বিসমিল্লাহির রাহমানির রাহিম। |
---|
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। |
---|
খুশির একটি দিনের সুন্দর মুহূর্ত ও সুন্দর একটি বিষয় বলতে পোস্টের মাধ্যমে লিখে আপনাদের জানাতে চলে আসলাম। বিষয়টি হলো, বহু অপেক্ষার পর অবশেষে কোয়েল পাখির ডিম পাড়ার আনন্দ।
![]() |
---|
একটি কাজের উপর লেগে থাকলে সফল একদিন হবেন ইনশাআল্লাহ যেরকম আমি অসুস্থতা পর বাড়িতে এসে আমার ছোটখাটো একটি ইচ্ছা পূরণ করেছি তার আজকে ফলাফল হাতে পেয়ে খুবই আনন্দিত আমি ।
এই আনন্দ লিখে আপনাদেরকে বুঝানোর মতো নয়। কোয়েল পাখি ডিম পাড়া পর্যন্ত সবার প্রথমে স্টিমিট কে ধন্যবাদ জানাই।
কেননা প্রথমে স্টিমিট থেকে টাকা দিয়েই শুরু করেছি, যদি স্টিমিট টাকাগুলো না দিতাম প্রথমেই আব্বু তা হলে একদমই রাজি হতো না । তাই প্রথমে স্টিমিট প্ল্যাটফর্ম ধন্যবাদ কোয়েল পাখি লালন পালন শুরু টা কখনো ভুলার মতো নয় এই স্টিমিট প্ল্যাটফর্ম আমার ছোটখাটো একটি ইচ্ছা পূরণ করতে পেরেছি তার সাথে আমার কোয়েল পাখি লালন পালন করতে সক্ষম হয়েছি।
এখন অনেকেই বলতে পারেন এই স্টিমিট অল্প টাকা দিয়েই কি কোয়েল পাখি লালন-পালন করা গিয়েছে এর মধ্যে আমার আব্বুর ও অনেকটা অবদান আছে সেটা আমি এখনো স্বীকার করি। পাখি আনার পর লালন পালন করার সমস্ত টাকাই আব্বু দিয়েছে।
![]() |
---|
২৭ -১২-২০২৪ এই ১ মাস ১৫ ধরে আপনাদের কে পোষ্টের মাধ্যমে আমার কোয়েল পাখিদের কে যত্ন করা তার সাথে সময় কাটানো ইত্যাদি আরো অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করেছি।
সেই সব লেখা দেখে অনেকে বন্ধুরা সমর্থন করেছেন ও তার সাথে উৎসাহ দিয়েছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ,
![]() |
---|
আজকের দিনটা প্রতিদিনের মতোই বিকেল বেলা কোয়েল পাখিদের যখন খাদ্য দিতে চলে আসি তখন একসাথে দুইটি ডিম দেখে আমি তো অবাক।
কোয়েল পাখিকে খাদ্য দেওয়া পানি দেওয়া রেখে প্রথমে কোয়েল পাখির দরজা খুলে ডিম গুলো হাতে নেই, হাতে নেওয়ার পরও আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আমি এখন আমার কোয়েল পাখির ডিম হাতে নিয়েছি।
![]() |
---|
ডিমটা অনেক নোংরা ছিল তাই ওই ডিম ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে হাতে নেই এরপর ছোটখাটো একটি চিৎকার দেই আনন্দে। কোয়েল পাখির ঘরটা কাকিদের বাড়ি পাশে হওয়াই তারা প্রায় সবাই দৌড়ে আসে জিজ্ঞেস করে কি হয়েছে।
আমি সবাইকে ডিম দেখাই এরপর বুঝে চিৎকার দেওয়ার কারন টা কি প্রায় সকলেই ডিম হাতে নেই স্পর্শ করে, দেখে। তাদের আনন্দ দেখে আমারও খুব ভালো লাগছে এরপরে এক চাচাতো ভাইকে দিয়ে আমাদের বাড়িতে আম্মুকে খবর দেয়া জন্য পাঠাই। এল পরে এক এক করে সবাই ছবি তুলছিল
![]() |
---|
আম্মুর সাথে সাথে চলে আসে কোয়েল পাখি স্থানে, আম্মু ডিম হাতে নিয়ে খুব খুশি হয়, আমাদের পরিবারের প্রায় সকলে ছিল বাড়ির কাকিরা আম্মু চাচাতো ভাই বোন সকলেই মুখে হাসি ছিল তার থেকে বেশি ছিল আমার মুখে।
![]() |
---|
আম্মুর সাথে সাথে আব্বুকে ফোন করেন জানিয়ে দেই কোয়েল পাখির ডিমের কথা আব্বু শুনে খুশি হয়, প্রথম থেকে আব্বু কোয়েল পাখি লালন-পালন করাতে রাজি ছিল না তার জোর করে কোয়েল পাখি লালন-পালন করেছিলাম এখনো করছি প্রায় প্রতিদিনই কোয়েল পাখি নিয়ে আব্বু আমার সাথে মশকরা করে।
![]() |
---|
এখন কোয়েল পাখি ডিম পাড়ার পর মনে হয় মশকরা টা আর শুনতে হবে না। তার থেকে বিশেষ কথা কোয়েল পাখি লালন পালন করে ডিম এসেছে সেটাই আমার কাছে অনেক।
এই ছোট ছোট উদ্যোগ সফল হলে একটি মানুষকে অনেকটাই সাহসী করে তুলে।
আজকে লেখা এখানেই সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ।
কথায় আছে কষ্ট কখনো বিফলে যায় না দীর্ঘ কয়েক মাস হয় কোয়েল পাখির পেছনে অনেক পরিশ্রম করতেছেন অবশেষে তার ফল পাচ্ছেন।।
একদম ছোট থেকে কোয়েল পাখি গুলোর প্রতিটি আপডেট প্রায় আপনার পোস্টে ছিলাম আর আজকে আপনার কোয়েল পাখি গুলো ডিম দিচ্ছে সত্যি অনেক আনন্দের।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে আপনি স্টিম প্লাটফর্ম এর টাকা দিয়ে, প্রথম অবস্থায় কোয়েল পাখি পালন করা শুরু করেছেন যেটা জানতে পেরে ভালো লাগলো আসলে অল্প পরিমাণে হলেও এটা আপনার কাজে দিয়েছে এটাই হচ্ছে সবচাইতে বড় কথা।
এর পরবর্তীতে যত টাকা খরচ হয়েছে সেটা আপনার বাবা দিয়েছে সন্তানের ইচ্ছে পূরণ করার জন্য বাবা সর্বদাই চেষ্টা করে তার সর্বোচ্চ দিয়ে সাহায্য করার জন্য আজকে যখন আপনি কোয়েল পাখির প্রথম ডিম পাড়া দেখেছেন তখন আপনি অনেক বেশি খুশি হয়েছেন।
গত প্রায় একমাস যাবত আপনি আমাদের সাথে কোয়েল পাখি নিয়ে আলোচনা করছেন তাদের পরিচর্যা করছেন একটা কথা কি জানেন তো আপনি যখন একটা জিনিসের প্রতি অনেক আদর যত্ন ভালোবাসা দিয়ে একটু একটু করে বড় করবেন সেটা কিন্তু আপনাকে দিনশেষে অবশ্যই ফল দিবে তাই আমি মনে করি পরিশ্রম কখনোই আমাদের সাথে স্বার্থ পরতা করে না আপনি যতটুকু পারেন পরিশ্রম দিয়ে যান ইনশাল্লাহ ভবিষ্যতে আপনি আরো ভালো কিছু করতে পারবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু পোস্ট পড়ে কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit