লেয়ার মুরগি লালন পালন করার নিয়মাবলী (শেষ পর্ব )

in hive-120823 •  10 days ago 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

Collage_2025-01-23_06_38_22.jpg

লেয়ার মুরগি লালন পালন করার নিয়মাবলী আজকে শেষ পর্ব আপনাদের মাঝে তুলে ধরতে চলে আসলাম।

মানুষ যখন নিজে বা পরিবারকে ভালোভাবে সুখে স্বাচ্ছন্দে রাখার জন্য, একটি উদ্যোগ গ্রহণ করে ওই উদ্যোগের পিছনে অনেক কঠোর পরিশ্রম দেয় ওটা সফল হওয়ার জন্য ,যেসব ব্যক্তিরা সফল হয় তারা সামনে আরো ভালো ভালো উদ্যোগ নেওয়ার জন্য পদক্ষেপ নেই ,আর যেসব ব্যক্তি উদ্যোগ নেওয়ার পরে ব্যর্থ হয়ে পড়ে, তাদের মনে শক্তি বা আত্মবিশ্বাস হারিয়ে ফেলে এটা আর হবে না।

IMG20250122165855.jpg

একই কথা তাদের মুখে থাকে এটা আমি হই বা আপনি হন একটা উদ্যোগ নেওয়ার পর ওই উদ্যোগে অনেক অনেক অর্থ দেওয়া হয়। যখন অর্থ গুলো ক্ষতির সম্মুখিন হয় তখন মন থেকে সেটার আর ভরসা পাওয়া যায় না।

সুন্দর উদ্যোগের গুলোর মধ্যে একটি হলো লেয়ার মুরগির লালন পালন করা, এটা গত কয়েকটি পর্বে আপনাদের সাথে সামান্য কিছু তুলে ধরতে পেয়ে আমার খুব ভালো লাগছে।

IMG20250122170030.jpg

ঘরে মুরগির বাচ্চা তোলার পর তুষ গুলো প্রতিদিন নাড়াচাড়া করে দিতে হবে, পানি দেওয়ার পর বা খাওয়ার পর ভিজে যায় তাহলে সেগুলো উঠিয়ে রৌদ্র দিয়ে, পরবর্তীতে আবার দিয়ে দিবেন, তিন থেকে চারদিন পর ওই সমস্ত দোষ গুলো তুলে রোদ্রে দিয়ে শুকিয়ে , মুরগির বাচ্চার বিষ্ঠা গুলো চালনির সাহায্যে ফেলে দিতে হবে আবার পরবর্তী টাইমে ওইগুলো তুলে আবার যেগুলো প্রস্তুত করেছেন সেগুলো বিছিয়ে দিতে হবে।

IMG20250122165946.jpg

ওদের আনার পর ১৫ থেকে ১৭ দিন পর প্রথম ভ্যাকসিন দিতে হবে, ওইটা মূলত নিজেরা দেওয়া যায় না ,ওদের কে দেওয়ার জন্য একজন অভিজ্ঞ ডাক্তার বা অভিজ্ঞ লোক দিয়ে দেওয়া লাগে, মেশিনের সাহায্যে দেওয়ার পর, ওদের কে শিশু বাচ্চার মতো জ্বর ঔষধ খাওয়া তেই হবে ,না হলে ওদের শরীরের অবস্থা খুব খারাপ হয়ে যাবে।

IMG20250122165909.jpg

২০ থেকে ২৫ দিনের পরেই ঠুট অল্প পরিমাণ তাপের সাহায্যে ছোট করে ফেলতে হবে না হলে ওদেরকে ঠুকরে ঠুকরে রক্ত বের করে দিবে আহত করে দেবে। ঠোঁট তাপের সাহায্যে ছোট করা হয়, তখন কিছু মুরগির রক্ত বের হয়, তাদেরকে ওষুধ খাওয়া রক্ত পড়লে বন্ধ করে দিতে হবে জ্বরের ওষুধ খাওয়াতে হবে।

IMG20250120165017.jpg

যখন মুরগির বয়স এক মাসের উপরে হয়ে যাবে তখন আবার আরেকটি ভ্যাকসিন দেওয়া লাগবে, সেটাও মূলত মেশিনের সাহায্যে ডাক্তারের পরামর্শই ডাক্তার বা অভিজ্ঞ লোক দিয়ে দিবে।

দিন যেতে থাকবে মুরগির বাচ্চা বড় হতে থাকবে,২ মাস অতিবাহিত হওয়ার পর খাঁচার জন্য মাথায় টেনশন চলে আসবে পুরাতন খাঁচা কিনব না নতুন খাঁচা, নতুন খাঁচার ক্ষেত্রে লাখ খানিক টাকা বেশি লাগবে পুরাতন কাঁচা কিছুটা কম লাগবে টাকা,

কাচাই তোলার ৮ থেকে ১০ দিন আগে মুরগির ঠোঁট গুলো কেটে দিতে হবে যাতে কাউকে ঠুকুর মারলে ব্যথা না পায়। নিজেরাও যাতে টুকরা টুকরা না করতে পারে, এই ঠোঁট কাটার ফলে প্রতিটা মুরগির ঠোঁট থেকে রক্ত বের হয় ওরা খাবার বন্ধ করে দেয় পানিও বন্ধ করে দেয়, খেতে গেলি দূর থেকে রক্ত বের হয়, রক্ত বন্ধ করার ওষুধ তার সাথে জ্বরের ওষুধ, খাওয়াতে হবেই ‌।

IMG20250120165025.jpg

ওদের এই সমস্যা সমাধান হতে সব দেখা লেগে যাবে, মুরগির আবার খেতে পারলে তারপর কয়দিন পরেই খাঁচায় তুলে খাওয়াতে থাকবেন ডিমের আসার অপেক্ষায়।

আজকের লেখায় এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন।

আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আজ আমাদের লেয়ার মুরগি পালার শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাক।। একটি পরিবার অনেক পরিশ্রম করে ভালো কিছু পাওয়ার আশায়।।। পৃথিবীতে যেকোনো ব্যবসা করার জন্য সর্বপ্রথম সঠিক পরামর্শের প্রয়োজন।। সঠিক পরামর্শ মানুষকে সঠিক জায়গায় নিয়ে যেতে পারে।।

মুরগির শেষ পর্বে বুঝতে পারলাম এই মুরগিগুলোকে ভ্যাকসিন দিতে হয় নিয়মিত।। সব মিলিয়ে আপনি খুবই চমৎকার ভাবে চারটি পর্বের মধ্যে দেখিয়েছেন মুরগি পালার সঠিক নিয়ম।।

Avengers_Allies_Team._2.png

আপনার লেখা অত্যন্ত তথ্যবহুল এবং সুন্দর হয়েছে। লেয়ার মুরগি লালন-পালনের প্রতিটি ধাপ এত নিখুঁতভাবে তুলে ধরেছেন যা যে কোনো নতুন উদ্যোক্তার জন্য অত্যন্ত সহায়ক হবে। আপনার এই উদ্যোগ সত্যিই প্রশংসার যোগ্য। ভবিষ্যতে আপনার আরও সফলতার কামনা করছি। আল্লাহ আপনার সহায় হোন।


Best regards
You created exclusive and quality content
We wish you a happy new year 2025
Team 01 - Steemit Explorers Team

image.png

@damithudaya

Dear,
sir @damithudaya
Thank you very much for your valuable support. Many prayers and blessings to you. 💐

আপনি লেয়ার মুরগি লালন পালনের কিছু নিয়মাবলী শেয়ার করেছেন। আমাদেরও ছোট্ট একটা ফার্ম ছিল। তাই মুরগি লালন পালনের অনেক নিয়মাবলী আমার জানা আছে। আপনি ঠিক যেরকম ভাবে মুরগি লালন পালন করছেন ।আমাদেরও ঠিক একই রকম ভাবে করা হতো। অনেক সময় আমরা বাড়িতে দু-একটা ছোট্ট মুরগি লালন পালন করতাম ঠিক একই রকম ভাবে। আপনার সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Actually it is my dear, in every chickens you brought as day old you have to vaccine them to protect them from any harm .

Good luck in your contest

Thank you so much. For nice comment

You are welcome brother

লেয়ার মুরগি পালন করা শেষ পর্বে আপনি চমৎকার ভাবে আমাদের সাথে শেয়ার করেছেন ক্লিয়ার মুরগির বয়স এক মাস হলে কি করতে হবে এরপরে লেয়ার মুরগির তুষ ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে খাবার দেয়ার পরে তাদের প্রতি অনেক বেশি লক্ষ্য রাখতে হবে যদিও আমি এখনো পালন করা শুরু করিনি তবে ভবিষ্যতে একটা পরিকল্পনা আছে তবে আপনার পোস্ট পরিদর্শন করে অনেক কিছুই জানতে পারলাম অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন।