কথায় আছে যার প্রতিবেশী ভালো এক অর্থে সে ভাগ্যবান মানুষ।আর যার সাথে তার প্রতিবেশীর সম্পর্ক ভালো নয় তার শত্রুর তেমন প্রয়োজন পড়ে না।আসলে আমরা মানুষ সমাজবদ্ধ জীব।তাই সকলের সঙ্গে মেলামেশা করতে চাই। তবে বর্তমানে শহর জীবনে এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর নাম ও জানে না।
অথচ আমাদের ইসলামে প্রতিবেশীকে এতো বেশি হক দেয়া হয়েছে যে আল্লাহর রাসূল (স) আশঙ্কা করেছিলেন যে প্রতিবেশীর হক ওয়ারিশ এর পর্যায়ে চলে যাচ্ছে।ভালো প্রতিবেশী হওয়া এতো সহজ ব্যাপার নয়।অন্যের ভালো-মন্দ বিচার করার আগে আপনি নিজে কি ধরনের প্রতিবেশী তা জানার আগ্রহ আপনার থাকা দরকার।
আজকে আমি নিজেকে কি করে ভালো প্রতিবেশী হিসেবে উপস্থাপন করা যায় এ বিষয়টি নিয়ে আলোকপাত করছি।নিম্নলিখিত বিষয়গুলি মেনে চললে আপনি ভালো প্রতিবেশী হবেন বলে আশা করা যায়। প্রতিবেশীকে সহযোগিতার জন্যে আপনাকে এই বিষয়গুলি আগ্রহী হয়ে অনুশীলন করতে হবে।
১.আপনার প্রতিবেশীদের চেনার ও জানার চেষ্টা করুন।তারা কোন পন্থা অবলম্বন করে আয় রুজি করে এটি আপনার জানা থাকা খুবই জরুরী।
২.প্রতিবেশীরা সামনে পড়ে গেলে মুখ ঘুরিয়ে বা পাশ কাটিয়ে চলে না গিয়ে একটু হাসিমুখে তাদের দিকে তাকাবেন। কুশল বিনিময় করবেন।
৩. সময় সুযোগ করে মাঝে মাঝে তাদের ঘরে যাবেন।সে সময় বাচ্চাদের জন্য কিছু হাদিয়াও নিয়ে যেতে পারেন।
৪.তাদেরকেও আপনার ঘরে মাঝে মাঝে আসতে বলবেন এবং ছোটখাটো প্রয়োজনে সাহায্য করবেন।দেখবেন ওরাও আপনার ছোটখাটো প্রয়োজনে সাহায্য করছে।
৫.আপনার ছেলেমেয়েদের মাঝে মাঝে আপনি প্রতিবেশীদের ঘরে পাঠিয়ে দিতে পারেন। প্রতিবেশীদের ছেলে-মেয়েরা আপনার ঘরে এলে আপনি সাগ্রহে কথা বলে আনন্দ দেবেন।
৬.প্রতিবেশীদের একান্ত ব্যক্তিগত কোনো বিষয়ে আপনি নাক গলাবেন না।এর কথা ওর কাছে এবং ওর কথা এর কাছে বলে বিরোধের সূত্রপাত্র করবেন না।
৭.হঠাৎ আপনার একটু চায়ের পাতা অথবা দেশলাইয়ের দরকার পড়ে গেলে আপনি প্রতিবেশীদের কাছে চাইতে পারেন নিঃসংকোচে।তবে ওদের থাকতেও 'নেই' বলে
দিলে আর কোনদিন চাইবেন না।
৮. কোন নাস্তা বা বিশেষ কিছু তৈরি করলে অবশ্যই বাড়িয়ে করবেন যাতে প্রতিবেশীর বাসায় দেওয়া যায়।
৯.প্রতিবেশীরা কিছু চাইলে আপনি তৎক্ষণাৎ সাধ্যমত দেবেন।চেষ্টা করবেন খালি হাতে ফিরিয়ে না দিতে।
১০.আপনি নিজের সুখ-দুঃখের কথা ওদের কাছে বলবেন এবং ওদের সুখ-দুঃখের কথাও শুনবেন আগ্রহের সঙ্গে।
১১. প্রতিবেশী বাড়িতে কেউ মারা গেলে তাদের ঘরের সকলের জন্যই খাবার প্রস্তুত করে পাঠাবেন।এই রীতিটি আমাদের দেশের গ্রামীণ সমাজ ও ধর্মীয় রীতি-নীতির সাথে জড়িত আছে।
১২.প্রতিবেশীদের কাছ থেকে বই, পত্র-পত্রিকা আনলে আপনি যতো তাড়াতাড়ি সম্ভব ফেরৎ দিয়ে দেবেন।( তবে এ ব্যাপারে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা খুব একটা ভালো নয়)।
১৩.প্রতিবেশী আপনার কাছ থেকে কোন বই নিয়ে তাতাড়াতি ফেরৎ না দিলে অথবা পাতা ছিড়ে দিলে আপনি ধৈর্য না হারিয়ে আপনার অসুবিধা বা ক্ষতির কথা বলবেন।
১৪. প্রতিবেশীদের কোন জিনিস আপনার ঘরের সামনে পড়ে থাকলে আপনি 'থাক পড়ে' বলে চুপ করে থাকবেন না।
১৫. আপনার ঘরে নেই এমন কোনো জিনিস যদি আপনার প্রতিবেশী কেনেন আপনি সাগ্রহে সেটা দেখতে যাবেন।
১৬. প্রতিবেশীর কোনো কিছুর অঘটন ঘটলে অন্ততঃ সান্ত্বনার ভাষায় ভরসা দেবেন।
১৭.প্রতিবেশী আপনার সঙ্গে ছোটখাটো কোন বিষয়ে ঝগড়া করতে এলে আপনি ঝগড়া বাড়তে না দিয়ে মিটমাট করে ফেলার চেষ্টা করবেন।
১৮.আপনার ঘরের কোনো অনুষ্ঠানের সময় অথবা আপনার কোনো কষ্টের সময় আপনার প্রতিবেশীরা আপনার ঘরে বসে সুখ-দুঃখের ভাগী হলে তাদের সেই সম্মান রাখবেন।
আসলে প্রতিবেশীর একে অপরের প্রতি দায়িত্ব ও কর্তব্যের কথা লিখে শেষ করা যায় না।তবে ব্যক্তি ভেদে মানুষের অভিজ্ঞতা বিভিন্ন রকম। এ কারণে মানুষের আচার আচরণ বিভিন্ন রকম হয়ে থাকে।তবে সর্বোপরি প্রতিবেশীর সাথে সম্পর্ক বজায় রাখলে উভয়েই লাভবান হবে।
.
আমরা যদি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করি তাহলে আমরাও ভালো ব্যবহার দেখতে পাব। কিছু মানুষ আছে যারা প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করে। সুন্দর লেখাটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit