বিসমিল্লাহির রহমানির রহিম |
---|
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। |
---|
আজকে আমি আপনাদের মাঝে নতুন এক অন্যরকম বিষয় নিয়ে হাজির হয়েছি বিষয় টি শুনতে কিছু হাস্য কর। বিষয়টি হলো আমাদের পুকুরে পাঙ্গাস মাছের ওজন কমে যাওয়ার চিন্তা তারপর সমাধান।
এক সপ্তাহ আগে আমাদের মাছের ওজন নেওয়া হয়েছিল তখন থেকেই জানতে পারি খাদ্য দেওয়ার তুলনায় মাছের ওজন একদম কম হচ্ছে।
তারপর থেকেই আব্বুর মাথায় আর ওই পুকুরের মাছের দায়িত্ব যে ছিল তার মাথায় চিন্তায় এসে ভর করে। জানার চেষ্টা করে তারা কি কারণে মাছের ওজন কমছে।
আমাদের পুকুরে বা বিলে ১৫ থেকে একমাস একবার না হলেও ওজন দেওয়া হয় মাছের কি অবস্থা সে কারণে 15 দিন আগে ওজন দেয়া হয়েছিল তখন মোটামুটি ঠিকঠাকই ছিল এখন ১৫ দিন পর খাদ্য খাওয়ার তুলনায় মাছের ওজন একদম কমে গিয়েছিল।
আগে যা খাদ্য দিয়েছিল এখন তার চেয়ে দুই বস্তা বেশি খাদ্য দেওয়া হয় কেননা আমাদের প্রতি ১৫ দিন পরপর খাদ্যের হিসাব হয় কত বস্তা গিয়েছিল কত বস্তা লাগবে। ওইখান থেকেই খাদ্য খাওয়ানোর হিসাব আর কত বস্তা আরো লাগবে তার হিসাব পেয়ে যায়।
আমাদের প্রতি মাসে পাঙ্গাসের খাদ্য বস্তায় হিসেবে প্রতিদিন দুই বেলা ১৬ বস্তা করে মাসে৪৮০ বস্তা খাদ্য লাগে। পাঙ্গাসের খাদ্য এমন যা একদিন খাদ্য না থাকলে না খাদ্য দিলে এক সপ্তাহ খাদ্য খাওয় যা ওজন হতো তা একদিন এই চলে যায়।
Link:
এক সপ্তাহ আগে যখন আমরা মাছ ওজন দিয়েছিলাম তখন দুদিন আগে খাদ্য শেষ হয়ে গিয়েছিল ১.৫ বেলা খাদ্য দিতে পারে নাই সে কারণে অনেকটাই ওজন কমার আশঙ্কা থাকতে পারেন আরেকটা বিষয় ওজন কমার কারণ হতে পারে আমাদের পাঙ্গাস মাছের সাথে কিছু খাদ্য বেশি খাবার মাছ থাকার কারণে কিছু সংকট মাছ খাদ্য না খাওয়াই তাদের ওজন কমে যেতে পারে।
এই মাছগুলো মূলত যে রকম বয়লার মুরগীদের মত যে কোনরকম খাদ্য দিয়ে অল্পদিনেই বড় করে তুলতে পারে সেরকম পাঙ্গাস মাছ অল্প কয়েকদিন খাদ্য দিলেই কিছু পরিমাণ যত্ন করলেই এগুলো মাছ বড় হয়ে ওঠে।
এই মাছ গুলোর মধ্যে যেরকম আয় থাকে সেরকম বেয়াই থাকে। এই মাসের মধ্যে যদি কারো লাভ হয় তাহলে দুই থেকে তিন ডাবল লাভের আশা করতে পারে যার লস হবে তার সমান সমানই দুই থেকে তিন ডাবল লসের আশঙ্কা থাকতে পারে।
যারা ব্যবসা করে তারা মনে করে রিক্স না নিলে ব্যবসায় লাভ করা যায় না ব্যবসাতে যত রিস্ক নিবেন ততই ব্যবসাতে লাভবান হতে পারবেন। প্রথমে আমাদের পুকুরে একটি জেলে দল নিয়ে এসে আমাদের পুকুরে জাল টেনে টেনে দেখে কোন খাদক মাছ আছে কিনা সেগুলো ওইখান থেকে বের করে আমাদের বড় বিলে ফেলে দেবে যা চিন্তা করেছিল তাই পেয়েছিল কিন্তু অল্প পরিমাণে।
গতকালকে একজন ডাক্তার এনে পানি পরীক্ষা করেছিল পানি পরীক্ষা করার কোন দরকারই ছিল না কেননা আমাদের দুই পুকুরে সব সময় মটর থেকে পানি পড়তে থাকে কিছু রোদ থাকলে। তারপর ডাক্তারের একজন কর্মচারীকে একটি মাছ তুলতে বলে ওই মাছের ওজন দেখে এর চেহারা দেখে কিছুক্ষণ হাতিয়ে দেখেন মাছের মাথা দেখে ইত্যাদি আরো কিছু পর্যবেক্ষণ করে তারপর ওই মাছটাকে একটি ছুরি দিয়ে কেটে দেখে ভিতর ছোট ছোট পোকার মত রয়েছে পাকস্থলীর মধ্যে।
তারপর কারণ বুঝতে পারে মাছের ওজন কমার কারণ খুঁজে পাই এর পড়ি আব্বুকে ডাক্তার একটি প্রেসক্রিপশন হাতে ধরিয়ে দেয় কিছু পরিমাণ ঔষধ মাছকে দিতে হবে ডাক্তার পরে যাই ওষুধ দিলে ইনশাআল্লাহ মাছের আর কোন সমস্যা হবে না।
আজকের পোস্টের লেখা এখানেই সমাপ্ত ঘোষণা করছি সকল ভাল থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন
পাঙ্গাস মাছ বড় করা এটি একটি লাভজনক ব্যবসা তবে এই ব্যবসায় যেমন লাভ আছে তেমনি লসও আছে পাঙ্গাস মাছ যখন বৃদ্ধি হয় অল্প খাবার খেয়ে তখন একজন কৃষকের বেশি লাভ হয় আবার যখন পাঙ্গাস মাছ বেশি খাবার খায় মাছ ততটা বৃদ্ধি হয় না তখন অনেক লসের সম্মুখীন হতে হয় তবে এর সমাধান আপনি খুব ভালোভাবেই উল্লেখ করছেন । আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটি আর্টিকেল আমার তোমাকে উপস্থাপনা করার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit