Better Life With Steem | The Diary game | February 23, 2024 |steemCreated with Sketch.

in hive-120823 •  7 months ago 

আসসালামুয়ালাইকুম

  • একটা সুন্দর দিন
  • ফেব্রুয়ারি ২০২৪
  • শুক্রবার

সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন, আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো সুন্দর একটি দিন।

  • সকালে ফ্রেশ হয়ে, ছেলেকে ও ফ্রেশ করে নিজে একটা চা বানিয়ে খেলাম। ছেলেকে নুডুলস খাওয়ানোর জন্য রেডিমেট তার জন্য নুডুলস রান্না করে দিলাম। শুধু সিদ্ধ করে দিলে সে আবার খায় না। তার গালে স্বাদের প্রয়োজন। এজন্য খুব সহজে এবং যাতে তাড়াতাড়ি রান্না করা হয়ে যায়। সবকিছু একসাথে দিয়ে নুডুলসটা রান্না করে নিলাম।

IMG_20240223_172257_246.jpg

  • কিছুক্ষণ পরে আম্মু বলছে দুপুরে রান্নার জন্য গাছ থেকে সিম পড়ার জন্য আমি ও আমার ভাবি দুইজনে মিলে কতগুলো দানা ওয়ালা সিম পারলাম যদিও বাড়ির গাছের সিম ইচ্ছেমতো দাঁড়াওয়াল সিম দেখে পারলাম সিম আমার কাছে বেশ ভালো লাগে বিশেষ করে দানাযুক্ত সিমগুলো।

IMG_20240218_095616_900.jpg

  • এখন যেহেতু বরুইয়ের সিজোন নানা প্রকারের বরুই দেখা মিলবে। ভাবি তার বাবার বাড়ি থেকে অনেকগুলো টক বড়ই আনছিল খুব টক যে এমনও না কিছু টক কিছু মিষ্টি খেতে অসাধারণ ছিল ভাবিকে বললাম বরইগুলো সুন্দর করে ভর্তা করতে তিনিও আমার কথা ফেলতে পারলেন না সাথে সাথে বরই গুলো সুন্দর করে ধুয়ে কাঁচা মরিচ সরিষার তেল এবং কাসুন্দি দিয়ে সুন্দর করে মাখিয়ে আমার সামনে নিয়ে হাজির যেহেতু আমি ভর্তা জাতীয় জিনিস যেমন তেঁতুল ভর্তা , আম ভর্তা, বরুই ভর্তা, সবকিছু পরিমাণ মতো খায় বেশি খেলে আমার গলার সমস্যা দেখা দেয় এক কথায় ঠান্ডা লেগে যায়।

IMG_20240222_172314_357.jpg

  • বিকাল টাইম ছেলেকে নিয়ে মাঠের রাস্তার দিকে হাঁটতে বের হলাম সেতো ট্রাক্টর দেখে তাতে উঠবে বলে বায়না ধরল। সে মনে মনে ভয় পাচ্ছিলো, প্রথমে উঠতে চেয়ে পরে না ওঠার ইচ্ছে পোষণ করলো আমি তাকে সুন্দর করে বুঝিয়ে ট্রাক্টর এর উপরে বসিয়ে দিলাম সে তার মন মত ট্রাক্টর চালানো শুরু করল আমি বেশ মনে মনে হাসতে শুরু করলাম। আমি যখন ট্রাক্টরের হাত দিচ্ছি মাঝে মাঝে তখন সে বলছে হাত দিয়ে না ওতে ভয় 😅

IMG_20240223_160230_473.jpg

  • বিকাল টাইমে গিয়েছিলাম বাজারে বিকাশ থেকে টাকা উঠানোর জন্য বাজারে গেলে অনেক কিছু নজরে পড়ে কিন্তু লোক লজ্জার ভয় সুন্দর করে ছবি তোলার অভ্যাসটা এখনো তৈরি করতে পারলাম না নিজের কাছে সংকোচবোধ লাগে। এই যে দেখছেন কতগুলো কার্টুন তৈরি করা এখানে প্রত্যেকটা কার্টুন এর ভিতরে বরুই ভর্তি। এই কার্টুনগুলো বিভিন্ন এলাকায় পাঠানো হয়। ট্রাকে করে বিশেষ করে তারা ঢাকায় পাঠিয়ে দেয়।

IMG_20240223_164406_479.jpg

  • বিকাশ থেকে টাকা উঠানো শেষ, আমি প্রথমে গিয়েছিলাম প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনে নিয়েছিলাম তারপরে ছেলের জন্য তার পছন্দমত খাবার চকলেট কিনে নিয়েছে, আমারও খুব পছন্দের মত একটা আইসক্রিম কিনে নিলাম আইসক্রিম আমার খুব পছন্দ সেটা গরমকাল হোক আর শীতকাল চোখের সামনে আসলেই আইসক্রিম খেতে মিস করি না। ঝাল মুড়ি কিনলাম কিনে সোজা বাড়িতে চলে আসলাম।

IMG_20240223_165535_275.jpg

আজকের মতো এখানে শেষ করছি কোন ভুলভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

  ·  7 months ago 

@tipu curate

Thank you

জ্ঞান দিচ্ছি সেটা ভাববেন না প্রথমেই জানিয়ে রাখি, আজকে আপনার সাপ্তাহিক পোস্ট তথা কমিউনিটিতে আপনার কমেন্ট সংখ্যা দেখে এক রকম বাধ্য হয়েই এই মন্তব্য করছি।
ব্যাক্তিগত জীবনে আমরা সকলেই কম বেশি ব্যস্ত কিন্তু ভুলে গেলে চলবে না এটাও আপনার একটা পরিবার। কাজেই এই পরিবারের প্রতি আপনার নূন্যতম দায়িত্ব থাকবে না এটা আশা করা যায়? আপনি আমার জায়গায় থাকলে কি অনুভব করতেন। অন্য একদিন নয় আপনার লেখার বিষয় নিজের মন্তব্য করতে হাজির হয়ে যাবো, যেদিন আপনার কাজবদেখে আমি গর্বিত হবো।

প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ নিজের কাছে অনেক গর্বিত বোধ মনে হচ্ছে আপনার কমেন্ট পেয়ে অনেক খুশি লাগছে, এই প্লাটফর্মে আমারও কমবেশি দায়িত্ব আছে ইনশাল্লাহ চেষ্টা করব পরবর্তী ধাপে নিজেকে আরো কাজে ধাবিত করব। আপনার কমেন্ট পেয়ে আরো বেশি উৎসাহিত হয়েছে।

Loading...

বাচ্চাদের মধ্যে নুডুলস খাওয়ার প্রবণতাটা অনেক বেশি বেড়েছে। প্রায়ই যতগুলো পোস্ট পড়ি মোটামুটি সবখানেই কেন যেন নুডুলস নাস্তা হিসেবে নিত্যই থাকে। হয়তো এটা ঝটপট তৈরি হয় বলে সবাই এটা বানাতে আগ্রহী। আপনি এখনো বাহিরে ক্যামেরা বের করে ছবি তুলতে ইতস্তত বোধ করেন। সাহস করে ছবি তুলে ফেলবেন। দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ভালো থাকবেন।

সকালে ফ্রেশ হয়ে, ছেলেকে ও ফ্রেশ করে নিজে একটা চা বানিয়ে খেলাম।

একটা চা নয়, কথাটা হবে এক কাপ চা যদিও ভুলটি খুবই সামান্য, কিন্তু তবুও উপরোক্ত লাইনটি আমি উল্লেখ করলাম। কারণ ছোট্ট ভুলের কারণে আপনার এই বাক্যটির মানে সঠিকভাবে বোঝা যাচ্ছে না। এই ভুলগুলো, লেখা শেষ করে পোস্ট করার পূর্বে, যদি আপনি একবার ভালো করে পড়ে নেন, তাহলে খুব সহজেই আপনার চোখে পড়বে। শুধু একটু মনোযোগ সহকারে নিজের লেখাটা পোস্ট করার আগে পড়ে নেবেন, এটাই অনুরোধ। সারাদিনের কার্যক্রম শেয়ার করার জন্য ধন্যবাদ জানাই আপনাকে। ভালো থাকবেন।

অসংখ্য ধন্যবাদ আপু আমার ভুলগুলো ধরে দেওয়ার জন্যপরবর্তী পোস্ট করার সময় ভুলগুলো সঠিক করে পোস্ট করব।

ছোটবেলায় দেখেছি আমার মামা ট্রাক্টর চালাতো, মামা যখন আমাদের বাড়িতে ধান ভাঙ্গানোর জন্য আসতো। আমি পাগল হয়ে যেতাম ট্রাক্টারে ওঠার জন্য, তখন মামা আমাকে ট্রাক্টারে উঠিয়ে অনেকদূর নিয়ে যেত। আজকে আপনার ছেলেকে ট্রাক্টারে বসতে দেখে, সেই দিনটার কথা মনে পড়ে গেল। ধন্যবাদ একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

  • এই টক মিষ্টি বরুইগুলো আসলেই খুব দারুণ লাগে খেতে। আর যদি ভর্তা করে নেওয়া যায় তাহলে তো কোন কথাই নেই। নিজেদের সবজি বাগানের সবজির আলাদা স্বাদ। দানাওয়ালা সিম আমারও খুব ভালো লাগে।

  • আইসক্রিম পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া যাবে নাকি। এটি সবার কাছেই পছন্দ বিশেষ করে চকবার। খুব ভালো লাগলো আপনার দিনের কার্যক্রম গুলো পড়ে। ধন্যবাদ
    আপনাকে।

সকালে উঠে ফ্রেশ হয়ে চা তৈরি করলেন ছেলের জন্য নুডুলস রান্না করে দিলেন ৷ তারপর দেখলাম অনেক বড়ই পেরেছেন আর বড়ই ভর্তা আসলেই অনেক টেস্টি ৷ অনেক মজা করে খেয়েছেন বুঝি ৷

যাই হোক ধন্যবাদ আপনাকে আপনার সারাদিনের কার্যক্রম গুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য ৷

সিম আর আলু ভাজি আমার খেতে বেশ ভালো লাগে।। আর হ্যাঁ বড়াই গুলো দেখে খুবই লোভনীয় লাগছে।। এইতো গরম পরছে আর আইসক্রিম খাওয়ারও ধুম পড়ে যাবে।।।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আইসক্রিম আমার খুব প্রিয় 🥰

তুলনামূলক ছেলেদের চাইতে মেয়েরাই আইসক্রিম বেশি খায় সেই সাথে ফুচকা 😊