Edited By Canva |
---|
প্রিয় বন্ধুরা,
আমার নিজের লেখা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম।
বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভাল আছি।আজকেও আমি আপনাদের সাথে একটি ডায়েরি গেম শেয়ার করব। তা হলো: একটি সুন্দরময় দিন অতিবাহিত করলাম।
প্রতিদিনের মতো সকাল সকাল ঘুম থেকে জেগে উঠি। ঘুম থেকে জেগে উঠে ফ্রেশ হই। ফ্রেশ হয়ে কিছু সময় বন্ধুর রুমে বসে থেকে বন্ধুকে বললাম বন্ধু আমি চলে যাব ।তখন বন্ধু বলল ঠিক আছে, তাহলে সকালের খাবার খেয়ে তুমি তোমার বোনের বাসায় যাও।
আর আমি অফিসে চলে যাব। যাইহোক দুই বন্ধু মিলে সকালের খাবার সম্পূর্ণ করি ।আর আজকের সকালের খাবারের হিসেবে ছিল মুরগির মাংসের তরকারি , গরম গরম ভাত এবং সাথে ছিল সালাদ। আলহামদুলিল্লাহ আজকের সকালের খাবারটা অনেক ভালো ছিল।
সকালের খাবার খেয়ে বন্ধু আমাকে বাসস্ট্যান্ডে এগিয়ে দেওয়ার জন্য সাথে গিয়েছিল।আর বাসস্ট্যান্ডে যেতে হলে রেললাইন পার হয়ে যেতে হবে।তাই আমি রেললাইন দেখে বন্ধুকে বললাম বন্ধু আমাকে কিছু ছবি তুলে দাও।তখন বন্ধু আমাকে রেল লাইনের পাশে দাঁড়াতে বলে,
তখন আমি রেললাইনের পাশে দাঁড়িয়ে ছিলাম।তখন বন্ধু আমাকে কয়েকটা ছবি তুলে রেখেছিল। যা আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম । ছবি তুলে দুই বন্ধু বাসস্ট্যান্ডে গিয়েছিলাম। বাসস্ট্যান্ডে গিয়ে টিকিট না কেটে সরাসরি চান্দুরার গাড়ি পেয়েছিলাম।
তাই দেরি না করে সেই গাড়িতে উঠেছিলাম। আর বন্ধুকে বলেছিলাম ঠিক আছে, তাহলে ভালো থেকো আমি বোনের বাসায় পৌঁছে তোমাকে ফোন দিব। বন্ধু তখন হাসিমুখে আমাকে বিদায় দিয়েছিল। বিদায় দিয়ে বন্ধু তার অফিসের উদ্দেশ্যে চলে গেল।
প্রায় দেড় ঘন্টা পর চান্দুরা এসে নামলাম এবং চান্দুরা এসে নেমে রাস্তার পাশে দেখলাম শরবত বিক্রেতা শরবত বিক্রি করছে। এটা দেখে আমি এক গ্লাস শরবত অর্ডার করলাম। কারণ যেহেতু গরমের দিন এমনিতেই পানি পিপাসা লাগে।
তাই যেহেতু পানি পান করতেই হবে। তাই আমি দেরি না করে এই আখের শরবত অর্ডার করেছিলাম।শরবত অর্ডার করলে আমাকে এক গ্লাস শরবত দিলে আমি সেই শরবত খেয়েছিলাম। যাইহোক শরবত খেয়ে শরবতের বিল হিসাবে ২০ টাকা দিয়েছিলাম।
২০ টাকা দিয়ে আমি আবার একটা অটো গাড়ি করে আপুর বাসার সামনে নেমেছিলাম। অটো থেকে নেমে অটোওয়ালাকে আবার ২০ টাকা দিয়েছিলাম। অটোওয়ালাকে ২০ টাকা দিলে, সে চলে যায়।আর আমি আপুর বাসায় চলে আসি। যাইহোক আপুর বাসায় চলে এসে ব্যাগটা আপুর রুমে রেখে।
আর আমি সরাসরি গোসলখানা গিয়ে নিজেকে ফ্রেশ হয়ে আছি। যাইহোক ফ্রেশ হয়ে এসে আপুর রুমে প্রবেশ করি। আমি রুমে প্রবেশ করলেই কিছুক্ষণ পরেই আপু আমাকে খাবার দেয়। তখন আমি সেই খাবার সম্পন্ন করি।
খাবার খেয়ে আধাঘন্টা যাবত বিশ্রাম নিয়েছিলাম। বিশ্রাম নিয়ে কিছুক্ষণ পরে আপু আমাকে কিছু কলা এনে আমার সামনে রেখে আমাকে খেতে বলে, তখন আমি সেখান হতে দুইটি কলা খেয়েছিলাম। যাইহোক কলা খাওয়ার আগে একটা ছবিও তুলে রেখেছিলাম।
যা আপনাদের মাঝে শেয়ার করলাম। কলা খেয়ে আরো কিছু সময় রুমে বসে অনলাইনে সময় দেই। এভাবে প্রায় যখন আটটা বাজলো, তখন ভাইয়া অফিস থেকে আসলো।
আর অফিস থেকে আসার সময় ভাইয়া তিনটা আইসক্রিম এনেছিল। তিনটা আইসক্রিমের একটা আমাকে একটা আপুকে এবং একটা ভাইয়া খেয়েছিল।আইসক্রিম খেয়ে আধা ঘন্টা পর আমরা তিনজনে মিলে রাতের খাবার সম্পন্ন করি।
রাতের খাবার সম্পন্ন করে কিছু সময় তিনজনে মিলে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলে, রাতের নির্দিষ্ট সময় ঘুমে পড়ি। যাইহোক এটাই ছিল আমার ঐই দিনের সকল কার্যক্রম। আশাকরি আপনাদের সকলের ভালো লাগবে।
বন্ধুরা আজকে আর লিখব না। আজকের মতো এখানেই শেষ করছি । আপনাদের মাঝে আজকে যে কথাগুলো শেয়ার করলাম। আশা করি আপনাদের অবশ্যই ভাল লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করবেন । ভালো থাকবেন সকলে ।আল্লাহ হাফেজ।
Device | Name |
---|---|
Android | Realme C15 |
Camera | 8MP camera |
Location | Bangladesh 🇧🇩 |
Short by | @hafizur46n |
সকালে বন্ধুর বাসায় ভাত আর মুরগির মাংস দিয়ে খেয়েছিলেন। বন্ধুর বাসায় হয়ত ভালোই আপ্যায়ন পেয়েছেন। গরমের সময় আখের রস খেলে যেন প্রাণ ফিরে পাওয়া যায়। আপনার আপের বাসায় এসে খাওয়া সম্পন্ন করলেন এবং বিশ্রাম নিলেন। আবার আইসক্রিমও খেয়েছিলেন। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোস্ট মনোযোগ সহকারে পড়ে এত সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য। ভালো থাকবেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সকালবেলা খাবার খেয়ে বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে আপুর বাসায় উদ্দেশ্যে রওনা দিয়েছেন। রেললাইনে কিছু ছবি তুলে দুই থেকে আড়াই ঘন্টা জার্নি করে আপুর বাসায় চলে এসেছেন। এবং অটোওয়ালা কে ২০ টাকা দিয়ে আপুর বাসায় আসলেন এসে ফ্রেশ হয়ে রাত্রে খাবার খেলেন আপনার ভাইয়া আইসক্রিম নিয়ে আসলো আইসক্রিম খেয়ে রাত্রে খাবার শেষ করলেন। আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো ধন্যবাদ ভাল থাকবেন সুস্থ থাকবেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোস্ট মনোযোগ সহকারে পড়ে মূল্য বান মন্তব্য প্রকাশ করার জন্য। ভালো থাকবেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সকালবেলা মুরগির মাংস দিয়ে ভাত খেয়েছেন।পরে বন্ধুর বাসা থেকে বোনের বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
রেল লাইনের তোলা ছবিগুলো আপনার খুব সুন্দর হয়েছে।
যাক আপনার আপুর বাসায় ভালোভাবে পৌঁছে ফ্রেশ হয়ে খেয়ে রেস্ট করেছেন।
সারাদিনের কার্যক্রম তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোস্ট পড়ে এত সুন্দর করে সেই অনুযায়ী মন্তব্য প্রকাশ করার জন্য। ভালো থাকবেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রেললাইনে দাঁড়িয়ে ছবি তুলেছেন আপনার ছবিটা অসাধারণ হয়েছে। যেহেতু আপুর বাসায় আসছেন তাই গরমের মধ্যে এমনিতেই তো পানির পিপাসা অনেক বেশি লেগে যায়। আখের শরবত পান করে বেশ ভালো কাজ করেছেন। আমাদের এদিকে এখনো আখের শরবত পাওয়া যায় না। হয়তোবা কিছুদিন পরেই পাওয়া যাবে। আইসক্রিম বর্তমান সময়ের জন্য খুবই উপকারী একটা জিনিস বলা যায়। কেননা এই গরমের মধ্যে আইসক্রিম খেলে কিছুটা হলেও স্বস্তি পাওয়া যায়। আপনাকে ধন্যবাদ একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য। ভালো থাকবেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit