লাদাখ শান্তি স্তুপ (পিস প্যগোডা)

in hive-120823 •  last year  (edited)

সকল সদর্স্যকে জানাই ধন্যবাদ 🙏🏾

রাজগির, ধৌলির পরে ভারতের যে শহরে গুলিতে বাকি পাঁচটি স্তূপ গুলি রয়েছে সেগুলো হল লাদাখ, বৈশালী, ওয়ার্ধা, দার্জিলিং ও দিল্লি। ১৯১৪ বিশ্বযুদ্ধের শ্মরনে হিরোশিমা, নাগাসাকি, মিউনিখ শহরেও নিপ্পনজান মায়োহোজি বৌদ্ধ সংঙ্ঘের সাধু ও নানেরা শান্তি স্তূপ নির্মাণ করেন। আজ আমি লাদাখ শান্তি স্তূপের বর্ননা করব। লেহ শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে চান্সপা পর্বতের উপর ৩৬০৯ মিটার উচ্চতায় স্তূপটি অবস্থিত। স্থানীয় ভাষায় একে চোরটেন বলে।

১৯৮৩ সালে এর নির্মাণ কাজ শুরু হয়। জাপানি বুদ্ধিস্ট ও লাদাখের বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন মিলিতভাবে এই স্তূপ নির্মাণ করেন। নিচিদাতসু ফুজির শান্তির বার্তা প্রচারের উদ্দেশ্যে এই স্তূপটি তৈরি হয়। স্থানীয় বৌদ্ধরা শ্রম ও অর্থ দান করে সাহায্য করেন। ১৯৮৪ সালে তত্কালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একটি সড়ক নির্মানের প্রকল্প অনুমোদন করেন। জম্মু ও কাশ্মীর সরকার নির্মাণ সামগ্রী দিয়ে সাহায্য করে। ১৯৮৫ সালের অক্টোবর মাসে বর্তমান দালাই লামা এর আবর উন্মোচন করেন।

IMG-20221011-AS0015.jpg

এই স্তূপের নিচে রয়েছে বৌদ্ধ ধংসাবশেষ। স্তূপটি দুইটি টায়ারে বিভক্ত। প্রথম টায়ারে একটি ধর্মীয়চক্রের উভয় দিকে হরিণ দেখা যায় ও একটি বৌদ্ধের স্বর্ন মূর্তি ধর্মচক্রের মধ্যেমনী রূপে বিরাজমান। দ্বিতীয় স্তরে বুদ্ধ মূর্তি তার জন্ম, মৃত্যু দুষ্টের দমনের প্রতীক হিসেবে বিবেচিত হয়। উভয় স্তরেই ছোট ছোট ধ্যান মগ্ন বুদ্ধ রয়েছে।

IMG-20221011-AS0016.jpg

এখানে খুব সহজেই ফোর্ট রোড হয়ে আসা যায়। এখানে খুব সুন্দর সূর্য উদয় ও অস্ত দেখা যায়। রাতের সময় উজ্জ্বল আলোতে শুভ্র গোম্বুজাকৃতী স্তূপটি একটি মায়াবী রূপ নেয়। চারিদিকে পাহাড় বেষ্টিত স্তূপ থেকে লেহ শহর দৃশ্য অবর্ননীয় সুন্দর। সকাল ৮ থেকে রাত্রির ৮ পর্যন্ত দর্শনের সময়। এটি লেহ পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় স্থান।

লেহ প্রাসাদটি একটি জনপ্রিয় দর্শনীয় স্থান। এখানে অনেক বৌদ্ধ দর্শনে স্থান থিকশে মনাস্ট্রি, স্টোক প্যালেস ও মঠ, স্পিটুক মনাস্ট্রি, শে প্রাসাদ এবং গোম্পা।

IMG-20220524-AS0018.jpg

মুলবেখ গোম্পা, সমুদ্রপৃষ্ঠ থেকে ১১৪৯৫ ফুট ও মটোরেবল রাস্তার স্তর থেকে ৬৫৬ ফুট চড়াই, ৯ মিটার (৩০ ফুট) লম্বা মৈত্রেয় বুদ্ধ মূর্তি, পাহাড়ে ১৪০০ খ্রিস্টাব্দের খরোস্তি ভাষার নির্দেশাবলী এবং দ্রুং গোম্পার দুটি ৮00 বছরের পুরানো গোম্পা রয়েছে।
https://en.m.wikipedia.org/wiki/Shanti_Stupa,_Ladakh

IMG-20220524-AS0008.jpg

আমার ব্লগটি পড়ার জন্য ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

TEAM 1

Congratulations! This post has been upvoted through steemcurator04. We support quality posts, and good comments anywhere with any tags.
Curated by : @sduttaskitchen

Screenshot_20221130-164846_Canva.jpg

Thanks for upvote