মেঘের রাজ্য: সাজেক ভ্যালি

in hive-120823 •  2 years ago  (edited)

8.jpg

প্ৰিয় পাঠকগন,

আশা করছি ঈশ্বরের কৃপায় ভালো আছেন সবাই। আমিও ভালো আছি। আজ আপনাদের আপনাদের মাঝে বাংলাদেশের মেঘের রাজ্য নিয়ে কিছু কথা বলতে এসেছি। আমি সাজেকের অপূর্ব দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেছিলাম। যেনো পৃথিবীর বুকে এক টুকরো স্বৰ্গ এটি।

সর্ব উওরের মিজোরাম সীমান্তে, রাঙামাটি জেলায় সাজেক ভ্যালি অবস্থিত। বাংলাদেশের অন্যতম বড় ইউনিয়ন হলো সাজেক, যার আয়তন ৭০২বর্গ মাইল। রাঙামাটি জেলায় সাজেক হলেও, যেতে হয় খাগড়াছড়ি জেলার দীঘিনালা থেকে। খাগড়াছড়ি থেকে দীঘিনালার আর্মি ক্যাম্প হয়ে যেতে হয় সাজেক ভ্যালি। সাজেক ভ্যালিতে অনেক গুলো গ্রাম ও জনগোষ্ঠী রয়েছে তার মধ্যে সবচেয়ে প্রবীণ জনগোষ্ঠী হল লুসাই জনগোষ্ঠী। সাজেকের বিজিবি ক্যাম্প বাংলাদেশের সর্বোচ্চ বিজিবি ক্যাম্প। সেখানে একটি হেলিপ্যাড ও রয়েছে।

3.jpg

সাজেক ঘুরে দেখার জন্য অনেক গুলো সুন্দর জায়গা রয়েছে, তার মধ্যে কমলক ঝর্ণা, পিদাম ও সিকাম ঝর্ণা এবং সর্বশেষে রয়েছে কংলাক পাড়া। কংলাক পাড়া থেকে ভারতের লুসাই পাহাড় দেখা যায়। লুসাই পাহাড়ের বিশেষত্ব হলো এখান থেকেই কর্ণফুলী নদী উৎপন্ন হয়েছে। সাজেক ভ্যালির ভ্রমণ শেষে ফেরার পথে, হাজাছড়া ঝর্ণা, দীঘিনালা ঝুলন্ত ব্রীজ ও বনবিহার দেখে আসা যায়।

সারা বছরই সাজেক ভ্যালি ভ্রমণ করা যাবে তবে বর্ষায় পাহাড়ি রাস্তায় ভ্রমণ না করাই ভালো। তাই বর্ষার শেষে ও শীতের শুরুতে সাজেক ভ্যালি যাওয়ার উওম সময়।

বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম ও প্রকৃতির স্বর্গরাজ্য বলা হয় সাজেক ভ্যালিকে। মেঘের রাজ্য, আসলে শুভ্র মেঘের রাজ্য বলা হয় সাজেক ভ্যালিকে। বর্তমানে আমাদের জীবন হয়ে গেছে কংক্রিট এ ঘেরা একটি আবদ্ধ জীবন চক্রের মত। প্রকৃতির কাছাকাছি যাওয়ার সময় কারো কাছেই নেই বললেই চলে।

5.jpg

আচ্ছা, সাদা মেঘের পিছু পিছু ছুটতে কার না ভাল লাগে! মেঘের ভেলায় ভেসে যেতে বা মেঘেদের স্পর্শ করতে! এমনই আকর্ষণীয় দর্শন পাওয়া যায় সাজেক ভ্যালিতে। উপরের ছবিটিতে সূর্যদ্বয়ের পূৰ্বের দৃশ্য দেখা যাচ্ছে।

1.jpg

সাজেক ভ্যালির আবহাওয়া অনেকটা নীল সাদা রঙের মিলমিশ। কখনও গরম আবার কখনো একরাশ বৃষ্টি। তবে বৃষ্টির পরই একগুচ্ছ মেঘদল যা সাজেককে বানিয়ে দেয় শ্বেত পাহাড়ে। প্রকৃতির অনন্য এই সৌন্দর্য উপভোগ করতে সবাইকে সাজেক ঘুরে দেখার আমন্ত্রণ রইল।

6.jpg

পরিশেষে বলতে চাই, ব্লগটি পড়ার জন্যে অসংখ্য ধন্যবাদ আপনাদের । সাজেক ভ্যালি অবশ্যই তাদের যাওয়া উচিত, যাদের ঘুরতে ভাললাগে, প্রকৃতিকে ভালবাসে এবং বিভিন্ন জাতি ও সংস্কৃতির মাঝে নিজেকে বিলিয়ে দিতে পারে। বাংলাদেশের সৌন্দর্যের প্রাকৃতিক ও সাংস্কৃতির একটি অন্যতম স্বর্গীয় স্থান এই সাজেক ভ্যালি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

এত সুন্দর ভাবে মেঘের রাজ্যকে তুলে ধরার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।
সাজেক এমন একটি জায়গা দেখে মনে হয় প্রকৃতি যেন তার সকল সৌন্দর্য দিয়ে সাজিয়ে রেখেছে এই স্থানটি। মেঘ যেন জানালা দিয়ে উঁকি দিয়ে যায়, পাহাড় যেন প্রকৃতে অবলোকন করার জন্য সুউচ্চ হয়ে দাঁড়িয়ে থাকে।
সব মিলিয়ে এক অপরুপ স্থান যা প্রকৃতি প্রেমিদের মোহিত করে।

ধন্যবাদ, এত সুন্দর করে complement করার জন্য।

আমি অনেক শুনেছি এই সাজেক জায়গাটির কথা আমি যখনই এই দৃশ্য গুলি দেখি আমি স্থির থাকতে পারি না ৷ মনে হয় আমি এই জায়গাটিতে এখনি চলে যাই ৷

ধন্যবাদ দিদি অনেক সুন্দর একটি স্থান নামক কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন ৷

হুম, তুমিও সময় পেলে অবশ্যই যেও এখানে।

হুম দিদি অবশ্যই যাবো ৷

Saludos cordiales amigo 🤗 steemian, Me es agradable ver lo hermoso de tu país con bellos paisajes y como el cielo nos dice que la vida ☀️ es un regalo de Dios para con todos sus hijos. Disfrutarla cuidarla es nuestros misión en este paraíso que llamamos la casa común 🌎 nuestra. Yo amo ♥️ el cielo que me deleita con sus dibujos hermosos y, que se desvanecen tan rápido como la vida misma. Saludos y bendiciones para ti.

Gracias por tan hermoso complemento korar.

Wow amigo que hermoso lugar, que cuenta con un clima muy agradable, rodeada de una gran nubosidad, imagino que por la altura donde se encuentra lo llaman reino de las nubes.

Gracias por compartir este hermoso lugar con nosotros ☺️

Muchas gracias por tu lindo complemento.

আসলে অসম্ভব সুন্দর মেঘের রাজ্যের সাজেক ভ্যালির কথা আপনি তুলে ধরেছেন। যদিও আপনার মুখেই জায়গাটার কথা আমি প্রথম শুনেছি। আপনার ফটোগ্রাফি গুলো দেখে মনে হচ্ছে জায়গাটা অসম্ভব সুন্দর।

আমার কখনো যাওয়া হয়নি, আবার কখনো যাওয়া হবে মনে হয়তোবা, তবে আপনার ফটোগ্রাফিগুলোর মধ্য থেকে আমি ওই জায়গাটার কিছু অংশ উপভোগ করতে পেরেছি।

আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো, সে ভাষা হয়তোবা আমার জানা নেই। তারপরেও আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

হুম, জায়গাটা সত্যিই অনেক সুন্দর। সময় এবং সুযোগ পেলে এখানে ঘুরতে যাওয়ার সুযোগ হাত ছাড়া করবেন না।