আপনার মন্তব্যটা পড়ে খুব ভালো লাগলো কারণ আপনি বলেছেন শুক্রবারে আপনার পবিত্র দিনে কেউ যদি আযান শুনে সর্বপ্রথম উপস্থিত হয় মসজিদে গিয়ে সে উট কোরবানির সওয়াব পাবে এবং দ্বিতীয় জন গরু কোরবানির সাওয়াব পাবেন আসলে ঠিক বলেছেন এবং আমি আমার পোস্টে বলেছি যে শুক্রবার সাপ্তাহিক পবিত্র দিনকে দুই ঈদের সাথে তুলনা করা হয় কারণ যারা গরীব তারা টাকা পয়সার না থাকার কারণে মক্কা হজ করতে যেতে পারে না তাই আল্লাহতালা এই গরিবদের জন্য এই সাপ্তাহিক চরিত্র দিনটিকে দুটি ঈদের সাথে তুলনা করেছেন তাই আমাদের এই সাপ্তাহিক পবিত্র দিনটিকে সঠিক ভাবে পালন করা উচিত আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দিন আমিন।
#miwcc
RE: প্রবিত্র জুমার দিন সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করা হলো।
You are viewing a single comment's thread from:
প্রবিত্র জুমার দিন সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করা হলো।