[Edit by PicsArt]
কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভাল আছেন।আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। পবিত্র রমজান মাস খুব চমৎকার কাটছে।আজকে চমৎকার বিষয় নিয়ে@adylinah ম্যাম কর্তৃক আয়োজিত একটি প্রতিযোগীতায় অংশগ্রহণ করছি। আজকের বিষয়টি যথেষ্ট চমকপ্রদ ও অভিনব।
শুরু করার পূর্বে কনটেস্টের নিয়ম অনুসারে আমার তিনজন বন্ধু -
@farhanahossin
@yoyopk
@sayeedasultana কে এই কনটেস্টে অংশগ্রহণের অনুরোধ জানাই। আশা করছি তারা ও নিজেদের পছন্দ আমাদের সাথে ভাগ করে নেবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল লেখায় চলে যাই।
![]() |
---|
Show and Describe your favorite brand of detergent. |
---|
আমার ঘরে নিত্যদিনের কাপড় কাচার সাবান হিসেবে যে গুঁড়া সাবান টি আমি সবচেয়ে পছন্দ করি সেই ব্রান্ডটি হলো জেট।
আমি সেই ছোটবেলা থেকেই জেট সাবান দেখে আসছি। শৈশবে জেট সাবান বেশি পছন্দ করতাম এর বক্সের পুতুলের ছবিটি দেখে।এখনো অন্যান্য সব ব্র্যান্ড যেখানে পলিব্যাগে সাবান বিক্রি করে, সেখানে জেট আজও কাগজের বক্সে তাদের মান ধরে রেখেছে।এটা ঠিক কত সালে উৎপাদনে এসেছে তা আমার সঠিক জানা নেই। তবে এটুকু জানি প্রচলিত গুঁড়া সাবান গুলোর মধ্যে এটি শুরুর দিকের।
এক কেজি জেট গুঁড়া সাবানের বর্তমান মূল্য প্রায় ৩০০ টাকা। তবে বিভিন্ন সুপারশপে ডিসকাউন্ট এর কারণে অনেক সময় কিছুটা কমে পেয়ে যাই।আর এক কেজি লিকুইড জেট ৫৫০ টাকার মত। বাজারে প্রচলিত সাবান গুলো থেকে জেটের মূল্য একটু বেশি।
![]() |
---|
কারণ এই সাবান ভারী কাপড় যেমন পরিষ্কার করতে পারে তেমনি যেসব কাপড়গুলো সাধারণত দামি এবং ক্ষারীয় ডিটারজেন্ট সাবান দিয়ে ধুতে মানা করা হয় সে কাপড় গুলো নিশ্চিন্তে জেট সাবান দিয়ে ধোয়া যায়।
সাধারণত সিল্ক, তসর,কাতান এ শাড়িগুলো হাতে ধুতে মানা করা হয়।তবে জেট সাবান দিয়ে এ কাপড় গুলো নিশ্চিন্তে ধুয়ে নিতে পারবেন।এতে কাপড়ের রঙের কোন ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না।তাই জেট সাবান আমার এতটা পছন্দ।
এছাড়া জেট সাবান আমাদের দেশীয় কোম্পানির সাবান। এই সাবান ক্রয় করলে তা আমাদের দেশের অর্থনীতিতে ই অবদান রাখার মত কাজ হয়। যার কারণে আমি সব সময় চেষ্টা করি নিতান্তই প্রয়োজন ছাড়া দেশীয় পণ্য ব্যবহার করতে।
State reasons behind your choice. |
---|
![]() |
---|
যারা নিয়মিত গুঁড়া সাবান ব্যবহার করেন তারা জানেন যে গুঁড়া সাবান বেশ ক্ষারীয় হয়। যার কারণে ত্বক ও হাতের ক্ষতি হতে পারে। কিন্তু জেট সাবান শুরু থেকে বিখ্যাত এ কারণে যে এটাতে ক্ষারের পরিমাণ অত্যন্ত কম। তাই জেট সাবান দিয়ে কাপড় ধুলে ত্বকের ও হাতের কোন ক্ষতি হওয়ার সম্ভাবনাই নেই।
