বৃষ্টির সময় ও বৃষ্টি থেমে যাওয়ার পরে কিছু ফটোগ্রাফি।

in hive-120823 •  yesterday 

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন,,, আজকে বৃষ্টির সময় এবং বৃষ্টির পরে কিছু ছবি ধারণ করেছিলাম,,, যে ছবি‌ গুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি।

1000060225.jpg

আমি আশা করি আমার ধারণা করা ছবি গুলো আপনাদের কাছে ভালো লাগবে,,, হঠাৎ করে এতো জোরে বৃষ্টি হবে এটা আমরা বুঝে উঠতে পারি নাই,,, কারণ আজকে সারা দিনটা অনেক রৌদ্র পড়েছিল আমাদের মাঝে।

এবং তার পাশা পাশি আজকে আমাদের কাজে গিয়ে খুব বেশি কাজ করতে হয়নি,,, আমরা তিনটার সময় আজকে আমাদের কাজ শেষ করে রুমে চলে এসে ছিলাম,,, কারণ কাজ কম থাকার জন্য সেখানে বসে কি হবে তাই রুমে চলে আসি।

1000060226.jpg

এসে রান্নার জন্য সব কাজ গুলো করেছিলাম এবং তখন রান্না করতে করতে বৃষ্টি চলে আসে,,, এবং এতো জোরে জোরে আকাশে শব্দ হচ্ছিল যে অনেকটা মনের মধ্যে ভয় চলে এসেছিল,,, কারণ আকাশ ডাকলে সত্যি আমার ভয় লাগে,,, এবং বিদ্যুৎ চমকাচ্ছিল যেটা দেখে সত্যিই অনেক বেশি ভয় পেয়েছিলাম আমি।

কিন্তু রান্না তো আমার করতেই হবে কারণ পাঁচ জন মানুষ এক সাথে খাওয়া দাওয়া করতে হবে আজকে,,, যাইহোক বৃষ্টির সময় একটি ছবি আমি ধারণ করি যেটা পোস্টের মাধ্যমে শেয়ার করেছি।

1000060224.jpg

কিছু সময় পরে বৃষ্টি থেমে যায় তখন বাইরে এসে আকাশের কিছু ছবি ধারণ করি,,, আসলে বৃষ্টি থামার পরে আকাশের রং অনেকটা হলুদ হয়ে যায়,,, যে দৃশ্যটা আমার মন কেড়ে নেয় সব সময়,,, কারণ এই দৃশ্যটা আমি সত্যিই অনেক উপভোগ করি,,, এটা দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে।

আপনার একটু খেয়াল করবেন আকাশের রংধনু দেখা যায় বৃষ্টি থামার পরে,,, এবং এই দৃশ্যটা আমাদের মনে এক ধরনের শান্তি নিয়ে আসে,,, এই লাল হলুদের খেলা দেখতে কার কেমন লাগে জানি না,,, তবে আমার কাছে এটা অনেক আকর্ষণীয় এবং আমি অনেক উপভোগ করি।

1000060222.jpg

সৃষ্টিকর্তার কি লীলা খেলা একদিকে বৃষ্টির মধ্য বিদ্যুৎ চমকে মানুষকে ভয় দেখাচ্ছে,,, এবং অন্যদিকে বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার পরে সুন্দর কিছু দৃশ্য উপহার দিচ্ছে,,, আসলে এমন দৃশ্য আরো বিশেষ করে আমি উপভোগ করতে পেরেছি কারণ আমি তো আছি পাহাড়ের উপরে।

পাহাড়ের উপরে আছি বলে দুপুরের দিকে রোদ্দুরের তাপমাত্রা অনেকটা বেশি লাগে,,, তার পাশাপাশি প্রতি দিন এক দুই বার করে বৃষ্টি তো হয়ে যায়,,, তবে আমরা গরমটা উপভোগ করি কাজের মাঠে গিয়ে,,, কারণ পরিশ্রমের সাথে সাথে রোদের তাপমাত্রা টা নিজের শরীরে অনেক বেশি লাগে।

1000060229.jpg

এবং গভীর রাতে আমাদের ঠান্ডাটা অনেক বেশি অনুভব বোঝা যায়,,, কারণ গভীর রাতে কুয়াশা পড়ে যার জন্য আমরা ঠান্ডা বেশি উপভোগ করি,,, তার পাশাপাশি মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া,,, এই দুটি দেশে অনেক বেশী পাহাড় দেখা যায় চারিদিকে।

1000060223.jpg

যার জন্য রাতে ঠান্ডা অনেক বেশি অনুভব করা যায়,, কারণ যে দেশে বেশি পাহাড় আছে সেই দেশে বেশি বৃষ্টি আসে,,, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া এই দুটি দেশে সব সময় বৃষ্টি আসবে,,, কখন কোথায় আসবে এটা কেউ বলতে পারে না।

যাহোক বন্ধুরা আমি আশা করি আমার এই ধারণ করা আজকের ছবি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে,,, সবাই ভালো এবং সুস্থ থাকবেন কথা হবে নতুন আরেকটি বিষয় নিয়ে।

1000045708.png

1000046882.gif

@baizid123

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

বৃষ্টি হওয়ার আগে পরিবেশটা একেবারে থমথমে হয়ে যায় চারপাশ একেবারে অন্যরকম রূপ ধারণ করে থাকে আর এই সময়টাতে বৃষ্টি যখন হয় তখন আকাশ একেবারে কালো মেঘে ঢেকে থাকে আপনি বৃষ্টির আগে এবং বৃষ্টির সময় বৃষ্টির পরে বেশ কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন বাংলাদেশের বৃষ্টি হয় না এটা খুবই দুঃখজনক একটা বিষয় ধন্যবাদ চমৎকার ফটোগ্রাফি আমাদের সাথে তুলে ধরার জন্য ভালো থাকবেন।

এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন।

হা হা হা,, মজার ছন্দে আপনার পোষ্টের কমেন্ট করলাম। আজকে মেঘলা আকাশের ছবিগুলো নিজের ক্যামেরায় অনেক সুন্দর ভাবে তুলে ধরেছেন৷ প্রতিটা ছবি অনেক সুন্দর লাগতেছে। ধন্যবাদ এতো সুন্দর একটা পোষ্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।