শৈশবের প্রাথমিক বিদ্যালয়ের ঘুরতে যাওয়া কিছু মূহুর্ত শেয়ার করলাম।steemCreated with Sketch.

in hive-120823 •  last year 

সবাই কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন,, আমি ও ভালো আছি,, পরিক্ষার কারোনে বিজি থাকাতে আপনাদের মাঝে নতুন কোন পোস্ট করতে পারছি না।

ঘুরতে যাওয়ার কিছু মুহূর্ত : শৈশবের শুরু মানুষ প্রাথমিক শিক্ষা দিয়ে বড় হয়। আজ অনেক দিন পরে সেই সৃতি ময় স্কুলে ঘুরতে গেলাম বিকাল বেলায়, স্কুলে আছে খেলার জন্য, দোলনা, আরো অন্য কিছু,, আমার ও মন চাইলো খেলা করতে,, বেশ আনন্দ অনুভব করলাম।

IMG_20231124_164416_194~2.jpg

IMG_20231124_163246_879.jpg

IMG_20231124_162129_414.jpg

যেহেতু স্কুলটা মাঠের মাঝখানে,, পরিবেশ টা সুন্দর ও মনোরম স্থান। প্রকৃতির প্রশান্ত বাতাস,, চার পাশে সবুজে ছাওয়া গাঁয়ের পাকা রাস্তা,, বাড়ি আশার সময় খেয়াল করলাম সবুজে ছেয়ে গেছে মাঠ,, এটা সরিষা খেত। আমি মনে মনে বল্লাম এই তো দুদিন হলো মাঠে ধান ছিলো।

IMG_20231124_165313_374.jpg

সোনালি খেত আর এখন সবুজে ছেয়ে গেছে, অপরুপ চিত্র।

ভেতো শাক : ফেরার পথে কিছু মেয়ে খেতের মাঝ খান থেকে উঠে আসছে বেশ কিছু খন আমি দাড়িয়ে থাকলাম, ভেতো শাক শীত কালে বেশি দেখা যায়। সরিষা খেতে, আমার খুব পছন্দের শাক। পৃথিবীতে অন্য দেশে ও ভেতো শাক পাওয়া যায় অন্যান্য স্থানীয় নাম আছে। কিন্তু সাতক্ষীরাতে আমরা ভেতো শাক বলে থাকি।

IMG_20231124_162647_964.jpg

ভেতো শাকের উপকারিতা : এ শাকে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন এ, সি, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম। ত্বকের ফোসকা থেকে মুখের ঘা কোষ্ঠকাঠিন্য ভেতো শাকের উপকারিতা পাওয়া যায়।ভেতো শাকের উপকারিতা যে ভাত পাতের শাক ভাজায় খেলেই মিলবে তা নয়। বিভিন্ন দিক ও রয়েছে এই শাকের উপকারিতা।
গাদা ফুল: স্কুলের পাশে ছোট একটা জায়গায় এই ফুল গাছ লাগানো দেখলাম, বিশেষ করে ফুল আমার খুব প্রিয়, গাদা ফুল একটি সুগন্ধি ফুল যা সর্বত্র জন্ময় এবং গৃহসজ্জায় ব্যবহত হয়।

গাদা ফুলের উপকারিতা : ত্বকের জন্য গাদা ফুলের অনেক গুনাগুন আছে। গাদা ফুলে আছে বেশ কিছু উপকারী রাসায়নিক উপাদান, ক্ষত নিরাময় করতে গাদা ফুলের ও পাতা উপাদান আছে।

IMG_20231124_161507_557.jpg

IMG_20231124_161500_588.jpg

কলা ফুল : কলা ফুল গাছ আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। কলা ফুল গাছ মূলত বর্ষাকালিন ফুল লাল কলা ফুল। বাংলাদেশের অধিকাংশ জায়গায় এই ফুল দেখা যায়। এই ফুলের সুবাস খুব সুন্দর।

IMG_20231124_161454_420.jpg

উপকারিতা : কলার এই ফুলের নির্যাস শরীর ম্যালেরিয়ার পরজীবির বৃদ্ধি রোধ করতে সহায়তা করে।

আমার শখ: যেহেতু স্কুল জীবনে সাইকেল চালিয়ে স্কুল যেতাম,, তাই সাহস করে বড় ভাইয়ের সাহায্যে আজ আমি মটর বাইক চালাতে পারি।। গ্রাম অঞ্চল এই সব মানুষ দেখলে নানা কথা বলে।। মানুষের শখের দাম ১০০ টাকা এমন একটা প্রবাদ আছে,, আজ নিজের একটা শখ পুরন করতে পেরে নিজের কাছে আনন্দ অনুভব করছি।

IMG_20231124_154843_188.jpg

আজকের মতোন এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন,, সবার জন্য দোয়া ও শুভকামনা রইল,, আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

আপনি বাইক চালাতে পারেন,এটি একটি প্রশংসা করার মতো কাজ।হে আপু শখের তোলা
আশি টাকা।কে কি বলল,তা নিয়ে ভাববেন না ।আর ভেতো শাক আমরা পছন্দের একটি শাক। শীতকালে টমেটো, গম বা সরষে ক্ষেতে বেশি দেখা যায়। আপনার শৈশবের স্মৃতি বিজড়িত স্কুলটি দেখে আমার খুব ভালো লাগলো। মনে হচ্ছে আমার স্কুলের ছবি গুলো ই দেখছি। খুব ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। ভালো থাকবেন সবসময় আপু। ধন্যবাদ আপনাকে।

আপু ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য,, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Loading...

আপনার আজকে পোষ্টের মাধ্যমে অনেক কিছু উপভোগ করতে পারলাম অনেক মিস করছি সেই গ্রামের সৌন্দর্য। নিজের গ্রামের কিছু সৌন্দর্য আপনার পোস্টের মাধ্যমে আমি দেখে আসলে অনেক খুশি হয়েছি।

শুভকামনা রইল আপনার জন্য ভালো এবং সুস্থ থাকবেন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, যারা প্রবাসী তারা গ্রামের সৌন্দর্য কে মিস করে,ভালো থাকবেন।

শৈশবের প্রাথমিক বিদ্যালয়ের ঘুরতে যাওয়া কিছু মূহুর্ত শেয়ার করেছেন ৷ আর ঘুরতে গিয়ে অনেক ফুলের ছবি তুলে প্রতিটি ফুলের বর্ণনা বেশ সুন্দর ভাবে তুলে ধরেছেন ৷ তার পাশাপাশি আপনি একটি বড় ভাইয়ের সাহায্যে মোটরবাইক চালানো শিখেছেন ৷ আপনার পুরো লেখাটি অনেক সুন্দর ভাবে উপাস্থাপন করেছেন ৷

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি লেখা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য,, সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল।

আপ্নারা যেটাকে ভেতো বলেন ওটাকে আমরা বলি বধুয়া শাক। এগুলো সাধারণত গমের জমিতে বেশি হয়। খুব ভালো লাগলো আপনার করা ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ সুন্দর উপস্থাপন করেছেন।

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ,, আমার পোস্ট টা পড়ার জন্য

সামনের দিনগুলিতে আশা করি আরো এমন পোস্ট বেশি বেশিবপাবো। ভালো থাকবেন।

চেষ্টা করবো ইনশাআল্লাহ কিন্তু বিজি থাকার কারনে পোস্ট করতে পারছি না,, পরিক্ষা ৩০ তারিখ থেকে।

পরীক্ষা ভালো ভাবে শেষ করুন। এর পর এক্টিভিটি বাড়িয়ে দিন। শুভকামনা।

গ্রামের মানুষ অনেক কথাই বলে তাই বলে কখনো মন খারাপ করবেন না। জীবনটা আপনার আপনার মত করেই উপভোগ করার চেষ্টা করুন। হয়তো বা একটা এক্সিডেন্ট জীবনে ঘটে গেছে। তাই বলে জীবন শেষ হয়ে যায়নি।

আজকে আপনি আপনার শৈশবের প্রাথমিক বিদ্যালয় ঘুরতে গিয়েছেন। সেখানে গিয়ে অনেক আনন্দ করেছেন। সেই সাথে কিছু শাকসবজি তুলে নিয়ে এসেছেন তার উপকারিতা সম্পর্কে আমাদের সাথে আলোচনা করেছেন।

আপনার শখ আপনি মোটরসাইকেল চালাবেন। আজকে সেই সবটা পূরণ করতে পেরে নিজেকে অনেক বেশি ভাগ্যবান মনে করছেন। অসংখ্য ধন্যবাদ আপনার জীবন থেকে কিছু কথা আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

অনেক ধন্যবাদ আপু,, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য,, ভালো থাকবেন সব সময়,, আপনার জন্য শুভকামনা রইল।