Better life with steem || The Diary Game || 1 Jun 2024 ||

in hive-120823 •  4 months ago 

1717256833570.jpg

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ।

আজকে আপনাদের মাঝে নতুন একটি ডায়েরি গেম নিয়ে তুলে ধরতে এবং শেয়ার করতে চলে আসলাম।

সকাল বেলা

আজকে সকাল বেলা ঘুম ভাঙ্গে মোবাইলে রিং এর শব্দে মোবাইলে তাকিয়ে দেখি আম্মু কল দিয়েছে তাই কথা বলে এবং শেষ করে ঘড়িতে তখন ছয়টা নয় বাজে সাতটা বাজতে আরো ৫০ মিনিট বাকি আছে তাই আবার ঘুমিয়ে পড়ি। দ্বিতীয়বার ঘুম থেকে উঠি অ্যালামে শব্দে এলার্ম অফ করে দেখি ঘড়িতে ৭: ০৪ বাজে।

তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বিছানা থেকে নেমে, এবং বিছানা গুছিয়ে ফ্রেশ হইতে ওয়াশরুমে চলে যায়। গোসল করে সে আসার জন্য প্রস্তুত হয়ে। প্রতিদিনের মতোই সকালে খাবার খেতে ভাবি রুমে চলে আসি।

ঢুকে দেখি আমার জন্য ভাত আর তরকারি রান্না করে রেখে দিছি টেবিলের উপরে। সকাল বেলা ভাত খেতে ইচ্ছে করলো না তাই ভাবির বকা থেকে বাঁচার জন্য অল্প খাবার খেয়ে আমি আমার রুমে আসি এবং অফিসে সরঞ্জাম নিয়ে অফিসের উদ্দেশ্য রওনা দেই।

IMG20240601140209.jpg

অফিসে আসতে প্রায় ৫থেকে ৭মিনিট সময় লাগে এসে দেখি বস বাদে প্রায় সবাই চলে এসেছে তাই আমি আর শরিফুল একসাথে রুমে ঢুকি।

রুমে এসে দুজনই বসে পড়ি যার যার সিটে কিছুক্ষণ বসে থাকার পর বস না আসাই তাই যার যার মতে কাজে লেগে পড়ি আমি প্রথমত প্রতিটা সেকশন ঘুরে আসি রুমে আসার সময় ফায়ারিং থেকে কিছু টেস্টের মাল এবং টেস্ট নিয়ে আসি ।

IMG20240601155459.jpg

IMG20240601155144.jpg

স্যাম্পল গুলো ডিফেক্ট গুলো নোট করি এবং অরজিনাল স্যাম্পল সাথে কালার মিলানো হয়। তারপর এগুলো কাজ শেষ করে ডেকোরেশনে চলে আসি ডেকোরেশন প্রথম রুমে ঢুকে দেখি লোকাল প্রডাক্টে কাজ তো ওইখানে কিছুক্ষণ দেখে।

ডিফেক্ট মালগুলো সুপারভাইজার হাতে বুঝিয়ে আমি ডেকোরেশনের ২ নাম্বার রুমে চলে আসি ওই রুমে মূলত কাজ হচ্ছে সকল প্রোডাক্টে বেক্সট্রাম লাগাই আর সকল প্রকার কর্পোরেট কাজ করে।

ওইখানে কিছু ক্ষণ থেকে কর্পোরেট মগ কাজ চলতেছিল তাদের কাজগুলো দেখে ওইখানেও ডিফেক্ট মগ গুলো বাতিল করে দেয়। এবং ওইখানকার লাইনম্যান কে আরো ভালো করে চেক করে নামাতে বলি।

আমি তৃতীয় রুমে চলে আসি ওইখানকার কাজ হচ্ছে লাইনিং করা কালার লাইনিং গোল্ড লাইনিং এগুলো কাজ করে ওইখানে এসে দেখি কালার লাইনি মাল চলতেছে ওইখানে কিছুক্ষন দাঁড়িয়ে আমি চলে আসছি।

লোকাল প্যাকিং চলে আসি ওইখানে ডিনার সেট কার্টুন করা হচ্ছিল ওইখানে কিরকম প্রোডাক্ট দিচ্ছে সেটি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিটা টেবিলে দেখি এবং এক সাইডে কর্পোরেট প্রোডাক্টগুলো প্যাকেট হচ্ছে সেগুলো প্রতিটা টেবিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি।

ডিফেক্ট প্রোডাক্টগুলো বাতিল করে দেই এবং সকালে কম খেয়ে আসায় প্রচন্ড খুদা লেগে যায় ।তাই তাড়াতাড়ি করে ক্যান্টিনে চলে আসি এবং অর্ডার করি রুটি দেওয়ার জন্য। খাবার দিয়ে যায় এবং আমি রুটি খাচ্ছি সাথেই বিড়াল একটি বসে আছে।

