SEC17/W1|Heaven and Hell fantasy or reality?

in hive-120823 •  9 months ago 

নমস্কার বন্ধুরা। আশা করছি সকলে ভালো আছেন। এত সুন্দর একটা কনটেস্ট এর কনসেপ্ট দেখে আমি ভীষণ খুশি হয়েছি।কারণ, এটা খুবই ইন্টারেস্টিং একটা টপিক যেখানে স্বর্গ এবং নরক সম্পর্কে আমরা আলোচনা করতে পারছি এবং নিজেদের মত প্রকাশ করতে পারছি।

প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটি কথাই বলতে চাই - ত্যাগেই আমাদের মুক্তি সম্ভব।তাই রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় -

"আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে,
আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে......
...... আমার মুক্তি সর্বজনের মনের মাঝে,
দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে।
বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের বহ্নি জ্বালা,
জীবন যেন দিই আহুতি মুক্তি-আশে।"

1000043548.jpg

Do you believe there is a place named heaven and hell out of this world? Justify your belief.

স্বর্গ এবং নরক বলে যে কোন জায়গা আছে, এটা সকল পুরাণ গ্রন্থে লেখা আছে। ছোট থেকে স্বর্গ এবং নরক সংক্রান্ত আমাদের ধারণা রয়েছে। যেখানে বলা হয় আত্মা কর্মের মাধ্যমে স্বর্গ নরক বাস করে। যারা ভালো কর্ম করে। তারা স্বর্গে যায় এবং যারা খারাপ কর্ম করে তারা নরকে স্থান পায়।
কিন্তু আসলে ঐরকম কোন জায়গা আছে কিনা তা নিয়ে আমার মনে সন্দেহ রয়েছে। আমি পুরোপুরি বিশ্বাস করতে পারি না। আবার এটাও বলতে পারি না যে আমি বিশ্বাস করি।

আমি একজন হিন্দু। আমি ভগবান শ্রীকৃষ্ণের বাণী অবশ্যই বিশ্বাস করি। শ্রীমদ্ভগদ্গীতার নবম অধ্যায়ের ২০ নম্বর শ্লোক থেকে আমরা স্বর্গ এবং নরক সম্পর্কে অনেক কিছুই জানতে পারি।ভগবান শ্রীকৃষ্ণ বলছেন -
স্বর্গ বলে এমন একটি জায়গা আছে যেখানে মানুষ তার মৃত্যুর পর সুকর্মের দ্বারা পৌঁছাতে পারে, অর্থাৎ পৃথক পৃথক আত্মা স্বর্গ কিংবা নরকে স্থান পায়।
কিন্তু সে জায়গায় উন্নীত হওয়ার পর সে চিরকালের জন্য সেখানে থাকতে পারে না। তার পূর্ণ কর্মফল শেষ হয়ে যাওয়ার পরেই তাকে আবার পৃথিবীতে ফিরে আসতে হয়।

সেরকমই যে সকল মানুষ খারাপ কাজ করার ফলে মৃত্যুর পরে নরকে যায়, তারাও নির্দিষ্টকালের জন্য নরকে যন্ত্রনা ভোগ করে এবং তাদের যন্ত্রণার সময় শেষ হয়ে গেলে তারা আবার ফিরে আসে মর্তে ।অর্থাৎ এ চক্র চলতে থাকে আর এই চক্রের লক্ষ্য হল - স্বর্গীয় এবং নরকীয় স্থান গুলিকে অতিক্রম করা এবং চিরন্তন আত্মা হিসাবে নিজেকে উপলব্ধি করে ঈশ্বরের সাথে মিলন অর্জন করা অর্থাৎ মোক্ষ অর্জন বা মুক্তি লাভ করা।

1000043554.jpg

Do you believe karma decides our future, and we get results according to the same?

হ্যাঁ, আমি ভীষণ বিশ্বাস করি যে আমাদের কর্ম আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। এটা আমি নিজে জীবন দ্বারা লক্ষ্য করেছি সাথে পারিপার্শ্বিক সকলকে লক্ষ্য করলে আমরা সকলেই এটাতে বিশ্বাস করতে বাধ্য হব।
আমরা যেমন কর্ম করি আমাদের কাছে সেটা ফিরে আসে। ভবিষ্যতে সেটা কোন না কোন মাধ্যমে আমাদের পুনরায় গৃহীত হয়। যেমন আমি যদি কোন ভাল কাজ করি, যদি কোন মানুষকে তার অসম্ভব বিপদের নিজেদের সাধ্যমত সাহায্য করি। আপনি খেয়াল করলে লক্ষ্য করবেন আপনার কোন বিপদে হঠাৎ করেই কোন না কোন সাহায্য আপনি অবশ্যই পাবেন। এবং যারা ভুল করে, যারা মানুষের সাথে খারাপ ব্যবহার করে, যারা অন্যদের ঠকায় মিথ্যে কথা বলে। তাদের সাথে ভবিষ্যতে সেরকমই হয়। তারাও কারো না কারোর মাধ্যমে এই ব্যবহার পুনরায় ফিরে পায়।

যে সৎপথে ভালো পথে চলে সে কখনোই কোথাও আটকে যায় না। কিন্তু যে ভুলের রাস্তায় হাঁটছে, তবুও অনেক ভালো স্থান লাভ করেছে জীবনে, কিন্তু এ সত্ত্বেও আপনি খেয়াল করে দেখবেন তার কর্ম তাকে কোন না কোন সময় জীবনের কোন একটা জায়গায় হঠাৎই আটকে দেয়।

তাই আপনি যা করছেন তা ভেবে চিন্তে করুন। আমাদের উপরে কেউ একজন আছেন যিনি আমাদের নিয়ন্ত্রণ করছেন এবং সকলের কর্ম ফল সকলে পাবেন। আপনার অহংকার এবং পাপের ভার কখনোই কেউ ঘাড়ে নিতে পারবে না। যে ভুল করবে,তার অবনতি নিশ্চিত।

1000043545.jpg

Do you believe immortality and chasteness are some factors that affect our lifestyle? Describe

আমার মনে হয় আমাদের সব সময় খেয়াল রাখতে হবে আমরা জন্ম লাভ করেছি যখন আমাদের মৃত্যু অবশ্যম্ভাবী। আমরা অমর নই।
কিন্তু মানুষ যদি একবার ভেবে নেয় সে অমর হতে পারে, অথবা সে অমর। তবে তার ভিতর থেকে সমস্ত প্রকার ভয় দূরীভূত হবে। সে নিজের ইচ্ছেমতো সমস্ত কাজ করবে। এবং তার কাজের ভালো খারাপ দিক সে কখনোই খেয়াল করবে না। যে মানুষ অহংকারী হয়ে ওঠে তার ভাবধারা অনেকটা এরকমই হয়। সে নিজেকে সর্বস্ব মনে করে যা সে নয়। আর এই কারণেই তার জীবনের চলার পথ অন্যরকম হয়। এবং তাকে তার কর্মফল খুব বাজে ভাবে ভোগ করতে হয়।

আমাদের ওপরে যিনি আছেন তিনি আমাদের নিয়ন্ত্রণ করছেন। তিনি আমাদের এই প্রকৃতির সাথে ব্যালেন্স করছেন। তার নির্মিত এই চক্র জীবন- মৃত্যু ,তারপর কর্মফল অনুযায়ী স্বর্গ নরক বাস এবং পুনরায় পৃথিবীতে আবার জন্মগ্রহণ, এইভাবে ক্রমাগত চক্রাকারে ঘুরছে।

কিন্তু আমরা যদি আমাদের কর্ম ঠিক করি, এবং নিজের সমস্ত মোহমায়া ত্যাগ করতে পারি, এবং ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করতে পারি। তবেই আমাদের একদিন মুক্তি লাভ হবে। এবং আমরা ঈশ্বরের চরণে জায়গা পাবো। যেখানে আমরা অমর হয়ে যাব ।সেই জায়গায় একবার পৌঁছতে পারলে আমাদের আর এই চক্র পদ্ধতিতে পুনরায় পৃথিবীতে জন্ম লাভ করতে হবে না। আত্মা শুদ্ধ হলে পবিত্র হলে ঈশ্বরের সাথে তার মিলন ঘটে।

আশা করছি আমি কনটেস্ট এর প্রশ্নগুলির ঠিক মত উত্তর দিতে পেরেছি। আমার অনেক ভালো লাগলো অংশগ্রহণ করতে পেরে। এত সুন্দর কনটেস্ট আয়োজন করার জন্য কমিউনিটিকে ধন্যবাদ। আমি আমার বন্ধুদের এই কনটেস্টে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি - @kyrie1234 @jyoti-thelight @newekemini5

এই পোস্টে ব্যবহৃত ছবিগুলি আমার নিজস্ব ফটোগ্রাফি এবং আমি সেগুলি আমার এন্ড্রয়েড স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি টু দ্বারা ক্যাপচার করেছি। লোকেশনফটোগ্রাফিতে যে জায়গাগুলি আপনারা দেখতে পাচ্ছেন। আমার কাছে জায়গাটি অনেক শান্তির এবং ছবিগুলো সেরকমই মনোরম। তাই কনটেস্টের থিম অনুযায়ী আমি এই ছবিগুলি ব্যবহার করার সিদ্ধান্ত নিলাম। কারণ মুক্তি পাওয়া হয়তো এই দৃশ্য গুলির মতনই খুবই স্নিগ্ধ।

ধন্যবাদ।
@isha.ish

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

You are right, what we do comes back to us. In the future it will be adopted by us again in some form. For example, if I do a good deed and help a human being as much as I can at an impossible risk. If you pay attention, you will notice that in any danger you suddenly get some kind of help.

Thank youfor the invitation, Ialready submitted my entry for this contest

Absolutely.
oh i'm sorry, i didn't see. Thank you for visiting my post and for your beautiful response.

TEAM 5

Congratulations! Your post has been upvoted through steemcurator08.

Curated by : @sduttaskitchen

অহংকার পতনের মূল। যার যত বেশি অহংকার তার পতন তত তাড়াতাড়ি ঘুমিয়ে আসে। এই সমাজে এখন সচরাচরেই দেখা যায় কমবেশি সবার মধ্যেই একটু না একটু অহংকার রয়েছে। যেটা একদমই ভালো দিক নয়। যার বেশি অহংকার তার সাথে সমাজের কারো সাথেই ভালো সম্পর্ক থাকে না। সৃষ্টিকর্তা আমাদের সবাইকেই জ্ঞান-শক্তি ভালো মন্দ বোঝার তৌফিক দান করেছেন। কেউ এই জ্ঞান শক্তিকে ভালো কাজে লাগায় কেউ আবার বিভিন্ন খারাপ কাজে ব্যবহার করে থাকে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা প্রসঙ্গ তুলে ধরার জন্য।ভালো থাকবেন সুস্থ থাকবেন।

একদম ঠিক, আমি কি বলতে চেয়েছি, আপনি বুঝতে পেরেছেন। ধন্যবাদ মন দিয়ে পড়ার জন্য।

The belief that good deeds lead to a place in heaven, while bad deeds result in hell, echoes the principle of cause and effect. It is important to maintain purity and righteousness to attain freedom from this cycle. Our actions shape our destiny, and living a virtuous life can lead us towards immortality, breaking free from the chains of this material world.

  ·  9 months ago Reveal Comment