আমি গর্বিত আমার বাবা একজন কৃষক, রান্না বান্নার ফটোগ্রাফিsteemCreated with Sketch.

in hive-120823 •  10 months ago 

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন, আপনাদের মাঝে নতুন করে আবার আমার প্রতি দিনের কনটেন্ট নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে, আমি আপনাদের পরিবারে নতুন যুক্ত হয়েছি। যদি আমার ভুল হয়ে থাকে। আমাকে সচেতন করে দিবেন আমি সংশোধন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

*** আমার বাবা:***

এবার আমার কথায় আসি, সকালে ঘুম থেকে উঠে বই পড়ছিলাম,, ছেলে বাইনা ধরলো হাঁটতে যাবে,, বেশ কিছু দূর হাটা হলো,, মাঠের দিকে চোখ গেলো দেখলাম আব্বু আর কিছু লোক নিয়ে ধান বাধছে,, বিষয় টা ভালো লাগলো,, আপনাদের মাঝে পিক শেয়ার করলাম। আমি গর্বিত আমার বাবা একজন কৃষক নিজের হাতে ফসল ফলায়। নিজের পরিবারের জন্য কতই না কষ্ট করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে নিজের শরীরের যন্ত না নিয়ে আমাদের জন কষ্ট করে মন চাইলো বাবা তোমাকে ভালোবাসি। নিজের বাবা মা কে আমাদের উচিত কখনো কষ্ট না দেওয়া।

IMG_20231115_070653_327.jpg

খেচুরি রান্না : কলেজ থেকে বাসায় এসে দেখি খেচুড়ি রান্না করার আয়োজন করা হচ্ছে,, দেখে আমার মন টা খুশি হয়ে গেলো। কারণ খেচুড়ি আমার খুব ভালো লাগে। আম্মু কে বলছি রান্না করবে কে আম্মু বলছে তোর বড় ভাই,, ভাইয়া আগে বিদেশ থাকতো সেই জন্য রান্না করতে পারে তার রান্না খুব টেস্টি হয়। ভাইয়া রান্না করছে আর আমি তাকে সাহায্য করছি সবাই মিলে রান্না শেষ করে এক সাথে খেতে বসলাম পরিবারের অধিক টাকা পয়সার দরকার হয় না। সবাই একসাথে মিলে সব আনন্দ খুশি দুঃখ কষ্ট শেয়ার করে নিলে কষ্ট টা বোঝা যায় না আমরা হেপি পরিবার।

IMG_20231115_140233_356.jpg

IMG_20231115_131010_380.jpg

IMG_20231115_123855_684.jpg

IMG_20231115_123802_489.jpg

IMG_20231115_123753_107.jpg

IMG_20231115_123239_871.jpg

ঝালমুড়ি মাখা : বিকেল বেলা হঠাৎ কিছু খেতে ইচ্ছে করছিলো। ছোট ভাইকে বলছিলাম বাজার থেকে ঝালমুড়ি আনতে যেই ভাবা সেই কাজ নিয়ে আসলো আহহ ঝালমুড়ি আর চটপটি ফুসকা কার না প্রিয়। আমরা বাঙালিরা হলো ভোজন রসিক প্রিয় খেতে পছন্দ করি। স্কুল জীবনের গল্প মনে পড়ে গেলো। আমরা ছিলাম তিন জন বান্ধবী কখনো কাউকে ছাড়া অন্য বেঞ্চে বসতাম না। গল্প করার জন্য একদম শেষ বেঞ্চে বসতাম, স্যার মেডাম বলবে তোরা কি কোনদিন আলাদা হবি না,, তখন আবেগে বলতাম কখনো না। সেই দিন গুলো খুব মিস করি মনে পড়লে চোখ দিয়ে পানি চলে আসে। যা খাবো ভাগাভাগি করে কত মাখামাখি করতাম। কিছু কিছু মানুষ হিংসা করতো আমাদের বন্ধুত্ব দেখে,, সেই দিন কোথায় গেলো এখন যে যার মতো।

IMG_20231115_171433_173.jpg

আজকের মতন এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন। সবার জন্য শুভকামনা রইল।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

শুরুতেই আমাদের ইনক্রেডিবল ইন্ডিয়া পরিবারে আপনাকে স্বাগতম।
আপনি ছেলেকে নিয়ে হাঁটতে বের হয়ে আপনার বাবাকে ধান ক্ষেতে কাজ করতে দেখলেন।ঠিকই বলেছেন আপানার বাবা একজন কৃষক আর এটা আপনার কাছ গর্বের বিষয়। কৃষি পৃথিবীর আদিমতম পেশাগুলির মাঝে একটা যা এখনো সমানভাবে পৃথিবীতে রয়ে গেছে। আর কৃষকদেরকে বাকি অন্য সব পেশাজীবিদের মতোই আমাদের সবারই সন্মান করা উচিত । তারা রোদে পুরে, বৃষ্টিতে ভিজে কাজ করে বলেই আমাদের খাবার জোটে। আমরা যতই উন্নত হই না কেন খাবার ছাড়া আমরা বাঁচতে পারবো না। আর এই খাবারের প্রধান জোগানদাতা কৃষক সমাজ।
এত চমৎকার একটা বিষয় নিয়ে লেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।শুভকামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভাবে উৎসাহস দেওয়ার জন্য, শুভকামনা রইল আপনার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি বিষয় নিয়ে লিখার জন্য। আপনার শীর্ষক টা পড়েই জানতে পারলাম যে, আপনি খুব খুশি যে,
আপনার পিতা একজন কৃষক। আসলেই আমাদের এমন মানসিকতা ই থাকা উচিত। সবাই কে যে একই রকমের কাজ করতে হবে তা তো নয়। যে যার মতো পছন্দের পেশা বেছে নিবেন।আর কৃষকের শ্রমে আমরা দুবেলা দুমুঠো ভাত খাই। তাই তাদের সন্মান আলাদা।খুব ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। ফটোগ্রাফি গুলো ও অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ, আমার লেখা নিয়ে এত সুন্দর মন্তব্য করার জন্য,, শুভকামনা রইল আপনার জন্য

স্বাগতম আপনাকে। আপনার পোস্ট পড়ে একবারের জন্যেও মনেই হলো না প্রথম্বার লিখছেন। আপনার জন্যে শুভকামনা। আশা করি আপনার এই পথচলা অনেক ভাল হবে।

অনেক অনেক ধন্যবাদ এই ভাবে কমেন্ট করে সাপোর্ট দেওয়ার জন্য,, আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল

প্রথমেই আমি আপনাকে স্বাগতম জানাই আমাদের পরিবারে নতুন যুক্ত হওয়ার কারণে, আপনার পোস্টটি পরে বেশ ভালো লেগেছে, গ্রামের দৃশ্য দেখতে আমার সব সময় ভালো লাগে।
তাছাড়া আপনার বড় ভাইয়ের খিচুড়ি রান্নার ফটোগ্রাফি গুলো কিন্তুু অসাধারণ ছিল এর পরে আসি আপনার জালমুড়ি কথায় দেখতে পুরোটাই লোভনীয় ছিল।

এছাড়া আপনার লেখার হাত টা ও বেশ ভালো ধন্যবাদ আপনাকে খুব সুন্দর পোস্ট শেয়ার করার জন্য পরবর্তী পোস্টটির অপেক্ষায় রইলাম।

অসংখ্য ধন্যবাদ, আমার কন্টেন্ট ভালো লাগার জন্য আরো সুন্দর সুন্দর পোস্ট করবো সাপোর্ট করবে। আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল সুস্থ থাকবেন ভালো থাকবেন।

Loading...

আপনি নতুন অবস্থায় আপনার লেখাগুলো অনেক ভালো হয়েছে সবকিছু অনেক সুন্দর ভাবে গুছিয়ে করতে পেরেছেন।।

আশা করি অনেকটা পথ আমাদের সাথে এগিয়ে যাবে এই কামনা করি।।

ধন্যবাদ ভাইয়া, আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল সুস্থ থাকবেন ভালো থাকবেন।

কলেজ থেকে এসে দেখেন বাড়ি খিচুড়ি রান্না করার আয়োজন চলছে আপনি আপনার আম্মার কাছে জিজ্ঞাসা করছেন কে রান্না করবে আপনার আম্মা তখন বলল আপনার বড় ভাই রান্না করবে।

কারণ আপনার বড় ভাই বিদেশ থাকতো যার জন্য সে নিজের রান্না নিজে করতে পারে এবং আপনার বড় ভাই রান্না অনেক সুস্বাদু হয় বলে আপনি জানিয়েছেন এবং খিচুড়ি দেখেও বোঝা যাচ্ছে রান্না টি অনেক ভালো হয়েছে খেতে অনেক মজা লেগেছে।

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মূল বান সময় দিয়ে,, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল।