Contest of March#1 by @sduttaskitchen| Go Green

in hive-120823 •  9 months ago 
Picsart_24-03-06_18-58-02-363.jpg

[Edit by PicsArt]

সবুজায়ন বিষয় নিয়ে আজ লিখতে বসেছি। আজকে মন চাইছে মার্কডাউন গুলো সব সবুজ রঙের করি।পুরো পোষ্টটি কে সবুজ রঙে সাজিয়ে দিই। তাহলে অন্তত প্রতিযোগিতার বিষয়টা কিছুটা হলেও বহন করতে পারব।☺️

সবাই কেমন আছেন?আশা করি সকলে ভালো আছেন। চমৎকার একটি বিষয় নিয়ে আজকে লিখতে বসলাম। প্রতিযোগিতার এই বিষয় হিসেবে@sduttaskitchen এডমিন দিদি এত সুন্দর একটি বিষয়কে বাছাই করেছেন যে আমি লিখতে যথেষ্ট সহজ বোধ করেছি। দিদির বাছাইকৃত প্রতিটি বিষয় যথেষ্ট অভিনব হয়। এজন্য আমি উনাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। আর প্রতিযোগিতার নিয়ম অনুসারে আমি তিনজন বন্ধুকে আমন্ত্রণ জানাতে চাই তারা হলেন-

@farhanahossin
@tanay123
@deprincedeman

তো চলুন আর কথা না বাড়িয়ে মূল লেখায় চলে যাই।

IMG_20240222_085348.jpg
IMG_20240222_085308.jpg
IMG_20240222_084011.jpg
🌟আমাদের জীবনে সবুজের তাৎপর্য শেয়ার করুন।

সবুজ বনরাজি, বিশাল জলরাশি,আর চোখে লাগা পাহাড়ি এলাকা নিয়ে এমন এক বিস্ময় ভূমি একদা ছিল আমাদের এই বাংলাদেশ। কিন্তু আজ পাহাড় আর বনের শ্যামলিমা ক্ষীণ হয়ে গেছে, নদীতে পড়েছে চর, সবুজ বনের যেটুকু বাকি রয়েছে এখন তাও লুটেপুটে খাচ্ছে হায়েনার দল।

বন সৃজনে আমরা যতটা আন্তরিক তার চেয়ে বেশি উদগ্রীব গাছের পর গাছ কেটে বন উজাড়ের নিমিত্তে। এভাবেই আমার সবুজ বাংলা হতে চলেছে বৃক্ষ, তরুলতা, গুল্মহীন এক মরু অঞ্চলে। আর তাইতো আজ নেমে এসেছে অকাল বন্যা,অনাবৃষ্টি, অতিবৃষ্টি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিধ্বস এসবের মত প্রাকৃতিক বিপর্যয়।

তাই, একথা সহজে অনুমেয় যে আমাদের জীবনে সবুজায়নের তাৎপর্য কতটা বেশি। একথা আজ কারোরই অজানা নয় যে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এবং বিপন্ন পরিবেশ কে দূষণের হাত থেকে রক্ষা করতে হলে উদ্ভিদ- রাজির কোন বিকল্প নেই। সুস্থ ও সুন্দরভাবে বাঁচতে হলে পৃথিবীতে বৃক্ষের অর্থাৎ সবুজের উপস্থিতি একান্তই অপরিহার্য।

IMG_20240220_092238.jpg
IMG_20220720_091705.jpg
IMG_20220108_213753.jpg

মৃত্তিকার হে বীর সন্তান,

সংগ্রাম ঘোষিলে তুমি মৃত্তিকারে দিতে মুক্তিদান।

মরুর দারুণ দুর্গ হতে যুদ্ধ চলে ফিরে ফিরে

সন্তরি সমুদ্র ঊর্মি দুর্গম দ্বীপের শূন্য তীরে।

শ্যামলের সিংহাসন প্রতিষ্ঠিলে অদম্য নিষ্ঠায়,

দুস্তর শৈলের বক্ষে প্রস্তরের পৃষ্ঠায় পৃষ্ঠায়।

বিজয় আখ্যান লিপি লিখে দিলে পল্লব অক্ষরে

ধূলিরে করিলে মুগ্ধ।

কবিগুরুর এ 'বৃক্ষ বন্দনা' থেকে সহজে অনুমান করা যায় যে সবুজায়ন আমাদের জন্য অনেক তাৎপর্যপূর্ণ।

🌟 কিভাবে আপনি আপনার নিয়মিত জীবনধারা সবুজ ধরে রাখবেন?

সভ্যতার আদিকাল থেকেই মানুষ গাছপালা ও তৃণলতার উপর নির্ভর করে বেঁচে আছে। এ বৃক্ষলতাই মানুষকে খাদ্য যুগিয়েছে, বস্ত্র যুগিয়েছে, বসবাসের জন্য সুন্দর ক্ষেত্র ও পরিবেশ সৃষ্টি করেছে। জীবন ও প্রকৃতির অস্তিত্ব টিকে আছে এরই উপর নির্ভর করে। গাছপালা মানুষ ও প্রকৃতির অকৃত্রিম বন্ধু।প্রকৃতি ও জীবনের সাথে ওতপ্রোতভাবে মিশে আছে।

অরণ্য প্রকৃতির ভারসাম্য রক্ষা করে মানুষ ও প্রাণী জগৎকে বাঁচিয়ে রেখেছে। তাই টিকে আছে বিশ্ব প্রকৃতি।আবহাওয়ার ভারসাম্য রক্ষা করে পৃথিবীতে বৃষ্টিপাত, বাতাস-আদ্রতা সংরক্ষণ করে। বৃক্ষ-প্রাকৃতিকভাবে বন্যপ্রাণীদের খাদ্যের অবলম্বন আশ্রয় ও বংশবৃদ্ধির নিয়ামক।

tree-2387626_1280.jpg

Pixabay

তাই আমাদের প্রত্যেকেরই উচিত নিজেদের জীবনধারায় বৃক্ষকে ধরে রাখা। আমরা প্রত্যেকে যে যে অবস্থানেই থাকি না কেন সেখান থেকেই বৃক্ষের প্রতি যত্নশীল হওয়া। আমি যেহেতু শহরে বসবাস করি তাই আমার জন্য সবুজয়ান ধরে রাখা একটু কঠিন। তারপরও কমবেশি আমাদের সকলেরই গ্রামের বাড়ি নামক একটা জায়গা আছে। সেখানে আমরা এই সবুজায়নের কার্যক্রম নির্বিঘ্নে করতে পারি। এছাড়া ইঞ্চি-ইঞ্চি স্কয়ার ফিটে মাপা এই শহরের বারান্দা, ছাদ ও ঘরে ইনডোর প্লান্ট লাগিয়ে আমি আমার চারপাশকে যথেষ্ট সবুজ রাখতে পারি।

🌟 কীভাবে আমরা তরুণ প্রজন্মকে 'গো গ্রিন'-এর মূল্য সম্পর্কে শিক্ষিত করতে পারি। বর্ণনা করুন।

তরুণ প্রজন্মকে গো- গ্রিন এর মূল্য সম্পর্কে বোঝাতে হলে আমাদের বনায়ন কে সামাজিক আন্দোলনের রূপান্তরিত করতে হবে। সবাইকে বিপন্ন পরিবেশের ভয়াবহতা সম্পর্কে অবহিত করতে হবে। বিভিন্নভাবে প্রচারের মাধ্যমে এটা সম্ভব। এ ব্যাপারে দেশের বন বিভাগের অগ্রণী ভূমিকা নিতে হবে।মানুষকে উদ্বুদ্ধ করতে হবে বনায়ণের কাজে এগিয়ে আসার জন্য।

view-1302515_1280.jpg

Pixabay

এছাড়া আমাদের বর্তমানে এখন পর্যন্ত ১৬ শতাংশ বনভূমি রয়েছে। বিশ্ব বিখ্যাত সুন্দরবন, ঐতিহ্যবাহী ভাওয়াল ও মধুপুরের গড়, চট্টগ্রাম,পার্বত্য চট্টগ্রাম ও সিলেটের বনভূমি আমাদের দেশের এক বিশাল সম্পদ। এখানে যে পরিমাণ বনভূমি রয়েছে তা যদি আর ধ্বংস না করা হয় তবে প্রয়োজনীয় বনভূমিতে পরিণত হতে খুব বেশি সময় লাগবে না।

তরুণ প্রজন্মকে বুঝতে হবে সবুজের মূল্য কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তারা যেমন বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করবে। ঠিক তেমনি নার্সারি ও ওষুধী গাছের উপরও গুরুত্ব আরোপ করতে হবে। এছাড়া কাটিং, গ্রাফটিং ও কলম এরকম বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেও গাছের উৎপাদন ক্ষমতা বাড়ানো যায়।

IMG_20220108_131900.jpg
IMG_20211227_172122.jpg
IMG_20211227_165130.jpg

এই বিষয়গুলো পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করেও তরুণ প্রজন্মকে বনায়নের দিকে উদ্বুদ্ধ করা যেতে পারে। কারণ তরুণরাই দেশের ভবিষ্যৎ প্রজন্ম। তারাই দেশকে এগিয়ে নিয়ে যাবে।তাদের হাতেই রয়েছে দেশ পরিচালনার দায়ভার। তাই সকল দায়িত্বের সাথে সাথে নিজের মাতৃভূমির প্রতি এই ভালোবাসা তাদের অন্তরে জাগ্রত করা খুবই জরুরী।

আমি চেষ্টা করেছি সকল প্রশ্নের উত্তর যথাযথভাবে দেয়ার জন্য। আপনাদের যদি আমার লেখা ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন। আজকের মত সবার কাছ থেকে বিদায় নিচ্ছি।

DeviceName
Androidvivo v19
Cameratriple camera 48mp+8mp
LocationBangladesh 🇧🇩
Shot by@hasnahena

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQCjo8xoKWHSEpzPyRNRsVL6gfxRoM2huMuKokQX4y8WbgZrrXEJ88FyZYkLnmKa7wBX1sioJmC.png

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD_1.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বরাবরের মতোই সুন্দর পোস্ট উপহার দিলেন। সূচনা ও প্রথম প্রশ্নের উত্তর যখন আমার মতো সাধারণ পাঠক পড়বে তখন আপনার লেখার মায়ায় আটকে যাবে। তবে ২য় ও শেষ প্রশ্নের উত্তরটাতে কেমন যেন মনে হচ্ছে একটু তাড়াহুড়ো করেছেন।

সব মিলিয়ে দারুণ লিখেছেন। আশা করি এবারো আওনাকে উইনার লিস্টে দেখবো। শুভকামনা।

Posted using SteemPro Mobile

Loading...

প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য। এই প্রতিযোগিতার মূল বিষয় হলো সবুজ। আমাদের বাংলাদেশ শস্য শ্যামলের ভরা দেশ। যেদিকেই তাকাই শুধু সবুজ। মাঠ-ঘাট সবকিছুতে শুধু সবুজ আর সবুজ। এরকম তথ্য নিয়ে পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।