Better life with steem || The Diary Game || 15th March 2024 || Friday

in hive-120823 •  10 months ago 

আসসালামু আলাইকুম/আদাব


কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে আমার সারাদিনের কার্যাবলী সমূহ আলোচনা করতে যাচ্ছি। এটি আমার ২য় ডাইরি গেম। যে কোন প্রকার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।


Picsart_24-03-15_23-17-50-970.jpg
Edited by Picsart


  • ১৫ই মার্চ ২০২৪ইং
  • ৪ঠা রমজান
  • রোজ শুক্রবার

আলহামদুলিল্লাহ রাত ৩ঃ৪৫ মিনিটে মুঠোফোনের অ্যালার্ম এর শব্দে ঘুম থেকে জেগে উঠি। এরপর ফ্রেস হয়ে পরিবারে অন্যান্য সদস্য দের সাথে সেহরী খেয়ে একটু বিশ্রাম নেই। কিছুক্ষণ পর মসজিদে ফজরের আজান হওয়া মাত্রই ওযু করে মসজিদে যাই ফজরের নামাজ আদায় করতে। নামাজ শেষ করে বাসায় ফিরে আবার ঘুমিয়ে পড়ি।


যেহেতু আজ শুক্রবার তাই খুব সকালে ঘুম থেকে ওঠার কোনো চিন্তা নেই। কিন্তু সকাল ৮.৪৭ মিনিটে ছেলের চিল্লাপাল্লার কারণে ঘুম ভেঙে যায়। ৯.০০ বাজলে বিছানা ছেড়ে ফ্রেস হয়ে আসি।


প্রায় সাড়ে নয়টার দিকে আম্মা আমাকে ডাক দিয়ে বলতেছে তার চোখে একটু সমস্যা হয়েছে, তাকে চোখের ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। যেহেতু ডাক্তারের কাছে যেতে হবে তাই সময় নষ্ট না করে আমি তৈরি হয়ে নিলাম এবং আম্মাকেও তৈরি হতে বললাম। আনুমানিক ১০.০০ টায় আম্মাকে নিয়ে বাসা থেকে বের হয়ে ১০০ টাকা দিয়ে একটি অটো রিক্সা রিজার্ভ করে নিলাম, কারণ যেতে হবে প্রায় ১২ কিলোমিটার দূরে সিংয়েরডাবরি নামক একটি বাজারে। যেহেতু ডাক্তারের বাসা সিংয়েরডাবরি বাজারে তাই আমাদের সেখানে যেতে হবে।


IMG_20240315_104742.jpg


ডাক্তার সাহেব সপ্তাহে ৬ দিন রংপুরে থাকেন। শুধুমাত্র শুক্রবার তার বাসায় রোগী দেখেন। প্রায় ৩০ মিনিট পর ডাক্তারের বাসায় পৌঁছলাম। ডাক্তারের বাসায় পৌছে দেখি রোগীর অভাব নাই। সিরিয়াল দিতে যেয়ে দেখি আমাদের সিরিয়াল ৮৩ জনের পরে। এতো লম্বা সিরিয়াল দেখে মনে মনে ভাবতে লাগলাম আজ ডাক্তার দেখাতেই ইফতারের সময় হয়ে যাবে।


IMG_20240315_104848.jpg


১০/১৫ মিনিট সেখানে বসে চিন্তা করলাম কি করা যায়। হঠাৎ মাথায় একটা বুদ্ধি এলো। চেয়ার ছেড়ে কম্পাউন্ডার এর কাছে যেয়ে একটু ফাপর মারলাম। ফাঁপরে কাজও হয়ে গেলো। পরবর্তী ১০ মিনিটের মধ্যেই কম্পাউন্ডার সাহেব আমাদের ডেকে ডাক্তারের চেম্বারে ঢুকিয়ে দিলেন। চেম্বারে ঢুকার সময় ডাক্তারের ভিজিট ৩০০ টাকা কম্পাউন্ডার এর হাতে দিতে হলো।


ডাক্তার সাহেব আম্মার চোখ ভালোভাবে পরীক্ষা করে ঔষুধ লিখে দিলেন। ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে ঔষুধ কিনে আবার বাসার উদ্দেশ্যে রওয়ানা হলাম।


IMG_20240315_114226.jpg

কিছুদূর আসতেই আমার ছেলে আমাকে ফোন করে জানালো তার রুটি খেতে ইচ্ছা করছে। তাই বাসার কাছাকাছি এসে একটা দোকান থেকে ১ প্যাকেট পাউরুটি কিনে বাসায় চলে এলাম।


IMG_20240315_123448.jpg


বাসায় আসতে আসতে জুম্মার নামাজের সময় হয়ে গেল। দ্রুত গোসল সেরে চলে গেলাম মসজিদে জুম্মার নামাজ আদায় করতে।


IMG_20240315_131609.jpg

জুম্মার নামাজ শেষে মসজিদের সামনে এলাকার ভাই ব্রাদার দের সাথে কিছুক্ষণ গল্প করলাম। তারপর বাসায় এসে দেখি ৩টা বেজে গেছে। তখন হাতে কোনো কাজ না থাকার কারণে বিছানায় শুয়ে শুয়ে মোবাইলে গেম খেলতেছিলাম।


হঠাৎ আমার এক পাওনাদার ফোন করে জানালো, আমি যেনো ইফতারের আগেই তার সাথে দেখা করে আমার পাওনা টাকাটা নিয়ে আসি। তখন প্রায় ৪.৩০ বাজে। বিছানা থেকে উঠে আবার একটু ফ্রেশ হয়ে নিলাম। তারপর রেডি হতে হতে আছরের আযান কানে পড়লো।


বাসা থেকে বের হয়ে মসজিদে যেয়ে জামাতের সহিত আছরের নামাজ আদায় করলাম। নামাজ শেষ করে আমার মোটরসাইকেল নিয়ে ফুলবাড়ীর উদ্দেশ্যে রওয়ানা হলাম টাকা আনার জন্য। ফুলবাড়ী পৌঁছাতে পৌঁছাতে প্রায় ইফতারের সময় হয়ে গেল। তখন আমি যার কাছে গিয়েছি তাকে ফোন করে ডেকে নিলাম এবং দুজনে একটা হোটেলে ইফতার করে নিলাম। ইফতারীতে আজ ছিলো খিচুড়ি, ডিম ভাজি আর বুটের ডাল।


IMG_20240315_180223.jpg


ইফতার শেষে তার কাছ থেকে টাকা নিয়ে আবার বাসায় ফিরে আসলাম। বাসায় এসে মোটরসাইকেল তুলে রেখে ওযু করে মসজিদে চলে যাই তারাবির নামাজ আদায় করতে। নামাজ শেষ হতে হতে ৯.২০ বেজে গেল।


IMG_20240315_205355.jpg

তারপর বাজারে যেয়ে এক কাপ চা পান করে কিছু সবজি কিনলাম। তারপর বাসায় ফিরে রাতের খাবার শেষ করে ঘুমানোর প্রস্তুতি নিলাম।

সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগ শেষ করছি। আল্লাহ হাফেজ।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

বাসায় ছেট বাচ্চারা থাকলে তাদের জন্য ঘুমের ব্যঘাত ঘটবে এটা স্বাভাবিক। আপনার মাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলেন এবং ডাক্তার তা চোখ পরিক্ষা করে ঔষধ লিখে দিয়েছিলো তারপর আপনি ঔষধ কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। বাসায় আসার সময় ছেলের জন্য রুটিও কিনে এনেছিলেন। খিচুড়ি, ডিম আর বুটের ডাল দিয়ে আজ ইফতার শেষ করেছিলেন।।

ধন্যবাদ আপনাকে আপনার কার্যক্রম তুলে ধরার জন্য।

Posted using SteemPro Mobile

Loading...

ভাই আপনাকে অনেক ধন্যবাদ দিনলিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য। যদিও শুক্রবার আপনার ঘুমানোর কথা ছিলো কিন্তু তারপরও জরুরী কাজের কারণে আর ঘুমাতে পারেননি। আপনার মাকে নিয়ে চোখের ডাক্তারের কাছে গিয়েছিলেন। ডা. রিপন স্যার কুড়িগ্রাম জেলার বেশ পরিচিত এবং বিখ্যাত একজন ডাক্তার। আমিও ব্যক্তিগতভাবে তাকে চিনি এবং সম্মান করি।

ভালো থাকবেন ভাই। আপনার আগামী দিনের দিনলিপি পড়ার অপেক্ষায় রইলাম।