বিসমিল্লাহির রাহমানির রাহিম |
---|
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু |
---|
আমার ফেলে আসা একটি দিনের সুন্দর মুহূর্তগুলো রাখতে ও আপনাদের জানাতে আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম।
আজকে সকাল ঘুম ভাঙ্গে আব্বুর ডাকে ঘুম থেকে উঠানোর পর আব্বু চলে যাই। আব্বুর ডাকার কারণ বুঝতে পারি কিসের জন্য আমাকে ডাক দেওয়া হয়েছে সকালবেলা আব্বু ভালুকা যাবে বড় মাছ ক্রয় করতে । আমি বিছানা থেকে নেমে শীতের কাপড় গায়ে দিয়ে বাড়িতে আর বেশি দেরি না করে মোটর বন্ধ করে কোয়েল পাখি দেরকে খাবার ও পানি দিয়ে।
![]() |
---|
পোল্ট্রি ফার্মে চলে আসি কর্মচারী ভাই খাদ্যর পাইপ গুলো পরিষ্কার করতেছে আমি পর্দা তোলা শুরু করে দেই আমার পর্দা তুলা শেষ হলে ভিতরে এসে কর্মচারী ভাই খাদ্য দেওয়া শুরু করে দিয়েছে আরো কিছুক্ষণ আগে থেকেই আমিও এসে খাদ্য দেওয়া শুরু করি এক সাইট খাদ্য দেওয়ার পর কর্মচারী ভাই দুই সাইড অলরেডি খাদ্য দেওয়া শেষ তখন কর্মচারী ভাই বলল।
মুরগির পানির ব্যবস্থা করেন আমি আরেক সাইড খাদ্য দিয়ে দেয় আমি পানির পাইপ পরিষ্কার করে মুরগি দেরকে পানি দিয়ে দেই ।আমার পানি দেওয়া শেষ করে ফ্লোর পরিষ্কার করবে ও তাকে সাহায্য করি গতকালকে ডিম দিয়েছিল এ কেস গুলো ই জীবাণুমুক্ত করে ভিতরে রেখে দুজনে তাড়াতাড়ি কাজ শেষ করে আমি বাড়িতে চলে আসি কর্মচারী ভাই পুকুরের কি কাজ ছিল সেটা করতে চলে যাই।
ফ্রেশ হয়ে সকালে হালকা কিছু খাবার খেয়ে বিল পাড়ে চলে আসি গরুর কাছে কয়েকজন দুধ নেবে পরিচিত লোক আমার সেটা বলার জন্যই আসা হলো আবার দুধ হোটেলে বাজারে চলে যাবে তারপর আবার পাওয়া যাবে না আগেই বলে রাখলাম।
![]() |
---|
আমি বাড়িতে এসে মোবাইল নিয়ে বসতে আব্বু ভালুকা থেকে চলে আসে মাছ নিয়ে তাই ধরে রুম থেকে বের হয়ে বাইরে এসে দেখি মোটামুটি ভালই বড় মাছ নিয়ে এসেছে কিন্তু আগের মাছগুলো থেকে এই মাছগুলো মোটামুটি ছোট।
![]() |
---|
মাছ গুলো দেখে আমি আমার রুমে চলে আসি মোবাইল নিয়ে ব্যস্ত থাকি সকালের খাওয়া পর্যন্ত, খাওয়া-দাওয়া হয়ে গেল আমি আমার কোয়েল পাখিদের বাসা পরিষ্কার করার জন্য চলে আসি এর মধ্যেই আকিজ কোম্পানি থেকে একজন বন্ধু ফোন দেয় আমার বিকেলবেলা দেখা করার জন্য বলে।
![]() |
---|
টাইম ও বলে দেয় মোবাইলে রেখে তাড়াতাড়ি করে কাজ শেষ করি, আরেকটা মূল বিষয় মাথায় রেখে তাড়াতাড়ি কাজটা শেষ করি, মূল বিষয়টি হলো আজকে শুক্রবার। কোয়েল পাখির ঘর পরিষ্কার করা শেষ করে। বাড়িতে এসে ভালোমতো ফ্রেশ হয়ে পোল্ট্রি ফার্মে চলে আসি না হলে নোংরা অবস্থায় যদি পোল্ট্রি ফার্মে ঢুকলে তাহলে মুরগির অসুবিধা হতো।
![]() |
---|
এসে দেখি কর্মচারী ভাই চলে এসেছে ডিম তুলা আমিও ডিম তুলতে শুরু করি ডিম তোলা শেষ করে বাড়িতে চলে আসি গোসল করার জন্য গোসল শেষ করে রেডি হয়ে নামাজ পড়ার জন্য মসজিদে চলে আসি নামাজ শেষ করে বাড়িতে এসে কোয়েল পাখি দেরকে দুপুরের খাবার দিয়ে।
![]() |
---|
কোয়েল পাখির নিচের কাগজগুলো বিছিয়ে বাড়িতে চলে আসি ফ্রেশ হয়ে রেডি হয়ে বন্ধুদের সাথে দেখা করার জন্য আকিজ কোম্পানি তে চলে আসি, তাদেরকে কল দিয়ে বাহিরে আসতে বলি তার রেডি হয়ে কোয়ার্টার থেকে বের হতে ১০ মিনিটের মতো লেট হয় বাহিরে আসতে তাদের সাথে অনেক কথা বলি এবং একটি রাস্তা ধরে হাঁটতে থাকি অনেক দূর হাঁটার পথ বিকেল বেলার সূর্যটা খুব সুন্দর লাগছিল সেখানে কিছু ছবি তোলা হয় স্মৃতি হিসেবে।
![]() |
---|
ছবি তোলা শেষ করে আবার হাঁটা শুরু করি কিছুদূর হাঁটতেই মাগরিবের আজান দিয়ে দেই তাই আর না হাটাহাটি করে পাশাপাশি মসজিদে মাগরিবের নামাজটা আদায় করে। আকিজ কোম্পানির দিকে হাঁটা শুরু করলাম, বেশ কিছুদূর হাঁটার পর একটি ছোট মার্কেট পড়ে ওই মার্কেট থেকে একটা ফ্রেন্ড কিছু জামা কাপড় ক্রয় করে তারপর আমরা আবার হাঁটতে থাকি।
![]() |
---|
অবশেষে কোম্পানির সামনে চলে আসি, ওইখান থেকে ভালো একটা দোকানে তিনজন মিলেই ছোটখাটো খাওয়া-দাওয়া সম্পন্ন করি, মূলত আমি মনে করছিলাম দেখা করব তাড়াতাড়ি চলে আসবো তাই শীতের কাপড় নিয়ে যাওয়া হয় নাই।
আরো কিছুক্ষণ থাকা যেত কিন্তু ঠান্ডার কারণে আরো তাড়াতাড়ি চলে আসছি তাও আসতে আসতে সাড়ে আটটার দিকে কোম্পানি থেকে রওনা দেই। বাড়িতে আসতে আসতে প্রায় নয়টার উপর বেজে যায়। তাই ফ্রেশ হয়ে বাড়িতেও ছোটখাটো খাবার খেয়ে ওষুধ ।
অনেক দূর হাঁটা হয়েছে তাই খুব ক্লান্ত লাগছে তাই আর মোবাইল না ব্যবহার করে ঘুমানোর প্রস্তুতি নেই
আজকে পোস্টে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ।
আপনার পোস্টটি সত্যি হৃদয় ছুঁয়ে যাওয়ার মত।জীবনের বিভিন্ন দিকের প্রতি আপনার দায়িত্ববোধ ও যত্ন প্রকাশ পেয়েছে। পরিবার কাজ এবং বন্ধু-বান্ধবের সঙ্গে সময় কাটানো যে অনুভূতি শেয়ার করেছেন তা সত্যিই অনুপ্রেরণামূলক। আপনার কঠোর পরিশ্রম প্রতিটি কাজের প্রতি মনোযোগ এবং আল্লাহর প্রতি বিশ্বাস আপনার জীবনকে সুন্দর করে তোলে। আল্লাহ আপনার জীবনের সুখ শান্তি ও সুস্থতা দান করুন। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সকাল থেকে কাজ করলে আমার কাছে মনে হয় কাজ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এতে করে আমরা কিছুটা সময় রেস্ট করতে পারি কিন্তু আপনাদের এমন কিছু কাজ যেটা একটার পর একটা আপনাদেরকে করে যেতেই হয় আপনার বাবা মাছ নিয়ে এসেছে তারপর আবার মোবাইলের কিছুটা সময় বের করেছেন সময় এমন একটা জিনিস যেটা আপনাদেরকে জানিয়ে দেয় সঠিক সময় যদি কাজ সম্পন্ন করতে পারেন তাহলে আপনার জীবনটা সুন্দর বিকেলবেলা ঘোরাঘুরি করেছেন ছবি তুলেছেন যেটা দেখে বেশ ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনারা একটা দিনের কার্যক্রম শেয়ার করার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই বলি আপনার তোলা সূর্যাস্তের ছবি দুটি সত্যিই অনেক বেশি সুন্দর লাগছে। এমন দৃশ্য উপভোগ করাটাও যেন অনেকখানি আনন্দের। তার উপরে আপনি বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে এমন দৃশ্য উপভোগ করেছেন, মানে আপনার কাছে সৌন্দর্য্য আরও অনেকটা বেড়ে গেছে। সত্যিই ঠাণ্ডাটা প্রায় চলে গিয়েছিল আবার যেন ঘুরে ফিরে আগের মতই ঠান্ডা পরতে শুরু করেছে।আজও দিনের শুরুটা অন্যান্য দিনের মতো পোল্ট্রি ফার্মে কাজ ও কোয়েল পাখিদের যত্ন নিয়ে শুরু করলেও, দিনের শেষ ভাগটা কিন্তু বেশ অন্যরকম কেটেছে। অনেকদিন বাদে বন্ধুদের সাথে বেশ আনন্দঘন মুহূর্ত কাটিয়ে বাড়িতে ফিরেছেন, আর সেই অনুভূতিগুলি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার বাবা বাজারে যাবে তাই আপনাকে ডেকে দিয়ে গিয়েছিল যাতে তাড়াতাড়ি উঠে সকালের কাজগুলো করেন।। আর দেখতেই পাচ্ছি আপনার বাবা বেশ বড় বড় মাছ নিয়ে এসেছে।।
এছাড়াও বন্ধুদের সাথে আনন্দের কিছুটা সময় অতিবাহিত করেছেন সব মিলিয়ে সুন্দর একটা দিন অতিবাহিত করেছেন।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit