জীবনে বিপদে পড়লেই কাছের মানুষগুলোকে চেনা যায়

in hive-120823 •  2 years ago 

হ্যালো সকল বন্ধুরা

কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন। আমিও ইনশাল্লাহ অনেক ভালো আছি।

hooded-man-g9ed52cca1_1280.jpg
Source

জীবনে বিপদে পড়লেই কাছের মানুষগুলোকে খুবই ভালোভাবে চেনা যায়। কারণ বিপদের সময় কাছের মানুষগুলো পাশে থাকে না কেমন যেন অচেনা হয়ে যায়। আসলে সুখের সময় সবাই পাশে থাকে কিন্তু দুঃখের সময় কাউকে পাশে পাওয়া যায় না।

আমরা যখন সুখে থাকি তখন আমাদের চারিপাশে সবাই থাকে। কিন্তু যখনই আমাদের জীবনে কোন বিপদ আসে তখন আমাদের চারিপাশে আর কাউকে খুঁজে পাওয়া যায় না। খুবই ঘনিষ্ঠ বন্ধু যে সব সময় আমাদের পাশে থাকে সেও কিন্তু আমরা যখন বিপদে পড়ি তখন আর আমাদের পাশে থাকে না।

কারণ তারা ভয় পায় যে তাদের কাছ থেকে যদি কিছু চাওয়া হয়। যদি তাদের কাছ থেকে সাহায্য চাওয়া হয় এজন্য তারা বিপদের সময় পাশে থাকে না। তবে সব বন্ধুই একই রকম যে হয় সেটা বলবো না কিছু কিছু বন্ধুত্ব আছে যারা কিনা মানুষের বিপদে ও এগিয়ে আসে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় কখনো পিছিয়ে যায় না।

children-g49d64222d_1280.jpg
Source

আবার আমাদের খুব আপনজনেরাই কিন্তু বিপদের সময় আমাদের পাশে থাকে না। বিপদের সময় যে তারা আমাদেরকে একটু সান্ত্বনা দেবে সেটাও তারা পারেনা। কারণ তারা জানে যে বিপদের সময় তাদের পাশে গেলে যদি তারা কিছু দাবি করে বসে। এই ভয়ে তারা মানুষের বিপদের সময় তাদের পাশে গিয়ে দাঁড়ায় না।

যেমন আমাদের যখন আর্থিক অবস্থা ভালো থাকে তখন কিন্তু আমাদের বাড়িতে অনেক আত্মীয়-স্বজন আমাদের অনেক আপনজন আমাদের বাড়িতে আসে। কিন্তু যখনই আমাদের হাত টান যাবে তখনই কিন্তু বাড়িতে আর কোন আত্মীয়-স্বজনের দেখা মিলে না।

কারণ তারা জানে যে তাদের বাড়িতে গেলে ভালো খাওয়া হবে না বরঞ্চ তাদের বাড়িতে আরো বাজার করে দেয়া লাগবে। এই ভয়ে কিন্তু তারা আমাদের বাড়িতেই আসা বন্ধ করে দেয়। ঠিক তেমনি আমাদের যদি কোন বিপদ ঘটে তখন কিন্তু এই ভয়ে আমাদের আপনজনেরা আমাদের পাশে থাকে না।

hands-g81c5675ff_1280.png
Source

অবশেষে বলবো কোন মানুষ বিপদে পড়লে তাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে না পারি কিন্তু তার পাশে গিয়ে অবশ্যই সান্ত্বনা দেওয়া উচিত। তাহলে মানুষের মনোবল বৃদ্ধি পায়। কারণ আমরা কেউ বলতে পারিনা আমাদের সাথে কখন কি ঘটে যায়।
এজন্য বলব মানুষ বিপদে পড়লে কখনোই তাকে ছেড়ে যেতে নেই বরঞ্চ তার পাশে থেকে সব সময় থাকে সান্তনা দেওয়া উচিত।

তো বন্ধুরা আজ এ পর্যন্তই। আমার লেখা পোস্টটি পড়ার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার লেখা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর কোন ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন খোদা হাফেজ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

Thanks.

জীবনে বিপদে পড়লেই কাছের মানুষগুলোকে খুবই ভালোভাবে চেনা যায়।


সত্য একটি কথা বলেছেন বিপদে পড়লেই মানুষের আসল রূপটা চেনা যায়। কে প্রকৃত বন্ধু আর কে সুযোগ সন্ধানী বন্ধু এটা বিপদে পড়লে একমাত্র বোঝা যায়।

সব সময় মানুষ একই অবস্থায় থাকে না মানুষের অবস্থায় পরিবর্তন হয় মানুষের উচিত কেউ বিপদে পড়লে তাকে বিপদ থেকে উদ্ধার করা। আপনার আগামী দিনগুলোর জন্য শুভকামনা রইল

Posted using SteemPro Mobile

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে আপনার মতামত জানানোর জন্য। ভালো থাকবেন।

Loading...

একটি সত্যি কথা বলেছেন বিপদে পলে মানুষের আসল রূপটা চেনা যায় সব সময় মানুষের এক অবস্থা থাকে না মানুষের অবস্থা পরিবর্তন হয় আমাদের উচিত কেউ বিপদে পড়ে তাকে বিপদ থেকে উদ্ধার করে আনা এটাই আমাদের ভালো মানুষের কাজ

আপু আপনার জন্য শুভকামনা রইল

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে আপনার মতামত জানানোর জন্য। ভালো থাকবেন।

আপনি যখন বিপদে পড়বেন তখন অবশ্যই আপনার পাশের মানুষের কাছে হেল্প চাইবেন কিন্তু তখনই আপনার সেই পাশের মানুষগুলোকে আপনি চিনতে পারবেন কে আপনার ভালো চাই এবং কি আপনার খারাপ চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন।