ইতিবাচক চিন্তা ভাবনা ইতিবাচক পরিবর্তন আনে।

in hive-120823 •  2 years ago  (edited)

ইতিবাচক চিন্তা ভাবনা ইতিবাচক পরিবর্তন আনে।

প্রিয় বন্ধুরা,

আমার নিজের লেখা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম।

বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুনাময় মহান আল্লাহ তায়ালার নামে শুরু করিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু। বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আল্লাহতালার অশেষ রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে একটা টপিক শেয়ার করব। টপিকটার নাম হলো: ইতিবাচক চিন্তা ভাবনা ইতিবাচক পরিবর্তন আনে।

আমরা অনেকে জানি না যে ইতিবাচক পরিবর্তন কি। আজকে এসব বিষয়ে জানবো। এখন ইতিবাচক পরিবর্তন হলো ভবিষ্যতে নিজের জন্য সত্যিকার অর্থে কি করতে চাই এবং বর্তমান জীবনযাপনে কি কি পরিবর্তন আনতে হবে। এছাড়া ইচ্ছাকৃতভাবে কি কি অভ্যাসের পরিবর্তন দরকার এগুলো বুঝে থাকি।

entrepreneur-593358_1280.jpg
Source

তবে চলুন এখন ইতিবাচক পরিবর্তন সম্পর্কে নিচে আরো গুরুত্বপূর্ণ আলোচনা করা যাক। সময় পরিবর্তনে সাথে সাথে মানুষের চিন্তা চেতনারও পরিবর্তন হয়। মানুষ একেক সময় একেক রকম চিন্তা করে। পরিস্থিতির শিকার হয়ে এই চিন্তা ভাবনা করতে হয়, পরিস্থিতির শিকার হয়েই মানুষ নিজের চিন্তাকে পরিবর্তন করে, নিজের পরিকল্পনাকে পরিবর্তন করে। পৃথিবীর সকল মানুষ পরিস্থিতির শিকার হয়েই অনেক সময় নিজের ইচ্ছাকে বিসর্জন দেয়।

যেমন মানুষ যখন ছোট থাকে তখন তার চিন্তা ভাবনা থাকে এক রকম। যেমন তার চিন্তা থাকে সারাদিন খেলাধূলা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, দিন শেষে বাবা মার মুখে বকা শোনা। এবং পরের দিন না খেলতে না যাওয়ার ওয়াদা করা। পরের দিন আবার সেই একই কাজ।

কোন বাঁধা যেন তাকে থামিয়ে রাখতে পারে না। এরকম হাজারো সুখের স্মৃতির মধ্যে দিয়েই শেষ হয়ে যায় আমাদের ছোটবেলা। তখন আমরা সবাই মনে মনে চিন্তা করি কখন বড় হব? কিন্তু এখন চিন্তা করি যদি আবার সেই ছোট বেলায় ফিরে যেতে পারতাম।

IMG20230411173802.jpg

ছোটবেলা থেকে যখন আমরা একটু বড় হই। তখন আমাদের চিন্তা ভাবনার পরিবর্তন আসে।তখন শুধু পড়াশোনার করতে হবে।উচ্চ বিদ্যালয় শেষ হলে কলেজে ভর্তি হতে হবে। কলেজ শেষ হলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। তখনকার পরিস্থিতি অনুযায়ী তখনকার চিন্তা ভাবনা থাকে।

এরপর যখন ছাত্র জীবন শেষ হয় তখন চিন্তা থাকে কিভাবে একটা ভাল চাকরি করা যায়।চাকরি হওয়ার পর বিবাহের চিন্তা চলে আসে।বিবাহ করার পর সন্তানের চিন্তা আসে। সন্তান বড় হলে তাদের মানুষ করার চিন্তা আসে। যেই মানুষটা এক সময় শুধু খেলাধূলা নিয়ে ব্যস্ত থাকত তার কাঁধে চলে আসল বিশাল এক দায়িত্ব।

ছোটবেলায় যে ছিল দুরন্ত পরিস্থিতির শিকার হয়ে সেই মানুষটাই এক সময় শান্ত হয়ে যায়। নিজের দায়িত্ব পূর্ণ করার জন্য কষ্ট করে যায়। নিজে, দায়িত্ব পালন করতে গিয়ে নিজের অনেক ইচ্ছাকেই আর পূর্ণ করতে পারে না। এই ভাবেই আমাদের সকলের চিন্তা ভাবনার পরিবর্তন আসে।

শেষে একটা কথাই বলবো ভাল থাকুক পৃথিবীর সকল মানুষ। সুখে থাকুক পৃথিবীর সকল মানুষ। আল্লাহ তায়ালা যেন সকলের মনের আশা পূরণ করে এবং সবাই যেন নিজের ইচ্ছাকে পূর্ণ করে নিজের দায়িত্বকে সঠিক ভাবে আদায় করতে পারে।

বন্ধুরা আজকে আর লিখছি না। আজকে এখানেই শেষ করছি । আপনাদের মাঝে আজকে যে কথাগুলে শেয়ার করলাম। আশা করি আপনাদের অবশ্যই ভাল লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন। অন্যদিন আবার নতুন টপিক নিয়ে আসবো। ভালো থাকবেন সবাই এবং আমার জন্য দোয়া করবেন । আল্লাহ হাফেজ

TQ.png

DeviceName
AndroidRealme C15
Camera8MP camera
LocationBangladesh 🇧🇩Sirajgong
Short by@pixabay

Picsart_23-01-14_15-48-49-892.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

কোন বাঁধা যেন তাকে থামিয়ে রাখতে পারে না। এরকম হাজারো সুখের স্মৃতির মধ্যে দিয়েই শেষ হয়ে যায় আমাদের ছোটবেলা। তখন আমরা সবাই মনে মনে চিন্তা করি কখন বড় হব? কিন্তু এখন চিন্তা করি যদি আবার সেই ছোট বেলায় ফিরে যেতে পারতাম।

তখন আমাদের টেনশন থাকে আমরা কখন বড় হব।কখন বড় হয়ে অনেক বড় বড় জায়গায় ঘুরতে যাব। কিন্তু যখন বড় হয়ে গেছি, এখন মনে হচ্ছে কেন বড় হলাম। আমাদের শৈশব কাল টাই আমাদের জন্য ভালো ছিল।

শৈশবে আমাদের কোন বাধা থাকে না। কোন কাজের জন্য আমাদের কেউ শাসন করে না। সে জীবনটা কতটা যে সুন্দর, সেটা আমরা এখন বেশ ভালোভাবেই টের পাচ্ছি।

ছোটবেলায় যে ছিল দুরন্ত পরিস্থিতির শিকার হয়ে সেই মানুষটাই এক সময় শান্ত হয়ে যায়। নিজের দায়িত্ব পূর্ণ করার জন্য কষ্ট করে যায়। নিজে, দায়িত্ব পালন করতে গিয়ে নিজের অনেক ইচ্ছাকেই আর পূর্ণ করতে পারে না। এই ভাবেই আমাদের সকলের চিন্তা ভাবনার পরিবর্তন আসে।

একদম ঠিক বলেছেন, ছোটবেলার সেই চঞ্চল প্রকৃতির মানুষটা একটা সময় শান্ত হয়ে যায়। পরিবারের দায়িত্ব কাধে নিয়ে। তাদের ইচ্ছে গুলো পূরণ করতে করতে, একটা সময় সে নিজের ইচ্ছে গুলোর কথাই ভুলে যায়।

একটা মানুষের মধ্যে কতটা পরিবর্তন চলে আসে বড় হয়ে গেলে। সেটা হয়তোবা আমরা এখন বেশ ভালোভাবেই বুঝতে পারছি।

অসংখ্য ধন্যবাদ এই মূল্যবান টপিকটি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

#miwcc

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোস্ট মনোযোগ সহকারে পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য। ভালো থাকবেন আপু

ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। অর্থাৎ আমাদের সকলের উচিত কোনো কাজ করার আগে সেটা নিয়ে ইতিবাচক বা নেতিবাচক দিক বিবেচনা করা।

সময়ের সাথে দায়িত্ব বেড়ে যায় এজন্য আমরা ছোট বেলায় যেমন ছিলাম বড় হলে অনেক পার্থক্য এসে যায় জীবনে। এজন্য আমাদের অনেক ভেবে চিন্তে কাজ করতে হয়।

ধন্যবাদ আপনাকে এত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য।

#miwcc

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোস্ট মনোযোগ সহকারে পড়ে মূল্য বান মন্তব্য প্রকাশ করার জন্য। ভালো থাকবেন

Loading...

জি ভাই আপনি অনেক সুন্দর একটা টপিক আমাদের মাঝে তুলে ধরেছেন। আসলেই মানুষের জীবন গতিশীল। এই গতিশীল জীবনের মধ্যে বিভিন্ন সময় আমাদের পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন চিন্তা করতে হয়।
এই চলমান জীবনের বেশ কয়েকটি জীবন কাহিনি আপনি তুলে ধরেছেন যা পড়ে আমার অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাই এত সুন্দর লিখনি উপস্থাপন করার জন্য।

#miwcc

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোস্ট মনোযোগ সহকারে পড়ে মূল্য বান মন্তব্য প্রকাশ করার জন্য। ভালো থাকবেন ভাই