সকাল বেলা
আমি একটু সকাল সকাল উঠতে ভালোবাসি কেননা সকালবেলা ঠান্ডা বাতাস আমার খুবই ভালো লাগে একসাথে হাটাহাটি করলে আরো বেশি তো ভালো লাগে এখন শীতকাল এসে গেছে প্রায়ই সকালবেলা কিছু কিছু ঠান্ডা লাগে, এখন সকালবেলা উঠতে মনে কষ্টই হয়ে যাবে আজকে উঠতে একটু একটু কষ্ট অনুভব করছি কেননা ঠান্ডার মধ্যে কেউই উঠতে মন চায় না সকলেই মন চায় শুয়ে থাকার।
সকাল বেলা উঠে ফ্রেশ হয়ে হাটাহাটি করি এক ঘন্টা মতন হাটাহাটি করে বাড়িতে এসে হালকা কিছু সময় ব্যায়াম করি। প্রতিদিন মতই পোল্ট্রি ফার্মে আছি আব্বু-আম্মুর সাথে কিছু সাহায্য করি , কাজ শেষ করে তিনজন এক সাথেই বাড়ি ফিরি।
ফ্রেশ হয়ে হালকা কিছু খাবার খেয়ে শুয়ে শুয়ে মোবাইল চালাতে থাকি, আমার রুমে আব্বু এসে বলেন যায় আজকেও মাছের পোনা আনবে সেজন্য গরুকে খাবার দিতে হবে , ঠিক আছে বলে আব্বু চলে যায় সকালে খাওয়া দাওয়া করে আব্বু আর আমাদের একজন কর্মচারী ভাইকে নিয়ে মাছ যেখান থেকে ক্রয় করেছিল সেখানে চলে যাই।
আমি কাকাদের বাড়িতে চলে আসি প্রতিদিনের মতোই আমার খেলা সাথী খেলাধুলা করার জন্য খেলাধুলা ৩০ মিনিটের মতন খেলাধুলা করার পর আব্বু কল দেয় গাড়ি আসতেছে লোক নিয়ে রেডি থাকতে বলে। মাছ নামানোর জন্য নেট আর কর্মচারী ভাইকে বলি গাড়ি আসতেছে আসার পর দুজন মিলে ই মাছগুলো আমাদের বড় বিলে নামাই।
নামুন শেষ হয়ে গেলে পানি গুলো সম্পন্ন ফেলে দিয়ে আবার নতুন পানি নিয়ে যাবে তাই ভেজা শরীরে অপেক্ষা করতে থাকি আরেকটি গাড়ির আসবে আশায় এর ফাকে আমি গরুর ঘাস কেটে এনে দিয়েছিল আমি ঘাস খড় কাটার শেষ প্রান্তে গাড়ির হর্নের শব্দ শুনতে পাই ওইগুলো রেখে গাড়ির কাছে চলে আসি মাছ পালানোর জন্য কর্মচারী ভাই আমাদের শিং মাছের পুকুরের একটি কাজে ব্যস্ত হয়ে গিয়েছিল সেজন্য আসতে পারে নাই তাই একজন লোক শর্ট পরে যাই।
দুপুর +বিকাল
কাকাদের বাড়ি থেকে আমার এক চাচাতো ভাইকে ডেকে আনে আমার সাথে সাহায্য করার জন্য। দুইজন মিলে মাছগুলো বিলে নামানোর শেষ করে আমি বাড়িতে এসে গরুর খাবারের কাজ সম্পন্ন করি।
ভেজা শরীরে ডিম তুলতে যেতে পারবো না সেজন্য আম্মু ডিম তুলতে চলে যাই আমি গোসল করে, রুমে এসে শুয়ে ছোটখাটো একটি ঘুম দেই। আম্মু আব্বু পোল্টিতে দুপুরের খাবার দেওয়ার আগেই আমাকে ঘুম থেকে উঠিয়ে দুপুরে খাওয়া-দাওয়া করতে বলে আমি দুপুরে খাওয়া-দাওয়া করে কাকিদের বাড়িতে চলে আসি এদিক দিয়ে আব্বু আজানের শব্দ শুনি চলে আসে আম্মু এর কিছুক্ষণ পরেই চলে আসে। পাঙ্গাস মাছের খাদ্য আজকে বিকেলটা কোনরকম দেওয়া গেছে কাল সকাল থেকে খাদ্য নাই শুধু একটি খাদ্য আছে , খাদ্য দেখে।
শিং মাছের খাদ্য দেওয়ার পর নিরিবিলি পুকুর |
পাঙ্গাসের খাদ্য দেওয়ার পর এনার্জি নিয়ে সংগ্রহ করে মাছ আনন্দিত |
দাদির বাড়ি চলে আসি, বাইরে থেকে বাড়িতে ছুটিতে তাই ওর সাথে দেখা করে, কিছুক্ষণ আলাপ করি ফুপি বলল উঠে চলো একটু হেঁটে আসি তাই , একথা শুনে আমি অনেকটাই খুশি হয়ে যায় কেননা আমার বিকালের আটার সঙ্গী পেয়ে যায় ঘন্টাখানেক হাঁটার পর।
