প্রয়োজনে - অপ্রয়োজনে নিঃস্বার্থ ভালোবাসাsteemCreated with Sketch.

in hive-120823 •  7 months ago 

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন। আজকে আপনাদের মাঝে প্রয়োজন_অপ্রয়োজনে নিঃস্বার্থ ভালোবাসার গল্প লিখব।

IMG_1708779571871.jpg

  • জীবনের সাথে জড়িয়ে থাকা মানুষগুলো এখন সমুদ্রস্রোতের মতো আচমকা আসে আর যায়। প্রয়োজনে- অপ্রয়োজনে গিরগিটির মতো রং বদলায়। ঋতু পরিবর্তনের মতন পরিবর্তন হয় নির্দ্বিধায়। কারণে অকারনে ছেড়ে যায় কোনরকম দ্বিধাবোধ করে না। হালকা বাতাসে খসে পড়ে যাওয়ার পাতার মত খসে পড়ে যায় জীবন থেকে। যথারীতি এটাও নিয়ম হয়ে দাঁড়িয়েছে বোধ হয়।

IMG_20240222_091859_257.jpg

  • বর্তমানে শক্ত করে হাতে হাত রেখে থেকে যাওয়া মনের মত মানুষ পাওয়া দুষ্কর হয়ে পড়েছে। পৃথিবীটা স্বার্থপরতায় ভরপুর। চলমান পরিস্থিতিতে যেখানে স্বার্থ নেই সেখানে কেউ নেই, সেটা হোক আপন মানুষ কাছের মানুষ কিংবা প্রিয় মানুষ। আপনি মানুষ সবার প্রিয় হতে যাবেন না কখনো। হতে যাবেন না কখনো আপন মানুষ। আপনি চাইলেও কারো প্রিয় মানুষ কিংবা আপন মানুষ হতে পারবেন না। একেকজনের একেক মনোভাব। আপনাকে প্রয়োজনে অপ্রয়োজনে সবাই নিজের মতো করে দেখতে চাইবে।

IMG_20240203_092243_940.jpg

  • আজ আপনি একা একদমএকা নিঃস্ব। একটা কথা কি জানেন? স্বার্থ উদ্ধার তো মানুষ ফানুস!

আমার প্রিয় একটা বই পদ্মজা

আমি নিষ্ঠুর তুমি মায়াবতী। আমি ধ্বংস তুমি সৃষ্টি। আমি পাপ তুমি পবিত্র এত অমিলে কেন হলো মিলন। কেন কালো অন্তরে হলো ফুলের সুভাস?আমাকে ধ্বংস করার জন্য কি অন্য কোন অস্ত্র ছিলনা 😅

  • মাঝে মাঝে বড্ড বেশি আফসোস হয় নিজের জন্য। আয়নায় দিকে আনমনে তাকিয়ে থাকি নিজের দিকে। হঠাৎ করে টের পাই চোখের কোনায় ভিজে উঠছে অনাকাঙ্ক্ষিত পানি। পৃথিবীতে সবকিছু পূর্ণতা পায়না। কিছু না কিছু অপূর্ণতা থেকে যায়। আর সেই অপূর্ণতাকে ঘিরে আমাদের না বলাই সেই গল্প। কবিতা যা শুধু আমাদের নিজের মধ্যে সীমাবদ্ধ রাখি।সত্যি বলতে কি আমি সবকিছু চাইলে আপনাকে কখনো চাইতাম না। কারণ আপনাকে পাওয়ার জন্য ভাগ্য লাগে। আর সেই ভাগ্যটা আমার নেই। হয়তো সেই ভাগ্যটা অন্য কেউ নিয়ে জন্মেছে।

  • ইচ্ছে থাকার সত্বেও কথা না বলতে পারার মতো নির্মম অনুভূতি আর নেই। একদিন আমরা সবাই চলে যাই, কেউ একটু বেশি মায়া রেখে যায় কেউবা কম মায়ায় ঘেরাও আমরা সবাই।

  • সে আপনাকে পেয়েছে আপনাকে পেয়ে গেলে হয়তো জীবনের গল্প সুখের হতো। কিন্তু বিচ্ছেদ কি সেটা হয়তো জানা হতো না 😅আসলে ভালোবাসার সুখ সবার সয়না। তাই ভালোবাসা ধরা দিলেও সেটা সবার জন্য স্থায়ী হয় না। তাই কেউ কেউ গোটা জীবন অপূর্ণতা নিয়ে জীবন পার করে দেয়। এমন অপূর্ণতা ছোয়া কারোর না লাগুক। সবার জীবন পূর্ণতায় ভরে উঠুক।

  • আমাদের আর দেখা না হোক। দেখা হলে হয়তো আবার সেই প্রাণবেদন নতুন করে জেগে উঠবে। বুকের ভিতর বাড়বে না পাওয়ার শূন্যতার। হয়তো আবারো নিঃস্ব হবো শূন্য হব এলোমেলো হবো অস্থির হবো।তার থেকে বরং আমাদের দেখা না হোক! যা পাইনি তা ভুলে যাওয়াই শ্রেয়। ভুলতে না পারলেও জেগে না উঠায় শ্রেয়।তারপর আর নিজেকে কখনো ভালোবাসিনি।

  • আর কখনো আয়নায় মুখটা দেখিনি তোমাকে ছাড়ার পর। তোমাকে হারানোর পর আসলেই আর কখনোই ভালো থাকার মধ্য খুঁজে পাইনি। বিষন্নতায় ঘিরে ছিল আমার এই সাদাসিদের মনটা আজ খুব ইচ্ছে করে সেই আগের মতন হাসিখুশি জীবনে ফিরে আসতে ইনশাআল্লাহ নিজের জীবন তৈরি করতে শিখে গিয়েছে।

আজকের মত এখানে শেষ করছি, লেখার ভিতর কোন ভুল ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

Loading...

অন্যের প্রয়োজনে মানুষকে কে পাবেন কিন্তু আপনার প্রয়োজনে কখনই কাউকে কাছে পাবেন না ৷ আসলে মানুষ এখন সবাই স্বার্থের জন্য সবকিছু করে থাকে ৷ স্বার্থ ছাড়া কেউ কারো আপন না ৷

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

  • হঠাৎ করে প্রিয় মানুষগুলো যখন দূরে চলে যায় ।পুরো পৃথিবীটাকে মেঘাচ্ছন্ন মনে হয় তখন। সুখ বলে কিছুই থাকে না জীবনে। জীবনটা একেবারে দুর্বিষহ হয়ে ওঠে। খুব সুন্দর লিখেছেন আপনি, ধন্যবাদ আপনাকে।

একটা কথা মানতেই হয় যে মানুষ নিমেষে পরিবর্তন হয়ে যায়।। কথার সাথে কাজের মিল থাকেনা আপনি এরকম অনেক বাস্তব কথাই বলেছেন।। আর হ্যাঁ আপনার ছেলেকে দেখতে অনেক সুন্দর লাগছে।

অসংখ্য ধন্যবাদ আমার পোস্টে পড়ার জন্য এবং আমার অনুভূতিগুলো বোঝার জন্য আপনাদের দোয়ায় শুভকামনা রইল

প্রিয় মানুষটা হঠাৎ করেই আসে আবার হঠাৎ করেই আমাদের জীবন থেকে চলে যায়। আসলে আমাদের জীবনে কতটুকু ভালবাসার প্রয়োজন আছে, আর কতটুকু ভালোবাসার প্রয়োজন নেই। সেটা একমাত্র সৃষ্টিকর্তাই জানে।

তবে আমরা হয়তোবা প্রয়োজনে অপ্রয়োজনে মানুষকে নিজেদের জীবনের সঙ্গী হিসেবে গ্রহণ করি। হঠাৎ করে যখন চলে যায়, তখন অনেক বেশি কষ্ট পাই। ধন্যবাদ নিজের মনের অনুভূতি গুলো শেয়ার করার জন্য। ভালো থাকবেন।