Better life with steem || The Diary Game || 01 February 2025 ||

in hive-120823 •  5 hours ago 
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

Collage_2025-02-02_13_49_34.jpg

আমি আপনাদের মাঝে আমার একটি দিনের কিছু কথা নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম।

সকাল বেলা🌅

সকাল বেলা উঠে জানালা দিয়ে বাহিরে তাকিয়ে দেখি অনেক কুয়াশা, শীতের কাপড় গায়ে দিয়ে, কোয়েল পাখির খামার ও পানি দিয়ে পোল্ট্রি ফার্মে আসি আব্বুর সাথে একটা জরুরী কথা বলার জন্য তার সাথে কাজও করার জন্য।

IMG20250201153152.jpg

জরুরী কথাটা প্রায় সকলেই জানেন, এই কথাটা আগের পোষ্টের মধ্যে জানিয়ে দেওয়া হয়েছ । পোল্ট্রি ফার্ম এর কাজ শেষ করে বাড়িতে এসে আম্মুর কাছ থেকে অনুমতি নিয়ে, গরু খামারে চলে আসি।

দুধ সংগ্রহ করে বাড়িতে এসে আম্মুকে দুধ সংগ্রহ করার কথাটা বলি আম্মু আমাকে ফাইজলামি করে বলে এখন থেকে আর কর্মচারী করবে না এখন থেকেই তুমি করবা, আম্মুকে আমি হাসি মুখে ঠিক আছে বলেন চলে আসি আমার কোয়েল পাখির দের সাথে দেখা করতে কুয়াশা।

যেরকম কুয়াশা আছে বাহিরে সেরকম ঠান্ডা লাগছে না শুধু প্রকৃতিটা সাদা চাদরে ডেকে আছে। তাই কোয়েল পাখির পর্দা টা তুলে দেই, কিছু পাত্রে পানি ও খাদ্য শেষ হয়ে গিয়েছিল সেগুলোতে পানি ও খাদ্য দিয়ে আমি বাড়িতে চলে আসি সকালের খাবার খাওয়ার জন্য।

IMG20250201123637.jpg

খাওয়া দাওয়া শেষ করে ছোট কাকির ফার্মে চলে আসি লাইট লাগানোর জন্য, এক ফার্মে থেকে আরেকটি ফার্মে যাওয়া একদমই উচিত না, তাই প্রয়োজন ছাড়া ভিতরে ঢোকার হয় না।

মধ্য দুপুর🌞

লাইট লাগিয়ে ছোট কাকির সাথে গল্প করে বাড়িতে চলে আসি মোবাইল নিয়ে ডিম তোলার আগে পর্যন্ত মোবাইল চালাতে থাকি। ডিম তুলার সময় হলে চাবি নিয়ে পোল্ট্রি ফার্মে চলে আসি। ডিম তোলার তিন সাইড হয়ে গেলে তখন কর্মচারী ভাই আসে। আমার সাথে ডিম তলায় অংশগ্রহণ করে, ডিম তুলা শেষ করে আমি বাড়িতে চলে আসি কর্মচারী ভাই তার আরেকটি কাজ আছে মাগুর মাছের পুকুরে ওইখানে চলে যায়।

IMG20250201115036.jpg

আমি গোসল করে যোহরের নামাজ পড়তে চলে যায়, আমার কাছে মনে হয় আমি যখনই নামাজ ছেড়ে দেই তখনই সব ঝামেলা হয় মনে শান্তি পাওয়া যায় না তাই নামাজ পড়ে বাড়িতে এসে রোদ উঠেছে হালকা-পাতলা রৌদ্রে মোবাইল নিয়ে দাঁড়িয়ে থাকি।

IMG20250201163126.jpg

দুপুর🌄

দুপুরের খাবার তৈরি হলে আম্মু আমাকে ডাক দেয়
দুপুরে খাওয়া-দাওয়া মাঝে আব্বু বলে যে ইজতেমা যাবে বাড়ির কাজগুলো কর্মচারী ভাইদের সাথে মিলে করতে বলছে আমাকে শেষ করে কোয়েল পাখিদের সাথে দেখা করার জন্য চলে আসি তাদের খাবার ও পানি দেওয়ার জন্য এসে দেখি কোন পাত্রে পানি আর খাদ্য নেই তাড়াতাড়ি করা আগে খাদ্য দিয়ে তারপর পানি দিয়ে ওইখানেই দাঁড়িয়ে থাকি।

IMG20250201153205.jpg

IMG20250201153130.jpg

বাড়িতে না এসে সরাসরি পোল্ট্রি ফার্মে চলে যাই বাকি ডিম তুলে পানির পাইপ পরিষ্কার করে পানি দিয়ে দেই। ফার্মের কাজ শেষ হলে বাড়িতে এসে ফ্রেশ হয়ে রৌদ্রের বসে থাকি আসরের আযানের অল্প সময় আগে আমাদের কয়েকজন ভাড়াটিয়া আসে টাকা দেওয়ার জন্য।

আমি বাড়িতে আসার পর্যন্ত ভাড়াটিয়াদের কাজ থেকে আমি টাকাগুলো নিয়ে গল্প করি , মাসের শেষের দুই দিন একটি ছোটখাটো ঝামেলায় কারণে তাদের সাথে দেখা করতে পারি নাই, টাকা নিয়ে আসতে পারি নাই তাই তারা আমাদের বাড়িতে চলে আসি।

বিকাল বেলা💐

IMG20250201162820.jpg

আসরের আজান দিয়ে দিয়েছে তাই আমি নামাজ পড়তে চলে যাই। নামাজ শেষ করে বাড়িতে এসে তাদের সাথে গল্প করতে থাকি, আমাদের ভাড়াটিয়ার একজন বাবু নৌকাতে উঠবে সে জন্য অনেক কান্না করতেছিল তাই তার কান্না থামানোর জন্য আম্মু বলে তাকে নৌকায় উঠানোর জন্য, নৌকাতে ওঠা একদমই নিষেধ করা আব্বুর।

IMG20250201160647.jpg

বেশি দূরে না গিয়ে কাছে পাঁচ মিনিটের মতো নৌকায় থাকা হয় তাকে উঠিয়ে দিয়ে আমি উঠে পড়ি, বাবুকে আমাদের বাড়িতে নিয়ে আসি তার আম্মুর হাতে বুঝিয়ে দিয়ে আমি বাইরে হাটার জন্য চলে আসি। খুবই অল্প সময় বিকেলবেলা হাঁটাহাঁটি করি পোল্ট্রি ফার্মে লাইট জ্বালানোর সময় হয়ে গেলে, লাইট জ্বালিয়ে বাকি ডিম গুলো তুলে।

IMG20250201175149.jpg

সন্ধ্যা + রাত 🌃

কোয়েল পাখিদের লাইটের জ্বালিয়ে অল্প খাবার তার সাথে পানি দিয়ে পর্দা গুলো লাগিয়ে দেয়। বাড়িতে এসে দেখি তারা চলে গেছে আমি ফ্রেশ হয়ে, মাগরিবের আজানের একটু পরেই পোল্ট্রি ফার্মের পর্দা নামিয়ে দেই, বাড়িতে এসে ল্যাপটপ নিয়ে বসে পড়ি কিছু ব্যবসায়িক কাজ লিখে রাখার জন্য।

IMG20250201175055.jpg

৯:০০ টা পর্যন্ত কাজ করে ল্যাপটপ রেখে বড় বিলে মোটর চালু করার জন্য চলে আসি ,মোটর চালু করে পোল্ট্রি ফার্মের লাইট বন্ধ করে বাড়িতে এসে রাতের খাবার খেয়ে মোবাইল নিয়ে ফানি ভিডিও দেখতে থাকি ঘুম আসা পর্যন্ত চোখে ঘুম আসলেই মোবাইলটা সাইডে রেখে রাত্রে ঘুমিয়ে পড়ি।

আজকে পোস্টে পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন।

আল্লাহ হাফেজ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার পোস্টটা পড়ে অনেক ভালো লাগলো নিজের হাতে এরকম ডিম তুলতে যে কি আনন্দ কাজ করে তা বলে বোঝানো যাবে না, আর আমার মত যদি ডিম প্রেমিক মানুষ হয় তাহলে তো কথাই নেই। মাঝেমধ্যে আপনার পোস্ট দেখে মনে চাই আমিও এরকম একটা মুরগির খামার দেই যেখানে অনেক মুরগি থাকবে এবং সকালবেলা উঠে আমি অনেক ডিম সংরক্ষণ করতে পারবো।।

বিকেল বেলা এমন মুহূর্ত সত্যি একটা ভালো লাগার বিষয়। ছোট বাচ্চাটা অনেক আনন্দ পেয়েছে, অনেকদিন পরে নৌকায় ঘুরতে গেলে অনেক ভালোই লাগে।। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।

আমাদের বাড়িতে চলে আসেন বেড়াতে আসেন ইচ্ছা মতো ডিম খেতে পারবেন। ও সাথে করে নিয়ে যেতে পারবেন।

ধন্যবাদ আপু আমার পোস্টটি পড়ে এত সুন্দর একটি মন্তব্য তার সাথে আপনি যে ডিম প্রেমিক তা জানতে পেয়ে খুব ভালো লাগলো।

Loading...

আপনার দিনটি বেশ কর্মব্যস্ত ও পরিপূর্ণ ছিল! পোল্ট্রি ফার্ম, কোয়েল পাখির যত্ন, গরুর খামার, নামাজ, ভাড়াটিয়াদের সাথে দেখা সব মিলিয়ে আপনার প্রতিটি মুহূর্তই কাজে লেগেছে। বিশেষ করে নামাজের প্রতি আপনার যে অনুভূতি, তা সত্যিই প্রশংসনীয়। আল্লাহ আপনাকে আরো বরকতময় জীবন দান করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।

হঠাৎ করেই আবারো শীত যেন ফিরে এসেছে সকালে উঠেই অনেক কুয়াশা ভরে থাকে।। আর এই শীতের মধ্যে পাখিদের তাপ না দিলে বাঁচানো মুশকিল হয়ে যাবে।। আর হ্যাঁ আপনার মায়ের কাছে পারমিশন নিতে যেয়ে যে উত্তরটা দিয়েছে শুনে বেশ ভালো লেগেছে।।

TEAM 4

Your content has been successfully curated by our team via @kouba01

Thank you for your valuable efforts! Keep posting high-quality content for a chance to receive more support from our curation team.

banner.png

Thank you sir
@Kouba01
Thank you very much for your valuable support. Many prayers and blessings to you. 💐