Hello Everyone |
---|
আজকে আমি আমাদের ইনক্রেডিবেল ইন্ডিয়া কমিউনিটি কর্তৃক আয়োজিত নতুন বছরের প্রথম মান্থলি কনটেস্ট এ অংশ গ্রহণ করতে যাচ্ছি। এডমিন ম্যামকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানতে চাই এই সুন্দর একটি বিষয় নির্ধারণ করেছেন তার জন্য।
[Photo Edited by Canva]
আসলে ম্যাম বরাবরই আমাদের বাস্তব জীবন কেন্দ্রিক বিষয় বস্তু নির্ধারণ করে থাকেন এবং সেই বিষয় গুলো নিয়ে লিখতে বেশ ভালো লাগে।
Do you believe time is the best teacher? |
---|
এই প্রশ্নের উত্তরে আমি বললো হ্যাঁ! আমি একশত ভাগ মনে প্রাণে বিশ্বাস করি যে,সময় আমাদের জীবনের সব থেকে বড় শিক্ষক।
স ম য় তিনটি অক্ষরের ছোট্ট একটি শব্দ। কিন্তু এই সময়ই আমাদের জীবনে এত বড় বড় কিছু শিক্ষা দান করে যা আমাদের সাথে সারাজীবন থেকে যায়। এবং তার মধ্যে অন্যতম একটি শিক্ষা হলো ধৈর্য। ধৈর্য ধারণ সবাই করতে পারে না,আর যে ব্যক্তি সময়ের সঠিক ব্যবহার করে ধৈর্য ধারণ করতে পারে সে কখন হতাশায় ভুগবে না।
আমাদের জীবনে আমরা যা কিছুই অর্জন করি না কেন তা কিন্তু আমরা সময়ের বিনিময়েই অর্জন করি।
Have you ever gone through any circumstances where you got your answer with time? |
---|
হ্যাঁ। দীর্ঘ সাতটা বছর ধরে আমি এমন সময় পার করছি, যেখানে আমি নিজেকে কোনো তর্কে না জরিয়ে সময়ের উপরেই সবটা ছেড়ে দেই। কারণ যেকোনো পরিস্থিতিতে উত্তেজিত হলে কষ্ট ছাড়া কিছুই পাওয়া যায় না।
সময় এবং বাবা মা এই দুইটা জায়গা থেকেই আমরা জীবনের সব থেকে বড় এবং সত্য শিক্ষা গুলোই পেয়ে থাকি।কিন্তু অনেক সময় আবেগের বসে অথবা সঙ্গ দোষে আমরা তাদের থেকে মুখ সরিয়ে নেই।
আমার সাথেও ঠিক এমনটাই হয়েছিল যখন আমি কলেজে উঠি। জীবনের নতুন এক অধ্যায় আমি অনেক ভুল সিদ্ধান্তের কারণে অনেক সময় নষ্ট করেছিলাম,সময় মতো কোনো কাজই করতাম না।একটা সময় আম্মু আব্বু ও সঠিক এবং ভুলের পার্থক্য টা বোঝানো বন্ধ করে দিয়েছিল। আর তখনই মনের মধ্যে একটা ভয় হতে শুরু করেছিল এবং নিজের কাছেই নিজে প্রশ্ন করতে শুরু করেছিলাম যে কতটা সঠিক পথে আছি আমি??
ঠিক কিছু দিন পরেই আমি সময়ের থেকে কড়া জবাব পেয়েছিলাম।তখন আব্বু আম্মু বলেছিলেন এখন থেকে আর সময় নষ্ট করে পিছনে না তাকিয়ে শুধু সামনে এগিয়ে যাও।সেদিন থেকে সময়কে আর কখনো হেলায় ফেলায় নষ্ট না করে চেষ্টা করি যথাযথ ভাবে কাজে লাগানোর।
Do you believe time helps us to identify true friends, relationships, and honest people? Share your experience if any. |
---|
হ্যাঁ আমি বিশ্বাস করি। কিছুদিন আগেপ কথাটার যথার্থ অর্থ আমি বুঝতাম না।কিন্তু জীবনের সব থেকে বড় ধাক্কাটা যেদিন পেলাম সেদিন থেকে আমি খুব ভালো ভাবেই বুঝতে পেরেছি যে সময় কিভাবে আমাদের সঠিক বন্ধু, সৎ ব্যক্তি এবং সম্পর্কে বুঝতে সাহায্য করে।এই বিষয়ে আমি এখন আপনাদের সাথে আমার জীবনের একটি গল্প শেয়ার করবো।
আজ থেকে প্রায় দুই বছর আগে, আমার সেকেন্ড প্রেগ্ন্যাসির সময় আমার হাসবেন্ডের হাঁটতে গেলে অনেক কষ্ট হতো।সে বিষয়টিকে প্রথমে তেমন একটা গুরুত্ব দেয় নি,পরে যখন ব্যাথা দিন দিন বৃদ্ধি পেতে লাগলো তখন অনেক জোর করেই তাকে ডাক্তার দেখাতে নিয়ে যাই,ডাক্তার কিছু টেস্ট দেন এবং এম আর আই রিপোর্ট এ আসলো যে তাই দুটি পায়েই এ ভি এন নামক একটি রোগ হয়েছে এবং তৃতীয় স্টেজে রয়েছে।এই রোগের তেমন কোনো চিকিৎসা নেই অপারেশন ছাড়া।এবং অনেক ব্যয় বহুল।এদিকে আমার হাসবেন্ড শেয়ার মার্কেট এ তার সকল সঞ্চয় বিনিয়োগ করে বিশাল লসে পরে আছে।
তখন অনেক আশা নিয়ে আমার শ্বশুর বাড়িতে আমি তাদের বলেছিলাম কিছুটা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। তখন তারা বলেছিলেন যে, আমাদের তো আরও তিন ছেলে মেয়ে আছে একজনকে এত বেশি টাকা দিলে বাকীরাও আমাদের কাছে প্রশ্ন করবে,এর থেকে তোমার বাবাকে বল কিছু করতে।
সেদিন থেকে ঠিক করেছিলাম যে নিজে কোনো একটা কাজ শুরু করে হাসবেন্ড এর পাশে দাড়াতেই হবে আমাকে।
মানে কথা গুলো শুনে মনে হচ্ছিল এমন মানুষ ও আছে দুনিয়ায়?? আমার জীবনের সব থেকে খারাপ সময় এখনও চলছে আর এখনো আমার বাবা মা ছাড়া কেউ আমাদের পাশে নেই।
আর সেই সময়ের পর থেকে আমি খুব ভালো মতো বুঝতে পেরেছি যে কোন কোন সম্পর্ক গুলো সত্যি আর কোনো সম্পর্ক বা বন্ধুত্ব গুলো নিছকই স্বার্থের জন্য ছিল।
পরিশেষে আমি এই প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী আমার তিনজন স্টিমিট বন্ধুকে এই চমৎকার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে নিমন্ত্রণ জানাতে চাই @mukitsalafi @sabus @amekhan আপনারাও এই চমৎকার প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন এবং আপনাদের মতামত প্রকাশ করুন।
সময় হলো খুব মূল্যবান একটি জিনিস। সময় শব্দটা ছোট তিনটি শব্দ এই তিনটি শব্দকে যে কাজে লাগাতে পারবে সে জীবনে সফলতা অর্জন করতে পারবে।
সময়ের সাথে সাথে ধৈর্য্যতাও ধারণ করতে হবে ধৈর্য হলো সফলতার মূল অংশ।
আপনার লেখা পড়ে জানতে পারলাম আপনার হাজবেন্ডের সমস্যা এখন অনেক ভয়াবহ। এজন্য অর্থের প্রয়োজন অনেক বর্তমানে থার্ড স্টেজে রয়েছে এমন একটি রোগ যার চিকিৎসা খুবই দরকার। কিন্তু সহযোগিতার জন্য কেউ আপনার পাশে দাঁড়ালো না। আসলে পাশের মানুষগুলো এবং আত্মীয়-স্বজনদের চেনা যায় কোন বিপদে পড়লে। এমন একদিনও আপনার কাছে সময় আসবে ওই কাছের মানুষগুলোই আপনার কাছে এসে বসে থাকবে সাহায্য চাওয়ার জন্য। তবে আপনি ধৈর্য দিয়ে থাকুন দেখবেন আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। জেনে খুব ভালো লাগলো । থ্যাঙ্ক ইউ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু আমার পোস্টটি পড়ে আপনার মতামত দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সময় আমাদের সবচাইতে পরম বন্ধু। সময় আমাদেরকে চিনিয়ে দেয়, কে আমাদের আপন কে আমাদের পর। আপনিও আমার মত করেই বিশ্বাস করেন সময় আমাদের প্রকৃত শিক্ষক।
আসলে মানুষ বিপদে পড়লে মানুষ চিনতে পারে। আপনিও যখন আপনার হাসবেন্ডের পায়ের সমস্যা নিয়ে, আপনার শ্বশুর বাড়ির লোকের কাছে সাহায্য চেয়েছেন। তখন তারা বলল তারা সাহায্য করতে পারবেনা। এমনটা করা মোটেও ঠিক হয়নি।
ওই সময়টা ইচ্ছে করে কোথায় টাকা আছে। যদি খুঁজে বের করে আনতে পারতাম। তাহলে হয়তো বা পরিবারের পাশে দাঁড়াতে পারতাম। আপনার ইচ্ছাটাও ঠিক তেমন ছিল। আশা করি আপনার হাসবেন্ড বর্তমানে ভালো আছে। ধন্যবাদ চমৎকারভাবে প্রতিযোগিতা প্রত্যেকটা প্রশ্নের মতামত আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদমই ঠিক বলেছেন আপু। নিজেকে অনেক অসহায় মনে হয়েছিল তখন।তবে খারাপ সময়ের সাথে সাথে অনেক মানুষকে প্রকৃত রূপ সামনে চলে আসে।
হয়তো-বা আমার হাসবেন্ড এর চিকিৎসাটা পিছিয়ে গিয়েছে।
তবে আমি সৃষ্টিকর্তার ওপর ভরসা করে আছি, নিশ্চয় তিনি আমাদের ভালো দিনের মুখ দেখাবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সময়ের অপব্যবহার আমরা সকলেই জীবনে কমবেশি করেছি। আপনার শ্বশুর বাড়ির ঘটনাটা শুনে বেশ কিছুটা অবাক হয়ে গেলাম। আপনার স্বামী তো সেই বাড়িরই সন্তান। তার চিকিৎসার জন্যও ওনারা টাকা দিতে রাজি হলেন না। সত্যিই বিপদে পড়লে বোঝা যায় কোন মানুষটা আপন আর কোন মানুষটা পর। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিপদের সময় সবারই মানবিকতা সামনে চলে আসে।
আমিও অনেক বেশি অবাক হয়েছিলাম, আসলে খারাপ সময় গুলোতে রক্তের সম্পর্ক গুলোও ফিকে হয়ে যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার জীবনে আমি দেখেছি দরকারের সময় রক্তের সম্পর্কের মানুষগুলোর থেকে অন্যান্য মানুষগুলোই আমার বেশি উপকারে এসেছে। তাই আমি এখন প্রায় সমস্ত আত্মীয়দের সাথে সম্পর্ক রাখাই ছেড়ে দিয়েছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
।ধন্যবাদ আপু আমাকে ইনভাইট করার জন্যে। তবে, আমি দুঃক্ষিত যে এই কন্টেস্টে নিজের অংশগ্রহণ নিশ্চিত করতে পারি নি। আগামীতে অবশ্যই করবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit