নমস্কার বন্ধুরা। আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন। আমি সত্যিই অনেক আনন্দিত এই কনটেস্টে অংশগ্রহণ করতে পেরে। কন্টেস্টের থিম প্রতিবারের মতন এবারও এতটা অসাধারণ যে আমি খুবই আগ্রহ সহকারে এই কনটেস্টে অংশগ্রহণ করছি। কমিউনিটি থেকে এত সুন্দর সুন্দর কনটেস্ট আয়োজন করার জন্য সত্যিই অনেক ধন্যবাদ জানাই। আমার ভীষণ ভীষণ এক্সাইটেড লাগছে। আমি চেষ্টা করছি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার।
What is your preference went to the theatre or enjoying OTT platforms? Justify your selection. |
---|
এই প্রশ্নের উত্তরে আমি বলতে পারি এক কথাতে যে আমার ও টি টি প্ল্যাটফর্ম পছন্দ। সত্যি বলতে আমার টাকা পয়সা অত বেশি খরচ করে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে ভালো লাগে না। একটা সিনেমার জন্য আড়াই তিন ঘন্টা চুপ করে বসে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আর সিনেমার টিকিট প্রচুর দাম। মোটামুটি ২০০ কাছাকাছি মাথা পিছু লেগে যায় ভালো জায়গায় সিনেমা দেখতে। সেটা আইনক্স কিংবা পিভিআর হোক। তার সাথে খাবার খরচা রয়েছে। তাই জন্য আমার অতটা পছন্দ নয়।
আমার মনে হয় নেটফ্লিকস, অ্যামাজন প্রাইম এরকম প্লাটফর্মে সিনেমা দেখা খুব সুবিধা। এই প্লাটফর্ম এ আমি ইচ্ছামত যখন তখন সিনেমা দেখতে পারি। আর তিন ঘন্টা চুপচাপ বসে থাকতে হয় না। মাসিক প্ল্যাটফর্ম খরচাও বেশি নয়। আমার মনে হয় ও টি টি প্লাটফর্ম বেষ্ট।
The best web series or movie you enjoyed as of now. Share something behind your love for the same. |
---|
আমার দেখা ওয়েব সিরিজ অথবা মুভির মধ্যে সবথেকে পছন্দের ওয়েব সিরিজ বলতে কি বলবো নিজেই জানিনা। কারণ সত্যি বলতে আমি অনেক ভালো ভালো ওয়েব সিরিজ দেখি। মুভি থেকেও আমার ওয়েব সিরিজ বেশি পছন্দ। এই কারণেই আমি নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইম বেশি ব্যবহার করি।
তবে আমার সদ্য দেখা ওয়েব সিরিজ ছিল এমিলি ইন প্যারিস , সিজন-ফোর। আমি ভীষণ পছন্দ করি ওই ওয়েব সিরিজ। সাধারণত আমার রোমান্টিক সিরিজ দেখতেই বেশি ভালো লাগে। এই ওয়েব সিরিজের ক্ষেত্রে আমি যদি বলতে চাই তাহলে বলব, এখানে একটি মেয়ের প্রথমবার শিকাগো থেকে প্যারিসে আসা, তার নতুন জায়গায় কাজের অভিজ্ঞতা এবং সে কিভাবে প্রত্যেকটা সারকামস্টেন্সেস অথবা সমস্যা গুলি উতরে কাজের সাথে ফোকাস থাকছে এবং নিজেকে ভালো রাখার চেষ্টায় আছে , তা নিয়ে সিরিজে বলা হয়েছে। এই ওয়েব সিরিজে আমি ভীষণ পরিমাণে পজিটিভ একটা ভাইব পেয়েছি। আর এমিলির কনফিডেন্ট আমার ভীষণ পরিমাণে ভালো লেগেছে।
তবে আমার দেখা খুব পছন্দের একটা ওয়েব সিরিজ যদি বলা হয় তবে সেটা হল " গেম অফ থ্রোনস"। সিরিজটা অনেক বড় হলেও আমি খুব ভালোভাবে দেখেছি। অনেক কিছু শেখার আছে। শেখার আছে কিভাবে ভয় না পেয়ে সমস্যার সম্মুখীন হতে হয়। কিভাবে কনফিডেন্ট থাকতে হয়। আর সবকিছুর পরেও আমাদের ওপরে কেউ একজন আছে সেটাও এখানে শিখিয়েছে। এখানে শেখানো হয়েছে শত বাধা-বিপত্তিতেও প্রিয় মানুষরা ছেড়ে চলে গেলেও তবে জীবনের সংগ্রামে লড়াই করে যেতে হয়। সব থেকে বড় কথা যে ড্রাগনকে নিয়ে এই সিরিজটা, অবশেষে ড্রাগন কিন্তু ড্রাগনের মাকে বাঁচাতে পারেনি। তবুও সঠিক এবং সত্যের জয় হয়েছে। জয় হয়েছে সেই সব মানুষের যাদের মনে অহংকার কিংবা লোভ ছিলনা। আমি একটা ছোট্ট এরকম লেখার মাধ্যমে অত বড় একটা সিরিজের ডেফিনেশন একদমই দিতে পারবো না। তবে আমার ভীষণ ভালো লেগেছে।
আমি কেন এই সিরিজের কথা উল্লেখ করলাম। তার কারণ হলো যে মেয়েটা রোমান্টিক সিরিজ দেখতে পছন্দ করে, সেই মেয়েটাই লড়াই মৃত্যু যুদ্ধ এরকম একটা সিরিজ যেখানে প্রতি মুহূর্তে মানুষের মৃত্যু ,প্রিয়জনদের মৃত্যু লড়াইয়ের পর লড়াই দেখানো হচ্ছে। আমার মতন মেয়ে সেরকম সিরিজ খুবই আবেগ নিয়ে দেখেছে। তাই আমার মনে হয় " গেম অফ থ্রোন্স" সবার দেখা উচিত।
Last time, when did you visit the theatre to watch a movie? Share your experience! |
---|
এই প্রশ্নের উত্তরে আমাকে ভীষণ ভাবতে বসতে হবে। কারণ সত্যি বলতে আমি যে লাস্ট টাইম কবে সিনেমা হলে গিয়েছিলাম তা আমার মনে নেই। যেহেতু আমি বেশিরভাগ সময় বাড়িতেই সিনেমা ডাউনলোড করে দেখি, তাই সিনেমা হল আমার খুব কম যাওয়া পড়ে।
তবুও আমার যতদূর মনে আছে কিছু মাস আগে আমাদের বলিউড সুপারস্টার সালমান খানের একটি সিনেমা বেরিয়েছিল।। আমার পছন্দের একজন একটার সেখানে উপস্থিত থাকায় আমি সেই সিনেমাটি দেখতে গিয়েছিলাম। সিনেমাটার নাম ছিল "কিসিকা ভাই, কিসি কি জান।"
সবশেষে এটাই বলতে চাই,আমাদের কৃষ্ণনগরে সেন্ট্রাম শপিংমলে সিনেমা হল আছে। সেখানে আমি বেশিরভাগ টাইম গিয়ে থাকি। আগে যখন কলকাতায় ছিলাম তখন অনেকবার নন্দনে সিনেমা দেখতে গিয়েছি। তবে কখনোই আমার সিনেমা হলে সিনেমা দেখা পছন্দ নয়। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমার ভীষণ ভালো লেগেছে। কারণ থিমটা খুবই সুন্দর। কমিউনিটিকে এবং কমিউনিটির সকলকে অনেক ধন্যবাদ জানাতে চাই।
এই কন্টেস্টে অংশগ্রহন করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি কিছু জনকে @mou.sumi,@sohag10,@sampabiswas.
আপনার মত আমিও টাকা-পয়সা খরচ করে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা পছন্দ করি না, এখন ডিজিটাল যুগে বাড়িতে বসে বিভিন্ন মাধ্যমে সিনেমা বা ওয়েব সিরিজ দেখা যায়, আপনার পছন্দের ওয়েব সিরিজ দেখে ভালো লাগলো, এই ওয়েব সিরিজটা অনেকেই পছন্দ করে, আপনার জন্য শুভকামনা আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। ধন্যবাদ সুন্দর পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই সুন্দর প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সিনেমা হলে গিয়ে অনেক সিনেমা দেখেছি আমি 2019 সালে সিনেমা হলে গিয়েছিলাম। সেটাই আমার কাছে শেষ সিনেমা দেখা হয়েছিল। বর্তমান সময়ে ডিজিটাল এই যুগ আসার পর থেকে সিনেমা হলে আর কেউ যেতে চায় না। আসলে পছন্দ আমাদের নিজস্ব একটি ব্যক্তিগত। তবে আমার কাছে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার মজাটাই অন্যরকম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit