Better life with steem || The Diary Game || 08 February 2025 ||

in hive-120823 •  23 days ago 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

Collage_2025-02-09_20_12_08.jpg

আমি আপনাদের মাঝে নতুন একটি দিনের কার্যলিপি নিয়ে হাজির হয়েছি।

সকাল বেলা উঠে অজু করে ফজরের নামাজ পড়তে চলে যায় মসজিদে নামাজ শেষ করে বাড়িতে এসে কোয়েল পাখির চাবি নিয়ে চলে আসি পাখি দের খাদ্য পানি দেওয়ার জন্য বাহিরে কুয়াশা না থাকলেও ঠান্ডা বাতাস শীত একটু বেশি করতেছে।

IMG20250208174435.jpg

IMG20250208174715.jpg

তাই আজকে আর পর্দার না খুলে খাবার পানি দিয়ে পোল্ট্রি ফার্মে চলে আসি প্রতিদিন এর মতই পোল্ট্রি ফার্মের পর্দা তুলে ভিতরে চলে আসি গতকালকে ঠান্ডা পানি গুলো ফেলে দিয়ে আজকের মোটর থেকে উঠানো নরমাল পানি দিয়ে দেয় ।আটটা পাইপ পানি দেওয়া হয়ে গেলে কারেন্ট চলে যায়।

IMG20250208174039.jpg

তখন আফসোস করি আর মাত্র চারটা পাইপ বাকি আছে এগুলো দিয়ে ফেললেই তো আমার কাজ মোটামুটি শেষ হয়ে যেত, আফসোস করতে করতে বাড়ি পর্যন্ত চলে আসি ফ্রেস হয়ে রুমে আসতেই কারেন্ট চলে আসে তাই আমি আর কর্মচারী ভাই চলে আসি পোল্ট্রি ফার্মের সবার প্রথমে পানি দিয়ে এরপরে ফ্লোর পরিষ্কার করবে ভাই তার কাজে একটু সাহায্য করে বাড়িতে এসে। হালকা খাবার খেয়ে ছোট কাকির বাড়িতে চলে আসি।

IMG20250208165040.jpg

ছোট কাকি দুইদিন আগে বলে রেখেছিল আজকে ভ্যাকসিন দিতে লোক আসবেন একটু কাজে সহযোগিতা করার জন্য, তা আজকে চলে আসি কখন লোক আসবে সেটা জানার জন্য, কাকি আমাকে যে টাইম বলে সেই সময় আসতে অনেক দেরি আছে আরামসে আমার মুটামুটি সব কাজ করা যাবে।

IMG20250208165030.jpg

বাড়ি এসে মোবাইল নিয়ে অল্প সময়ে ব্যস্ত থাকি সকাল খাবার তৈরি হলে খাওয়া দাওয়া করে আমি অল্প সময়ে রেস্ট নিয়ে টুকটাক কাজ ছিল সেগুলো শেষ করে কোয়েল পাখিদের ঘর নোংরা হয়ে গেছিল সেটা আমি আর একজন কর্মচারী ভাই পরিষ্কার করে খাবার ও পানি দিয়ে ফ্রেশ হয়ে ছোট কাকির বাড়িতে এসে খোঁজখবর নেই আর কতক্ষণ পরে আসবে।

IMG20250208165113.jpg

ছোট কাকি বলার পর সাথে সাথে লোকটিকে ফোন দেয় দিয়ে জিজ্ঞেস করে কোথায় আছে কতক্ষন লাগবে ১০ মিনিট লাগবে সর্বোচ্চ আপনাদের বাড়ির কাছেই চলে এসেছি।

মুরগি দের ছোট থেকে বড় হওয়া পর্যন্ত যেসব ভ্যাকসিন দেওয়া লাগবে মূলত সেইসব ভ্যাকসিন ফ্রিজে রাখতে হবে দেওয়ার কিছুক্ষণ আগে বাহিরে রেখে নরমাল করতে হবে। ফার্মেসি থেকে বরফ দিয়ে নিয়ে আসি এরপর আনার সাথে সাথেই ফ্রিজে ঢুকিয়ে রাখে।

IMG20250208165118.jpg

তাই এখন দেওয়ার সময় বের করে রাখা হয়েছে, লোকটি যা সময় দিয়েছিল সেই সময়ের মধ্যেই বাড়িতে আসে আমি তখন ডিম তুলতে চলে গিয়েছিলাম, ভ্যাকসিন দেওয়ার লোক আসলে আমাকে ডাক দিতে বলেছিলাম তাই আসার সাথে সাথে আমাকে ডাক দিয়েই আমি ডিম তুলা বাদ দিয়ে ভালোভাবে ফ্রেশ ছোট কাকির ফার্মে আসি।

IMG20250208165102.jpg

আমি আর ছোট চাচাতো ভাই মুরগিগুলো ধরে দেই আর ভ্যাকসিন দেওয়ার লোকটি ভ্যাকসিন দিতে থাকে তাড়াতাড়ি ভ্যাকসিন দেওয়ার শেষ হয়ে যায়।

কাকির ফার্মে যাওয়ার সময় আম্মুকে বলে গিয়েছিলাম যে ডিম তোলার জন্য ডিম তুলতে ছিল এক ফার্মে থেকে আরেকটি ফার্মে ঢুকায় একদম নিষেধ তাই আর ভিতর না ঢুকে সরাসরি বাড়িতে, চলে আসি, গোসল শেষ করে, জোহরের নামাজটা আদায় করে ফেলি বাড়িতেই কেননা কাজ করতে নামাজের সময় অতিবাহিত হয়ে গিয়েছিল।

IMG20250208165149.jpg

যোহরের নামাজ শেষ করেন রৌদ্রে এসে দাঁড়িয়ে থাকি এরপরে মনে পড়ে গেল কোয়েল পাখির কথা তাই আর দাঁড়িয়ে না থেকে কোয়েল পাখিদের কে দেখতে চলে আসি এসে প্রথমেই দেখি খাদ্যে কিরকম আছে, প্রতিটা পাত্রেই অল্প খাদ্য আছে তাই আর খাদ্য না দিয়ে ওইখানেই দাঁড়িয়ে থাকি।

IMG20250208170253.jpg

দুপুরের খাবার টাইম হয়ে গিয়েছিল তাই আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি নাই খাবার খেতে বাড়িতে আসা লাগলো। দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে। হাফ ঘন্টার মতো রেস্ট নিয়ে পোল্ট্রি ফার্মে চলে আসি বাকি ডিম গুলো তুলে এখন মোটামুটি গরম পড়ে যাচ্ছে তাই আর বিকাল বেলা পানির পাইপ পরিষ্কার না করে ওর মধ্যেই পানি দিয়ে এরপর বাড়িতে এসে কোয়েল পাখি চাবি নিয়ে ওদেরকে খাদ্য পানি দিয়ে আসি।

IMG20250208174721.jpg

IMG20250208174304.jpg

আসরের আজান দিয়ে দিলে ওযু করে নামাজ পড়তে চলে যায় ।নামাজ শেষ করে এসে বিকেলবেলা হাঁটার জন্য আমি আর ছোট চাচাতো ভাই হাঁটতে চলে আসছি অনেকটা পথ হাঁটার পর এসে দেখি একটি কৃষক মাঠে সার প্রয়োগ করার পর ওষুধ দিচ্ছে তার সাথে গল্প করে।

IMG_20250209_195942.jpg

এর পাশেই ক্ষেতের মধ্যে একটি বরই গাছ বরই গাছ সে গাছের নিচ থেকে পাকা বরই নিচ থেকে কুড়িয়ে একটি খায় খুবই ভালো লাগছিল তাই আর দুইটা নিয়ে পকেটে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেই।

IMG20250208174010.jpg

পোল্ট্রি ফার্মে কাছে আসার পর লাইট জ্বালিয়ে দিয়ে বাকি ডিমগুলো তুলে কোয়েল পাখিদের কে লাইট
দিয়ে তার সাথে খাবার পানি দিয়ে পর্দা লাগিয়ে মাগরিবের নামাজ পড়তে মসজিদে চলে যায় ।মাগরিবের নামাজ শেষ করে বাড়িতে এসে ল্যাপটপ নিয়ে বসে পড়ি এশা আযান পর্যন্ত কাজ করি ওযু করে নামাজ পড়তে চলে যায়।

IMG20250208170957.jpg

নামাজ শেষ করে বাড়িতে এসে বাকি কাজটা শেষ করে এর মধ্যেই আব্বু চলে আসে প্রতিদিন ৯ লাইটায় লাইট বন্ধ করে পোল্ট্রি ফার্মে মোটর চালু করে কিন্তু আজকে আমার ছোট ভাই মালয়েশিয়া থেকে ফোন দিয়েছিল আমাদের সাথে কথা বলা শেষ এখন আব্বুর সাথে কথা বলবে তাই লাইট বন্ধ করার সময় হয়ে গেছে তাই আমি লাইট বন্ধ করতে চলে যাই এরপর মোটর চালু করে পর্দা ফেলে দেই।

বাড়িতে এসে রাতের খাবার খেয়ে ঘুমানোর প্রস্তুতি নেই।

আজকের পোস্টে পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ।

আল্লাহ হাফেজ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

Hola amigo, veo que tienes un gran amor hacia los animales eso es relamente bueno, es importante estar al tanto de la vacunas de nuestros animales de granja, en especial los que se utilizan para el comercio, espero que todo te siga llendo bien.

আপনার ব্যস্ত দিনটি বর্ণনা পড়ে খুব ভালো লাগলো ভাইয়া। এত পরিশ্রমের মাঝেও আপনি সময়মতো নামাজ আদায় করেন যা সত্যিই প্রশংসনীয়। পোল্ট্রি ফার্মের কাজ কোয়েল পাখির যত্ন নেওয়া ফার্মের পরিচ্ছন্নতা বজায় রাখা এই সবই আপনার দায়িত্বশীলতার বড় পরিচয় দেয়। গ্রামের পরিবেশ বড়াই কুরানো ছোট্ট আনন্দ আর হাঁটার অভিজ্ঞতা সব মিলিয়ে সুন্দর একটি দিন কেটেছে আপনার। আপনার এমন পরিশ্রম নিশ্চয়ই আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে ইনশাল্লাহ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

আসলে কুয়াশা না থাকলেও শীতের পরিমাণটা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে গত দুই দিনে তবে আজকে আবার আমাদের এখানে প্রচুর পরিমাণে কুয়াশা ছিল আপনাদের যেহেতু মুরগিদের কে ভ্যাকসিন দিতে হবে সেখানে সাহায্য করতে হবে তাই আপনি তাদের সাথেই থাকতে হবে যেটা দেখে ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন।

TEAM 4

Your content has been successfully curated by our team via @khursheedanwar

Thank you for your valuable efforts! Keep posting high-quality content for a chance to receive more support from our curation team.

banner.png

Dear sir,

@Khursheedanwar

Thank you very much for your valuable support. Many prayers and blessings to you🌹

প্রতিদিনের মতোই আজকেও সঠিক সময়ে ঘুম থেকে উঠেছেন এবং ফারাম ঢুকে প্রতিদিন এর মতই খাবার পানি দিয়েছে।। এছাড়াও একটা জিনিস সম্পর্কে অবগত হলাম যে মুরগির ভ্যাকসিনগুলো ফ্রিজে রাখতে হয়।।

আসলে কিছু কিছু ওষুধ রয়েছে যেগুলো সূর্যের তাপের থেকে দূরে রাখতে হয়।। ধন্যবাদ আপনার একটি দিনের কার্যক্রম আমাদের সাথে শেয়ার করার জন্য।।