বিসমিল্লাহির রাহমানির রাহিম। |
---|
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। |
---|
সৌন্দর্য বলতে আমরা শুধু মানুষের চেহারা তার সাথে পোশাক দুইটাই দেখা হয় আমাদের এই সমাজে একটি লোকের চেহারা রং কালো বা ফ্যাকাসে বলে ই ওই মানুষটি অসুন্দর নয় সৃষ্টিকর্তা সবাইকেই সুন্দর করে বানিয়েছেন।
এই সৌন্দর্য সৃষ্টিকর্তার আশীর্বাদ একটি মানুষ সব দিক দিয়েই সৌন্দর্য হতে পারেনা সৃষ্টিকর্তা একদিন দিয়ে বা একদিক দিয়েই তাকে অসুন্দর রেখেই দেয়।
এখনকার সময় মানুষের চেহারা বা পোশাক দেখেই সব জায়গায় তাকে মূল্যায়ন করা হয়। কর্মক্ষেত্রে কেউ কাজ দেখে প্রথমে তাকে সিলেক্ট করে না তার পোশাক তার চেহারা দেখে এখন ভালো কোম্পানিগুলোতে মানুষ সিলেক্ট করে কাজের উপর বিবেচনা করে না।
এখন মানুষ যদি কালো হয় বা শ্যামলা হয় এখন অল্প কিছুক্ষণের জন্য হলেও তার সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারে,
সৃষ্টিকর্তা সবাইকেই একই চোখ প্রদান করেছে ঠিক আছে, কিন্তু চোখের মধ্যেও একেকজনের একেক সুন্দর্য লুকিয়ে আছে আমি যেটাকে সৌন্দর্য বলব আপনি সেটাকে সৌন্দর্য নাও বলতে পারেন, আমি একটি সৌন্দর্যকে যেভাবে ব্যাখ্যা দিব। ওই সৌন্দর্যর ব্যাখ্যা আমার সাথে একমত নাও হতে পারেন আরো সুন্দর করে ভালোভাবে দিতেও পারেন।
মানুষের চেহারা মরার পরে মনে রাখে না শুধু তার কাজকর্ম তার ব্যবহার মনে রাখে এ সৌন্দর্য মানুষগুলো সব জায়গায় সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারবে কিন্তু তার মর্যাদা তার সুন্দর ব্যবহার ফুটিয়ে তুলতে পারবে না, চেহারাকে সুন্দর না বলে তার কাজকর্ম ব্যবহারে সৌন্দর্য এই টাই প্রশংসনীয়।
আমাদের সমাজে কিছু ব্যক্তি বা মানুষ আছে, একই পরিবারে একই মায়ের, সন্তান জি শ্যামলা বা কালো ওই লোকটি নিয়েই বাইরে মানুষের অনেক মন্তব্য থাকে পরিবারের সদস্যর কাছে । ওই লোকটিকে অনেক কটু কথা শুনতে হয় পরিবারের লোকের কাছ থেকেও বাইরের লোকের কাছ থেকে, যার মন সুন্দর আমার মতে সে পৃথিবীর সবচাইতে বেশি সুন্দর।
আমার মতে সৌন্দর্য বলতে একটি মানুষের সুন্দর মন সাথে অনেকগুলো গুণাবলী থাকে যেমন মানুষটি আত্মবিশ্বাসী পরোপকারী মানুষগুলোকে ভালবাসে সম্মান করে, এটাই হলো প্রাকৃতিক সৌন্দর্যতা।
কোন অনুষ্ঠানে পরিবারের সদস্যই হোক বা দাওয়াত দেওয়ার কোন সদস্যই হোক একজন কালো থাকলে একজন ফর্সা থাকবে একটা পরিবারে সেটা দেখে অন্য মানুষগুলো সমালোচনা করে একদমই উচিত নয়। ওই মানুষটা যে কষ্ট পেতে পারে সেটা আমাদের খেয়াল থাকে না।
ওই অসুন্দর ব্যক্তি বা মানুষ যদি নিজেকে মনে করে আমি পৃথিবী থেকে সবচেয়ে সুন্দর ব্যক্তি তাহলে তার মনে কখনো এই চেহারা নিয়ে কষ্ট থাকবে না দুঃখ থাকবে না।
রোজ সকালে ঘুম থেকে উঠেই সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করুন ,আর যখনই আয়নার দেখবেন নিজেকে দেখে বলুন বাহ তুমি অনেক সুন্দর তোমার নিজের মতো কারো সুন্দর নেই । তাহলেই চেহারা নিয়ে সকল দুঃখ কষ্ট চলে যাবে এক নিমিষে।
একটি মানুষ চেহারাকে সুন্দর করার জন্য সারা জীবন এর পিছনে অনেক টাকা ব্যয় করে থাকে, এ সৌন্দর্য টাকে টিকিয়ে রাখার জন্য আবার কেউ সৌন্দর্য টাকে আরো ফুটিয়ে তোলার জন্য,। বয়স হলে সবাই বৃদ্ধ হবে এটাই স্বাভাবিক বৃদ্ধ সময় সবার চেহারায় সৌন্দর্য ফুরিয়ে যায়।
এই পোস্টটি লেখার উৎসাহ আমাদের বাড়ির কয়েকটা বাড়ির পরেই একটি বড় আপু থাকে আজকে তাকে ছেলেপক্ষ হিসেবে দেখতে এসেছিল কালো শ্যামলা বলে তাকে পছন্দ হয়নি 😥বলে চলে গিয়েছিল পাত্রপক্ষ।
আজকের পোস্ট এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন।।
আসলে একটা মানুষের বাহিরের সৌন্দর্যের চাইতে মনের সৌন্দর্যের মূল্য আমরা খুব কম দিয়ে থাকি বর্তমান সময়ে সাদা চামড়ার মানুষ আর টাকা-পয়সাওয়ালা মানুষদেরকে মানুষ অনেক বেশি পছন্দ করে একটা জিনিস আমি দেখেছি যে মানুষটা সুন্দর তার খোঁজখবর নেওয়ার জন্য মানুষ ব্যস্ত হয়ে পড়ে আপনি পরিবারের কথা বলেছেন।
পরিবারের মধ্যে যে মেয়েটা সুন্দর তার বিয়ের জন্য যেমন বাবা-মা পাগল হয়ে যায় ঠিক তেমন পাড়া-প্রতিবেশী আর যেই মেয়েটা একটু কালো বা শ্যাম বর্ণের তার বিয়ের চিন্তা তেমন একটা কেউ করে না বললেই চলে সবাই মনে করে একে কোথায় দিয়ে দেব কে নেবে এসব চিন্তা।
আচ্ছা আমাকে একটা কথা বলেন তো একটা মানুষের সৌন্দর্য ঠিক কতদিন থাকে আমিও দিন আমার একটা পোস্টে উল্লেখ করেছিলাম একটা মানুষের সৌন্দর্য ঠিক কতদিন থাকে একটা মানুষের টাকা পয়সার বাহার কতদিন থাকে আমি মনে করি একটা মানুষের সৌন্দর্য বা টাকা-পয়সা না দেখে সেই মানুষের মনে সৌন্দর্যটা দেখুন দেখবেন জীবন সুন্দর হয়ে যাবে ধন্যবাদ চমৎকার বিষয় নিয়ে আলোচনা করার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনার লেখাটি সত্যি অনেক অসাধারণ ছিল। আমি আপনার সাথে এক মত মানুষের বাহ্যিক সৌন্দর্য চিরকাল থাকে না৷ মানুষের গুনের মাধ্যমে তার বিবেচনা করা হয়ে থাকে। তবে বর্তমান সময়ের মানুষ তার গুণের থেকে তার বাহ্যিক সৌন্দর্য বেশি দেখে। বাহ্যিক সৌন্দর্য দেখে তারা তাদের ভালো মন্দ বিচার করে। তারা মানুষটির ভিতরের গুণ গুলো দেখে না।
আপনার লেখাটি পড়ে অনেক ভালো লাগলো। ভালো থাকবেন দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই এত সুন্দর একটি কমেন্ট উপহার দেয়ার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit