নিম একটি উপকারী গাছsteemCreated with Sketch.

in hive-120823 •  11 months ago  (edited)

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করব আশা করি সবার ভালো লাগবে এবং উপকারে আসবে।

  • নিম একটি উপকারী গাছ

IMG_20240215_114635_353.jpg

  • নিম অতি পরিচিতি একটি গাছ। কোন ও কিছু স্বাদ তিতা হলেই সঙ্গে সঙ্গে আমরা নিমের সাথে তুলনা করি। কিন্তু তিতা হলেও নিম মানুষের অতি উপকারী বৃক্ষ। নিম গাছের নির্মল হওয়ার যেমন উপকারী তেমনি এই গাছের বিভিন্ন অংশ পাতা ফুল ফল ও ছাল আয়ুর্বেদ শাস্ত্রে পঞ্চামৃত নামে অভিহিত। ডিমের ডাল যেমন দাঁতন হিসাবে ব্যবহৃত হয় তেমনই প্রসূতিগৃহে, অসুস্থ রোগীর বিছানায় নিমের পাতা এখনো স্থান পায়। বাড়ির দখিন নিম গাছ থাকলে সে বাড়িতে কোন ও রোগ ব্যাধি ঢুকতে পারে না এমন কথা সু পরিচিত।

IMG_20240215_112718_888.jpg

  • নিম চাষ খুবই সহজ। শুধু রোপন করলেই হয় এর বংশবিস্তার বীজ দিয়ে এবং শাখা কলমের মাধ্যমে করা যায়। নিম গাছ সারা বছর রোপন করা যায়। তবে উপযুক্ত সময় হচ্ছে জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। জুন জুলাই মাসে বীজ সংগ্রহ করে ১০ থেকে ১৫ দিনের মধ্যে বীজ বপন করতে হয় চারা উৎপাদন করার জন্য। চারার বয়সে এক বছর হলে রোপন করা যায়।

১.নিম বীজের তেল ব্যাপকভাবে প্রসাধন শিল্পে এবং সাবান ও কীটনাশক হিসেবে ব্যবহৃত হয়।

২.নিমের পাতার রস ঘা ফোড়া চুলকানির চর্মরোগ গুটি বসন্ত খোসা পাচরা পানি বসন্ত হাম ব্রণ জ্বর সর্দি কাশি করা উচিত বদ হজম কৃমি কপ বমি কুষ্ঠ প্রমহে রোগ সারায়।

৩.নিমের তেল দিয়ে বাতি জ্বালানো যায়।

IMG_20240215_112839_650.jpg

৪.নিমের তেল মাথা ঠান্ডা রাখে উকুন মারে চুল বাড়ায় চুল পড়া বন্ধ করে খুশকি দূর করে।

5.নিমের বাকল বাথরুম ও জ্বরের খুব উপকারী।

6.নিমের কাট খুব উন্নত মানের এতে ঘুন ধরে না নিম কাঠের গৃহ নির্মাণ আসবাবপত্র তৈরি নৌকা ও জাহাজ নির্মাণ করা যায়।

7.ইউরিয়া সারের সাথে নিম পাউডার মিশিয়ে জমিতে প্রয়োগ করলে ২৫ ভাগ ফলন বেশি হয়।

8.নিমের গুড়া উদ্ভিদের পুষ্টি উপাদান মাটিতে সংরক্ষণ করে রাখতে সাহায্য করে মাটির ক্ষতিকারক পোকামাকড় ধ্বংস করে।

নিমের ক্ষতি কর ব্যবহার :

১.নিম প্রাচীনকাল থেকে গর্ভনিরোধক হিসেবে ব্যবহৃত হয়। তাই গর্ব অবস্থায় বা সন্তান নিতে ইচ্ছুক হলে নিমের তেল বা নিম পাতা থেকে তৈরির ট্যাবলেট এড়িয়ে চলা উচিত। ও গর্ভপাতের ঝুঁকি বাড়ায়।

2.এছাড়া আপনার শরীরের আপনার প্রয়োজন অনুযায়ী টানা কত দিন নিমপাতা খাওয়া যেতে পারে সেটা একজন বিশেষজ্ঞের থেকে জেনে নেওয়া উচিত। কারণ একনাগরে এটি খেতে থাকলে শরিলে নানা ক্ষতি দেখা যায়।

আজকের মতো এখানে শেষ করছি লেখার ভিতর কোন ভুল ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

নিম পাতা অনেক উপকারি এটা আমরা সবাই জানি।তবে আপনার পোস্টের মাধ্যমে আরও নতুন তথ্য জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে।

অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল।

আপনাকেও অনেক ধন্যবাদ।

নিম গাছ অত্যন্ত উপকারী একটি গাছ। যে বাড়িতে একটি নিম গাছ আছে ধরে নিতে হবে সে বাড়িতে অধিকাংশ রোগের চিকিৎসা আছে। নিম গাছের ঔষধি গুনাগুনের কথা বলে শেষ করা যায় না। খুব সুন্দর ভাবে আপনি নিমের গুনাগুন ও ক্ষতিকর দিক বর্ণনা করেছেন। এমন তথ্য সমৃদ্ধ একটি পোস্ট লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপু অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাদের দোয়া ও শুভকামনা রইল

আপু নিম সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আজ আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। নতুন করে আমার আরো বেশ কিছু জিনিস জানা হলো নিম সম্পর্কে। নিম সত্যি উপকারি একটি বৃক্ষ। এর সবকিছু আমাদের উপকারে আসে। নিমের গুণাগুণ বলে শেষ করা যায় না।

আপনাকে অনেক ধন্যবাদ গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের উপহার দেয়ার জন্য। ভালো থাকবেন।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল।

Loading...

নিম গাছের পাতা সাধারনত খুবই উপকারি ৷ আদিম যুগের মানুষেরা এই পাতাকে বেটে তারা সেবন করে অনেক উপকার পেয়েছে ৷ সে অনুযায়ী এই নিম পাতা এখনো অনেক কার্যকারিতা পাওয়া যায় ৷

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান সময়টা দিয়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল

নিম শরীরের পক্ষে খুবই উপকারী এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া রোজ নিমপাতা সেবনের থেকে সাধারণ মানুষকে দূরে থাকাই উচিত বলে আমি মনে করি, বিশেষ করে গর্ভবতী মহিলাদের নিম পাতা সেবন করা একদমই উচিত নয়।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার মূল্যবান সময়টা দিয়ে আমার পোস্টটা সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাদের দোয়া ও শুভকামনা রইল।

নিম পাতার উপকার সম্পর্কে আমি আগে থেকে জানতাম তবে আপনার লেখাগুলো পড়ে আবারো জানতে পারলাম।

আমিও রূপচর্চা করার জন্য মাঝেমধ্যে নিম পাতার সাথে কাঁচা হলদে মিস করে নেই।

আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটি বিষয় আমাদের কাছে উপস্থাপনা করার জন্য।

অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টা দিয়ে আমার প্রশাসনের একটি মন্তব্য করার জন্য মাঝে সাঝে আমিও হলুদ ও নিম পাতা দিয়ে একসঙ্গে বেটে এটা রূপচর্চার জন্য ব্যবহার করি।

হলুদ আর নিমপাতা একসাথে বেটে যদি রূপচর্চা করা হয় তাহলে কিন্তু মুখে ব্রণ উঠে না।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার কমেন্টে পড়ে সুন্দর একটি রিপ্লাই দেওয়ার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

খুবই সুন্দর একটি পোস্ট করেছেন আজকে।। নিম পাতার গুণ অনেক রয়েছে কিন্তু এর সঠিক চিকিৎসা আমরা অনেকেই জানিনা।। তাই সর্বপ্রথম আমাদের নিমপাতা উপকারিতা সম্পর্কে যেনে এটি ব্যবহার করা উচিত।।

অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য নিম পাতা আমাদের অনেক উপকার। আপনাদের দোয়া ও শুভকামনা রইল

আমি অনেক কে দেখতাম নিমপাতা নিয়ে এসে গরম পানিতে দিত। তারপর সেই রস দিয়ে অনেক ব্যথা দূর করতো।।