Better life with steem || The Diary Game || 09 January 2025 ||

in hive-120823 •  22 days ago 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

Collage_2025-01-10_19_17_26.jpg

আমি আপনাদের মাঝে এই নতুন বছরের আমার জীবনে আরেকটি নতুন দিন অতিবাহিত হওয়ার পর সুন্দর মুহূর্তগুলোকে লিপিবদ্ধ করে রাখার জন্য পোষ্টের মাধ্যমে।

গতকাল কে একটু সকাল সকাল উঠার কারণে ঠান্ডার লেগে গিয়েছিল সেজন্যই আম্মুর বকা কারণে আজকে একটু দেরি করেই, বিছানা থেকে উঠলাম, দেরি করে রুমে থেকে বের হলেই কাজ কিছুটা কমে গিয়েছে। ঘুম থেকে উঠে ফ্রেশ না হয়েই সবার প্রথমে কোয়েল পাখি দেরকে খাদ্য দেওয়ার জন্য চলে আসি বাহিরে ঠান্ডা বাতাস তাই পর্দা না খুলেই পর্দার ভিতরেই খাদ্য ফ্লাক্সে গরম পানি করে ঠান্ডা পানিও গরম পানি মিক্স করে তাদেরকে খেতে দেই।

IMG20250109112130.jpg

পাখিদের কাজ সম্পন্ন করে লেয়ার ফার্মের দিকে এসে দেখি পর্দা গুলো তুলে ফেলেছে আব্বু খাদ্য দেওয়া প্রায় শেষ, কর্মচারী ভাই ফ্লোর পরিষ্কার করতেছে, মুরগিকে পানি দেওয়াও শেষ করে দিয়েছে, তাই আর দাঁড়িয়ে না থেকে বাড়িতে চলে আসি ফ্রেশ হয়ে সকালে হালকা খাবার খেয়ে।

বাহিরে এখনো ঠান্ডা বাতাস রোধ ওঠা ওঠার মতো, একটু দেরি করেই উঠবে মনে হয়। বাহিরে বসে থাকি রোদ উঠার অপেক্ষা করি অপেক্ষা করতে করতে সকালের খাবার খাওয়ার সময় হয়ে যায় তাই খাবার খেয়ে বাহিরে বের হয়ে দেখি সূর্য আকাশে উঁকি মারছে।

কোয়েল পাখির এখানে চলে এসে সম্পূর্ণ পর্দা তুলে দেই। পর্দা তুলে দেওয়ার পর পাখিরা লাফালাফি করতে শুরু করে দেয় ওদের আনন্দ দেখে খুবই ভালো লাগে ওখানে চেয়ার নিয়ে এসে বসে পাখিদের আনন্দ দেখি। সাথে কিছু ছবিও তুলি, ৩০ মিনিটের মতো ওখানে বসে থেকে বাড়িতে এসে মোবাইল রেখে আমাদের বড় বিল পারে চলে আসি।

IMG20250109112204.jpg

দুই দিন ধরে আমাদের বড় বিলে একটা দুইটা করে মাছ মারা যাচ্ছে, তাই ভালো করে রোদ উঠার অপেক্ষায় আছি আমরা ভালো করে রোদ উঠলেই ওষুধ প্রয়োগ করব, আজকের ডিম গেলে ওটা টাকা দিয়ে আমাদের বড় বিলের ওষুধ নিয়ে আসবে। ব্যাংকের থেকে এখন টাকা উঠানো যায় না। ১৫ তারিখের পর টাকা তুলতে পারব আমরা ব্যাংক জানিয়ে দেয় ।

IMG20250109112147.jpg

কর্মচারী ভাইদের সাথে এ বিষয়ে আমরা অনেক কথাও বলি, তাদের স্যালারি দেওয়া হয় নাই, কথা শেষ করে বাড়িতে চলে আসি, মোবাইল নিয়ে বসে ইউটিউবে কোয়েল পাখি সম্পর্কে আরো ভালোভাবে জানার চেষ্টা করি।

IMG20250109112527.jpg

১২:০০ বেজে গেলে ডিম তোলার জন্য চলে আসি আজকে আমি আর আম্মু চলে আসি ডিম তোলার জন্য দুই কর্মচারী ভাই একজন গরু নিয়ে ব্যস্ত আরেকজন পুকুর আর বিল নিয়ে ব্যস্ত কাজ করতেছে তাই আজকে আর আমার সাথে যেতে পারে নাই। আমি একা একা তুলতে পারবো না কষ্ট হয়ে যাবে তাই আম্মু আমার সাথে ডিম তোলার জন্য চলে আসে।

দুজন মিলে ডিম তোলা শেষ করে আমি বাড়িতে চলে আসি কোয়েল পাখিদের কে খাবার ও পানি দিয়ে আমি গোসল করে রৌদ্রে এসে বসে থাকি বিল পারে, ভালোই লাগছিল , হঠাৎ করে মনে পড়ে গেল বিল পাড়ে না বসে কোয়েল পাখিদের ওইখানে বসে থাকি তাহলে ভালো হবে তাই ওই খান থেকে উঠে কোয়েল পাখিদের ওইখানে চলে আসি।

IMG20250109164049.jpg

দুপুরের খাবার তৈরি হয়ে গিয়েছে আম্মু ডাক দিয়ে গিয়েছে তাই দুপুরে খাওয়া দাওয়া করার জন্য বাড়ি এসে, খাওয়া-দাওয়া করি আব্বু বলে ওঠে সময় মত খাওয়া দাওয়া করতে হবে এগুলো নিয়ে বসে থাকলে হবে না। দুপুরে খাওয়া-দাওয়া করে বাহিরে এসে দাঁড়িয়ে থাকি , দেখতে পাই আমাদের ছোট্ট সদস্য লাফালাফি দৌড়াদৌড়ি করতেছে, আমাদের আরেকটা ছোট্ট সদস্যর কাছে চলে আসি কোয়েল পাখি আনার পর থেকেই ওর কাছে আসা একদমই হয় না।

IMG20250109164019.jpg

দুপুর তিনটায় আমাদের পোল্ট্রি ফার্মে খাবার দেওয়ার টাইম তাই ওদের সাথেও দেখা করতে হয় সকালবেলা তো পানি দিতে পারি নাই তাই বিকেল বেলা পানি দেওয়ার জন্য চলে আসি। পানি দেওয়া শেষ করে মনে মনে ভাবলাম অনেকদিন ধরে বিকেলবেলা হাঁটতে পারি না তাই একটু হাটার জন্য বাইরে যাব আজকে আবার ডিম যাবে সে কারণেই বেশি দূর হাঁটতে পারবো না তাও কাছে যাব ডিমের গাড়ি আসলেই কর্মচারী ভাইকে ফোন দিতে বলি।

IMG20250109164837.jpg

১০ মিনিটের মতো হাঁটার পর আবার চলে আসি, এসে দেখি এখনো ডিমের গাড়ির কোন খবর নেই আজকে তো একটা গাড়িও আসে নাই প্রতিদিন আসরের আযানের একটু পরেই একটা গাড়ি লোড করে দেওয়ার পর আরেকটি গাড়ি চলে আসে, আজকে এখনো একটাও গাড়ি আসে নাই তাই ওদের কে ফোন দেওয়ার জন্যই মোবাইল বের করতে ছিলাম তখনই হন দেওয়ার শব্দ শুনতে পাই, দুইটি গাড়ি একসাথে চলে আসে, দুই গাড়ির ডিম লোড করে দেই আমরা তিনজন মিলে তাড়াতাড়ি হয়ে যায়।

IMG20250109172151.jpg

IMG20250109172011.jpg

ডিমের গাড়ি লোড করার পরে লাইট দেওয়ার সময় হয়ে যায় আমি প্রথমে পোল্ট্রি ফার্মের লাইট দিয়ে চলে আসি কোয়েল পাখিদেরকে লাইট দেওয়ার জন্য তারপর কোয়েল পাখিদের কে পর্দা গুলো নামিয়ে দেই।

IMG20250109153935.jpg

বাড়িতে এসে ফ্রেশ হয়ে কাজ নেই তাই আমার রুমে কম্বলের নিচে শুয়ে থাকি শুয়ে শুয়ে ল্যাপটপে একটা সুন্দর রোমান্টিক মুভি দেখি, দেখার শেষ প্রান্তেই আম্মু রাত্রে খাবার খাওয়ার জন্য ডাক দেয়, মুভিটা না শেষ করেই রাত্রে খাওয়া দাওয়া টা আগেই সম্পূর্ণ করি না হলে একটু দেরি হলেই আম্মু বকা দেওয়া শুরু করে দিবে। আম্মুকে ততটা ভয় পাই না কিন্তু তার বকা গুলোকে খুব ভয় পাই একবার বলা শুরু করলে থামতে চাইনা।

খাওয়া-দাওয়া শেষ করে বাকি মুভিটা দেখে ল্যাপটপটা বন্ধ করে, মোবাইল নিয়ে শুয়ে শুয়ে কম্বলের নিচে মোবাইলে ইউটিউবে কোয়েল পাখি সম্পর্কে আরো কিছু তথ্য জানার চেষ্টা করি কখন যে ঘুমিয়ে যাই, তাই একদম টের পাইনা।

আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন

আল্লাহ হাফেজ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...