স্মরণী একটি দিনsteemCreated with Sketch.

in hive-120823 •  6 months ago 

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন আপনাদের মাঝে স্মরণী একটি দিনের কথা শেয়ার করব।

  • ২৭ ফেব্রুয়ারি
  • মঙ্গলবার।

IMG_20240227_170800_680.jpg

  • ঢাকায় আসার উদ্দেশ্য রওনা দিলাম তখন বাজে সকাল ১১ টা জীবনে প্রথম রিক্স নিয়ে বাড়ি থেকে বের হলাম। চাকরির উদ্দেশ্য , জীবনের কোন কিছু না করে হাত গুটিয়ে বসে থাকলে জীবনে অনেক কিছু থেমে যায় তাই ভাবলাম জীবনের একটা রিক্স নেয়াই ভালো। বাবা-মাকে অনেক করে বুঝলাম কিন্তু তারা আমাকে না যেতে দেওয়ার সম্মতি জানালো বেশ কিছুটা হতাশ হয়ে গেছিলাম। বুকে সাহস নিয়ে নিজের কাছে চলার মতন টাকা গুছিয়ে আমার বেস্ট ফ্রেন্ডের ও অনুমতি নিয়ে বাড়িতে কাউকে না বলে আমি আর আমার ছেলে ছোট ভাই ঢাকার উদ্দেশ্যে আসলাম। মনের ভিতরে কত রকম কথা চিন্তা ভাবনা করে সারা পথ মনের সাথে যুদ্ধ করে আমার জায়গায় এসে পৌছালাম। ভাবছিলাম ভুল করছে না তো সবার বিরুদ্ধে গিয়ে।

জীবন মানে যুদ্ধ যে যতদূর নিজের সাথে যুদ্ধ করেন সামনের দিকে এগিয়ে যেতে পারে। আজ রিক্স নিয়েছিলাম বলে আমি নিজে কিছু করার সুযোগ পেয়েছি।

IMG_20240227_173528_078.jpg

ঢাকায় পৌঁছাতে আমার সময় লাগছিল প্রায় নয় ঘন্টা। বাড়ি থেকে মিথ্যা বলে চলে আসা নিজের কাছে খুব খারাপ লাছিলো,, কান্না করতে করতে সারাপথ পাড়ি জমিয়েছি। নিজেকে তৈরি করার জন্য। মনে জেদ খাটিয়ে চলে আসছি।

আম্মু কে বলছি বোনের বাড়ি বেড়াতে যাচ্ছি তিনি তো আপন মনে যেতে দিলেন। প্রায় একদিন পরে বাড়িতে জানিয়ে দিলাম যে আমি ঢাকায় আসছি চাকরি করার জন্য আম্মু তো এটা শুনে কান্নাকাটি শুরু করে দিয়েছে ভাবছিলাম তারা বকাবকি করবে কিন্তু আমি সুন্দর করে বুঝিয়ে তাদেরকে আমার ঠিকানা কোথায় চাকরি করি আমার স্যারের নাম্বার দিয়ে কথা বলিয়ে দিলাম তারপরে তারা বিশ্বাস করল।

IMG_20240227_173433_285.jpg

ঢাকায় আমার পরিচিত লোক ছিল আপনজন কিন্তু তাদের সাহায্য ছাড়াই আমি আমার এক পরিচিত আপুর দাঁড়ায় একটা চাকরির ব্যবস্থা করলাম। এখন বর্তমানে জায়গাটা অনেক আমার জন্য সেপটির। ম্যানেজমেন্টের ম্যানেজার পদে নিয়োগ দিয়েছিল তাতে আল্লাহর রহমতে চাকরিটা হয়ে গিয়েছে। যেহেতু আমার আগে থেকে ল্যাপটপ কম্পিউটার সম্পর্কে ধারণা ছিল আর আমার সার্টিফিকেট ও অর্জন করা আছে এজন্য আমার কাছে এই চাকরিটা আমার কাছে বেটার মনে হয়েছে।

সেই আপুর দাঁড়ায় কোম্পানির পাশে সময় লাগে এমন জায়গা দেখে একটা রুম ভাড়া নিলাম। মিডিয়াম কোনরকম থাকার মতন প্রতিমাসে চার হাজার টাকা করে। আমি রুমটা ভাড়া নিয়ে সেখানে থাকা শুরু করলাম। কারো সাহায্য ছাড়া এই পর্যন্ত আসো আমার পক্ষে সম্ভব হতো না।

বাড়ি থেকে কাউকে না বলে আসা নিজের কাছে অনেক বড় রিস্ক। আলহামদুলিল্লাহ এখন নিজের মতো করে চলা শিখে গিয়েছি। বেশ নিজের কাছে অনেক ভালো লাগে। নিজের সাথে যুদ্ধ করে আজ এই পযন্ত আসছি। ইনশাআল্লাহ একদিন ভলো জায়গা পৌঁছাতে পারবো।

বেশ কয়েকদিন বিভিন্ন কাজে বিজি থাকার কারণে আমি এই প্লাটফর্মে নিয়মিত কোন কিছুতে অংশগ্রহণ করতে পারিনি বা পোস্ট করতে পারিনি পরবর্তী আমার কাটানো দিন গুলো আপনাদের সাথে শেয়ার করব

তোর মত এখনো শেষ করছি লেখার ভিতর কোন ভুল-ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

Loading...

আজ আপনি বাড়ি থেকে ঢাকায় যাওয়ার উদ্দেশ্য রওনা হয়েছিলেন এবং সেই অভিজ্ঞতা আমাদের মাঝে তুলে ধরেছেন। পোস্টটিতে শেয়ার করা আপনার প্রতিটা ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। আপনি ঢাকায় নতুন চাকরিতে জয়েন করেছেন এজন্য আপনাকে অনেক অভিনন্দন।।

ধন্যবাদ আপনাকে।।

Posted using SteemPro Mobile

অসংখ্য ধন্যবাদ ভাইয়া পোস্ট টা পড়ার জন্য 😊 আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল।

আপনাকেও অনেক ধন্যবাদ, আমার মতামতের উওর দেওয়ার জন্য।।

Posted using SteemPro Mobile