান দেওয়া উচিত,,, এবং তাতে করে আমাদের আগামী দিন ও সমাজ উন্নত থাকবে।
যাই হোক বন্ধুরা আমি জানি না এই প্রতিযোগিতায় ঠিক ভাবে উত্তর দিতে পেরেছি কি না,,, তবে নিজে জায়গা থেকে চেষ্টা করেছি এই প্রশ্নের উত্তর দেয়ার জন্য। |
---|
https://x.com/MDbayez29442036/status/1893708455627649452?t=OWqDsUANVZSGtvwZFIGJLA&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার সাথে আমিও সহমত পোষণ করছি কিছু কিছু ক্ষেত্রেই দেখা যায় কিছু পুরুষের সফলতার পেছনে নারীর অবদান থাকে আবার কিছু কিছু ক্ষেত্রে থাকে না তবে প্রতিটা পুরুষের যোগ্যতা দিয়ে সফলতা অর্জন করতে পারেনা। অবশ্যই কোন না কোন অবস্থায় থাকে।
অবশ্যই এটা ঠিক অনেক ক্ষেত্রেই দেখা যায় মানুষ তার যোগ্যতা না দেখে তাকে নিয়ে অনেক কথা বলা শুরু করে প্রতিটা মানুষের নিজের কিছু যোগ্যতা রয়েছে এবং নিজের জীবনটা দিয়ে মানুষ অনেক দূরে যেতে পারে এটা অনেকে বিশ্বাস করে না অসংখ্য ধন্যবাদ প্রতিযোগিতার প্রতিটা প্রশ্নের উত্তর এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Your post has been supported by THE PROFESSIONAL TEAM. We support quality posts, quality comments anywhere, and any tags
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে সহযোগিতা করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit