আমার পরিচয় এবং কেন আমি স্টিমিট প্লাটফর্মে জয়েন করলাম?

in hive-120823 •  2 years ago 

আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন? আশা করি ভাল আছেন আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ আমি আজকে আমার নিজের সম্পর্কে কিছু বলব আমি একজন ছাত্র আমি বর্তমানে অনার্স চতুর্থ বর্ষে অধ্যায়নরত পাশাপাশি আমি আমার বাবার ব্যবসা দেখাশোনা করি আমি এসএসসি পাশ করেছি ২০১৬ সালে এইচএসসি পাশ করেছি ২০১৮ সালে।

IMG_20230622_164012.jpg

  • আমি গ্রামের একজন সাধারণ ছেলে আমি গাছ লাগাতে ভালবাসি আমি গাছকে ভালোবাসি আমি কিছুদিন আগে আমাদের গ্রামে একটা নতুন রাস্তা হয়েছে ওই রাস্তায় আমি আমার বন্ধুদেরকে নিয়ে প্রায় ২০ টা গাছ রোপন করেছি তার মধ্যে দশটা ছিল কৃষ্ণচূড়া গাছ আর বাকি দশটা মধ্যে ছিল জাম ও আম গাছ।

20230622_180811.jpg

  • এই গাছগুলোর আমি আর নিয়মিত যত্ন নিচ্ছি এই গাছগুলো বেড়ে উঠলে প্রকৃতি সৌন্দর্য বেড়ে যাবে কৃষ্ণচূড়ার যখন ফুল আসবে তখন প্রকৃতির সৌন্দর্য আরো বেড়ে যাবে এবং মানুষ এর থেকে ছায়া পাবে রাস্তার সৌন্দর্য বেড়ে যাবেআর যখন আম জাম গাছে আম জাম ধরবে তখন এগুলো সাধারণ মানুষ খেতে পারবে সাধারণ মানুষের পুষ্টি পূরণ হবে এবং এগুলো পশু পাখি খেতে পারবে পাখিরা গাছগুলোতে বাসা বাঁধবে এবং তারা আম-জাম বাচ্চা খেতে পারবে তাহলে প্রাকৃতিক সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে তাই আমি গাছ লাগাতে ভালবাসি গাছ আমাদের অক্সিজেন দেয় আমাদের সবচেয়ে কাছের বন্ধু।

20230610_085359.jpg

  • তাই সকলেরই উচিত গাছ লাগানো একটা গাছ কাটলে যাতে একটা গাছকে কেন্দ্র করে দশটা গাছ লাগানো হয় গাছ আমাদের পরিবেশকে ঠান্ডা রাখে ভালো রাখে সুস্থ রাখে তাই আমাদের উচিত বেশি বেশি গাছ লাগানো তাই সবাই মিলে গাছ লাগানোর চেষ্টা করিসকলের উচিত বেশি বেশি গাছ লাগানো কোন ফাঁকা স্থান পেলে যাতে ওইখানে গাছ লাগানো হয় গাছ প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে এবং আমাদের অক্সিজেন সরবরাহ নিশ্চিত করে আমাদের স্বাস্থ্যের জন্য গাছ অত্যন্ত জরুরী কারণ গাছ যত নিধন হবে তাপমাত্রা তত বৃদ্ধি পাবে তাই আমাদের উচিত সকলের গাছ লাগানো।

IMG_20230622_155115.jpg

  • আমি এর আগে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করেছি পোস্ট করেছি বা আমার নিজের মতামত প্রকাশ করেছি কিন্তু সেখান থেকে আমি কোন ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাইনি আমার কাছে মনে হল সম্পূর্ণ রেবুনিও তারা নিজেরাই বুক করে ইউজার মধ্যে শেয়ার করে সেটা খুবই কম কিন্তু এস্টিমেট ডটকম এমন একটা প্লাটফর্ম যেখানে যে কেউই তার পোস্ট থেকে একটা ফিনান্সিয়াল সাপোর্ট পেতে পারে এটা অন্য কোন প্লাটফর্মে আছে কিনা আমি জানিনা তাই আমি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে অনেক গবেষণা করে এখানে এস্টিমেটে জয়েন করলাম আশা করি আপনারা এই প্লাটফর্মে আমাকে স্বাগত জানাবেন এবং আমার লেখালেখি ভুল হতে পারে যেহেতু আমি এখানে নতুন অবশ্যই আমাকে সবাই সাপোর্ট করবেন আর আমি এখান থেকে ভালো কিছু উপহার দিতে চাই কমিটির জন্য অনেক কিছু করতে চাই আমার নিজের জ্ঞান কমেন্ট দিতে শেয়ার করতে চাই সেই সুযোগটা আমাকে আশা করি দিবেন সবাই এবং আমাকে অবশ্যই একটু সাপোর্ট করবেন।

PXL_20230622_100028988.jpg

PXL_20230622_095449069.jpg

এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম তা সকলে ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নিবেন আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

Hello
@fayezahmmed

আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের কমিউনিটিতে পোস্ট প্রকাশ করার জন্য। তবে আমি লক্ষ্য করলাম আপনার achievement1 verified নেই।

Newcomers community থেকে আপনাকে achievement1 verified হতে হবে। অন্যথায় আপনার লেখা invalid. অনুগ্রহ পূর্বক, newcomers community তে আপনার achievement1 verified এর জন্য পোস্ট করুন। Achievement1 verified হলে, আপনি এই প্ল্যাটফর্মে আপনার মাত্রা শুরু করতে পারবেন।

@piya3 newcomers community তে সেইম পোস্ট করলে হবে নাকি যেকোনো পোস্ট করলেই হবে?

অবশ্যই,
নতুন করে করতে হবে। সকল নিয়মাবলী অনুসরণ করে। Newcomers community তে পিন করা আছে যেভাবে পোস্ট করতে হবে।