Incredible India monthly contest December #1|My resolution 2024

in hive-120823 •  last year  (edited)
1000005684.png

বছর আরম্ভ হতে না হইতে পুনরায় বছরের ইতি হতে চললো। ডিসেম্বর মাস প্রায় মাঝা মাঝি চলে এসেছে।২৩ এর ইতি ২৪ এর শুরু।প্রতি বছরই আমাদের জীবনে নতুন নতুন অনেক অভিজ্ঞতা হয় এবং সেই অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিক্ষা পাই। এবং সেই শিক্ষা থেকে নতুন কিছু লক্ষ্য নিয়ে আমরা আবার নতুন করে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।

What resolution do you make and follow for the upcoming year??

নিজেকে সুস্থ রাখার চেষ্টা : জীবনে কিছু করতে গেলে, কিছু অর্জন করতে হলে সর্ব পূর্বে নিজেকে সুস্থ রাখাটা অনেক জরুরি।যদিও সুস্থতা,অসুস্থতা সম্পূর্ণ সৃষ্টিকর্তার হাতে কিন্তু সুস্থ থাকার চেষ্টা টা নিজের হাতে।আর শরীর সুস্থ থাকলে মনও ভালো থাকে।

নিজেকে সময় দিতে চাই : সংসার,বাচ্চা সামলাতে সামলাতে নিজের কথা ভুলেই গিয়েছি বললে চলে।আর নিজেকে অবহেলা করার ফলে শরীরে রোগ-বালাই বাসা বেধেছে।
আর ভালো থাকতে হলে নিজেকে সময় দেওয়াটা প্রত্যেকটি মানুষের জন্যই জরুরি।

স্বাবলম্বী হতে চাই: প্রতিটা মেয়েরই স্বাবলম্বী হওয়াটা প্রয়োজন।আর আমি নিজেও চেষ্টা করবো নিজেকে স্বাবলম্বী করার জন্য। কারণ আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান তাই, আমি চাই আমি আমার নিজের উপার্জন দিয়ে তাদের দেখা শোনা করতে।

নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে চাই : আমি আমার আবেগকে নিয়ন্ত্রণ করতে চাই। কারণ আমি অল্পতেই অনেক আবেগী হয়ে যাই,আর এই কারণে,, অনেকেই আমাকে দুর্বল ভেবে, সুযোগ নেওয়ার চেষ্টা করেছে। আর এই কারণে আনাকে ব্যক্তিগত ভাবে অনেক ঝামেলা পোহাতে হয়েছে।

সময়ের কাজ সময়ে করতে চাই: ইদানীং আমি নিজেই অনুভব করি যে, কোনো কাজের প্রতি আমার আগ্রহটা আমি হারিয়ে ফেলছি,যার জন্য আমি কোনো কাজই সময় মতো করতে পারছি না,যে কোনো সহজ কাজও আমার নিকটে কঠিন মনে হয়। অতএব আমি নতুন বছরে আমার বাকি সব Resolution এর সাথে এই resolution টা ও মেনে চলতে চাই।আর আমি জানি আমার ভেতরের চেষ্টা টা আবার আগের মতো ফিরে এলে আমি সব কাজ গুলো গুছিয়ে করতে পারবো ইনশাআল্লাহ।

How would your resolution be useful for you and others? Describe.

আমি নতুন বছর উপলক্ষে যেই রেজোলিউশন গুলো উল্লেখ করেছি।সেই প্রতিটি বিষয় গুলো আমার এবং আমার পরিবারের জন্য অনেক উপকারী হবে।।কারণ আমার নিজের প্রতি অবহেলার কারণে অসুস্থতায় ভুগলে আমার পরিবারের সদস্যদের ও ভুগতে হয় এবং আমার বাচ্চাদের ও ভুগতে হয়।।তাই সবাইকে ভালো রাখতে হলে আমার ভালো থাকাটা জরুরি।

1000005687.jpg
Pixabay

আর আমি নিজেকে স্বাবলম্বী হতে পারলে আমার বাবা মা এবং আমার হাসবেন্ড এর জন্যও অনেক সুবিধা হবে। যদিও তারা কখনোই আমাকে উপার্জন এর জন্য জোর করে না, কিন্তু আমি মনে করি আমি যদি তাদের একটু হলেও কোনো কাজে হেল্প করতে পারি তাহলে এতে তারাও অনেক খুশি হবে আর আমারও অনেক ভালো লাগবে।

Do you think the resolution is essential to overcome something? Justify your answer..

জীবনে কোনো কিছুর প্রতি আশা বা লক্ষ্য থাকলে তা পূরণের চেষ্টা মানুষকে একটা তাড়নায় রাখে বলে আমি মনে করি। আর আমাদের জীবনে যদি কোনো লক্ষ্য না থাকে তাহলে আমাদের নিজেকে এগিয়ে নেওয়ার জন্য করার কিছুই থাকে না।

পরিশেষে আমি এই প্রতিযোগিতার নিময় অনুযায়ী আমার তিনজন বন্ধু কে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাতে চাই।

@sayeedasultana
@amekhan
@saikat01

আমার পোস্ট পড়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

নতুন বছরে শুভেচ্ছা রইলো 🎉 আপনি আপনার নতুন বছরের রেজোলিউশন গুলো বেশ সুন্দর ভাবে আমাদের মাঝে উপাস্থাপন করেছেন ৷ নিজেকে সুস্থ রাখা নিজেকে সময় দেওয়া আসলে কম বেশী প্রতিটা পদক্ষেপ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা বলে মনে করি ৷

ধন্যবাদ আপনাকে এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

প্রত্যেক মানুষেরই নিজের সুস্থতার প্রতি খেয়াল রাখা উচিত। আর নিজেকে তো অবশ্যই সময় দিতে হবে। নারী অথবা পুরুষ প্রত্যেককেই স্বাবলম্বী হতে হবে। আবেগকে নিয়ন্ত্রণ করার জন্য ধ্যান, যোগব্যায়াম এগুলির অভ্যাস করুন। আমিও সময়ের কাজ সময়ে করতে চাই কিন্তু সব সময় পেরে উঠি না। আগামী বছর আপনার ভালো কাটুক, এই শুভকামনা রইলো।

আসলে প্রত্যেকটা মানুষের নিজের সুস্থতার প্রতি খেয়াল রাখা উচিত। কেননা নিজেকে সব ব্যস্ততার এবং সব কাজের ভিতর কিছু সময় দিতে হবে। এবং নারী-পুরুষ প্রত্যেকটি স্বাবলম্বী হতে হবে। সব সময় আপনি সময়ের কাছে সময় করে নিতে চান কিন্তু সেটা পেরে উঠতে পারে না। কিন্তু আগামী বছর আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ,, আপনার জন্য ও নতুন বছরের অনেক অনেক শুভকামনা রইল।

প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। অবশ্যই নিজেকে সময় দিতে হবে নিজে স্বাবলম্বী হয়ে উঠতে হবে। সময়ের কাজ সময় করতে হবে আমরা পরিবারের যত্ন নিতে গিয়ে নিজেদের কথা ভুলে যায়। এরপর দেখা যায় আমরা সঠিকভাবে নিজেদের যত্ন নিতে পারি না। নিজেরা অসুস্থ হয়ে পড়ে আর নিজেরা যদি একটু সাবলম্বী হতে পারি। তাহলে অন্যের কাছ থেকে কথা শুনতে হয় না। কেননা এমন অনেক পরিবার আছে যারা কিনা আমাদেরকে প্রশ্ন করে আমরা সারাদিন কি করি।

একটা পরিবারকে সামলাতে গেলে অনেক কাজ করতে হয়। এরপর নিজেকে সময় দিতে পারি না সময়ের কাজ আমরা যদি সময় সম্পন্ন করতে পারি। তাহলে খানিকটা সময় আমরা নিজেকেও দিতে পারি। আপনি যে উদ্যোগগুলো গ্রহণ করেছেন 2024 সালে সেগুলো নিয়ে কাজ করবেন। আশা করি আপনার লক্ষ্য গুলো খুব তাড়াতাড়ি পূরণ হবে ভালো থাকুন।

জি আপু,আপনাকে অনেক ধন্যবাদ, আমার পোস্টটি পড়ে কমেন্ট করার জন্য। এবং আপনাকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা রইলো।

ধন্যবাদ প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্যে। আপনার দেয়া ৪ টি রেজুলেশন ই অনেক সময়োপযোগী। আশা করি আপনি এই লক্ষ্যগুলোকে বাস্তবে রূপ দিতে পারবেন। দোয়া করি আপনার আগামী বছরটি যেন ভালো কাটে।

আপনার ঠিকই বলেছেন প্রতিটা মানুষেরই স্বাবলম্বী হওয়া খুবই প্রয়োজন, তাছাড়া আপনি আপনার বাবা-মায়ের বড় সন্তান নিজে স্বাবলম্বী হয়ে বাবা-মার পাশে থাকতে চান এটা খুব ভালো একটি দি ক নতুন বছর জন্য অনেক অনেক শুভকামনা

Loading...

আমাদের প্রতিটি মানুষের স্বপ্ন থাকে আর সেটা যে কোন সময় এর জন্যই।। আমরা সবসময় আমাদের স্বপ্নগুলো পূরণ করার জন্য অফুরন্ত চেষ্টা করে যায়।।

আপনারা কিছু স্বপ্ন ও পরিকল্পনা রয়েছে আর আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার ২০২৪ সালের পরিকল্পনা গুলো।। আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো আপনার পরিকল্পনা গুলো যেন বাস্তবায় হয় ‌।

অগ্রীম শুভ নববর্ষ। ২০২৪ আপনার জন্য মঙ্গলকর হয়ে উঠুক। নিজেকে রাখার দায়িত্বটা আসলে নিজেকেই নিতে হয় যেনমটা আপনি নিতে চেয়েছেন৷ এজন্য হতে হবে স্বাস্থ্য সচেতন৷ অন্যকে সামলাতে গিয়ে আসলে আমরা অনেক সময় নিজেদের কথাই ভুলে যাই। নতুন বছরে আপনি নিজেকে সময় দিতে চেয়েছেন, স্বাবলম্বী হতে চেয়েছেন। আসলে দিনশেষে সবারই স্বাবলম্বী হয়ে উঠা উচিত। আপনার আবেগ নিয়ন্ত্রণ হোক, সময়ের কাজ সময়ে সম্পূর্ণ করুন৷

আপনার কাজগুলো আপনি এবং অন্য সবার জন্যই ইফেক্টিক হবে বলে আমি মনে করছি।

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনি প্রতিযোগিতার বিষয়বস্তু টি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আগামী বছর আপনি কি ভাবে চালাতে চান।তা খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপনাকে।

আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে অনেক ভালো লাগলো এবং আপনি সকল প্রশ্নের উত্তর গুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন তার জন্য ধন্যবাদ। আমার খুব ইচ্ছে ছিল প্রতিযোগিতা অংশগ্রহণ করার কিন্তু একটু সমস্যার কারণে প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারিনি। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

TEAM 1

Congratulations! This post has been upvoted through steemcurator04. We support quality posts , good comments anywhere and any tags.
Curated by : @lirvic



Thank you so much for your support.

আপনাকে নতুন বছরের জন্য শুভেচ্ছা। আপনার নেওয়া রেজুলেশন গুলো আপনার চলার পথে কাজে দিবে। আসলে আমারা পিছিয়ে পড়ি কারন সময়ের কাজ সময়ে শেষ করতে পারি না। আপনার এই উদ্যোগ নিজেকে সাবলম্বী করে গড়ে তুলা একটি ভালো উদ্যোগ। আবেগের কারনে আমরা অনেক কাজ করে ফেলি যা আমাদের পরবর্তীতে অনেক ক্ষতি হয়ে দাঁড়ায়। পরিশেষে আপনার আগামী বছর অনেক সুখে কাটুক আপনার সপ্ন গুলো সত্যি হোক এই দোয়া করি। ধন্যবাদ আমাদের সাথে আপনার নেওয়া নতুন বছরের উদ্যোগ গুলো শেয়ার করার জন্য।