বিসমিল্লাহির রাহমানির রাহিম |
---|
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। |
---|
সৃষ্টিকর্তা আমাদের কে যতদিন বাঁচিয়ে রাখবেন, এই পৃথিবীতে এই ততদিন ব্যস্ত থাকবো ।আমরা নতুন একটি দিনের ব্যস্ততম কিছু কথা নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম।
আমার ঠান্ডা লাগার কারণে আমাকে সকালে উঠতে দেয় না, তাই একটু দেরি করে বিছানা থেকে উঠে, কোয়েল পাখি নিয়ে সাথে দেখা করার জন্য চলে আসি, তাদেরকে খাবার দিয়ে, প্রতিদিনের মতো ই ফ্লাক্সে গরম পানি করে, তার সাথে ঠান্ডা পানি মিক্স করে তাদেরকে খাওয়ার জন্য দেয়।
পাখিদের সকালের কাজ শেষ হলে লেয়ার ফার্মে চলে আসি বাহিরে ঠান্ডা বাতাস ফার্মের পর্দা এখনো তোলা হয় নাই তারা যখন এসেছিল তখন ঠান্ডা বাতাস বাহিরে, এখন একটু কম তাই আব্বু আমাকে বলে পর্দা উঠিয়ে তুমি বাড়িতে চলে যাও, ভিতরে কাজ কর্মচারী ভাই আর আব্বু, শেষ করে আসবে ।
আব্বু খাদ্য দিবে পানি দিবে আর ফ্লোর পরিস্কার করবে, আমি পর্দা তুলে বাড়িতে চলে আসছি ফ্রেশ হয়ে সকালের হালকা কিছু খাবার খেয়ে, রোদ দেখা যাচ্ছে তাই আজকে মনে হয় ওষুধ দেওয়া লাগবে সেটার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আমি আরেকজন কর্মচারী ভাই,
দুই প্রকার ওষুধ নিয়ে এসেছে একটা আজকে দিবে আরেকটা আগামীকাল দিয়ে দিবে যদি রোদ উঠে আজকে দানাদার ওষুধ দিবে। আব্বু বিল পারে চলে আসে ,
চারজনে দাঁড়িয়ে থেকে কিভাবে কাজটা করতে হবে সেটা আমরাও জানি মোটামুটি তাও আব্বুর কাছে জিজ্ঞাসা করি বড় একটি বোলে মধ্যে বস্তা ঢেলে দেওয়ার পর দানাদার খাদ্য ছিটিয়ে দেওয়া লাগবে সম্পন্ন বিলে আজকে শুক্রবার তাড়াতাড়ি কাজগুলো শেষ করতে হবে।
আমি বৈঠা নিয়ে বসে পড়ি আমার সিটে তারা তাদের জায়গা নিয়ে দাঁড়িয়ে পড়ে। আমি নৌকা চালেতে থাকি আর তারা খাদ্যের মতো ছিটিয়ে দিতে থাকে। ঘন্টাখানেকের মতো সময় লাগে ওষুধ দেওয়ার পর বাড়িতে চলে আসি তারা নৌকা পানি দিয়ে পরিষ্কার করে, শিং মাছের পুকুরে তার সাথে মাগুর মাছের পুকুরে ও ওষুধ প্রয়োগ করে তারা আমার সেখানে যাওয়া লাগে নাই।
আম্মু গোসল করার জন্য বলে কিন্তু আমি ডিম তোলার পর গোসল করব সেটা বলে অল্প কিছুক্ষণের মতোন বসে ডিম তুলার সময় আগেই অতিবাহিত হয়ে গিয়েছিল এখন দুপুর একটার কাছাকাছি সময় তাই ডিম তুলার শেষ করে বাড়িতে এসে গোসল করে তাড়াতাড়ি করে নামাজ পড়তে চলে যায়, নামাজ শেষ করে, কোয়েল পাখিদের কে খাবার ও পানি দেওয়ার জন্য চলে আসি ,আজকে সকাল থেকে একবারই ওদেরকে খাবার দেওয়া হয়েছে।
আম্মু ওদেরকে আরেকবার খাবার দিয়েছে আমি যখন ওষুধ নিতে গিয়েছিলাম তখন এসে দেখি অল্প অল্প আছে, সন্ধ্যা পর্যন্ত যাওয়ার জন্য খাবারও পানি দিয়ে বাড়িতে চলে আসি। রোদ্রে দাঁড়িয়ে থাকি তার মধ্যেই আম্মু দুপুরের খাওয়ার জন্য বলে।
তাই দুপুরে খাওয়া-দাওয়া টা সম্পন্ন করি , রৌদ্র এসে বসে থাকি মোবাইল নিয়ে নতুন একটা জিনিস নিয়ে গবেষণা করি অনেক কিছু তথ্য জানার চেষ্টা করি।
দুপুরের খাবারের সময় হয়ে যাই মুরগি দের তাই ওদেরকে পানি দেওয়ার জন্য চলে আসি, পোল্ট্রি ফার্মে এসে পানি পাইপ গুলো পরিষ্কার করা শেষ প্রান্তেই কারেন্ট চলে যায়, কারেন্টের উপর রাগ দেখিয়ে বাইরে বের হয়ে কোয়েল পাখি ওইখানে চলে আসি কারেন্ট আসলে তা পরে পানি দিয়ে বাড়িতে আসবো।
বেশ কিছুক্ষণ বসে থাকার পর বিরক্ত লাগছে বসে থাকতে তাই বাড়িতে চলে আসি মোবাইল নিয়ে বসে পড়ে তৎক্ষণিক কারেন্ট চলে আসে মোবাইল নিয়েই পোল্ট্রি ফার্মে চলে আসি।
মোটর চালু করে সবার প্রথম মুরগি দেরকে পানি দিয়ে পোল্ট্রি ফার্মের আশেপাশে কিছু গাছপালা লাগানো হয়েছিল সেগুলো তে পানি দিয়ে দেই, ১০ মিনিট পর আবার আসা লাগবো তাই দশ মিনিট আগের কাজটা এখনই করে চলে আসব লাইট জ্বালিয়ে।
বাড়িতে আসার পথে কোয়েল পাখিদের ও লাইট জ্বালিয়ে দিয়ে দেখি একটি লাইট চলে গেছে তাই বাড়িতে লাইট ছিল অতিরিক্ত বাড়ি থেকে নিয়ে এসে লাগিয়ে দিয়ে পর্দা নামিয়ে বাড়িতে চলে আসি ফ্রেশ হয়ে শীতের কাপড় গায়ে দিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকি সন্ধ্যাবেলা রাস্তার দিকে দাঁড়িয়ে থাকতে আমার একটু ভালো লাগে মানুষ বাজার থেকে অনেক কিছু নিয়ে আসে আবার নিয়ে যাই।
আম্মু ঘর থেকে জানালা দিয়ে ডাক দিয়ে বলে মশা কামড় দিবে ঘরে চলে আসো ঠান্ডা লাগবে তাই ঘরে চলে আসি রুমে বসে আম্মু টিভিতে ইউটিউব দেখে আর আমি ল্যাপটপ নিয়ে বসে পড়ি আনন্দ সময় পার করার জন্য। এই মাঝে গতকালকের পোস্ট সাবমিট করে ফেলি।
ল্যাপটপের নাটক দেখতে দেখতে আব্বু চলে আসে নাটক দেখা শেষ করে আমি রাত্রে খাওয়া দাওয়া করার জন্য চলে আসি খাওয়া দাওয়ার মাঝে অনেক কথা বলে আব্বু সেগুলো মনোযোগ দিয়ে শুনি আরেকটি ছোটখাটো ব্যবসা যোগ করবে সেটার মধ্যে একটু সহযোগিতা করতে হবে।
এখন আর আমি চাকরি নিয়ে ভাবি না এগুলো নিয়ে থাকতে পারবো। আব্বু এই কথাগুলো শুনে অনেক খুশি হয়ে যাই কেননা এগুলোর মধ্যে আমার কোন ইন্টারেস্ট ছিল না আগে। বাড়ি থেকে বাইরে থাকতে পছন্দ করতাম।
রাত্রে খাওয়া দাওয়া শেষ করে আমি আমার রুমে ঘুমানোর জন্য চলে আসি বিছানাটা ঘুমানোর জন্য প্রস্তুত করে মোবাইল নিয়ে শুয়ে পড়ি, ক্লান্ত তাই আর মোবাইল দেখতে আর মন চাচ্ছে না মোবাইল এক সাইডে রেখে ঘুমানোর জন্য প্রস্তুত তিনি নেই।
পোস্ট এ পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ।
যেহেতু বাড়িতে এখন আপনারা বিভিন্ন ধরনের ফার্ম তৈরি করেছেন তখন কাজকর্মের পরিমাণটা অনেক বেশি উদ বৃদ্ধি পেয়েছে আসলে সবকিছু মিলিয়ে সারাটা দিন ফার্মের মধ্যে সময় কাটানো এবং হাঁস মুরগি দেখাশোনা করা পাখিদের খাবার দেয়া গরুর খাবার দেয়া আবার মাছের জন্য ঔষধ দেয়ার সবকিছু মিলিয়ে অনেক বেশি ব্যস্ততার মধ্যেই রয়েছেন তার পরেও আপনার লেখা আমাদের সাথে উপস্থাপন করেছেন যেটা দেখে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit