আমাদের জীবনে মা হলো শ্রেষ্ঠ শিক্ষক।

in hive-120823 •  12 days ago 

বিসমিল্লাহির রহমানির রহিম।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আসেন সুস্থ আসেন। আমি ও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ।

আমি আপনাদের মাঝে নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি তা আপনাদের মাঝে তুলে ধরতে এবং শেয়ার করতে চলে আসলো। বিষয়টি হলো আমাদের জীবনের প্রথম শিক্ষক মা।

মা আমার জীবনে শ্রেষ্ঠ শিক্ষক। শুধু আমার না সবারই প্রত্যেকটা মানুষেরই আগে যার জন্মগ্রহণ করছে এখনো যা করতেছে ভবিষ্যতে যা করবে সকল সকল মানুষেরই শিক্ষক মা। এবং আরো ভালো করে বলতে গেলে । পৃথিবীর শুরু থেকেই শেষ পর্যন্ত সকল মাখলুকাত শিক্ষক হলো মা

pexels-photo-7105610.jpeg
Link:

কিন্তু মায়ের সাথে সম্পর্কটা অরজিনাল যার কোন ভেজাল নাই। মায়ের সাথে সম্পর্কটা শুরু হয় যখন মায়ের গর্ভে থাকে তখন থেকেই তাদের সম্পর্কটা শুরু

আমরা যখন পৃথিবীতে আসি শুরু থেকেই আমাদের পাশে আমাদের মা থাকে। খারাপ সময় হোক বা ভালো সময় সম্প্রদায় আমাদের পাশে থাকে। মার থেকে ভালো কেউ হতেই পারে না ।পৃথিবীতে এবং মার কোন তুলনা হয় না।

কথাটির মধ্যে দুটি অক্ষর থাকলেও তার ওজন অনেক এবং কথাটির মধ্যেই একটি মধুর ডাক রয়েছে।

আমরা যখন কিছু কিছু বুঝতে শিখি তখন থেকেই আমাদের জীবনের গুরুত্ব বিষয় গুলো শিখানোর দায়িত্ব নেয় আমাদের মা। আমরা যারা কথা বলতে পারি তাদের প্রথম কথাই হয় মা। কথা থেকে শুরু করে, কিভাবে হামাগরি দিতে হবে তা, মায়েদের থেকে আমরা শিখতে পারি।

pexels-photo-5480399.jpeg

Link:

হামাগুড়িতে এখন যখন একটু একটু করে দাঁড়াতে পারি তখন পাশে থেকে মা‌‌। আরেকটু সাহস দিয়ে দাঁড়ানোর চেষ্টা করাই। আমাদের জীবনে আরেকটি গুরুত্ব পূর্ণ বিষয় হলো খাবার।

আবার কিভাবে খেতে হবে তা মা নিজে খাবার খেতেও আর শিখাতো কিভাবে খাবার খেতে হয়।
পানি খেতে হয়। যখন ছোটবেলার দিন চলে যায় একটু একটু করে বড় হয়। তখনই আমাদের সামনে একটি বই দিয়ে দেয়। আমাদের সামনে বই থাকা সত্ত্বেও মায়েরা মুখে মুখে আমাদেরকে বলে।

pexels-photo-5303546.jpeg

Link:

মায়ের মুখ থেকে বলতে বলতে আমরা অনেক কিছুই শিখে ফেলি। এবং আমরা আর একটু যখন বুঝতে শিখি তখন আমাদের কোন স্কুলে ভর্তি করে দেয় প্রথম কয়েক মাস আমাদের শুধু আসা-যাওয়া নিয়ে থাকে আর সকল দায়িত্বে নিয়ে পড়াশোনা শিখে আমাদেরকে স্কুলে পাঠায় আমাদের মা।

pexels-photo-5867237.jpeg

Link :

পড়াশুনার পাশাপাশি আমাদের সমাজে এবং মানুষদের সাথে কিভাবে চলতে হবে কিরকম ব্যবহার করতে কাকে কি রকম সম্মান করতে হবে।সেগুলো শিখায়। আমরা প্রাইভেট কোচিং বা ইত্যাদি আরো বিভিন্ন জায়গায় পড়ে থাকি না কেন। ১-২ দিন ভালো করে বুঝাবে কিন্তু তৃতীয় দিন ধমক দিয়ে বুঝাবে।

আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন কোচিং বা প্রাইভেট পড়তাম না ।আমার মাই আমাকে পড়াইতো। আমি ভালোই বুঝতাম একটু রাগারাগি করত না যখন আমি ষষ্ঠ শ্রেণীতে উঠলাম তখন থেকেই প্রাইভেট কোচিং এরা মায়ের মত আর মজা করে পড়াই না বা শান্তি পায় না।

আমাদের জীবনে যেরকম জ্ঞান দরকার তার পাশাপাশি নৈতিক শিক্ষা ,বুদ্ধিমত্তা, এগুলোর দরকার আছে নৈতিক শিক্ষা। বলতে মনে পড়ে গেল। সকালবেলা যখন আম্মু উঠে নামাজ পড়তো সকাল সকাল আমিও উঠতাম আম্মুর সাথে নামাজ পড়তাম কিন্তু আম্মু যখন কুরআন তেলাওয়াত করত আমি আর ওটা করতে পারতাম না।

কুরআন শিখার জন্য আমাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিল। সকাল সকাল আম্মুর সাথে মাদ্রাসায় যেতাম আমার কাছে খুব ভালো লাগতো।

পৃথিবীর সকল মায়ের প্রতি আমার সম্মান ও শ্রদ্ধা মা জাতি আছে বলেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক হল মা । মা মানে একের ভিতর সব, আজকে পোস্টটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আপনি ঠিকই বলেছেন, আমাদের সকলের জীবনের সর্বশেষ্ঠ শিক্ষক আমারদের মা। ছোটবেলা থেকে আজ পর্যন্ত জীবনের চলার পথে প্রয়োজন এমন সকল কিছু মায়ের কাছ থেকেই শেখা। আমরা জন্মগ্রহণ করার পর প্রথম যে শব্দটা মুখ থেকে বের করি সেটা হলো মা।

হাঁটতে শেখা থেকে, কথা বলা সব কিছুই মায়ের কাছ থেকে শিখে থাকি। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

ঠিক বলেছেন ভাই, আমরা পৃথিবীতে আসার পরে প্রথম শব্দটাই মা। শুধু আমাদের জীবনে না পৃথিবীতে যে সকল মাখলুকাত আছে শুরু থেকে শেষ পর্যন্ত সবারই প্রথম শিক্ষক হিসাবে মা হয়।

ঠিক বলেছেন, আমাদের জীবনে অনেক গুরুত্ব বিষয় গুলো মায়ের কাছ থেকে শিখা। তার মধ্যে বেশি গুরুত্ব আছে কথা বলা হাটা ব্যবহার ইত্যাদি।

আমার পোস্টটি পর এত সুন্দর একটি কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

মা শব্দটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ ও শিক্ষনীয় আমাদের জন্য তাই মায়ের সাতে কারো তুলনা করাই বোকামি। যত দিন বেচে থাকবো তত দিন মায়ের কাছ থেকে কিছু না কিছু শিখে থাকি আমরা। প্রথম কথা বলা থেকে শুরু করে হাঁটতে শেখা সব কিছু মায়ের কাছ থেকেই শিখে থাকি। ভালো থাকবেন।

প্রধান শিক্ষক হচ্ছে আমাদের মা। জীবনের প্রথম যখন আমরা পড়তে শুরু করি, তখন কিন্তু সেটা মায়ের কাছ থেকেই প্রথম শিক্ষাটা আমরা পেয়ে থাকি। একটা কথা আছে যে পরিবারে শিক্ষিত মা আছে। সেই পরিবারটা শিক্ষিত হয়ে ওঠে। তাইতো হয়তোবা কেউ একজন বলেছিল, তার নামটা আমার এখন মনে পড়ছে না। যে তোমরা আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি দেব।

শিক্ষার কোন শেষ নেই কিন্তু মায়ের কাছ থেকে পাওয়া শিক্ষাগুলো, আমাদের জন্য অমূল্য সম্পদ। সেই শিক্ষাগুলো কে পুঁজি করে আমরা জীবনে অনেক দূরে এগিয়ে যেতে পারি। ধন্যবাদ চমৎকার বিষয় নিয়ে আলোচনা করার জন্য। ভালো থাকবেন।

ঠিক বলেছেন আপু একটু পরিবারে তো মা থাকলে ওই পরিবারটা শিক্ষিত পরিবার হয়ে ওঠে, আমাদের এলাকাতেই ভালো একটা স্টুডেন্ট ছিলে কিন্তু তার মা অশিক্ষিত হওয়ায় ছেলেকে বেশি পড়াশোনা করতে দেয়নি গার্মেন্টসে কাজ করে আর কিছুদিন পরেই বিয়ে করে দিয়েছে।

ধন্যবাদ আপু আমার পোস্টটি পড় এত সুন্দর একটি কমেন্ট করার জন্য

আমার কাছে মনে হয় পড়াশোনায় যদি কেউ ভালো হয়। তাকে অবশ্যই সুযোগ দেয়া উচিত। পরিবারের সবাই শিক্ষিত হবে তা কিন্তু না। কিন্তু যে মানুষের মেধা ভালো যে মানুষটা পড়াশোনা করে ভালো কিছু হওয়ার চিন্তাভাবনা করে। পরিবারের সবাই মিলে তাকে সুযোগ করে দিয়ে অনেক দূর এগিয়ে যাওয়ার পথ দেখানো উচিত। এতে করে অন্ততপক্ষে সেই পরিবার উঠে আসতে পারে। আজকে যদি সেই মা তার ছেলেকে পড়াশোনা করা তো। তাহলে হয়তোবা গার্মেন্টসে চাকরি করতে হতো না ভালো একটা চাকরি পেতো।

আপনি ঠিকই বলেছেন আমাদের জীবনে প্রথম শিক্ষা হলো মা। মায়ের মধ্যে দিয়ে বেড়ে ওঠা ।মায়ের হাত ধরে প্রথম পথ চলা ।আর মায়ের হাত দিয়ে আমাদের প্রথম হাতে খড়ি। মা শব্দটা ছোট হলেও ।ডাকটা সুমধুর । মা ছাড়া আমাদের সবকিছুই অসম্পূর্ণ। আপনার সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

ঠিক বলেছেন মা ডাকের মধ্যে একটি মুদ্রতা আছে সৃষ্টি কত সুন্দর করে মা জাতিকে তৈরি করেছে। মা ডাকের মধ্যেই মনে শান্তি লাগার একটি জিনিস আছে। ঠিক বলেছেন যাদের সংসারে মা আছে তারা সংসারটি স্বয়ংসম্পূর্ণ আর যাদের সংসারে মা নেই তারা অসম্পূর্ণ।

ধন্যবাদ আমার পোস্টটি পড়ে এত সুন্দর কমেন্ট করার জন্য

এটা অবশ্য আপনি ঠিক কথা বলেছেন আমাদের জীবনে শিক্ষার জন্যই থেকে থাকে সেটা শুধুমাত্র আমাদের মা আমাদের মার কাছ থেকে আমরা যে শিক্ষার্থী পাই সেই শিক্ষার্থী আমরা আর কোন জায়গা থেকে পাইনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটি বিষয় আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।

সত্যি ভাই আছেন আমরা শুরু থেকেই এখন পর্যন্ত আমাদের ব্যবহার আচার-আচরণ শিক্ষা এগুলো নিয়ে আমাদের এখনো শিখায়। কারো সাথে কি রকম ব্যবহার করতে হবে, একটি পরিবারে কিন্তু মা থাকলে ওই পরিবারটা সুন্দর এবং সুশিক্ষিত হয়ে ওঠে। যাতে মা শিক্ষিত না তারাও আল্লার রহমতে ভালো শিক্ষিত হতে পারে কিন্তু তাদের কষ্ট করতে হয়।

ধন্যবাদ ভাই আমার পোস্টটি পড়ে এত সুন্দর ভাবে একটি কমেন্ট করার জন্য

প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটি বিষয়বস্তু নিয়ে পোস্ট শেয়ার করার জন্য। আসলে মা শব্দটি নিয়ে যতই লিখতে যাই না কেন, ততই কম মনে হবে। মায়া এমন একটা শব্দ যার অর্থ কখনো বলে শেষ করা যাবে না। আপনার টাইটেলটি পড়ে খুব ভালো লেগেছে। আসলেই আমাদের জীবনে মা হলো সব থেকে বড় শিক্ষক।
একজন মা সর্বপ্রথম নিজের সন্তানকে কথা বলতে শেখায়। মা হল সবকিছুর ঊর্ধ্বে।

খুব সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

আমাদের জীবনে যেরকম জ্ঞান দরকার তার পাশাপাশি নৈতিক শিক্ষা ,বুদ্ধিমত্তা, এগুলোর দরকার আছে নৈতিক শিক্ষা।

নিঃসন্দেহে এটা চিরন্তন সত্য একটি কথা আপনি বলেছেন যেটা অনেক মূল্যবান। আমাদের নৈতিকতার বড্ড অভাব।

হুম, মা আমাদের সকল সন্তানের জন্যই প্রথম এবং শ্রেষ্ঠ শিক্ষিকা। এজন্য একজন মানুষের স্বভাবজাত কিছু অভ্যাস থাকে যেটা চাইলে ও সে পরিবর্তন করতে পারে না।

আপনার বাস্তব জীবন ও মায়ের সাথে অতিবাহিত করা মূল্যবান মতামত জেনে খুবই ভালো লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি লেখা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আপনার পরবর্তী আকর্ষণীয় লেখা পরিদর্শনের অপেক্ষায় রইলাম ভাই। ভালো থাকুন, সুস্থ্য থাকুন।

ঠিক বলেছেন দিদি এখন আমাদের নৈতিক শিক্ষার অভাব রয়েছে,শিক্ষা মানব জীবন ও সমাজের অন্যতম মৌলিক বিষয়। এটাকে জীবনের ভালো ও সঠিক নীতি অনুসরণের নৈতিক শিক্ষা হিসেবে সংজ্ঞায়িত করা যেতে পারে । এটি সততা, সত্যবাদিতা, দয়া সহানুভূতি ইত্যাদির

ধন্যবাদ দিদি আমার পোস্টটি পড়ে সুন্দর একটি কমেন্ট করার জন্য