সন্ধ্যা+ রাত্রি
মাগরিবের কাছাকাছি সময় বাড়িতে চলে আসি আসার পর পোল্ট্রি ফার্মে, আর শিং মাছ , পুকুরের,মাগুর মাছের পুকুরের, লাইট অন করে, বাড়িতে একা একা ভাল লাগেনা সন্ধ্যার পরে কাকিদের বাড়িতে এসে কিছুক্ষণ লুডু খেলি গল্প করি।
পোল্ট্রি ফার্মে লাইট জ্বালানো |
শিং মাছের পুকুর লাইট জ্বালানো |
মাগুর মাছের পুকুর লাইট জ্বালানো |
আটটার দিকে বাড়িতে আসি, আম্মুর সাথে কিছুক্ষণ গল্প করে রাত্রে খাওয়া দাওয়া কাজ সম্পন্ন করি, আজকে সারা দিনের কার্যক্রম শেয়ার করার জন্য লেখা শুরু করি।
আজকে এখানেই সমাপ্ত করছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ।।
আল্লাহ হাফেজ
আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো গ্রামীণ চিত্র দেখে মনটা ভরে গেল।। আমিও আপনার মত সকাল সকাল ঘুম থেকে উঠতে ভালোবাসি।। সকালের ঠান্ডা হাওয়া আমাদের শরীরের যত খুবই উপকারী,তবে আমি যেহেতু ঢাকায় আছি তাই এখানে আর হাঁটাহাঁটি করার সুযোগ হয় না।।।।
বিকালে সূর্য পাশাপাশি রোদে ঢাকা সবুজ ধান ক্ষেত টা দেখতে কিন্তু অনেক ভালো লাগছে।।। ধন্যবাদ খুব সুন্দর একটি পোষ্ট শেয়ার করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সকাল সকাল উঠে আমার ছোটবেলা থেকেই অভ্যাস , যদি হাঁটারি না ,করি আরেকটা বিশেষ কারণ আছে, সকালে সুন্দর প্রাকৃতিক ঠান্ডা হাওয়া, তাহলে শরীরটা সুস্থ সুন্দর থাকে দিনটাও ভালো যায়।
আমি যখন ঢাকায় থাকতাম তখন হাতিরঝিল হাটাহাটি করতাম , ধন্যবাদ আপু আমার পোস্টটি পড়ে এত সুন্দর কমেন্ট আমাকে উপহার হিসেবে দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শীতের সময় বিছানা থেকে উঠতে মন চায় না কারণ হালকা ঠান্ডা এবং গরম অনুভব এই যে সকালে আসে সেই অনুভব থেকে বিছানা ছাড়তে মোটেও ইচ্ছা করে না শীতের সময় যাই হোক সকালে উঠে ঘুম থেকে হাঁটাহাঁটি করা শরীরের জন্য অনেক ভালো এবং আমাদের শরীর সুস্থ রাখার জন্য ব্যায়াম করা অতি জরুরী ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রোদে ডাকা সবুজ ধানক্ষেত দেখতে বেশ সুন্দর লাগছে এছাড়াও আপনার একটি দিনের কার্যক্রম আমাদের মাঝে খুব ভালোভাবেই উপস্থাপনা করছেন। চাকরির পিছনে দৌড়ানোর মানুষ বেশি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন কেউ দেখতে চায়না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের প্রতিটি মানুষের সকালে ঘুম থেকে ওঠা উচিত কারণ সকালের হাওয়া শরীরের জন্য অনেক কিছু উপকার।। প্রতিদিনের মতো আজকেও বাসার কাজ করেছেন আর হ্যাঁ বাসায় পুকুর থাকলে মাছ চাষ করেও অনেক অর্থ উপার্জন করা যায়।। বিকেলের সূর্যটা দেখতে অনেক সুন্দর লাগছে ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট করার জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit