আসসালামু আলাইকুম। |
---|
কমিউনিটির সকল সদস্যকে আমার তরফ থেকে জানাই, অনেক অনেক শুভেচ্ছা। প্রায় অনেক দিন পরে কমিউনিটিতে কাজ শুরু করতে পেরে অনেক অনেক আনন্দ হচ্ছে।
আশা করছি আপনারা সকলে ভালো আছেন।
আজ আমি আপনাদের সাথে গত ৭ই মে তারিখের দিনলিপি উপস্থাপন করবো।
![]() |
---|
Edited by Picsart
আশা করি আমার দিনলিপিটি শেষ পর্যন্ত পড়ে আমার সাথেই থাকবেন।
সকাল |
---|
সেই ঈদের আগের দিন গ্রামে এসে, অসুস্থতার কারণে আমার আর বাসায় যাওয়া হয় নি। কারণ বাসায় থাকলে আমার রেস্টে থাকাটা কষ্টকর। যার কারণে গ্রামেই থাকা হয়েছে।
![]() |
---|
যাইহোক সকালবেলা ঘুম থেকে উঠার পরে ফ্রেশ হয়ে নেই, এরপরে চাচী সকালের নাস্তা খাইয়ে দেয়। পায়ের রগে টান ধরে থাকার জন্য বসে থাকা অসাধ্যকর।। অনেক সময় হয় শুয়ে শুয়ে খাবার খেতে হয় না হয় দাড়িয়ে।
সকালের নাস্তা করার পরে চাচী চা বানিয়ে দিলে উঠানে দাড়িয়ে চা খেয়ে নেই। এরপর সকালের ঔষধ খেয়ে নেই এবং কিছু সময় বিশ্রাম করে ব্যায়াম করে নেই।
![]() |
---|
এরপর চাচী আমাদের বাগানের দিকে একটু হাটতে নিয়ে যায় আমাকে।। বাগানে মাশাআল্লাহ অনেক সুন্দর গোলাপ ফুল ফুটে ছিলো, তার কিছু ফটোগ্রাফি করে নেই।
![]() |
---|
এরপরে ঘরে এসে মোবাইল চার্জে দিতে এসে দেখি চার্জারের পিন ভেঙে গিয়েছে, আর এটা দেখে অনেক মন খারাপ হচ্ছিল, এখন নতুন চার্জার কেনাও সম্ভব না,কারণ এখন একটা চার্জার কিনতে গেলেই ২৫০০ টাকা লাগবে।
দুপুর |
---|
দুপুরবেলা চাচী আমার ছোট মেয়েকে গোসল করিয়ে, খাবার খাইয়ে ঘুম পারিয়ে দেয়। এরপরে আমি গোসল করে নিলে,,আমাকে ও আমার চাচাতো বোনকে একসাথে দুপুরের খাবার খাইয়ে দেয়।
![]() |
---|
খাবার খাওয়ার পরে পায়ের রগ টান ধরে খুবই কষ্ট হচ্ছিল, যার কারণে চাচাতো বোন পায়ে মালিশ করে, গরম সেঁক দিয়ে দেয়। কিন্তু তারপরেও খুবই কষ্ট হচ্ছিল তাই, আমি সাথে সাথে আমার থেরাপিস্ট কে কল করে আসতে বলি।
আসলে পি এল আই ডি, আর্থ্রাইটিস এবং সাইটিকার এই তিনটি রোগে আক্রান্ত হওয়ার ফলে যখন ব্যাথা উঠে নিজেকে পাগল পাগল মনে হয়, এবং নিশ্বাস ও নেওয়া যায় না ঠিক মতো,আরও পেইন হয় তখন।
বিকাল |
---|
বিকালের দিকে থেরাপি দিতে আসেন, এবং প্রতিদিন যেই থেরাপি গুলো দিয়ে থাকেন তাতে কাজ না হওয়ায় আজকে আকুপাংচার থরাপি দেন, মানে নিডেল থেরাপি।।
![]() |
---|
এই নিডেল থেরাপি টা অনেক কষ্টকর। দুই পায়ে প্রায় ছয়বার নিডেল পুশ করে থরাপি দেন।।
থেরাপি দেওয়ার সময় অনেক কষ্ট হলেও পরে আলহামদুলিল্লাহ অনেকটা আরাম অনুভব হচ্ছিল।
থেরাপি শেষে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে লাঠির সাহায্য হাঁটতে বলেন।
![]() |
---|
বিকালে চাচ্চু আমাদের পুকুরে মাছ ধরতে নামে তখন আমি লাঠির সাহায্য চাচী এবং চাচাতো বোনের সাথে পুকুর পাড়ে যাই,এরপরে আমাদের ফলের বাগানের দিকে একটু হাঁটতে যাই।
![]() |
---|
![]() |
---|
আলহামদুলিল্লাহ আমাদের ফলের বাগানে, আম, কাঁঠাল এবং লিচুর অনেক ভালো ফলন হয়।
হাঁটা শেষে বাড়ি চলে আসি এবং হাত মুখ ধুয়ে আবারো শুয়ে পরি।
![]() |
---|
এর একটু পরেই আমার চাচ্চু বাজার থেকে নাস্তার জন্য মোগলাই পরটা এবং আইসক্রিম নিয়ে আসেন, সাথে আমার মেবাইলের চার্জার ঠিক করে আনেন।
সন্ধ্যা থেকে রাত |
---|
সন্ধ্যায় নাস্তা করার পরে চাচী আমার ছোট মেয়েকে খেলার ছলে রাতের খাবার খাইয়ে দেন,কেননা ও রাত আটটার মধ্যেই ও ঘুমিয়ে পরে।
এই ফাঁকে আমি এবং আমার চাচাতো বোন আইসক্রিম খেয়ে নেই।
![]() |
---|
আজ মনে অনেকটা আনন্দ হচ্ছিল কারণ প্রায় বিশ দিন পরে আমি আজ বাড়ির বাহিরে বেরিয়ে হাটতে পেরেছি।
মেয়েকে ঘুম পারিয়ে চাচী আবারও আমার পায়ে মুভ মালিশ করে দেন এবং গরম সেঁক দিয়ে দেন। এরপর আমি রাতের ঔষধ খেয়ে ঘুমাতে যাই,কিন্তু তখন আবারও ব্যাথায় শ্বাস নিতে সমস্যা হচ্ছিল, তখন চাচী আমাকে ইনহেলার এনে দেন,এবং মাথায় হাত বুলিয়ে ঘুম পারিয়ে দেন।
আমি আমার চাচীর কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো,কেননা মায়ের পরে এমন যত্ন পৃথিবীর কেউ করে না।
আজ আপনাদের পুকুর থেকে মাছ ধরেছেন। এর মধ্যে আমার পরিচিত মাছও দেখতে পাচ্ছি। কখন যে কার শরীর কিভাবে অসুস্থ হয়ে যাবে সেটা বলা যায় না যেমন আজ হঠাৎ করেই আপনার পায়ে টান পড়ছে এবং লাঠির সাহায্যে হাঁটতে হচ্ছে। কোন আইসক্রিম তো সকলের খুব প্রিয়। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেশ কয়েকদিন যাবত আমিও অনুভব করছি। আমার ডান পায়ের মধ্যে রগ প্রচুর পরিমাণে টান খাচ্ছে, যার কারণে হাঁটাচলা করতে অনেক বেশি কষ্ট হচ্ছে। বিশেষ করে রাতে এত পরিমানে যন্ত্রণা করে যেটা বলে বোঝানো সম্ভব না। আজকে আপনার পোস্ট পরিদর্শন করে বুঝতে পারলাম, সত্যি বিষয়টা কতটা কষ্টদায়ক।
আপনি থেরাপি দিচ্ছেন সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন, ইনশাআল্লাহ অবশ্যই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। আপনার দিনটা একটু অসুস্থতার মধ্যে কাটলেও, চাচা চাচি এবং চাচাতো বোনের সাথে খুব সুন্দর মুহূর্ত কাটাতে পেরেছেন। ভালো থাকুন, এই কামনা করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কোম্পানিতে বেশি হাঁটতে হাঁটতে আমারও দুই ভাই রক পায়ের মাংসের ভিতরে অসুস্থ কর একটু ব্যথা এজন্য মূলত আমি ডাক্তার দেখিয়েছি মেডিসিন খাচ্ছি। বিশেষ করে বেতার পরিমাণটা বেড়ে যায় আমি যখন বসি তারপর আবার দাঁড়ায় তখন। আল্লাহর কাছে দোয়া করি আপনাকে আল্লাহ তাআলা সুস্থতা দান করুক এবং সুস্থতা সময় একদমই কাটতে চায় না
শুনে ভালো লাগলো আপনি নিজ দিন পর হাঁটতে পেয়ে অনেক খুশি হয়েছেন। ধন্যবাদ আল্লাহর কাছে দোয়া করি আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit