অসমাপ্ত ভালোবাসার গল্পsteemCreated with Sketch.

in hive-120823 •  9 months ago 

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন ভাবে পোস্ট নিয়ে হাজির হলাম।

  • অসমাপ্ত ভালোবাসার গল্প

IMG_20240203_093608_136.jpg

  • ভালোবাসা ক্ষনিকের জন্য নয়, ভালোবাসা অন্তত কালের জন্য। তাও কেন জানি এক সময় কেউ না কেউ ঠিক ছেড়ে চলে যায়।তখন ভালোবাসা দুইটি নয় বরং একটি হৃদয়ের হয়ে থেকে যায়। ভালোবাসার অনুভূতি আজব রকম হয়ে থাকে। কখনো কষ্টের মাঝে লুকানো সুখ খুজে পাওয়া যায়।

  • প্রিয় মানুষ ছেড়ে চলে গেলে ও তার সুখের কামনা করা যায়। কেন না অসমাপ্ত ভালোবাসা ও ছেড়ে চলে হওয়ার ব্যথা সত্যি খুব কাঁদায়।

  • তুমি যাকে ভালোবাসো তাহলে তাকে মুক্তি দাও, ডানা ঝাপটে উড়তে দেও খুলে দেও তোমার করা এইসব অভিমানের বেড়ি, যদি ফিরে না আসে তাহলে ভেবে নিও সে তো তোমার কখনোই ছিলই না। কোনদিনই তোমার ছিলো না।

IMG_20240202_104459_805.jpg

  • পরিবারের বাহিরের একটা মানুষকে নিয়ে আকাশ কুসুম ভেবে যে পৃথিবীটা সাজায় সে পৃথিবীটা নিছকই তাসের ঘর। আমরা সেটা বুঝি না। বুঝলে ও মানতে চাই না। আমরা কিছু প্রাণী সরল মন নিয়ে ঘুরে বেড়াই। আর দিন শেষে সেই আমরাই ঠকেই যাই।

  • আমরা বারংবার বিশ্বাস করি, মনে ভরসা রাখি এবার হতো ভালো কিছু ঘটবে। সেই আকাশ কুসুম কল্পনায় পৃথিবীতে আমরা আবার হেরে যায়। আমরা ধাক্কার পর ধাক্কা না খেলে বাস্তবতা বুঝতে পারি না।

  • আমরা বাহিরের সম্পর্ককে গুরুত্ব দিতে গিয়ে পরিবারের সাথে মনের দূরত্ব বাড়িয়ে দেয়। কিন্তু দিন শেষে আমরা যখন বাহিরের একটা বাহিরের একটা মানুষের কাছে হেরে যায়। তখন সেই পরিবারের সবাই আমাদের জেতার সাহস জোগান দেন।

  • আমরা কেউ কেউ আবার ও ঘুরে দাড়ায়, আবার কেউ কেউ ভাবি এই পৃথিবী আমাদের অনুকূলে নয়। এখানে সব থেমে যায়। আমরা ঘুরে দাড়ানোর অনুপ্রেরণার অভাবে চিরতরে হারিয়ে যায়। অনন্তের ঐ পাড়ে।

IMG_20240202_134417_367.jpg

  • আসলে আমরা বড্ড বোকা। বোকাদের জন্য পৃথিবীর সব কিছু প্রতিকূলেই থাকে। তবুও আমাদের বাঁচতে হবে। একবুক আশা নিয়ে বাঁচতে হবে। প্রতিকূলের সাথে লড়াই করতে হবে। সমস্যা গুলোকে জাস্ট কিছু না। বলে এড়িয়ে যেতে হবে।

  • ঘুটঘুটে অন্ধকার একটু খানি আলোর খোঁজ যে পথে মিলবে সেই পথ ধরে এগিয়ে যাওয়ার নাম জীবন। সুদিন আসবে অবশ্যই আসবেই ইনশাআল্লাহ।

  • এত সংকট, এত বিস্ময়, এত প্রাপ্তি, অপ্রাপ্তি। যোগফল টানতে টানতে খাতা ফুরিয়ে যায়।আহা জীবন। জীবনকে যত প্রকাশ করতে যাইবা তত বহিঃপ্রকাশ হয়ে যাবে। তাই সমাপ্ত নামের ফুলস্টপ দিয়ে সামনে এগিয়ে যাওয়ার পথ বের করতে হবে। তবে যে যাই বলুক সেটা হক স্বার্থপর,, বেইমাই,, নাটক, অভিনয় করে জীবন পরিচালনা করাকেই জীবন বলে।

  • মনে রাখতে হবে জীবনের সবচেয়ে কঠিন কষ্টগুলো নিজেকেই ভোগ করতে হয়। জীবনের সবচেয়ে কঠিন কঠিন যুদ্ধে একাই লড়তে হয়। নিজের পাশাপাশি সম্পর্কের অপর পাশের মানুষটাকেও যে ভালো রাখতে হয়। এমন মন মানসিকতা খুব কম মানুষেরই আছে।

আজকের মতো এখানে শেষ করছি। লেখার ভিতর ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

Loading...

আসলে আমরা মানুষেরা অনেক বোকা। নিজের মনের সম্পূর্ণ ভালোবাসা দিয়ে অন্য আরেকটা মানুষকে ভালোবাসি, কিন্তু দেখা যায় যাকে নিয়ে আকাশ পরিমাণ স্বপ্ন দেখেছি। সে মানুষটাই একটা সময় আমাদের স্বপ্নগুলো ভেঙে দিয়েই চলে যায়।

আজকে আপনার লেখা পরিদর্শন করতে গিয়ে মনে হল। আপনার মনের ভেতরে আকাশ পরিমাণ অভিমান আছে, কোন একজন মানুষকে ঘিরে। আসলে যে আপনাকে বুঝতে চায় না। তার কাছে অভিমান অভিযোগ কোন কিছুই করা ঠিক নয়। নিজেকে একটু সময় দিন এবং এমনভাবে নিজেকে তৈরি করুন, দেখবেন অনেক মানুষ আপনাকে ভালোবাসার জন্য পাগল হয়ে যাবে। ধন্যবাদ নিজের মনের অনুভূতিগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

অসংখ্য ধন্যবাদ আপু এখন কারোর উপরে অভিমান করিনা। শুধু চেষ্টা করি কিভাবে সামনের দিকে এগিয়ে যাব নিজের ভবিষ্যৎ তৈরি করব এটা নিয়ে। এগুলো ছিল আমার আবেগ এজন্য মাঝে মাঝে যখন খুব খারাপ লাগে কষ্ট লাগে তখন মন চায় কাউকে এগুলো বলতে কিন্তু যাদের সাথে বলবো তারা এগুলো শুধু গল্প আকারে ধরে নেবে এই জন্য ভাবলাম বিশ্বস্ত এই প্লাটফর্মে নিজের কথাগুলো শেয়ার করি হয়তো লেখাগুলো বৃথা যাবেনা।

প্রথমেই বলবো আপনার ফটোগ্রাফি গুলো অসম্ভব সুন্দর হয়েছে।। সেই সাথে আপনি ভালোবাসা নিয়ে কিছু বাস্তব কথা বলেছেন যেটা আমার অনেক বেশি ভালো লেগেছে।। ধন্যবাদ জানাই এত সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট লেখার জন্য।।

অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য এবং তার সাথে ছবিগুলো আপনার কার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম। আর লেখাগুলো পড়ার জন্য ধন্যবাদ।

মনে রাখতে হবে জীবনের সবচেয়ে কঠিন কষ্টগুলো নিজেকেই ভোগ করতে হয়। জীবনের সবচেয়ে কঠিন কঠিন যুদ্ধে একাই লড়তে হয়। নিজের পাশাপাশি সম্পর্কের অপর পাশের মানুষটাকেও যে ভালো রাখতে হয়। এমন মন মানসিকতা খুব কম মানুষেরই আছে।

  • আপনার সম্পূর্ণ লেখাটা মন ছুয়ে দিলেও উপরোক্ত লাইন গুলি আমার সব থেকে বেশি ভালো লেগেছে। জীবন আসলে এমনই, আপনার লড়াইয়ের সমব্যথী অনেকেই হতে পারবে, তবে লড়তে আপনাকেই হবে।

  • খুব সত্যি বলতে আমাদেরকে কেউ ভালো রাখবে, এই প্রত্যাশাই আমাদের জীবনে আরও বেশি কষ্ট বয়ে আনে। তাই প্রত্যাশা না রেখে জীবনকে জীবনের মতন করে উপভোগ করে, কাটিয়ে দেওয়াই ভালো। নিজের অনুভূতিগুলো এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

অসংখ্য ধন্যবাদ নিজের কাছে অনেক ভালো লাগছে আমার অনুভূতি আমার মনের কথাগুলো শেয়ার করে আপনাদের যে ভালো লাগবে এটা নিজের কাছে অনেক গুরুত্ব।

অসমাপ্ত ভালোবাসা যে কত বড় কষ্টদায়ক সেটা আমি নিজে বুঝি আমিও একজন কে অনেক ভালোবাসি তাকে পাবো না জেনেও অনেক ভালোবেসে ছিলাম ৷ কিন্তু তার কোন চেষ্টা ছিলো না যদিও আমি অনেক বুঝাইছিলাম তবুও একটুও বুঝে নাই ৷ ওর প্রতি যে মায়া সৃষ্টি হয়েছিলো সেটা আসলে কোন দিন ভোলার নয় ৷

যাই হোক আপনার লেখাটি আসলে অনেক সুন্দর হয়েছে ৷ ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

অসংখ্য ধন্যবাদ আমার পোস্টে পড়ে আপনি আপনার অনুভূতিগুলো শেয়ার করলেন। ভালোবাসা থেকে দূরে থাকাই ভালো।

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাই আমার মন্তব্যে রিপ্লে দেওয়ার জন্য ৷ শুভকামনা রইলো আপনার জন্য ৷ ভালো থাকবেন 🧡 দিনটি আপনার জন্য শুভ হোক এই কামনাই করি সৃষ্টিকর্তার কাছে ৷