Better life with Steem || The Diary game ||4 September 2024||

in hive-120823 •  3 months ago 
Picsart_24-09-04_18-53-21-862.jpg

আজ বুধবার।সরকারি (ঐচ্ছিক) ছুটি। কিন্তু অনেক মানুষ জানেই না যে এই ছুটিটা কি কারনে দেয়া হয়।অফিস-আদালত ছুটি না হলেও বাচ্চাদের স্কুল ছুটি।অনেকেই জানে না আখেরি চাহার সোম্বা মানে কি!

'আখেরি চাহার সোম্বা' মুসলিম ধর্মাবলম্বীদের জন্য একটা খুশির দিন।'আখেরি চাহার সোম্বা' মানে হইলো শেষ বুধবার।আমরা সবাই জানি যে নবীজি হযরত মোহাম্মদ (সা:) ইন্তেকালের আগে খুব অসুস্থ হয়ে পড়েছিলেন।অনেক দিন অসুস্থ থাকার পর সফর মাসের 'শেষ বুধবার'(আখেরি চাহার সোম্বা) নবীজি সাময়িকভাবে অনেকটা সুস্থ হয়ে উঠেন।গোসল করেন ও ইমামতি করেন।নবীজির এই সুস্থতায় সমগ্র মক্কায় আনন্দের বন্যা বয়ে যায়। তখন থেকেই মুসলিম ধর্মাবলম্বীরা এই দিন কে ব্যাপক খুশির সাথে পালন করে আসছে।

IMG_20240904_094915.jpg

সব মিলিয়ে আজকে আমরা একটি ছুটির দিন পেয়েছি।স্বাভাবিকভাবে ই ছুটির দিন যেভাবে কাটে কিছুটা সেভাবেই শুরু হয়েছে।নাস্তা সেরে নিতে প্রায় ৯:০০ টা বেজে গেল।এমন সময় আমার হাজব্যান্ড বলল যে নাস্তায় একটু তাল দিতে।তাল ফ্রিজেই ছিল।নারকেল দিয়ে গরম করে নিলাম।এভাবে আমাদের গ্ৰামে সাধারণত চালভাজা বা মুড়ি দিয়ে তাল খাওয়া হয়ে থাকে।

IMG_20240904_095621.jpg
IMG_20240904_093546.jpg

নাস্তা শেষ করে আবার এসে কিছুক্ষণ বসলাম। পত্রিকায় হেডলাইন গুলোতে চোখ বুলিয়ে নিলাম। হঠাৎ মনে হচ্ছে একটু ঘুম ঘুম পাচ্ছে। তাই এসে কিছুক্ষণ শুয়ে রইলাম।এগারোটার দিকে উঠে ঘরের কাজ শেষ করে নিলাম। এরপর টেবিলে খাবার দিয়ে গোসল করে যোহরের নামাজ আদায় করে নিলাম।

দুপুরের খাওয়ার সময় আমার হাজব্যান্ড আসলে তাকে বললাম যে, অনেকদিন ধরে একটা প্রেসার কুকার কেনার কথা ভাবছি।সে বলল যে কোনটা কিনতে চাই তার তথ্য ও ছবি যেন তাকে দিয়ে দিই। তাহলে গাজী কোম্পানিতে অর্ডার দিয়ে দেবে।আসলে আমি নিহারী রান্নার জন্য কয়েকদিন ধরে ভাবছি।আমার আগের প্রেসার কুকারটা ৩ লিটারের। ওটাতে খুব বেশি হাড়-মাংস গলানো যায় না।আর ওটা বেশ পুরনো হয়ে গেছে।তাই একটি ৫ লিটারের প্রেসার কুকার কিনতে চাইছি।

IMG_20240904_154926.jpg

অতঃপর ইউটিউব থেকে সবগুলো প্রেশার কুকার যাচাই-বাছাই করে একটা সিলেক্ট করলাম।সেটার স্ক্রিনশট নিয়ে ওর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম।বাজারে এখন বিভিন্ন ডিজাইনের অনেক আধুনিক সুবিধা সম্পন্ন প্রেশার কুকার পাওয়া যাচ্ছে।গাজী কোম্পানির সাথে যেহেতু আমাদের ব্যবসায়িক সম্পর্ক আছে তাই ওরা ভালো জিনিসটাই পাঠায় আমার জন্য।

বিকেলের দিকে আমার মেয়ে বলল সকালের মতো তাল খাওয়া তার পছন্দ নয়।বলছিল তালের পিঠা বানাতে।তাই সন্ধ্যার দিকে তালের পিঠার গোলাটা করে রাখলাম।বিকেলে রান্নার খালা আসলে তাকে যাবতীয় কাজগুলো বলে দিলাম।

IMG_20240904_174753.jpg

সন্ধ্যার দিকে আমার খালাতো বোন কড়িহাটি থেকে ফোন দিল।অভিযোগ করছিল ওদের ওদিকে এত বন্যা,আমি খবর নেইনি।পরে খালাতো বোনের সাথে অনেকক্ষণ কথা হলো। আসলে আমার বাবার বাড়ির আমার সাথে কথা বলার এখন লোক প্রায় নেই বললেই চলে। আমার বোন থাকতে কখনো অনুভব করিনি এই শূন্যতা।এগুলো নিয়েই কথা হচ্ছিল।

এরপরে এশার আজান দিয়ে দিল।সবকিছু গুছিয়ে এশার নামাজ পড়ার প্রস্তুতি নিলাম। এ ফাঁকে পোষ্ট লিখে রাখলাম।আজকে ছুটির দিনটি রিলাক্স মুডে কাটিয়েছি।সৃষ্টিকর্তার কাছে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আমাকে দিনটি কাটানোর তৌফিক দেয়ার জন্য। আপনারা সবাই ভাল থাকবেন।

DeviceName
Androidvivo v19
Cameratriple camera 48mp+8mp
LocationBangladesh 🇧🇩
Shot by@hasnahena

DiHLrjiPetHt6ciV9azim9NPHuTMQ59H51nYE8xqo83cHwKoMWBRmLojbYwVzV9tQHbQbS38qpoDVF7h1MKDoicCr8iqdBXbBpeXUAhSRs...v2uoYJLLGNKHUduDD6QojicEZMKyFqVqBMZbqeFstcERLXyHRx3F9DTnEwa2aLuKJt3RPuhi1j4YJwfM92kheG2sV3FFD2kYtYaQETCN5Y2txGb7x7NKKhqT3C.png

◦•●◉✿ধন্যবাদ সবাইকে লেখাটি পড়ার জন্য।✿◉●•◦

◦•●◉✿ Thank You For Reading ✿◉●•◦

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে আমাদেরও ছুটি ছিল, ছুটির দিনে আমাদের অনেক প্ল্যান থাকে, আমি এই ছুটির দিনে অনেক ঘুমিয়েছি, ছুটির দিন আসলে একটু আরাম করা যায়, আপনারা সারাদিনে কার্যক্রম দেখে খুব ভালো লাগলো ধন্যবাদ সুন্দর পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

আমি নিজেও আখেরি চাহার সোম্বা সম্পর্কে অবগত ছিলাম না আপনার পোস্টের মাধ্যমে খুবই চমৎকার ভাবে জানতে পারলাম।। সকালে বেশি নাস্তার কাজে ব্যস্ত ছিলাম এছাড়াও রাইস কুকার কেনার চিন্তা করেছিলেন আসলে ইউটিউব থাকায় আমাদের অনেক সহজ হয়েছে আমরা যেকোনো জিনিস যাচাই-বাছাই করে নিতে পারি।।

"

আন্তরিক ধন্যবাদ সমস্ত পাঠকের জন্য! ❤️✨ এই লেখাটি ভাগ করা এবং আলোচনা করার জন্য, আমি সবার শুভেচ্ছা। 💬 নিয়মিতভাবে পোষ্ট দেখতে এবং আলোচনা করতে হয়, সুইডিশ নিউজ সাইন্স ফর অ্যাকটিভিটি বৃদ্ধি পাচ্ছে! 💥

এখানে আমার Steemit Witness xpilar.witness, https://steemitwallet.com/~witnesses, পরিদর্শন করুন এবং @xpilar.witness এর জন্য ভোট দেওয়ার মাধ্যমে আপনি সহায়তা করতে পারেন।