বাজারে গিয়ে দেখি আমার বন্ধু গাদা গাছের টবেতে পানি দিচ্ছে।
প্রিয় বন্ধুরা,
আমার নিজের লেখা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম।
বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুনাময় মহান আল্লাহতালার নামে শুরু করিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু। বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহতালার রহমতে ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের কাছে একটা টপিক শেয়ার করব। টপিকটার নাম হচ্ছে বাজারে গিয়ে দেখি আমার বন্ধু গাদা গাছের টবেতে পানি দিচ্ছে।
আমি গতকালকে আমার বন্ধুর দোকানে গিয়েছিলাম। আমি বন্ধুর দোকানে গিয়ে দেখি বন্ধু তার গাদা গাছের টবেতে পানি দিচ্ছে। দেখতে পাচ্ছেন ছবিতে আমার বন্ধু তার গাদা গাছের টবেতে পানি দিচ্ছে। এই সময় আমি কিছু ছবি তুলে রেখেছিলাম।
কারণ আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে । বন্ধুরা ফুল আসলে একটা সৌন্দর্যের প্রতীক। অর্থাৎ ফুলকে সবাই ভালোবাসে এবং ফুলকে সবাই পছন্দ করে। যেমন আমার বন্ধু হাসান ফুলকে খুব ভালবাসে।
এবং ফুলকে খুব পছন্দ করে তাই সে বাড়িতেও ফুলের বাগান করার পাশাপাশি দোকানেও কিছু গাদা ফুল টবেতে রেখে দিয়েছে দোকানের সামনে। আমি যখন বিকাল বেলা আমার বন্ধুর দোকানে যাই। তখন দেখতে পাই আমার বন্ধু গাদা গাছের টবেতে পানি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে।
তখন আমি আমার বন্ধুর অজানাতেই কিছু ছবি তুলে রাখি। গাদা ফুল শীতকাল বা গ্রীষ্মকাল দুই সময়ে হয়ে থাকে। ফুলকে ভালোবাসেনা এমন মানুষ বোধ হয় পৃথিবীতে খুব কমই খুঁজে পাওয়া যাবে । কারন প্রত্যেকেই ফুলের সৌন্দর্য্যে মুগ্ধ হয়।
এই ফুলই কখনও কারোর গলায় মালা হয়ে থাকে আবার কখনও নারীর মাথার খোপার সৌন্দর্য্য বৃদ্ধি করে। ফুল হিসেবে গাদা ফুলের জনপ্রিয়তা আকাশ ছোয়া। এমনকি যাদের বাগানের শখ নেই তাঁদের বাড়িতেও গাঁদা ফুলের গাছ দেখা যায়।
তবে অনেকেই এই গাঁদা চাষের সঠিক উপায় জানে না। তাই গাদা গাছ ঠিকমতো বাড়ে না আর ফুলও বেশি ফোটে না। তাই আজ আপনাদের টবে কিভাবে গাদা ফুল চাষ করা যায় সেটাই ধাপে ধাপে জানাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাকঃ
১. মাটি তৈরিঃ-
প্রথমে বাজার থেকে একটি সতেজ গাদা ফুলের চারা কিনে আনতে হবে। এরপর দুই ভাগ শুকনো সাধারণ মাটির সঙ্গে ১ ভাগ বালি, ১ ভাগ কম্পোস্ট সার, ১ ভাগ কোকো পিট, ১ চামচ হাড়ের গুড়োর পাউডার মিশিয়ে নিয়ে দোআশ মাটি তৈরি করে নিতে হবে।
২. টব নির্বাচনঃ-
প্রথমে টবের একদম নীচের দিকে পুরোনো ভাঙা টবের টুকরো দিয়ে আটকে দিন। এরপর এর উপর ছোট ইট দিয়ে তারপর মাটি দিয়ে টব ভর্তি করতে হবে। এরপর গাঁদা চারা নিয়ে টবের মাঝে বসিয়ে চারদিক দিয়ে হালকা করে মাটি দিয়ে দিতে হবে। তারপর ভালো করে পানি দিতে হবে।
৩. পরিচর্যা পদ্ধতিঃ-
চারাগাছ টবে বসানোর পর ৩-৪ দিন হালকা ছায়া জায়গায় রাখতে হবে। তারপর এমন একটি জায়গায় রাখতে হবে যেখানে দিনের ৪-৫ ঘন্টা ভালোভাবে রোদ পায়। খুব বেশি সার এই গাছ সহ্য করতে পারে না।
তাই হিসেব করে সার দিতে হবে। তরল সার দেওয়া বেশি ভালো হবে। গাছ টবে থাক বা মাটিতে ১৮-২০ দিন অন্তর খোল পচা তরল সার দিতে হবে। তাহলে গাঁদা গাছ ফুলে ফুলে ভরে উঠবে। আর কীটপতঙ্গ থেকে বাঁচার জন্য ১০-১২ দিন অন্তর নিম তেল স্প্রে করতে হবে। তাহলেই দেখবেন গাঁদা ফুলে ভরে উঠবে আপনার বাড়ির ছাদবাগান।
বন্ধুরা তাই আশা করি আপনারা উপরোক্ত কারণগুলো অনুসরণ করে আপনারা আমার বন্ধু হাসানের মতো টবেতে গাদা ফুল চাষ করতে পারেন।
বন্ধুরা আজকে আর লিখছি না। আজকে এখানেই শেষ করছি ।আপনাদের মাঝে যে কথাগুলো শেয়ার করলাম আশা করি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মন্তব্য করে জানাবেন। অন্যদিন আবার নতুন টপিক নিয়ে আসবো। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ
বন্ধুরা আমি যে ছবিগুলো তুলেছি এগুলো আমার নিজস্ব মোবাইল দিয়ে তুলেছি
Device | Name |
---|---|
Android | Realme C15 |
Camera | 8MP camera |
Location | Bangladesh 🇧🇩 |
Short by | @hafizur46n |
গাঁদা ফুল ও গাড়ো হলুদ রঙের এই ফুল দেখতে অসাধারণ আমি এই ফুল খুব পছন্দ করি এই ফুলের গন্ধ আমার কাছে বেশ ভালো লাগে।
আমি আমার বাড়ির ছাদে এই ফুলগাছ রোপন করেছিলাম বেশ ভালোই পরিচর্যা করেছি এবং বেশ ভালই ফুল ধরেছে অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা গাধা ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য এবং এর পরিচর্যা সম্পর্কে আলোচনা করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল বান মন্তব্য প্রকাশ করার জন্য। ভালো থাকবেন আপু
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার মত আমিও আগ্রহী এরকম ফুলের বাগান তৈরি করার সবজির বাগান তৈরি করা। আমার জায়গা অল্প থাকার কারণে আমি কিছু সবজির চাষ করে থাকি। আমরা গাছের যত যত্ন নিব তবে সেই গাছগুলো খুব সুন্দর ভাবে বড় হবে। ফুলের গাছ গুলো অনেক সুন্দর এবং এভাবেই সুন্দরভাবে যত্ন নিতে থাকুন। ভবিষ্যতে আরো সুন্দর বাগান তৈরি করতে পারবেন আপনি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোস্ট মনোযোগ সহকারে পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য৷ ভাল থাকবেন ভাই
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে আমরা যত যত্ন নেব ফুল গাছের প্রতি তা তো বেশি ফুল হবে গাছে এবং গাঁদা ফুল গাছের সম্পর্কে আপনি অনেক কথাই আপনার পোস্টের মাধ্যমে তুলে ধরেছেন খুবই ভালো লাগলো আপনার পোস্টে পড়ে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট মনোযোগ দিয়ে পড়ে মূল্য বান মন্তব্য করার জন্য। ভালো থাকবেন ভাই
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Te felicito por tu contenido sobre el cuidado de las plantas. Éxitos
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you very much for reading my post carefully and giving valuable comments. Be well brother
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি ফুল রোপন করার পদ্ধতি এমনভাবে বর্ণনা করেছেন যে আপনার পোস্টটা দেখে যে কেউ ফুলের দ্বারা রোপন করতে পারবে।
আপনার ফুলের ফটোগ্রাফি গুলো আমাকে কাছে খুবই ভালো লেগেছে এবং ফুল রোপন করার পদ্ধতি গুলো।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের মাঝে এত সুন্দর একটি পোস্ট উপহার দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট মনোযোগ সহকারে পড়ে মূল্য বান মন্তব্য প্রকাশ করার জন্য। ভালো থাকবেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit