The August#2 contest by @sduttaskitchen| My creation.

in hive-120823 •  3 months ago 

নমস্কার বন্ধুরা। আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন। কমিউনিটিতে আমাদের দিদি এত সুন্দর একটা কনটেস্টের আয়োজন করেছে, কনটেস্ট এর টপিক দেখার পর আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না। যেদিন কে দেখেছি সেদিনকেই ব্রাশ পেন আর খাতা নিয়ে বসে পড়েছিলাম।

আমার খুব ইচ্ছা ছিল আরো অন্যভাবে নিজের ক্রিয়েশনটা তুলে ধরার। গ্লাস পেইন্টিং, জলরং, ফেব্রিক প্রিন্ট, অথবা অন্যান্য আরো কাজের মাধ্যমে।
কিন্তু সত্যি বলতে আমার এই শুক্রবার পরীক্ষা। যে নেট পরীক্ষা ক্যান্সেল হল, সেই পরীক্ষা আবার হতে চলেছে এই শুক্রবার।তাই অতটা সময় নিয়ে কাজ করতেই পারলাম না। কিন্তু আমি যে ছবিটি এঁকেছি সেটি আমার নিজের কাছে খুব পছন্দের হয়েছে।

20240818_154237.jpg

সত্যি বলতে আমার পছন্দের রং হলো হলুদ এবং সবুজ। হলুদ রং আমি ভীষণ পরিমাণে পছন্দ করি। আমি হলুদ এবং সবুজ রঙের জামা কাপড় পড়তেও খুব ভালোবাসি। হলুদের মধ্যে যে আলোময় একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটাই আমার খুব পছন্দের। সবাইকে হলুদে খুব ভালো লাগে। আর হলুদ রং সবকিছুতেই যেন ফুটে যায়।

তাই আমি চেষ্টা করেছি আমার পছন্দের হলুদ রং এই ছবিতে সবথেকে বেশি হাইলাইট করার। আমরা কোন কিছু হাইলাইট করতে বেশিরভাগ ক্ষেত্রে হলুদ রঙ ব্যবহার করি। আপনারা খেয়াল করে দেখবেন পড়াশোনার ক্ষেত্রে বইয়ের কোন লাইন হাইলাইট করতেও আমরা এই হলুদ ব্যবহার করি। তাই ছবিটিতে যে এই রংটা বেশি হাইলাইট হয়েছে সেটা হয়তো আপনারা বুঝতেই পারছেন।

শরৎ আসছে। আর শরৎ মানে বাঙালির পুজো,মা দুর্গার আগমন। আমরা বাঙালিরা প্রতিবছর এই সময়ের অপেক্ষায় বসে থাকি আর এখন দেশের যা পরিস্থিতি। আমি এই থিমটাকেই উপযুক্ত বলে মনে করেছি। মা হলেন শক্তি। এই শক্তি সারা ব্রহ্মাণ্ড জুড়ে। শক্তি ছাড়া কোন কিছুই সম্ভব না। যেটাকে ইংলিশে বলে এনার্জি। আর এই এনার্জির প্রতীক হল মা। বিশ্বে মাতৃ শক্তিকে সব থেকে বড় শক্তি বলে মনে করা হয়। সমস্ত খারাপের বিনাশ করতেই আমরা মায়ের শরণাপন্ন হই। পুরান মতে যখন দেবতারা সকলেই হার মেনে নিয়েছিলেন, তখন এই মাতৃ শক্তি অসুর বধে সফল হয়েছিল। তাই আজ আমি মায়ের আলোকময় মূর্তি আমি আপনাদের সামনে তুলে ধরেছি হলুদ রং ব্যবহার করে।

আশা করছি আমি আপনাদের বোঝাতে পেরেছি, কেন আমি এই ছবিটি আঁকলাম, এবং সাথে হলুদ রঙের সামঞ্জস্য এর সাথে কেনই বা আসলো। চলুন তাহলে এইবার আপনাদের সাথে শেয়ার করি কিভাবে স্টেপ বাই স্টেপ আমি ছবিটি এঁকেছি।

প্রথম ধাপ

আমি একটি খাতা নিয়েছি, এই খাতাটি আমার বহুদিন ধরে সাথে রয়েছে। এর মধ্যেই আমি আমার সমস্ত আকিবকি করে থাকি অবসর সময়ে। সাথে নিয়ে নিয়েছি পেন্সিল এবং রবার।

20240818_150755.jpg

দ্বিতীয় ধাপ

এবার আমি মায়ের মুখ আঁকা শুরু করলাম।

20240818_150844.jpg

তৃতীয় ধাপ

মায়ের মুখের সাথে, প্রতিমার মাথায় যেমন মুকুট থাকে সেরকম এঁকে নিচ্ছি।

20240821_181610.jpg

চতুর্থ ধাপ

এবার প্রতিমাটির বডির অংশটুকু আমি এঁকে নিচ্ছি।

20240821_181632.jpg

পঞ্চম ধাপ

এই জায়গায় এসে আমি বুঝতে পারছিলাম না আমি এখানে পদ্মপাতা করব ,নাকি পদ্ম ফুল করব, নাকি কাশফুল করব। অবশেষে মনকে বুঝিয়ে আমি এখানে পদ্মের পাপড়ি এবং এর সাথে পাতাও এঁকেছি।

20240821_181717.jpg

ষষ্ঠ ধাপ

এবার আমি আমার পছন্দের রং হলুদের মাধ্যমে, গয়নাগুলো আগে রং করে নেব। হলুদ রং দেওয়ার সাথে সাথে ছবিটা কি সুন্দর ফুটে উঠলো। আমি এখানে ব্রাশ পেন ব্যবহার করেছি।

20240821_181808.jpg

মুখ এবং গলাটুকুও এভাবে হলুদ রং দিয়ে রং করে নিলাম।

20240818_152517.jpg

সপ্তম ধাপ

এবার কমলা এবং বাদামী রঙের মাধ্যমে আমি গয়না গুলোকে একটু অন্যভাবে সাজিয়ে নিচ্ছি।

20240821_181904.jpg

অষ্টম ধাপ

এবার চুলের রং কালো ব্রাশ পেন দিয়ে করে দেব।

20240821_181930.jpg

নবম ধাপ

এবার পোশাকের রং লাল করে নেব।

20240818_153148.jpg


দশম ধাপ

গোলাপি এবং সবুজ রং দিয়ে পদ্ম এবং পদ্মের পাতার রং করে নিলাম।

20240821_182005.jpg

একাদশ ধাপ

আমার খুব ইচ্ছা ছিল কাশফুল আঁকার। যেহেতু এখানে সাদা সেভাবে ফুটবেনা।তাই আমি অন্য রং দিয়ে কাশফুলের মতন কিছু ফুল এঁকেছি।

20240818_153801.jpg


দ্বাদশ ধাপ

প্রতিমার মুখের পেছনদিকে আলোর ছটা হলুদ রঙ দিয়ে করেছি।

20240821_182239.jpg

তৈরি

এভাবেই তৈরি হয়ে গেছে এত সুন্দর একটা ছবি।

20240818_154249.jpg


আশা করছি আমি আপনাদের সাথে সমস্ত প্রসেসটা শেয়ার করতে পেরেছি এবং আমার পছন্দের রং এই ছবির মাধ্যমে ফুটিয়ে তুলতে পেরেছি। পুরো কাজটা করতে পেরে আমার সত্যিই খুব ভালো লেগেছে। বিশেষ করে ছবিটির বিষয়বস্তু আমার নিজেরও খুব পছন্দ হয়েছে। এত সুন্দর একটা টপিক রাখার জন্য আমি দিদিকে অনেক ধন্যবাদ জানাই। আমার মনে হয় এত সুন্দর কন্টেস্টের টপিক যেখানে, সেখানে সবার উচিত অংশগ্রহণ করা। আমি সকলকেই অনুরোধ করবো অংশগ্রহণ করতে। বিশেষ করে আমি আমার তিন বন্ধুকে @mou.sumi, @rubina203, @karobiamin71 অনুরোধ জানাচ্ছি অংশগ্রহণ করার জন্য।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...


Team 6_20240730_101531_0000.png

Hello there, you have posted a great quality post and we are happy to support you, stay up with good quality publications

Curated by : @vivigibelis

That's a great piece of art created by you. There is a feel of divinity in it 🙏.
Happy Janmashtami @isha.ish