IMG20240601085950.jpg

উনাকেও একটু রুটি দিলাম উনি সম্পূর্ণরটি খেয়ে ফেলল তাই আরো দিলাম। দু তিনবার দেওয়ার পর চতুর্থবার আর না খেয়ে চলে গেল।

খাওয়া-দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে রুমে চলে আসি। কিছুক্ষণ রেস্ট নিয়ে সকালবেলা মিটিং এর সময় আসে মিটিংয়ে জয়েন করি। মিটিংয়ে জিএম স্যার হাতে কিছু কাজ ধরিয়ে দেয়।

তাই মিটিংটি শেষ না করে জিএম স্যারের কাজ করতে চলে আসি। জিএম স্যারের কাজ কি শেষ করতে প্রায় দুই ঘন্টার অধিক লেগে যায়। এদিকে দুপুরের খাবারের টাইম হয়ে আসে কিছু মিনিট বাকি থাকায় তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রুমে চলে আসি।

দুপুর বেলা

IMG20240601140139.jpg

একটা বাজলেই আমি আর শরিফুল প্রতিদিনের মতো খাবার খেতে বাসায় চলে আসি আমি ফ্রেশ হয়ে খাবার আনতে ভাবীর রুমে চলে যাই। এবং ভাবীর রুম থেকে খাবার নিয়ে এসে আমার রুমে আরামসে বসে খাই। এবং খাওয়া-দাওয়া শেষ করে বেশ কিছুক্ষণ রেস্ট নেই।

আবার যাওয়ার টাইম হয়ে আসে তাই আমার কিছু কাজ থাকায় শরিফুল আর জাকারিয়া চলে যায় আমি কাজটি শেষ করে আবার অফিসে চলে আসি প্রচন্ড গরম লাগাই রুমে কিছুক্ষণ রেস্ট নেই।

আমাদের এই কোম্পানির মালিকের আরেকটি কোম্পানির বড় বড় কর্মকর্তাদেরকে ডিনার সেট গিফট হিসাবে প্রদান করিবে। তাই ওই গিফট টা কিউসি আন্ডারে চেক করার দায়িত্ব চলে আসে।

IMG20240601141400.jpg

তাই ওইগুলো চেক করে ওইগুলো চেক করতে প্রায় ঘন্টা খানিক লেগে যায়, এবং ওই প্রোডাক্টের ডিফেক্ট রিপোর্ট তৈরি করে বস হাতে ধরিয়ে দিই।

বিকেল বেলা+সন্ধ্যাবেলা

IMG20240601094155.jpg

এবং চলে আসছি আমি আর এক বড় ভাই ক্যান্টিনে এসে চা খাই আর কিছুক্ষণ গল্প করি। চা খাওয়া শেষ করে ক্যান্টিন থেকে চলে আসি। বড় ভাই তার কাজে লেগে পরে আমিও কাজে লেগে পড়ি কিছু কাজ করে প্রতিদিনের মতোই রিপোর্ট করতে রুমে চলে আসছি।

IMG20240601170846.jpg

রিপোর্টগুলো র আপডেট করে বসের সিগনেচার নিয়ে ফাইল ক্লোজ করে দরজার নক করে আমি চলে আসছি বাহিরে এসে দেখি বিকালের রোদে হলুদ ফুল গুলো অনেক সুন্দর লাগছে।

IMG20240601171136.jpg

IMG20240601171209.jpg

তাই ওইখানে একটি ছবি তুলে পাঞ্চ করে চলে আসি রাস্তায় দিয়ে আসার পথে সামনে একটি ঘোড়া হাঁটতে হাঁটতে ঘাস খেতে এদিকে আসছে। ওর সাথে কিছুক্ষণ দুষ্টামি করে বাসার দিকে চলে আসি।

IMG20240601171512.jpg

বাসায় এসে প্রথমে ওয়াশরুমে চলে যাই গোসল করতে গোসল শেষ করে এসে দেখি ভাবি কাঁঠাল দিয়ে যাই খাওয়ার জন্য আমরা তিনজন অনেক মজা করে কাঁঠাল খায়।

সত্যি কাঁঠালটা অনেক সুস্বাদু ছিল হালকা হালকা শক্ত এই কাঁঠালটা আমি অনেক পছন্দ করি ,নরম কাঁঠাল খুব কম খাই ।

IMG20240601181637.jpg

খাওয়া শেষ করে কিছুক্ষণ শুয়ে থাকি এবং সাড়ে আটটা দিকে ভাবী কল দেই রাত্রের খাবার খাওয়ার জন্য রাত্রে খাওয়া দাওয়া শেষ করে পোস্ট লিখতে বসে যাই।

আজকের পোস্টটি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার আজকের ডাইরি গেমটি খুব সুন্দর হয়েছে। প্রতিদিনের কর্ম ব্যস্ততা আমাদের মাঝে তুলে ধরাটা অনেক সুন্দর ভাবে উপাস্থাপন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

ধন্যবাদ ভাই, আমাদের চাকরি জীবন একটি রোবটিক যার ধারাবাহিকতাই চলতে থাকে কেননা চাকরি জীবন বলে কথা। ধন্যবাদ ভাইয়া আমার পোস্টটি মনোযোগ দিয়ে পড়ে এবং সুন্দরভাবে কমেন্ট করার জন্য।

Loading...

আমি বলবো আজকের সকালটা আপনার খুব সুন্দর মুহুর্ত দিয়ে শুরু হয়েছে। মায়ের কল ধরে মায়ের সাথে কথা বলে দিনটা শুরু করেছেন, এর থেকে উত্তমভাবে দিন শুরু হতে পারে না

আপনার পোস্টের উপস্থাপনা সত্যিই খুব ভালো হয়েছে। রাস্তার পাশের ফুল ও ঘোড়া দেখতে অসাধারণ লাগছে সেই সাথে কাঁঠালগুলো নিশ্চয়ই খুব ভালো হয়েছিলো খেতে। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

ঠিক বলেছেন ভাইয়া , দিনটি অনেক সুন্দর ভাবে শুরু হয়েছে, জ্বী ভাইয়া কাঁঠাল গুলো অনেক সুন্দর ছিল, এবং খাইতে খুব সুস্বাদু যান বলার মত নয়। ধন্যবাদ ভাই আমার পোস্টটি পড়ে সুন্দর একটি কমেন্ট করার জন্য

প্রতিটা দিনই যদি কোনো ঝামেলা ছাড়া সুন্দরভাবে কাটে তাহলে তো কথাই নেই। আপনার কাঁঠাল ভালো লেগেছ জেনে ভালো লাগলো। আমি কাঁঠাল ততটা পছন্দ করি না, তবে এজটু শক্ত হলে খেয়ে থাকি। ধন্যবাদ আপনাকে মতামতের উওর দেওয়ার জন্য। ভালো থাকবেন।

আমিও নরম কাঁঠাল একদম পছন্দ করি না যদি শক্ত কাঠাল হয় আমার কাছে অনেক ভালো লাগে এবং এই কাঁঠালটাই আমি বেশি করে খাই।
ধন্যবাদ ভাই আমার পোস্টটি পড়ে সুন্দর একটি কমেন্ট করেছেন

সকালবেলা অনেকেই ভাত খেতে পছন্দ করেনা। তবে আমি সকালবেলা পান্তা ভাত খেতে অনেক বেশি পছন্দ করি। যদি তার সাথে ভর্তি হয়ে থাকে। আপনি নিজের কর্মস্থলে আবারও সুন্দরভাবে গিয়ে পৌঁছে গেলেন। নিজের কাজ শেষ করে বাসায় ফিরে এসেছেন। বাসায় এসে কাঁঠাল খেয়েছেন। আপনার ফটোগ্রাফি দেখে বেশ ভালোই লেগেছে। যেটা রাস্তার পাশে ফুলগুলো ফুটে আছে। ধন্যবাদ একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

আমি কখনো পান্তা ভাত খাওয়া হয় নাই এবংট্রাই করি নাই। এটা কি রকম স্বাদ বা টেস্ট বিষয়ে খুবই কাঁচা,

ধন্যবাদ আপু আমার পোস্টটি পড়ে সুন্দরভাবে কমেন্ট করার জন্য 🌹

বাসায় ছুটি কাটিয়ে আবারো নিজ কর্মস্থলে পৌঁছেছেন । সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা খাবার খেয়ে অফিসে গিয়েছেন। অফিসে গিয়ে আপনার যে কাজ ছিল সেগুলো করাতে বেশ ব্যস্ত ছিলেন। সত্যি আপনাদের কোম্পানির সিরামিকস বাটি গুলো দেখলেই কিনতে মন চায়। সন্ধ্যায় আবার সবাই মিলে কাঁঠাল খেয়েছেন।

সারাদিনের মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

ঘুম থেকে উঠেই মায়ের সাথে কথা বলা এর থেকে আনন্দের আর কি হতে পারে।এলার্মের শব্দে ঘুম থেকে উঠেই ডিউটিতে জান এবং সেখানে সুন্দরভাবে কাজ করেন।আপনার তৈরি করা জিনিসগুলো সত্যিই প্রসংসনীয়।আর আপনি বিড়ালটাকেও রুটি খাওয়াইছেন।শুনে খুব খুশি হলাম।ধন্যবাদ

আপনার সারাদিনের কাজকর্ম গুলি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মত আমিও সকালবেলায় উঠে ভাত খাওয়া পছন্দ করি না। তবে আপনার পোস্টে কাঁঠালের ছবিগুলি দেখলাম। আমিও কাঠাল খেতে খুব ভালোবাসি। আপনার ফটোগ্রাফির পাশে রাস্তায় ধারে যে ফুলগুলো ফুটে আছে ফুলগুলোকে দেখতে খুব সুন্দর লাগছে। ওই ফুলগুলি আমাদের এখানে বিভিন্ন রঙের হয়।