এর ভেতরে রঞ্জক ক্ষারীয় পদার্থ একেবারেই নেই। বরং কিছুটা মিষ্টি সুগন্ধযুক্ত সাদা শুভ্র ও নরম প্রকারের সাবান এটি। আমরা যদি গুড়া সাবানের উপকরণ গুলোর দিকে খেয়াল করি তাহলে আমরা জানি যে বোরাক্স, ওয়াশিং সোডা, বার সাবান এই তিন ধরনের ধরনের উপকরণকে বিভিন্ন প্রক্রিয়ায় গুড়া সাবান হিসেবে প্রস্তুত করা হয়।
এর মধ্যে বার সাবানে থাকে যথেষ্ট পরিমাণে ক্ষার।এছাড়া বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ এতে দেওয়া হয়। এদিক থেকে জেট একেবারেই ভিন্ন।কম ক্ষারীয় হওয়ার সাথে সাথে এটি অধিক ফেনা যুক্ত সাবান। যার কারণে এটি পরিমাণে খুব কম প্রয়োজন হয়। হালকা গরম পানিতে জেট গুলিয়ে কাপড় যদি আধা ঘন্টা ভিজিয়ে রাখেন তাহলে সেই কাপড় খুব ভালো পরিষ্কার হয়। কাপড় ভেজানো পানির নিচে কখনো জমানো সাবান দেখতে পাবেন না।এটাই তো জেট সাবানের অন্যতম বৈশিষ্ট্য।
![]() |
---|
এই সমস্ত কারণেই জেট সাবান আমার এত বেশি পছন্দ।
How important is detergent to your household? |
---|
গুড়া সাবান আমার সংসারের নিত্যদিনের সঙ্গী।প্রতিদিন বিভিন্ন কাজে গুঁড়া সাবান আমি ব্যবহার করি। সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কাপড় ধোয়ার জন্য। তবে মেশিনে কাপড় ধুলে আমি জেট লিকুইড টা ব্যবহার করি। আর যখন কাপড় ভিজিয়ে বা হাতে ধুই তখন আমি গুড়া সাবান ব্যবহার করি।
এক মাসের জন্য এক কেজি গুড়া সাবান ও এক কেজি লিকুইড সাবান আমার পরিবারের জন্য যথেষ্ট। এছাড়া কিছু নোংরা কাপড় যেমন টেবিল মোছার, রান্নাঘর পরিষ্কারের, ঘর মোছার এ জাতীয় অতিরিক্ত নোংরা কাপড় গুলো ধোয়ার জন্য গুঁড়া সাবানের খুবই প্রয়োজন হয়। সত্যি কথা বলতে গুঁড়া সাবান ছাড়া আমাদের একদিন ও চলে না।
![]() |
---|
গুড়া সাবানের আরও একটি বৈশিষ্ট্য হলো এমন যে ধরুন- আপনার ঘরে আজকে থালা বাটি ধোয়ার সাবান নেই বা টয়লেট ক্লিনার শেষ হয়ে গিয়েছে। অথবা অন্য যে কোন ক্লিনার শেষ হয়ে গিয়েছে। সে জায়গায় দিব্যি গুঁড়া সাবান আপনি বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন। কিন্তু গুড়া সাবান না থাকলে তার বিকল্প আসলে খুব কমই আছে।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে সত্যিই আমার ভীষণ ভালো লেগেছে। এমন অভিনব বিষয় নিয়ে এর আগে আর কখনো লেখা হয়নি। এজন্য @adylinah কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
Device | Name |
---|---|
Android | vivo v19 |
Camera | triple camera 48mp+8mp |
Location | Bangladesh 🇧🇩 |
Shot by | @hasnahena |
Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকের এই প্রতিযোগিতার মাধ্যমে আপনার পছন্দের ডিটারজেন্ট সম্পর্কে জানতে পারলাম। আপনার সবচাইতে পছন্দের ডিটারজেন্ট হলো জেট। কেন এটি আপনার পছন্দ এটি আপনি খুব চমৎকারভাবে তুলে ধরেছেন।। এছাড়াও এর মূল্যটা আপনি দিয়েছেন সেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।। খুবই ভালো লাগলো আপনার প্রতিযোগিতা পোস্টটি পড়ে ভালো থাকবেন।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি জেটকে পছন্দের ডিটারজেন্ট হিসেবে বেছে নিয়েছেন দেখে ভালো লাগলো।
আসলে বুদ্ধি হওয়ার পর থেকেই বাসায় জেট দেখে আসছি। যদিও বাবা দেশের বাইরে থাকার জন্য টাইড ,এরিয়াল এর মতো আরো বিভিন্ন ধরণের ডিটারজেন্টই ব্যবহার করা হতো আমাদের বাড়িতে। তবে মূল সাবান ছিল এই জেটই। চমৎকার এই ডিটারজেন্টতা আমিও ব্যবহার করি।
আপনি খুব সুন্দর করে সব প্রশ্নের উত্তর দিয়েছেন। প্রতিযোগিতায় আপনার সাফল্য কামনা করছি। সেই সাথে আমাকে মেনশন করার জন্য আপনকে অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।আপনার পছন্দের ডিটারজেন্ট পাউডার সম্পর্কে বিস্তারিত জানতে পেরে ভীষণ ভালো লেগেছে।
আমি আগে কখনো জেট ডিটারজেন্ট পাউডার ব্যবহার করিনি তবে আপনার লেখা দেখে মনে হলো। কোন একদিন ব্যবহার করে দেখতে হবে ভালো লাগলো আপনার প্রতিযোগিতার জন্য রইল অনেক অনেক শুভকামনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
JET আপনার সবচাইতে প্রিয় ডিটারজেন্ট পাউডার। যদিও আমি এখনো পর্যন্ত এই ডিটারজেন্ট পাউডার ব্যবহার করিনি। আপনি ঐদিন বলেছেন, আমি বিজ্ঞাপন দিয়েছি,🧐 কিন্তু আজকে আপনার পোস্ট পড়ে মনে হচ্ছে, এটা দিয়ে একটা এড তৈরি করা যাবে।👍 যেটা দিয়ে এই ডিটারজেন্ট পাউডার বেশ ভালোই চলবে বাংলাদেশ মজা করলাম।🧐
তবে আপনার পোস্ট পরিদর্শন করে মোটামুটি বুঝতে পেরেছি, এটা খুবই ভালো একটা ডিটারজেন্ট পাউডার। ইনশাল্লাহ অবশ্যই ব্যবহার করার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে চমৎকারভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নতুন একটি ডিটারজেন্ট পাউডার নাম এবং ব্যবহার সম্পর্কে জানতে পারলাম ৷ এই জিৎ ডিটারজেন্ট পাউডার আপনার অনেক পছন্দের এবং এটা ব্রান্ডের সেই সব বিষয়বস্তু তুলে ধরেছেন ৷
যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করার জন্য ৷ আপনার জন্য শুভ কামনা রইলো ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই প্রতিযোগিতার মাধ্যমে আপনার পছন্দের ডিটারজেন্ট পাউডার সম্পর্কে জানতে পারলাম। আপনার পছন্দের ডিটারজেন্ট পাউডার হলো জেট।
আমি কখনো ডিটারজেন্ট পাউডার জেট ব্যবহার করিনি। এর গুণগতমান কিরকম সেটাও জানি না তবে আপনার পোস্ট পরে জানতে পারলাম জেট ডিটারজেন্ট পাউডার খুব ভালো।
এই জেট ডিটারজেন্ট পাউডারটি আপনার পছন্দ তাই খুব চমৎকারভাবে প্রতিযোগিতার মাধ্যমে তুলে ধরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব চমৎকারভাবে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। এই প্রতিযোগিতার মূল আলোচ্য বিষয় ছিল ডিটারজেন্ট পাউডার। সংসারের কাজে এই ডিটারজেন্ট পাউডার কাপড় ধোয়ার কাজে খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস। এছাড়া আপনার পোষ্টের মাধ্যমে আপনার পছন্দের পাউডারের নাম জেড সেটা চিনতে পেরেছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit