সকল সদস্যকে জানাই নমস্কার 🙏🏾
আবুল পাকির জয়নুল আবদীন আব্দুল কালাম বা সংক্ষেপে এ পি জে আব্দুল কালাম, একটি বিখ্যাত হিন্দু তীর্থক্ষেত্র রামেশ্বরমে, একটি সাধারণ পরিবারে, ১৫ অক্টোবর ১৯৩১ সালে জন্ম গ্রহন করেন। উনি ভারতবর্ষের ১১তম রাষ্ট্রপতি ছিলেন। উনি "জনগণের রাষ্ট্রপতি" ও "মিশাইল ম্যানে ওফ ইন্ডিয়া" নামে পরিচিত। চন্দ্রায়ান ৩ সফলতায় তার অবদান অনস্বীকার্য।
উনি খুব মেধাবী ছাত্র হিসেবে মাদ্রাজ আই আই টিতে মহাকাশ ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন। ডিগ্রি অর্জন করে তিনি ডাইরেক্টর ওফ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, সামরিক মন্ত্রক এ কর্মরত হন। এখানে তিনি মিসাইল তৈরিতে সক্রিয় ভূমিকা পালন করেন। পরবর্তী কলে ইন্ডিয়ান স্পেশ রিসার্চ অর্গানাইজেশনে যুক্ত হয়েছিলেন। ১৯৯৮ সালের পোখরান পরমানু বোমা বিস্ফোরণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এরপর তিনি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ও ডিআরডিও সেক্রেটারির প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন। ২৫ জুলাই ২০০২ থেকে ২৫ জুলাই ২০০৭ পর্যন্ত তিনি ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন। এরপর তিনি শিক্ষাবিদ, লেখক ও সমাজসেবা মূলক কাজে নিয়োজিত হন। তিনি ভারতবর্ষের অসামরিক সর্বোচ্চ ভারতরত্ন পুরস্কার ও নানা সম্মান পেয়েছিলেন। তিনি বিভিন্ন আই আই এম এ ভিজিটিং প্রফেসর ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপাচার্য ছিলেন। অন্যান্য অনেক একাডেমিক এবং গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হন। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এর একজন সন্মানিক ফেলো। ২০১১ সালে কালাম কুডনকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিষয়ে স্থানীয় জনগণ তার সঙ্গে সহমত প্রকাশ করেনি ও কেন্দ্রের সুরক্ষা পরিকাঠামো নিয়ে বিতর্ক হয়।
তিনি সবসময় তার ছাত্র ছাত্রীকে প্রকৃত মানুষ ও নাগরিক হওয়ার শিক্ষা দিতেন। ৮৩ বছর বয়সে ২৭ জুলাই ,২০১৫ এরকম একটি আই আই এম শিলংয়ে লেকচার দেওয়ার সময় তিনি পড়ে যান ও কার্ডিয়াক অটাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাকে অতি সাধারণ ও বিনা আড়ম্বরে রামেশ্বরমে কবর দেওয়া হয়।
২৭ জুলাই ২০১৬ সাল তার প্রথম মৃত্যুবার্ষিকীতে রামেশ্বরমে এ পি জে আব্দুল কালাম মেমোরিয়াল এর ভিত্তিপ্রস্তর উন্মোচন হয়।
২৭ জুলাই ২০১৭, তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ পি জে আব্দুল কালাম মেমোরিয়াল উদ্বোধন করেন।
এখানে রাষ্ট্রপতি ভবনের অনুকরণে ডোম যুক্ত মূল হলের কেন্দ্রে রয়েছে একটি বীনা বাজানোর ভঙ্গিতে এ পি জে আব্দুল কালামের মূর্তি।
আমার পোস্টটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।
এ পি জে আবদুল কালাম ওনার বাণী গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। অনেক কিছু মূল্যবান কথা আমাদের জন্য রেখে গেছেন। যেটা আমাদের বাস্তব জীবনের সাথে,,,, অনেকটাই মিল রয়েছে।
এ পি জে আবুল কালাম আপনি ওনার বিষয়ে অনেক কিছুই লিখেছেন। আসলে কোন বিষয়ের উপর দক্ষতা না থাকলে। সেই বিষয়ের উপর কমেন্ট করাটা অনেকটা টাফ হয়ে যায়। কিন্তু আপনার পোস্ট পড়ে যতটুকু বুঝতে পারলাম। আপনি তার বিষয়ে অনেক কিছু জানেন,,, এবং বুঝেন। সেই বিষয়গুলো আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে,,,, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit