Incredible India monthly contest July| Share which three things bring a smile to your face and why?

in hive-120823 •  2 years ago 

আসসালামু আলাইকুম...

source

কেমন আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ সুস্থ এবং ভালো আছি। আমার Steemit ব্যবহারিক আইডির নাম @farhanaaysha।বান্দরবান, বাংলাদেশ।
🌷--------------------------------------------------------------🌷
"Incredible India" কমিউনিটি কতৃক আয়োজিত মাসিক কনটেস্ট এ অংশ গ্রহণ করতে পেরে আমি আনন্দ প্রকাশ করছি সেই ধন্যবাদ জানাই এতো সুন্দর টপিক নিয়ে মাসিক প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

হাসি আমাদের আনন্দ প্রকাশের অনুভূতি অনেক সময় আমরা বিভিন্ন কারণে হাসি যা আমাদের মন ভালো রাখে।
বলা হয় মুচকি হাসি সবচেয়ে সৌন্দর্য এবং মাধুর্য পূর্ণ হাসি যা অন্যকে বিরক্ত করে না বরং আনন্দ ছড়িয়ে দেয়।
এই প্রতিযোগিতায় বলা হয়েছে কোন তিনটি কারণে আপনার মুখে হাসি আসে এবং কেন? আমি আমার হাসিমুখের তিনটি কারণ উপস্থাপন করবো নিচের প্রশ্নগুলোর উত্তর দেয়ার মাধ্যমে। চলুন তবে দেরি না করে শুরু করি।


কোন তিনটি জিনিস আমার মুখে হাসি আনে এবং কেন?


প্রথম টি হলো ভ্রমণ করা বা ঘুরে বেড়ানো।ভ্রমণ আমার মুখে হাসি আনে। আমি ভ্রমণ করতে ভীষণ পছন্দ করি নতুন নতুন টুরিস্টস্পট পাহাড়-সমুদ্র আমি ভীষণ ভালোবাসি। তাই যখনই আমার ভীষণ রকম মন খারাপ হয় আমি ছুটে চলি। আমি পরিবারের সাথে যেমন বেড়াতে পছন্দ করি ঠিক তেমনই একাকিনী ও ঘুরে বেড়াতে ভীষণ ভালোবাসি।
২য় হিসেবে আমার মুখে হাসি আনে গোপন সদকা বা সাহায্য। যখন কেউ বিপদে থাকে বা কারো সাহায্য প্রয়োজন হয় তখন তাকে সাহায্য করতে পারলে আমি মানসিক তৃপ্তি পাই। অসহায়ের মুখে হাসি ফুটলে তা আমার মুখেও ছড়িয়ে পড়ে। আমি সবসময়ই চেষ্টা করি একটা নীতি মেনে চলার সেটি হচ্ছে আমার একহাত কি দান করলো তা যেন অন্য হাত জানতে না পারে অর্থাৎ আমি ছাড়া আর কেউ এই গোপনীয় বিষয়টি সম্পর্কে জানতে না পারে।
৩য় কারণ একজন মা হিসেবে আমার সন্তানের সুস্থতা এবং হাসিখুশি আমাকে মানসিক শান্তি দেয়। মুখে হাসি ফোটানোর জন্য একটুকরো মানসিক শান্তি অনেক বেশি জরুরি। আমার সন্তানের আনন্দঘন মুহুর্তগুলো বার বার ফিরে আসুক তার জীবনে। সন্তানের হাসিমুখ মায়ের মুখেও ছড়িয়ে দেয় প্রশান্তির হাসি। ভালো থাকুক পৃথিবীর সব মা ও মায়ের সন্তান।
source

আমার হাসির পেছনে লুকিয়ে থাকা গল্প


আমি যখন একা থাকি তখন যা মনে পড়লে আজো আমি একাকী হাসি আজ সে রকম একটা গল্প শেয়ার করবো একটি আমার কিশোরী বেলার। আমি ছোট বেলা থেকে দেখেছি বাসার একটা খোলামেলা রুমে দুটো বইয়ের আলমারি ছিলো সবার জন্য নানানরকম বইয়ে সাজানো থাকতো সাথে বড়ো টেবিল। আমার প্রথম বই পড়ার নেশা শুরু ওখানে থাকা মাসিক প্রত্রিকা ও কমিক্স বইয়ের হাসির গল্প পড়ে।যা পরবর্তী সময়ে ভয়ংকর নেশায় পরিণত হয় যখন নবম- দশমে পড়ি এতো পরিমাণ বই পড়তাম বাসার বই বাদ দিয়ে স্কুল লাইব্রেরি থেকেও সংগ্রহ করে পড়তাম লাইব্রেরিতে আয়োজিত সব প্রতিযোগিতায় আমার অংশগ্রহণ অবশ্যই থাকতো।একবার বই শুরু করলে নাওয়া খাওয়া ভুলে পড়তেই থাকতাম আব্বু আমাকে সবসময়ই বলতো পড়ো তবে নিজের যত্ন নাও খাওয়া দাওয়া করো কিন্তু আমার মাথায় বইয়ের নেশা চাপলে আর কিছু নেই একদিন আব্বু রেগে গিয়ে আমার সব বই কেড়ে নিয়ে চলে গিয়েছিল সেদিন আমি বইয়ের শোকে বাচ্চাদের মতো ভ্যা ভ্যা করে কান্না করেছিলাম যা মনে পড়লে আমার এখনো হাসি পায়। পড়ে অবশ্য আমার কান্না থামাতে একটা বই ফেরত দিয়েছিল বিনিময়ে খাবার খেতে হয়েছিল আমার🙃
source

আপনি কি কখনও অন্যদের মুখে হাসি আনার কারণ হয়েছেন?


source

আমি সবসময়ই চেষ্টা করি আমার কারণে যেন অন্য কারো মুখে হাসি ফোটে হোক সে আমার পরিবার কিংবা বাইরের কেউ।আমার পরিবারের সদস্যদের বিশেষ দিনগুলোতে আমি তাদের চমকে দিতে ভীষণ ভালোবাসি তাদের আনন্দময় মুখ আমাকে প্রশান্তি দেয়। আমি সবসময়ই চেষ্টা করি প্রয়োজন জেনে তারপর উপহার দিতে এতে করে সবচেয়ে বেশি আনন্দিত হতে দেখায় উপহার পাওয়া ব্যক্তিকে। বৃদ্ধ এবং অসহায় ব্যক্তিকে আমি সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করি। কোনো খুদার্ত মানুষকে খাওয়াতে পারলে আমার সবচেয়ে বেশি ভালো লাগে।অসহায় মানুষকে সাহায্য এবং খাবার খাওয়ানোর বিশেষ গুণ আমি মায়ের কাছে দেখে শিখেছি। আমার বাড়িতে যখন কেউ এসে বলে এসে খুদার্ত তখন বাড়তি না থাকলে নিজের জন্য থাকা খাবারই খাওয়াতে আমি ভীষণ তৃপ্তি পাই।
source
আমার মাকে আমি ভীষণ ভালোবাসি তাই তার মুখে হাসি ফোটানোর জন্য সবচেয়ে বেশি চেষ্টা করি। আমার মা আমার মতোই ঘুরে বেড়াতে ভীষণ পছন্দ করে তাই আমি সবসময়ই চেষ্টা করি মাকে নিয়ে বেড়াতে যাওয়ার। সমুদ্র আমার মায়ের সবচেয়ে পছন্দ তাই আমরা মা মেয়ে মাঝে মধ্যে একাকী সমুদ্র দেখতে বেড়িয়ে পড়ি তখন মায়ের মুখে লেগেথাকা হাসি দেখে মনে হয় মা যেন কিশোরী মেয়ে। ভীষণ ভালোবাসি মা ভালো থাকো সুস্থ থাকো তোমার হাসিমুখ আমার হৃদয় প্রশান্ত করে।

এটি আমার অংশগ্রহণ পোস্ট এবং আমি আমার তিনজন বন্ধু
@shuvobd1
@shuly
এবং
@nahid.abon
কে এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে আমন্ত্রণ জানাচ্ছি।

আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি।
🌼ধন্যবাদ সবাইকে🌼

Happy Writing 📝

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...